'Our Casuarina Tree' by Toru Datta
• কবি-পরিচিতি :
নাম : তরুলতা দত্ত
জনপ্রিয়ভাবে পরিচিত : তোরু দত্ত
জন্ম : ৪ঠা মার্চ, ১৮৫৬ কলকাতায় (পশ্চিমবঙ্গ)
শিক্ষা : বাড়িতে তার বাবার দ্বারা এবং পরে ভারতীয় খ্রিস্টান শিক্ষক বাবু শিবচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের দ্বারা শিক্ষিত। ফরাসি, ইংরেজি, বাংলা এবং সংস্কৃত ভাষায় পারদর্শী।
বিখ্যাত রচনা: 'A Sheaf Gleaned in French Fields', 'Sita', 'Ancient Ballads and Legends of Hindustan', 'Le Journal de Mademoiselle d' Arvers'
মৃত্যু : ৩০শে আগস্ট, ১৮৭৭ খ্রিস্টাব্দে।
• 'Our Casuarina Tree' কবিতাটির উৎস :
'Our Casuarina Tree' কবিতাটি Toru Dutt -এর লেখা। কবিতাটি ১৮৮১ খ্রিস্টাব্দে 'Ancient Ballads and Legends of Hindustan' কবিতাগুচ্ছে প্রথম প্রকাশিত হয়েছিল।
• 'Our Casuarina Tree' কবিতাটির বঙ্গানুবাদ :
'Our Casuarina Tree'
by Toru Dutt
[ Part -1 ]
( Like a huge Python, winding --------- while men repose. )
কবিতার ১ নম্বর থেকে ১১ নম্বর পর্যন্ত লাইনের বঙ্গানুবাদ
বিশাল ময়াল সাপের মতো পাকে পাকে
বুক্ষ ক্ষতদীর্ণ কাণ্ডকে জড়িয়ে উদ্ভিদ পরজীবী,
তারকার উচ্চতায় পৌঁছোনো শিখরটি
অসম্ভব হলেও রয়েছে জীবিত নিয়ে তার প্রাণশক্তি।
যেন ওড়নায় আবৃত দানববৃক্ষ
স্তবকে স্তবকে আছে তার রক্তপুষ্প।
চারিদিকে দিবাভাগে জড়ো হয় মৌমাছি ও পাখি।
রাতের কানন প্লাবিত সমাপ্তিহীন সুরে সুমধুর
পাখির কন্ঠে গীত, যাতে বিশ্রাম করে মানবকুল।
[ Part -2 ]
( When fi rst my casement is --------- like snow enmassed. )
কবিতার ১২ নম্বর থেকে ২২ নম্বর পর্যন্ত লাইনের বঙ্গানুবাদ
যখন আমার জানালার কপাট প্রথম উন্মুক্ত হয়
প্রভাতের আনন্দদৃষ্টি মোর পৌঁছয় তারই উপর
কখনও বা শীতের দিনে শীর্ষের শাখাটির পর।
সেথা ধূসর বানর এক বসে থাকে মূর্তির মতন
সূর্যোদয় দেখে, যখন তার শিশুগুলি নীচের শাখায়
মত্ত থাকে লাফালাফি ও খেলাধুলায়।
কাছে দূরে কোকিলেরা দিনকে স্বাগত জানায়
ঘুম ভাঙা গোরুগুলি চারণের ভূমিতেই যায়।
বিশাল পুষ্করিণীতে পতিত ছায়ায়
গড়ে ওঠে গাছ এক-বিস্তীর্ণ সুন্দর।
জলপদ্ম ফুটে থাকে পুঞ্জিত বরফের ন্যায়।
বি.দ্র:- WB Semester Team প্রকাশিত দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিষ্টার সাজেশন বইগুলি(PDF) সম্পর্কে বিস্তারিত জানতে বইগুলির উপরে ক্লিক করো।
[ Part -3 ]
( But not because of ----- unknown land may reach. )
কবিতার ২৩ নম্বর থেকে ৩৩ নম্বর পর্যন্ত লাইনের বঙ্গানুবাদ
কিন্তু কেবল বিশালতার কারণেই নয়,
এই ক্যাসুয়ারিনা আমার আত্মার প্রিয়
এর তলে মোরা খেলেছি কত,
সেই বর্ষগুলি আজ হয়েছে গত।
ও আমার মধুর সঙ্গীরা, গভীর ভালোবাসায় বদ্ধ ছিলাম আমরা।
তোমাদের কারণেই মোর চির প্রিয় এই গাছ
তোমাদের ছবি নিয়ে আমার স্মৃতিতে জেগে রয়
যাবৎ না চক্ষু মোর অশ্রুসিক্ত হয়।
সেই শব্দ যেন শোনা এক মর্মরধ্বনি আমার
প্রস্তর তটের পরে শব্দ তার তরঙ্গ ভাঙার।
এ যেন সেই বৃক্ষের বিলাপ ভৌতিক আওয়াজের মতো,
যা পৌঁছোবে অজানা কোনো এক দেশে হয়তো।
[ Part -4 ]
( Unknown, yet well-known to the ------ my own loved native clime. )
কবিতার ৩৪ নম্বর থেকে ৪৪ নম্বর পর্যন্ত লাইনের বঙ্গানুবাদ
অজানা, কিন্তু বিশ্বাসভরা দৃষ্টিতে সেই তো হয় জানা।
অনেকটা দূর থেকে সে রোদন যে আমার শোনা।
দূরদেশ কিন্তু আশ্রয়দাতা সাগরের মাঝে
ঢেউগুলি তার গুহার ভিতর থাকে ঘুমিয়ে।
আবার তরঙ্গ চুম্বন করে চিরন্তন তটগুলিকে।
ফ্রান্স বা ইটালির চন্দ্রালোকের নীচে
পৃথিবী নিদ্রামগ্ন রয় স্বপ্নহীন ঘরের ভিতরে।
সদাই সম্মুখে সেথায় জাগে এক সুর
আমার অন্তর্দৃষ্টিতে জাগে মহান এক রূপ।
হে বৃক্ষ, তোমার রূপ দেখেছি আমার প্রথম জীবনে
দেখেছি তোমায় আমি নিজের ভালোবাসায় স্বদেশের বাতাবরণে।
[ Part -5 ]
( Therefore I fain would ------ defend thee from Oblivions curse. )
কবিতার ৪৫ নম্বর থেকে ৫৫ নম্বর পর্যন্ত লাইনের বঙ্গানুবাদ
সে কারণেই আমার নিবেদন একটি সানন্দ গান-
হে বৃক্ষ তা হবে তোমার সম্মানে, আর সব প্রিয়জন-
যারা এর তলে আগে শান্তিতে শয়ান।
হায় তারা ছিল প্রিয় হতে প্রিয়তর আমার
গতিশীল রবে তব দিন, যবে হবে দিনশেষ আমার।
বরোডেল উপত্যকার সেই সব মৃত্যুহীন গাছেদের সঙ্গে
সেই ভয়ংকর বৃক্ষশাখার তলদেশে বিবর্ণ হয়ে
ভয়কম্পিত আশা, মৃত্যু ও কঙ্কাল, সময় ও ছায়া
এবং কবিতা যদিও দুর্বল।
তবুও সে সৌন্দর্য ও আনন্দের বলবে বারতা
অবশ্যম্ভাবী অভিশাপ থেকেও তোমায় রক্ষিবে আমার কবিতা।
Our Casuarina Tree MCQ Questions
• 'Our Casuarina Tree' কবিতার শব্দার্থ :
Offspring : শাবক, Soul : আত্মা, Murmur : ঝিরঝির শব্দ, Lament : বিলাপ করা, Tranced : তন্ময়, মগ্ন Native Clime : মাতৃভূমির আবহাওয়া, Errie : ভুতুড়ে, Blent : একসঙ্গে মিশ্রিত হয়েছিল, Swoon : মূর্ছা যাওয়া, Consecrate : উৎসর্গ করা, Beloved : অতিশয় প্রিয় Defend : রক্ষা করা, Pale : বিবর্ণ, Lingered : দীর্ঘকাল থাকা, For aye : চিরতরে, Lay : গান, Images : প্রতিমূর্তি, Oblivions curse : বিস্মৃতির অভিশাপ, Fain : আনন্দের সঙ্গে, Pastures : তৃণ্ক্ষেত্র, চরণভূমি।
• 'Our Casuarina Tree' কবিতার প্রশ্ন উত্তর :
আরো পড়ুন : 'Riders To The Sea' নাটকের প্রশ্ন উত্তর
আরো পড়ুন : 'The Bet' গল্পের প্রশ্ন ও উত্তর
আরো পড়ুন : 'তার সঙ্গে' কবিতার MCQ প্রশ্ন উত্তর
আরো পড়ুন : পোটরাজ গল্পের MCQ প্রশ্ন উত্তর
• উপসংহার : আমাদের সাজেশন বইগুলি অভিজ্ঞ শিক্ষক দ্বারা তৈরি করা হয়েছে। তাই WB Semester Team প্রকাশিত দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার সাজেশন বইগুলির(PDF) সংগ্রহ করতে পারেন - ক্লিক করো।
SOCIAL MEDIA | FOLLOW |
---|---|
Whatsapp Group | Click Here |
Telegram | Click Here |
• Comment করো :
শুভেচ্ছা সহ,
WB Semester Team