Type Here to Get Search Results !

এই ব্লগটি সন্ধান করুন

html body submit korechi WB Semester Ads-1

'Riders To The Sea' নাটকের প্রশ্ন উত্তর | Riders To The Sea Questions and Answers | Riders To The Sea MCQ Questions

Riders To The Sea Questions and Answers

ভূ(caps)মিকা : WBCHSE বোর্ডের নতুন নিয়ম অনুসারে দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার ইংরেজি পরীক্ষার জন্য একটি নাটক পড়তে হবে সেটি হল - John Millington Synge এর লেখা 'Riders To The Sea' এই একটি নাটক থেকে পরীক্ষায় 40 নম্বরের মধ্যে মোট 5 টি MCQ প্রশ্ন অর্থাৎ 5 নম্বর আসবে। তাই তোমাদের জন্য 'Riders To The Sea' নাটক থেকে খুব গুরুত্বপূর্ণ কিছু MCQ প্রশ্ন উত্তর নিচে বলে দিলাম। তবে WB Semester Team প্রকাশিত দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিষ্টার সাজেশন বইগুলিতে(PDF) আরো অনেকগুলি MCQ প্রশ্ন উত্তর রয়েছে। সেগুলি পেতে হলে এখানে - ক্লিক করো।

Riders To The Sea Questions and Answers

 Riders To The Sea Questions and Answers

1. Who is the author of this title "Riders th The Sea" ?
(A) Anton Chekov
(C) APJ Abdul Kalam
(D) Ruskin Bond 
Ans : (B) John Millington Synge 

1. "Riders To The Sea" শিরোনামের লেখক কে ?
(A) আন্তন চেকভ
(B) জন মিলিংটন সিঞ্জ
(C) এপিজে আব্দুল কালাম
(D) রাসকিন বন্ড
উত্তর : (খ) জন মিলিংটন সিঞ্জ 

2. Where was the body of the drowned Michael found ? 
(A) Eamon
(B) Danganon
(C) Donegal
(D) Galway
Ans : (A) Eamon 

2. মাইকেলের ডুবে যাওয়া মৃতদেহ কোথায় পাওয়া গিয়েছিল ?
(A) ইমন
(B) ডাঙ্গানন
(C) ডোনেগাল
(D) গলওয়ে 
উত্তর : (A) ইমন 

3. Where did Bartley decide to go ? 
(A) To Channel Island
(B) To Galway Fair
(C) To Donegal
(D) To Connemara 
Ans : (B) To Galway Fair 

3. বার্টলি কোথায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ?
(A) চ্যানেল আইল্যান্ডে
(B) গলওয়ে মেলায়
(C) ডোনেগালে
(D) কনেমারায়
উত্তর : (B) গ্যালওয়ে মেলায় 

4. What is the relationship of Cathleen with Michael ? 
(A) boyfriend and girlfriend
(B) Wife and husband
(C) Sister and brother 
(D) Daughter and father 
Ans : (C) Sister and brother 

4. মাইকেলের সাথে ক্যাথলিনের সম্পর্ক কী ?
(A) প্রেমিক এবং বান্ধবী
(B) স্ত্রী এবং স্বামী
(C) বোন এবং ভাই
(D) মেয়ে এবং বাবা
উত্তর : (গ) বোন এবং ভাই 

5. Where is the scene of the drama 'Riders to the Sea' set ? 
(A) An island off the west of England 
(B) An island off the east of Ireland
(C) An island off the south of Scotland
(D) An island off the west of Ireland 
Ans : (D) An island off the west of Ireland 

5. 'Riders to the Sea' নাটকের দৃশ্য কোথায় অবস্থিত ?
(A) ইংল্যান্ডের পশ্চিমে একটি দ্বীপ
(B) আয়ারল্যান্ডের পূর্বে একটি দ্বীপ
(C) স্কটল্যান্ডের দক্ষিণে একটি দ্বীপ
(D) আয়ারল্যান্ডের পশ্চিমে একটি দ্বীপ
উত্তর : (ঘ) আয়ারল্যান্ডের পশ্চিমে একটি দ্বীপ 

বি.দ্র:- WB Semester Team প্রকাশিত দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিষ্টার সাজেশন বইগুলি (PDF) সম্পর্কে বিস্তারিত জানতে বইগুলির উপরে ক্লিক করো।
Riders To The Sea Questions and Answers

Riders To The Sea MCQ Question

Fill in the Blanks Type Questions :
6. "Maurya: I seen the _ thing." 
(A) fearfullest 
(B) fear-provoking 
(C) fearful 
(D) None of this
Ans : (A) fearfullest 

6."মৌরিয়া : আমি ____ জিনিসটা দেখেছি।"
(A) সবচেয়ে ভয়ংকর
(B) ভয়প্রদায়ক
(C) ভীতিকর
(D) এর কোনটিই না
উত্তর : (এ) সবচেয়ে ভয়ংকর 

7. Who gave the bundle of clothes to Nora ? 
(A) Maurya
(B) a young priest 
(C) Cathleen
(D) Bartley 
Ans : (B) a young priest 

7. কাপড়ের প্যাকেট নোরাকে দিয়েছিল ?
(A) মৌরিয়া
(B) একজন তরুণ পুরোহিত
(C) ক্যাথলিন
(D) বার্টলি
উত্তর : (B) একজন তরুণ পুরোহিত 

8. When was the play 'Riders to the Sea' first staged ? 
(A) 1900
(B) 1899 
(C) 1904
(D) 1905
Ans : (C) 1904 

8. 'Riders to the Sea' নাটকটি কখন প্রথম মঞ্চস্থ হয়েছিল ?
(A) ১৯০০ খ্রিস্টাব্দে
(B) ১৮৯৯ খ্রিস্টাব্দে
(C)১৯০৪ খ্রিস্টাব্দে
(D) ১৯০৫ খ্রিস্টাব্দে
উত্তর : (সি) ১৯০৪ খ্রিস্টাব্দে 

9. Bartley told Cathleen to sell -
(A) the Goat
(B) the Wood
(C) the horse
(D) the pig
Ans : (D) the pig 

9. বার্টলি ক্যাথলিনকে বিক্রি করতে বলেছিলেন -
(A) গরু
(B) ভেড়া
(C) ঘোড়া
(D) শুয়োর
উত্তর : (ডি) শুয়োর 

10. What were the colours of the horses that Bartley was taking to the fair ? 
(A) Red and Grey 
(B) Blue and Red 
(C) Black and White 
(D) Black and Red
Ans : (A) Red and Grey 

10. যেসব ঘোড়া মেলায় নিয়ে যাচ্ছিল বার্টলি, তাদের রঙ কী ছিল ?
(A) লাল এবং ধূসর 
(B) নীল এবং লাল 
(C) কালো এবং সাদা 
(D) কালো এবং লাল
উত্তর : (A) লাল এবং ধূসর 

'Riders To The Sea' নাটকের প্রশ্ন উত্তর

11. The name of the last son that Maurya lost was - 
(A) Bartley
(B) Stephen
(C) Michael
(D) None of this 
Ans : (D) Bartley 

11. মৌরিয়া শেষ যে ছেলেটিকে হারিয়েছিলেন, তার নাম -
(A) বার্টলি
(B) স্টিফেন
(C) মাইকেল
(D) এর কোনটিই নয়
উত্তর : (এ) বার্টলি 

12. Match the words in Column A with the contents in Column B. 
Column A       Column B 
(i) Nora           (a) Elder daughter 
(ii) Bartley      (b) Son buried in the sea 
(iii) Cathleen  (c) Younger daughter 
(iv) Michael   (d) Youngest son
Option :
(A) (i)-(c), (ii)-(d), (iii)-(a), (iv)-(b) 
(B) (ii)-(b), (ii) (c), (iii)-(a), (iv)-(d)
(C) (iii)-(c), (ii)-(a), (iii)-(d), (iv)-(b) 
(D) (iv)-(c), (ii)-(d), (iii)-(b), (iv)-(a) 
Ans : (A) (i)-(c), (ii)-(d), (iii)-(a), (iv)-(b) 

12. ক-স্তম্ভ এবং খ-স্তম্ভর শব্দগুলো মিলান :
ক-স্তম্ভ              খ-স্তম্ভ
(i) নোরা            (a) বড় মেয়ে
(ii) বার্টলি          (b) সাগরে কবর দেওয়া ছেলে
(iii) ক্যাথলিন    (c) ছোট মেয়ে
(iv) মাইকেল    (ঘ) সবচেয়ে ছোট ছেলে
Option :
(A) (i)-(c), (ii)-(d), (iii)-(a), (iv)-(b) 
(B) (ii)-(b), (ii) (c), (iii)-(a), (iv)-(d)
(C) (iii)-(c), (ii)-(a), (iii)-(d), (iv)-(b) 
(D) (iv)-(c), (ii)-(d), (iii)-(b), (iv)-(a) 
উত্তর : (A) (i)-(c), (ii)-(d), (iii)-(a), (iv)-(b)  

13. John Millington Synge was a
(A) English writer 
(B) Irish writer 
(C) Indian writer 
(D) Nepali writer
Ans : (B) Irish writer 

13. জন মিলিংটন সিঞ্জে একজন ছিলেন -
(A) ইংরেজ লেখক
(B) আয়ারল্যান্ডের লেখক
(C) ভারতীয় লেখক
(D) নেপালি লেখক
উত্তর : (বি) আয়ারল্যান্ডের লেখক 

14. "...... since the day Bride Dara seen the dead man with the child in his arms" - 'Bride Dara' is a character of -
(A) Indian mythology 
(B) Roman mythology
(C) Celtic mythology
(D) Greek mythology
Ans : (C) Celtic mythology 
  
14. ..... যেদিন থেকে Bride Dara মৃত ব্যক্তিকে তার কোলে শিশুটিকে দেখেছে" - 'Bride Dara' হল -
(A) ভারতীয় পুরাণ
(B) রোমান পুরাণ
(C) কেল্টিক পুরাণ
(D গ্রীক পুরাণ
উত্তর : (গ) কেল্টিক পুরাণ 

15. Where, according Bartley, was the rope bought from ? 
(A) From Donegal 
(B) From Golden Mouth 
(C) From Connemara 
(D) From Galway 
Ans : (C) From Connemara 

15. বার্টলির কথা অনুসারে, দড়িটি কোথা থেকে কেনা হয়েছিল ?
(A) ডোনেগাল থেকে
(B) গোল্ডেন মাউথ থেকে
(C) কনেমারা থেকে
(D) গলওয়ে থেকে
উত্তর : (সি) কনিমারা থেকে 

Class 12 Riders To The Sea Questions

16. What did Bartley eat before going to the journey ?
(A) Rice
(B) Cake
(C) Nothing
(D) Fish
Ans : (C) Nothing 

16. বার্টলি যাত্রায় যাওয়ার আগে কী খেয়েছিল ?
(A) ভাত
(B) কেক
(C) কিছুই না
(D) মাছ
উত্তর : (C) কিছুই না 

Fill in the Blanks Type Questions :
17. "Did you ask him would he stop Bartley going this day with the __ to the Galway fair ?"
(A) Dog
(B) Horses 
(C) Chickens 
(D) Cow 
Ans :  (B) Horses 

17. "তুমি কি তাকে জিজ্ঞাসা করেছিলে যে সে কি বার্টলিকে আজ ____ এর সাথে গ্যালওয়ে মেলায় যেতে বাধা দেবে ?"
(A) কুকুর
(B) ঘোড়া
(C) মুরগি
(D) গরু
উত্তর : (B) ঘোড়া 

18. Which animal was seen by Cathleen to eat the rope ? 
(A) The black pig with white feet 
(B) The pig with black feet
(C) The black horse 
(D) The white horse 
Ans : (B) The pig with black feet 

18. ক্যাথলিন দড়ি খেতে কোন প্রাণীকে দেখেছিলেন ?
(A) সাদা পায়ের কালো শুয়োর
(B) কালো পায়ের শুয়োর
(C) লাল ঘোড়া
(D) ধূসর ঘোড়া
উত্তর : (বি) কালো পায়ের শুয়োর 

19. Who was Eamon Simon ?
(A) The lover of Nora 
(B) A friend of Nora 
(C) A friend of Bartley
(D) A friend of priest
Ans : (C) A friend of Bartley 

19. ইমন সাইমন কে ছিলেন ?
(A) নোরার প্রেমিক
(B) নোরার বন্ধু
(C) বার্টলির বন্ধু
(D) পুরোহিতের বন্ধু
উত্তর : (গ) বার্টলির বন্ধু 

20. Cathleen was Nora's 
(A) elder sister
(B) cousin
(C) mother
(D) younger sister
Ans : (A) elder sister 

20. ক্যাথলিন ছিলেন নোরার
(A) বড় বোন
(B) চাচাতো বোন
(C) মা
(D) ছোট বোন
উত্তর : (A) বড় বোন 

Riders To The Sea questions

21. How/Where was the piece of bread sent for Bartley ?
(A) Inside a box  
(B) Rolled in a cloth 
(C) In a pot
(D) In a paper bag
Ans : (B) Rolled in a cloth 

21. বার্টলির জন্য রুটির টুকরোটি কীভাবে/কোথায় পাঠানো হয়েছিল ?
(A) একটি বাক্সের মধ্যে
(B) কাপড়ের মধ্যে মোড়ানো
(C) একটি মাটির হাঁড়িতে
(D) একটি কাগজের ব্যাগে
উত্তর : (বি) কাপড়ের মধ্যে মোড়ানো 

Assertion - Reasoning Type Questions :
22. Assertion : Cathleen and Nora hid the bundle in the turf-loft.
Reason : They wanted to hide it from Maurya.
Choose the correct answer :
(A) Both Assertion and Reason are right 
(B) Both Assertion and Reason are wrong
(C) Reason is right but Assertion is wrong
(D) Assertion is right but Reason is wrong
Ans : (A) Both Assertion and Reason are right 

22. বিবৃতি : ক্যাথলিন এবং নোরা প্যাকেটটি টার্ফ-লফটে লুকিয়েছিল।
কারণ : তারা এটি মৌরিয়া থেকে লুকাতে চেয়েছিল।
সঠিক উত্তর নির্বাচন করুন:
(A) বিবৃতি এবং কারণ উভয় সঠিক
(B) বিবৃতি এবং কারণ উভয় ভুল
(C) কারণ সঠিক, কিন্তু বিবৃতি ভুল
(D) বিবৃতি সঠিক, কিন্তু কারণ ভুল
উত্তর : (এ) বিবৃতি এবং কারণ উভয় সঠিক 

23. How many children did Maurya have -
(A) Ten
(B) Seven 
(C) Eight
(D) Two
Ans : (C) Eight 

23. মৌরিয়ার কতজন সন্তান ছিল -
(A) আট
(B) পাঁচ
(C) ছয়
(D) নয়
উত্তর : (এ) আট 

24. Who had knitted the stocking of Michael ?
(A) Nora
(B) Maurya
(C) Cathleen
(D) None of them
Ans : (A) Nora 

24. মাইকেলের মোজা কে বুনেছিল ?
(A) নোরা
(B) মৌরিয়া
(C) ক্যাথলিন
(D) তাদের কেউ নয়
উত্তর : (A) নোরা 

25. Nora: Where is she? Who is referred to as 'she' in this line ? 
(A) Nora's mother
(B) A friend of Nora 
(C) Cathleen
(D) A friend of Bartley
Ans : (A) Nora's mother 

25. নোরা : সে কোথায় ?- এখানে কাকে 'সে' বলা হয়েছে ?
(A) নোরার মা
(B) নোরার একজন বন্ধু
(C) ক্যাথলিন
(D) বার্টলির একজন বন্ধু
উত্তর : (ক) নোরার মা 

riders to the sea mcq questions and answers

26. How many sons and daughters did Maurya have ? 
(A)  Two sons and three daughters
(B) Six sons and two daughters
(C) Three sons and six daughters
(D) Four sons and Five daughters
Ans : (B) Six sons and two daughters 

26. মৌরিয়ার কতটি ছেলে এবং মেয়ে ছিল ?
(A) দুই ছেলে ও তিন মেয়ে
(B) ছয় ছেলে ও দুই মেয়ে
(C তিন ছেলে ও ছয় মেয়ে
(D) চার ছেলে ও পাঁচ মেয়ে
উত্তর : (খ) ছয় ছেলে ও দুই মেয়ে 

27. Cathleen is a girl of about ___
(A) Ten
(B) Fifteen
(C) Twenty
(D) Thirty
Ans : (C) Twenty 

27. ক্যাথলিনের বয়স প্রায় ____
(A) দশ
(B) পনের
(C) বিশ
(D) ত্রিশ
উত্তর : (C) বিশ 

28. The dramatic action of 'Riders to the Sea' covers the incident that happened -
(A) for several years
(B) for a month
(C) for ten days 
(D) on a single day
Ans : (D) on a single day 

28. 'Riders to the Sea' নাটকের নাটকীয় কার্যক্রমটি কতো সময়ের ঘটনা ?
(A) বেশ কয়েক বছর ধরে
(B) এক মাস ধরে
(C) দশ দিন ধরে
(D) একদিনে
উত্তর : (ঘ) একদিনে 

29. Which, among these characters, left the cottage during the course of the drama ?
(A) Nora's mother and Bartley
(B) Bartley and Nora 
(C) Maurya and Bartley
(D) Nora and Cathleen
Ans : (C) Maurya and Bartley 
 
29. নাটক চলাকালীন এই চরিত্রগুলির মধ্যে কোনটি কুটির ছেড়ে চলে গিয়েছিল ?
(A) নোরার মা এবং বার্টলি
(B) বার্টলি এবং নোরা
(C) মৌরিয়া এবং বার্টলি
(D) নোরা এবং ক্যাথলিন
উত্তর : (গ) মৌরিয়া এবং বার্টলি 

30. What type of drama is "Riders to the Sea "?
(A) One-act drama
(B) Two-act drama
(C) Three-act drama
(D) Five-act drama
Ans : (A) One-act drama 

30. "Riders to the Sea" কোন ধরণের নাটক ?
(A) এক-অঙ্কন নাটক
(B) দুই-অঙ্কন নাটক
(C) তিন-অঙ্কন নাটক
(D) পাঁচ-অঙ্কন নাটক
উত্তর : (ক) এক-অঙ্কন নাটক 

• উপসংহার : আমাদের সাজেশন বইগুলি অভিজ্ঞ শিক্ষক দ্বারা তৈরি করা হয়েছে। তাই WB Semester Team প্রকাশিত দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার সাজেশন বইগুলির(PDF) সংগ্রহ করতে পারেন - ক্লিক করো।



SOCIAL MEDIA FOLLOW
Whatsapp Group              Click Here
Telegram             Click Here

• Comment করো :
(contact-form)
শুভেচ্ছা সহ,
WB Semester Team

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

WB Semester Ads-2

WB Semester Ads-3