Type Here to Get Search Results !

এই ব্লগটি সন্ধান করুন

html body submit korechi WB Semester Ads-1

পোটরাজ - গল্পের প্রশ্ন উত্তর | 'পোটরাজ' গল্পের MCQ প্রশ্ন উত্তর | Potraj Golpo Question Answer

 'পোটরাজ' গল্পের প্রশ্ন উত্তর

ভূ(caps)মিকা : দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিষ্টার বাংলা পরীক্ষায় 40 নম্বরের মধ্যে ভারতীয় গল্প ও আন্তর্জাতিক কবিতা থেকে 5 টি MCQ প্রশ্ন আসবে অর্থাৎ 5 নম্বর আসবে। তাই তোমাদের জন্য আমি ভারতীয় গল্প শঙ্কর রাও খারাট এর লেখা 'পোটরাজ' গল্প থেকে খুব গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর বলে দিলাম। WB Semester Team প্রকাশিত দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিষ্টার সাজেশন বইগুলিতে(PDF) আরো অনেকগুলি MCQ প্রশ্ন উত্তর দেওয়া আছে। বইগুলি(PDF) সংগ্রহ করতে পারেন - ক্লিক করো।

Potraj Golpo Question Answer
Potraj Golpo Question Answer

1. 'পোটরাজ' গল্পটি অনুবাদ করেছেন -
(A) সুনন্দন চক্রবর্তী
(B) আদিত্য ঘোষ
(C) শিশিরকুমার দাস
(D) শঙ্খ ঘোষ
উত্তর : (A) সুনন্দন চক্রবর্তী 

2. 'পোটরাজ' শব্দের অর্থ হল -
(A) সৈন্য
(B) রাজা
(C) সেবাইত
(D) পটুয়া
উত্তর : (C) সেবাইত 

3. গ্রামের পোটরাজের নাম ছিল -
(A) মাদা
(B) মামা
(C) আদিত্য
(D) দামা
উত্তর : (D) দামা 

4. পোটরাজের স্ত্রীর নাম ছিল -
(A) দ্রোপদী
(B) দুরপত 
(C) সাবিত্রী
(D) অন্নদা
উত্তর : (B) দুরপত  

5. 'পোটরাজ' গল্পের কাহিনি - 
(A) আষাঢ় মাসের 
(B) শ্রাবণ মাসের 
(C) বৈশাখ মাসের 
(D) চৈত্র মাসের 
উত্তর : (A) আষাঢ় মাসের  

6. পোটরাজ যদি নাও হয় এখন ওকেই  _______ বলে ধরতে হবে।
(A) চোর
(B) পুরোহিত
(C) ডাকাত 
(D) পোটরাজ 
উত্তর : (D) পোর্টরাজ  

7. দামার বউয়ের চোখগুলি ছিল -
(A) রক্তবর্ণ
(B) জল ভরা
(C) ছোটো
(D) ফোলা
উত্তর : (B) জল ভরা 

৪. বাড়ির সামনের  _________ গাছে চিৎকার করে উঠেছিল একটি কাক।
(A) কাঁঠাল গাছ
(B) বট গাছ
(C) নিম গাছ
(D) আম গাছ
উত্তর : (C) নিম গাছ 

9. দামার বাড়ির দরজায় চিৎকার করেছিল -
(A) একটা কুকুর 
(B) একটা বিড়াল
(C) একটা গরু
(D) একটা হাতি
উত্তর : (A) একটা কুকুর  

10. "শুনে তার হাত-পা স্থির।' ________ কি শুনে হাত-পা স্থির হয়েছিল ? 
(A) আম গাছে কাকের ডাক
(B) নিম গাছে টিয়ার ডাক
(C) আম গাছে পেঁচার ডাক
(D) নিম গাছে কাকের ডাক
উত্তর : (D) নিম গাছে কাকের ডাক 

পোটরাজ গল্পের প্রশ্ন উত্তর

11. 'দামা বাড়ি আছে নাকি?' - বক্তা হলেন -
(A) মোড়ল
(B) মোড়ল আর তার চেলা
(C) বক্কলাবাঈ
(D) দূরপত
উত্তর : (B) মোড়ল আর তার চেলা 
 
12. পোটরাজ দামাকে দেখতে মোড়লরা এসেছিল - 
(A) মোট পাঁচ জন 
(B) মোট তিন জন
(C) মোট চার জন
(D) মোট দুজন
উত্তর : (C) মোট চার জন 

13. "পোটরাজ কেমন আছে দেখতে লোকে তো আসবেই।"- বক্তা হলেন -
(A) বঞ্চলাবাঈ 
(B) প্রতিবেশী
(C) রাজেন্দ্র
(D) আনন্দ
উত্তর : (A) বঞ্চলাবাঈ  

14. মোড়ল গ্রামের লোকজনকে অসুখ থেকে বাঁচানোর জন্য করতে চেয়েছিল -
(A) পুজো
(B) নাটক
(C) মনসামঙ্গল
(D) যাত্রা
উত্তর : (D) যাত্রা 

বি.দ্র:- WB Semester Team প্রকাশিত দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিষ্টার সাজেশন বইগুলি (PDF) সম্পর্কে বিস্তারিত জানতে বইগুলির উপরে ক্লিক করো।
দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিষ্টার

Class 12 Semester 3 Potraj Golpo Question Answer

15. দুরপত-দামার বড়ো ছেলের নাম -
(A) রাম
(B) আনন্দ
(C) মোড়ল
(D) রাজেন্দ্র
উত্তর : (B) আনন্দ 

16. আনন্দ সূর্য ওঠার পর -
(A) হরিণ শিকার করতে গিয়েছিল
(B) বই পড়তে ছিল
(C) নদীতে স্নান করতে গিয়েছিল
(D) মেলা দেখতে গিয়েছিল
উত্তর : (C) নদীতে স্নান করতে গিয়েছিল 

17. পোটরাজ রোদে বেরোয় না -
(A) চারদিন হয়ে গেল
(B) তিনদিন হয়ে গেল
(C) দুইদিন হয়ে গেল
(D) একদিন হয়ে গেল
উত্তর : (B) তিনদিন হয়ে গেল 

18. গ্রামে সবাই উদবিগ্ন ছিল, কারণ -
(A) গ্রামে হঠাৎ বাঘ এসেছিল
(B) গ্রামের প্রধান মারা গেছিল
(C) গ্রামে বন্যা হয়েছিল
(D) একটি মারাত্মক রোগ ছড়িয়ে পড়েছিল
উত্তর : (D) একটি মারাত্মক রোগ ছড়িয়ে পড়েছিল 

• সঠিক সম্পর্কটি চিহ্নিত করো।
19. বিবৃতি (A) : নিজের জয়ধ্বনি শুনে দামার মুখ উজ্জ্বল হয়ে যায়।
      বিবৃতি (B) : মিছিলটাকে দেখে আনন্দের মুখ শক্ত হয়ে যায়।
বিকল্পসমূহ : 
(A) (A) সঠিক কিন্তু (B) যথার্থ নয়
(B) (A) ও (B) উভয়েই ঠিক
(C) (A) ও (B) উভয়ই ভুল
(D) (A) ঠিক ও (B) ভুল
উত্তর : (B) (A) ও (B) উভয়েই ঠিক 

Potraj Golpo Class 12 MCQ

20. দুরপতের বাড়ির পাশে রাত্রিতে তীক্ষ্ণ চিৎকার করেছিল -
(A) একটা হাতি
(B) একটা বিড়াল
(C) একটা কুকুর
(D) একটা ফেউ
উত্তর : (D) একটা ফেউ 

21. দামার বড়ো ছেলে -
(A) চুরি করত
(B) হাইস্কুলে পড়াশোনা করত
(C) চাষ করত
(D) চাকরি করত
উত্তর : (B) হাইস্কুলে পড়াশোনা করত 

22. দূরপাতের ছেলে হাইস্কুলে পড়ে -
(A) হিন্দি
(B) সংস্কৃত
(C) বাংলা
(D) ইংরেজি 
উত্তর : (D) ইংরেজি 

• Column Matching: (স্তস্ত মিলকরণ) 
23. ক-স্তম্ভ                           খ-স্তম্ভ
a. দামার স্ত্রী                         i. মারী-আই
b. দামার আরাধ্য দেবী          ii. দূরপত
c. দামার বড়ো ছেলে            iii. মায়ের দয়া
d. দামা পোটরাজের অসুস্থতা iv. আনন্দ
বিকল্পসমূহ : 
(A) (a)-(ii), (b)-(i), (c)-(iv), (d)-(iii)
(B) (a)-(iii), (b)-(i), (c)-(iv), (d)-(ii)
(C) (a)-(ii), (b)-(iii), (c)-(iv), (d)-(iii)
(D) (a)-(i), (b)-(ii), (c)-(iv), (d)-(iii)
উত্তর : (A) (a)-(ii), (b)-(i), (c)-(iv), (d)-(iii) 

24. ঢাক বাজছে, ________ বাজছে, গান হচ্ছে।  
(A) গান
(B) বাঁশি
(C) ঘন্টা
(D) মন
উত্তর : (C) ঘন্টা 

25. দামার বউয়ের চোখ জলভরা ছিল। কারণ -
(A) তার বাবা মারা গিয়েছিল
(B) তার স্বামী পোটরাজ অসুস্থ ছিল
(C) তার চোখে ব্যাথা ছিল
(D) গ্রামের মানুষ তাকে বদনাম করত 
উত্তর : (B) তার স্বামী পোটরাজ অসুস্থ ছিল 

26. দুরপাতের ছেলে কাকের দিকে ছুঁড়েছিল -
(A) কাস্তে
(B) বল 
(C) খাবার
(D) ঢিল
উত্তর : (D) ঢিল 

27. আনন্দ গল্পের শেষে সিদ্ধান্ত নিয়েছিল -
(A) সে মন্দিরে গিয়ে কিছু ঘটায়
(B) চুরি করবে
(C) গ্রাম ছেড়ে পালিয়ে যাবে
(D) মারামারি করবে
উত্তর : (A) সে মন্দিরে গিয়ে কিছু ঘটায় 

28. গ্রামের লোকেরা দেবীর লীলা সম্পর্কে বলেছিল -
(A) দেবী ভয় পায় না
(B) দেবীর ইচ্ছাই শেষ কথা
(C) দেবীর মহিমা অসীম 
(D) দেবী অনেক ক্ষমতাশীল 
উত্তর : (B) দেবীর ইচ্ছাই শেষ কথা 

29. পোটরাজের জীবন ছিল -
(A) আনন্দময়
(B) বিলাসবহুল
(C) কঠোর ও ত্যাগের 
(D) দুঃখময়
উত্তর : (C) কঠোর ও ত্যাগের  

• True and False Type Questions: (সত্য-মিথ্যাধর্মী প্রশ্ন)
30. (ⅰ) দুরপতের ছেলে তার দিকে ঢিল ছোঁড়ে।
(ii) ছাগল দিতে না পারলে মৎস দিই।
(iii) দুরপত গজগজ করে আপনমনে।
(iv) তোমার সুমুখে কলা দিই, নারকেল দিই।
বিকল্পসমূহ : 
(A) (i)-সত্য, (ii)-সত্য, (ⅲ)-সত্য, (iv)-মিথ্যা
(B) (i)-সত্য, (ii)-মিথ্যা, (ⅲ)-সত্য, (iv)-মিথ্যা
(C) (i)-সত্য, (ii)-মিথ্যা, (ⅲ)-মিথ্যা, (iv)-মিথ্যা
(D) (i)-সত্য, (ii)-সত্য, (iii)-মিথ্যা, (iv)-মিথ্যা
উত্তর : (B) (i)-সত্য, (ii)-মিথ্যা(ⅲ)-সত্য, (iv)-মিথ্যা 

'পোটরাজ' গল্পের MCQ প্রশ্ন উত্তর

31. ".......... তার দিকে ঢিল ছোঁড়ে।" - ঢিল ছুঁড়েছিল -
(A) দুরপতের ছেলে
(B) দামা
(C) পাড়ার মানুষ 
(D) দুরপত
উত্তর : (A) দুরপতের ছেলে 

32. "ভবিষ্যতের কথা বলছে গো।" - বক্তা হলেন -
(A) দুরপতের ছেলে
(B) দামা
(C) দুরপতের পাশে বসা বউটি
(D) আনন্দ
উত্তর : (C) দুরপতের পাশে বসা বউটি 

33. মারী-আই দেবীর কাছে ছাগল না পেলে বলি দেওয়া হত -
(A) শুয়োর
(B) মহিষ
(C) ভেড়া
(D) কুঁকড়ো
উত্তর : (D) কুঁকড়ো  

34. 'পোটরাজ' গল্পের কাহিনি যেদিন শুরু, সেদিন আকাশ ছিল -
(A) রোদে ঝলমল
(B) পরিষ্কার
(C) মেঘে ঢাকা
(D) তারা-ভরা
উত্তর : (C) মেঘে ঢাকা 

• True and False Type Questions: (সত্য-মিথ্যাধর্মী প্রশ্ন) 
35. (ⅰ) মারী-আই- কে দুধে দই-এ চান করানো হত
(ii) মারী-আই- এর ক্রোধ কল্পনার বাইরে।
(iii) তিনদিন পোটরাজ রোঁদে বেরোয় না। 
(iv) মারী-আই- এর কোপে গ্রাম জনশূন্য।
বিকল্পসমূহ : 
(A) (ⅰ)-সত্য, (ⅱ)-সত্য, (iii)-সত্য, (iv)-মিথ্যা।
(B) (ⅰ)-সত্য, (ii)-সত্য, (iii)-মিথ্যা, (iv)-মিথ্যা।
(C) (ⅰ)-সত্য, (ⅱ)-মিথ্যা, (iii)-সত্য, (iv)-মিথ্যা।
(D) (ⅰ)-মিথ্যা,(ⅱ)-সত্য,(iii)-সত্য,(iv)-মিথ্যা।
উত্তর : (A) (ⅰ)-সত্য, (ⅱ)-সত্য, (iii)-সত্য, (iv)-মিথ্যা      

                                                                                   

SOCIAL MEDIA FOLLOW
Whatsapp Group              Click Here
Telegram             Click Here

• Comment করো :
(contact-form)
শুভেচ্ছা সহ,
WB Semester Team

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

WB Semester Ads-2

WB Semester Ads-3