Type Here to Get Search Results !

এই ব্লগটি সন্ধান করুন

html body submit korechi WB Semester Ads-1

'তার সঙ্গে'- কবিতার প্রশ্ন উত্তর | 'তার সঙ্গে' কবিতার MCQ প্রশ্ন উত্তর | Tar Songe Question Answer

'তার সঙ্গে' কবিতার প্রশ্ন উত্তর

ভূ(caps)মিকা : দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিষ্টার বাংলা পরীক্ষায় 40 নম্বরের মধ্যে ভারতীয় গল্প ও আন্তর্জাতিক কবিতা থেকে 5 টি MCQ প্রশ্ন আসবে অর্থাৎ 5 নম্বর আসবে। তাই তোমাদের জন্য আমি আন্তর্জাতিক কবিতা পাবলো নেরুদার লেখা 'তার সঙ্গে' কবিতা থেকে খুব গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর বলে দিলাম। WB Semester Team প্রকাশিত দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিষ্টার সাজেশন বইগুলিতে(PDF) আরো অনেকগুলি MCQ প্রশ্ন উত্তর দেওয়া আছে। বইগুলির(PDF) সংগ্রহ করতে পারেন - ক্লিক করো।

'তার সঙ্গে'- কবিতার প্রশ্ন উত্তর

Tar Songe Question Answer

1. 'তার সঙ্গে' কবিতাটির কবি হলেন -
(A) শক্তি চট্টোপাধ্যায়
(B) শঙ্খ ঘোষ
(D) বিহারীলাল চক্রবর্তী
উত্তর : (A) শক্তি চট্টোপাধ্যায় 

2. শক্তি চট্টোপাধ্যায়ের 'তার সঙ্গে' কবিতাটি যাঁর কবিতার অনুবাদ -
(A) শেলি
(B) ইয়েটস
(C) পাবলো নেরুদা
(D) জন কিটস
উত্তর : (C) পাবলো নেরুদা 

3. ".... একে পার করতে হবে।"- কবি মতে পার করতে হবে -
(A) মানুষকে
(B) সময়কে
(C) সম্পর্ককে
(D) সবগুলি ভুল
উত্তর : (B) সময়কে 

4. কবি সময়টি সুবিধার নয় বলে তাঁর সন্ধীকে অপেক্ষা করতে বলেছেন -
(A) কবির জন্য
(B) ভালো সময়ের জন্য
(C) সুযোগের জন্য
(D) শান্ত থাকার জন্য
উত্তর : (A) কবির জন্য 

5. দুজনে মিলে খুব ________ একে পার করতে হবে।
(A) ভালোবেসে
(B) সমঝে
(C) মিলেমিশে
(D) ব্যাখ্যা
উত্তর : (B) সমঝে 

6. ".... অপেক্ষা করো।" - এখানে অপেক্ষা করতে বলেছেন -
(A) কবির জন্য
(B) সুসময়ের জন্য
(C) সুযোগের জন্য
(D) ফলাফলের জন্য
উত্তর : (A) কবির জন্য 

7. ".... আমার হাতে রাখো" - কবি রাখতে বলেছেন - 
(A) একটি ফুল
(B) প্রিয়তমার একটি হাত
(C) প্রিয়তমার দুটি ছোট্ট হাত
(D) প্রিয়তমার দেওয়া উপহার
উত্তর : (C) প্রিয়তমার দুটি ছোট্ট হাত 

৪. 'তার সঙ্গে' কবিতায় কবি সঙ্গে নিতে বলেছেন -
(A) ঝুড়ি-শাবল
(B) প্রিয়তমাকে
(C) তির-ধনুক
(D) কোদাল ও কাস্তে
উত্তর : (A) ঝুড়ি-শাবল 

• Column Matching: (স্তস্ত মিলকরণ) 
9. ক- স্তম্ভ           খ- স্তম্ভ
a. তুমি            i. প্রতিকূল
b. সময়          ii. সমঝে পার হব
c. আমি          iii. ছোট্ট দুই হাত
d. দুজনে        iv. অপেক্ষা
বিকল্পসমূহ : 
(A) (a)-(i), (b)-(iii), (c)-(ii), (d)-(iv)
(B) (a)-(ii), (b)-(i), (c)-(iv), (d)-(iii)
(C) (a)-(iii), (b)-(i), (c)-(iv), (d)-(ii)
(D) (a)-(iv), (b)-(ii), (c)-(iii), (d)-(i)
উত্তর : (C) (a)-(iii), (b)-(i), (c)-(iv), (d)-(ii) 

'তার সঙ্গে' কবিতার MCQ প্রশ্ন উত্তর

10. যখন সময় সুবিধার না তখন কী করতে হবে ?
(A) সমঝে পার হতে হবে
(B) ব্যস্ত থাকতে হবে
(C) মিলেমিশে থাকতে হবে
(D) সুসময়ের অপেক্ষা করতে হবে
উত্তর : (A) সমঝে পার হতে হবে 

11. "তুমি তোমার ঐ ছোট্ট দুটি হাত আমার হাতে রাখো " - এখানে তুমি হল - 
(A) প্রকৃতি
(B) কথক
(C) প্রিয়জন
(D) দেশ 
উত্তর : (C) প্রিয়জন 

12. "আমার আবার সেরকম এক জুড়ি" - 'জুড়ি' বলতে বোঝানো হয়েছে - 
(A) জীবনসঙ্গীকে
(B) ছেলে-মেয়েকে
(C) বন্ধুকে
(D) সবগুলি ভুল
উত্তর : (A) জীবনসঙ্গীকে 

13. 'তার সঙ্গে' কবিতায় কবি শাবল, ঝুড়ি ও কাপড় চোপড় নিতে বলেছেন -
(A) বিদেশ ভ্রমণ করার জন্য
(B) পালিয়ে যাওয়ার জন্য
(C) কুঁয়ো খনন করার জন্য
(D) লড়াইয়ের প্রস্তুতির জন্য
উত্তর : (D) লড়াইয়ের প্রস্তুতির জন্য 

• True and False Type Questions: (সত্য-মিথ্যাধর্মী প্রশ্ন)
14. (i) তুমি তোমার ঐ বলিষ্ঠ দুটি হাত আমার হাতে রাখো।
(ⅱ) স্থানে-অস্থানে বেঁচেবর্তে থাকা হয়েছে।
(iii) কাঁকে কলশি নাও, কুঠার নাও।
(iv) আমাদের দুজনের হাতগুলোই লাগবে।
বিকল্পসমূহ : 
(A) (ⅰ)-মিথ্যা (ⅱ)-সত্য (iii)-মিথ্যা (iv)-সত্য
(B) (ⅰ)-মিথ্যা (ⅱ)-মিথ্যা (iii)-মিথ্যা (iv)-সত্য
(C) (ⅰ)-মিথ্যা (ⅱ)-সত্য (iii)-সত্য (iv)-সত্য
(D) (ⅰ)-সত্য (ⅱ)-সত্য (iii)-মিথ্যা (iv)-সত্য
উত্তর : (A) (ⅰ)-মিথ্যা (ⅱ)-সত্য (iii)-মিথ্যা (iv)-সত্য 

15. 'তার সঙ্গে' কবিতায় 'চার হাত চার চোখ' বলতে বোঝানো হয়েছে -
(A) বিষ্ণুকে 
(B) গণেশকে
(C) সহযোগিতা ও ঐক্য
(D) ভালবাসাকে
উত্তর : (C) সহযোগিতা ও ঐক্য 

বি.দ্র:- WB Semester Team প্রকাশিত দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিষ্টার সাজেশন বইগুলি (PDF) সম্পর্কে বিস্তারিত জানতে বইগুলির উপরে ক্লিক করো।
Tar Songe Question Answer



16. কাঁকে ঝুড়ি নাও, _________  নাও। 
(A) শাবল
(B) ফুল
(C) কুঠার
(D) সবগুলি ভুল
উত্তর : (A) শাবল 

• সঠিক সম্পর্কটি চিহ্নিত করো।
17. বিবৃতি (A) : আমরা আবার সেরকম এক জুড়ি।
বিবৃতি (B) : যারা স্থানে-অস্থানে বেঁচেবর্তে এসেছে। 
বিকল্পসমূহ : 
(A) (A) সঠিক কিন্তু (B) যথার্থ নয়
(B) (A) ও (B) উভয়েই ঠিক
(C) (A) ও (B) উভয়ই ভুল
(D) (A) ঠিক ও (B) ভুল
উত্তর : (B) (A) ও (B) উভয়েই ঠিক 

18. আমাদের দুজনের  _________ লাগবে।
(A) ভালোবাসা
(B) বন্ধুত্ব
(C) হাতগুলোই
(D) কথাগুলি
উত্তর : (C) হাতগুলোই 

19. শক্তি চট্টোপাধ্যায়ের যে কাব্যগ্রন্থ থেকে 'তার সঙ্গে' কবিতাটি নেওয়া হয়েছে তা হল - 
(A) পাবলো নেরুদার কবিতা
(B) পাবলো নেরুদার শ্রেষ্ট কবিতা
(C) পাবলো নেরুদার কবিতা ভান্ডার
(D) পাবলো নেরুদার সমগ্রকবিতা
উত্তর : (B) পাবলো নেরুদার শ্রেষ্ট কবিতা ✓  

20. আগুন জ্বালানোর জন্য লাগবে - 
(A) মাচিস 
(B) শুকনো পান 
(C) লাইটার
(D) একে অপরকে
উত্তর : (D) একে অপরকে 

তার সঙ্গে কবিতার প্রশ্ন উত্তর

21. 'তার সঙ্গে' কবিতায় কবির মতে, তাঁদের হাতগুলো লাগবে -
(A) ফল তোলার জন্য
(B) আগুন জ্বালানোর জন্য
(C) ভাত রান্না করার জন্য
(D) ফুলগাছ লাগানোর জন্য
উত্তর : (B) আগুন জ্বালানোর জন্য 

22. 'রোসো' শব্দের অর্থ হল -  
(A) অপেক্ষা করো
(B) লাভ কর
(C) বিশ্রাম করা
(D) রাগ করা
উত্তর : (A) অপেক্ষা করো 
 
• Column Matching: (স্তস্ত মিলকরণ) 
23.  ক-স্তম্ভ      খ-স্তম্ভ 
a. হাত           i. সঙ্গে নেওয়ার জন্য
b. চোখ         ii. তালাশের জন্য
c. শাবল        iii. আগুন জ্বালানোর জন্য
d. মধু           iv. যুঝবার জন্য
বিকল্পসমূহ : 
(A) (a)-(ii), (b)-(iv), (c)-(i), (d)-(iii)
(B) (a)-(iii), (b)-(ii), (c)-(i), (d)-(vi)
(C) (a)-(iii), (b)-(iv), (c)-(i), (d)-(ii)
(D) (a)-(i), (b)-(iv), (c)-(iii), (d)-(ii)
উত্তর : (C) (a)-(iii), (b)-(iv), (c)-(i), (d)-(ii) 

24. 'তার সঙ্গে' কবিতায় কবি প্রতিকূল সময়কে মোকাবিলা করতে বলেছেন - 
(A) একসঙ্গে থেকে
(B) যুদ্ধ করে 
(C) ভালোবেসে 
(D) খেলা করে
উত্তর : (A) একসঙ্গে থেকে 

 • Assertion-Reasoning Type Questions: (বিবৃতি-কারণধর্মী প্রশ্ন)
25. বিবৃতি (A) : আমার জন্যে অপেক্ষা করো।
কারণ (R): দুজন মিলে খুব সমঝে একে পার করতে হবে।
বিকল্পসমূহ : 
(A) (A) সঠিক কিন্তু (R) যথার্থ নয়
(B) (A) ও (R) উভয়েই ঠিক
(C) (A) ও (R) উভয়ই ভুল
(D) (A) ঠিক ও (R) ভুল
উত্তর : (B) (A) ও (R) উভয়েই ঠিক 

26. "ধুয়ে মুছে আগুন বানাবার জন্যে"-  এখানে আগুন হল -
(A) ভালোবাসার প্রতীক
(B) নব সূচনার প্রতীক
(C) ধ্বংসের প্রতীক
(D) বিদ্রোহের প্রতীক
উত্তর : (B) নব সূচনার প্রতীক 

27. ধুয়ে মুছে  ________ বানাবার জন্যে। 
(A) মানুষ
(B) রাস্তা
(C) বাড়ি-ঘর
(D) আগুন
উত্তর : (D) আগুন 

28. 'তার সঙ্গে' কবিতার মূল বিষয় হল -
(A) সংকট মোকাবিলার জন্য ঐক্য প্রয়োজন
(B) বন-সংরক্ষণ করা
(C) আত্মবিশ্বাস রাখা প্রয়োজন 
(D) সময়ের কাছে হার না মানা
উত্তর : (A) সংকট মোকাবিলার জন্য ঐক্য প্রয়োজন 

29. কবির মত অনুসার, একে অপরের প্রয়োজন নেই - 
(A) যুদ্ধ করার জন্য
(B) খেলাধুলা করার জন্য
(C) মধু তালাশের জন্য 
(D) শিকার করতে যাওয়ার জন্য।
উত্তর : (C) মধু তালাশের জন্য 

30. "আমাদের _________ হাতগুলোই লাগবে"।  
(A) তিনজনের
(B) চারজনের
(C) দুজনের
(D) একজনের
উত্তর : (C) দুজনের 

উপসংহার : 'তার সঙ্গে'-কবিতা থেকে আরো অনেক MCQ প্রশ্ন রয়েছে। সেগুলি পেতে WB Semester Team প্রকাশিত দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার সাজেশন বইগুলির(PDF) সংগ্রহ করতে পারেন - ক্লিক করো

SOCIAL MEDIA FOLLOW
Whatsapp Group              Click Here
Telegram             Click Here

• Comment করো :
(contact-form)
শুভেচ্ছা সহ,
WB Semester Team

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

WB Semester Ads-2

WB Semester Ads-3