Type Here to Get Search Results !

এই ব্লগটি সন্ধান করুন

html body submit korechi WB Semester Ads-1

দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার বাংলা প্রশ্নপত্র 2025 | HS Class 12 3rd Semester Bengali Question Paper 2025

দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার বাংলা প্রশ্নপত্র

ভূ(caps)মিকা : দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার পরীক্ষায় বসার আগে প্রতিটি বিষয়ের মডেল প্রশ্নপত্র দেখা উচিত। তাই আজকে দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার বাংলা পরীক্ষার প্রশ্নপত্র কেমন হবে তার একটি নমুনাপত্র নিচে দিলাম। WB Semester Team প্রকাশিত দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিষ্টার সাজেশন বইগুলির(PDF) সংগ্রহ করতে পারেন - ক্লিক করো।

দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার বাংলা প্রশ্নপত্র 2025

 HS Class 12 3rd Semester Bengali Question Paper 2025 

• সঠিক উত্তর নির্বাচনধর্মী প্রশ্ন (MCQ) 
1. পীরগঞ্জে কীভাবে যাওয়ার পথ নেই ? 
(ক) হাতিতে 
(খ) পালকিতে
(গ) গোরুর গাড়িতে 
(ঘ) ঘোড়ার গাড়িতে
উত্তর : (ঘ) ঘোড়ার গাড়িতে

2. 'বাঙ্গালা ভাষা'-র উৎসর্গপত্রটি লেখা হয়েছিল-
(ক) ১৯০০ সালের ২০ ফেব্রুয়ারি 
(খ) ১৯০০ সালের ১১ ফেব্রুয়ারি
(গ) ১৯০০ সালের ১০ ফেব্রুয়ারি 
(ঘ) ১৯০০ সালের ২১ ফেব্রুয়ারি 
উত্তর : (ক) ১৯০০ সালের ২০ ফেব্রুয়ারি 

3. জয়রাম কোন্ দিনের সকালের পুজো ঘটা করে করেন? 
(ক) বৃহস্পতিবার 
(খ) মঙ্গলবার
(গ) রবিবার 
(ঘ) সোমবার 
উত্তর : (গ) রবিবার 
 
4. একবার 'কলকাতার হাওয়া' খেলেই লোকজন কী করে? 
(ক) কলকাতার ভাষাতেই কথা বলে 
(খ) কলকাতার ভাষাকে এড়িয়ে চলে 
(গ) কলকাতার ভাষার সঙ্গে নিজের ভাষাকে মিলিয়ে এক মিশ্র ভাষার সৃষ্টি করে 
(ঘ) কলকাতার ভাষাকে ভুলে যায়। 
উত্তর : (ক) কলকাতার ভাষাতেই কথা বলে 

5. "... ধর্ম ছিল সতোর বয়ান"- সত্যের বয়ান কার ধর্ম ছিল? 
(ক) গার্সিয়া লোরকার 
(খ) বিদ্যাসাগরের 
(গ) কবীরের 
(ঘ) গান্ধিজির। 
উত্তর : (গ) কবীরের 

6. "...শুধু না-থামা কখনও"- কার ধর্ম ছিল থেমে না যাওয়া? 
(ক) রাস্তার 
(খ) বাতাসের 
(গ) জলের 
(ঘ) আলোর। 
উত্তর : (খ) বাতাসের 

বি.দ্র:- WB Semester Team প্রকাশিত দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিষ্টার সাজেশন বইগুলি(PDF) সম্পর্কে বিস্তারিত জানতে বইগুলির উপরে ক্লিক করো।
class 12 3rd semester book

7. "রক্তে আমি রাজপুত্র।"- এখানে 'রক্তে' অর্থে -
(ক) জাতিতে
(খ) পারিবারিক সূত্রে 
(গ) চারিত্রিক দৃঢ়তায় 
(ঘ) বংশ পরম্পরায়। 
উত্তর : (গ) চারিত্রিক দৃঢ়তায় 
 
8. 'দিগ্বিজয়' শব্দের অর্থ কী ? 
(ক) রাজ্যজয় 
(খ) প্রতিপক্ষকে জয় করা 
(গ) চতুর্দিক বা নানা দেশ জয় করা 
(ঘ) উপরোক্ত কোনোটিই নয়। 
উত্তর : (গ) চতুর্দিক বা নানা দেশ জয় করা 

9. 'শুনে দূরপতের প্রাণ শুকোয়- কী শুনে ? 
(ক) কাকের চিৎকার 
(খ) কুকুরের চিৎকার 
(গ) মোড়লের পদশব্দ 
(ঘ) পাড়ার বউঝিদের বিলাপ। 
উত্তর : (খ) কুকুরের চিৎকার 

10. পোর্টরাজের বাড়ির সামনে কাকটি কোন্ গাছে বসে চেঁচিয়েছিল ? 
(ক) তেঁতুল গাছ 
(খ) আম গাছ 
(গ) নিম গাছ 
(ঘ) বাবলা গাছ। 
উত্তর : (গ) নিম গাছ 

11. কোন যুদ্ধের প্রেক্ষাপটে 'তার সঙ্গে' কবিতাটি রচিত? 
(ক) স্ট্যালিনগ্রাদের বিশ্বযুদ্ধ 
(খ) স্পেনের গৃহযুদ্ধ 
(গ) প্রথম বিশ্বযুদ্ধ 
(ঘ) বার্লিনের যুদ্ধ। 
উত্তর : (খ) স্পেনের গৃহযুদ্ধ 

12. 'খুব সমঝে একে পার করতে হবে।'- কী পার করতে হবে? 
(ক) সংকীর্ণ পথ 
(খ) ভগ্ন দেহ 
(গ) প্রতিকূল সময়
(ঘ) খরস্রোতা নদী। 
উত্তর : (গ) প্রতিকূল সময়

13. স্যার উইলিয়াম জোন্স ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন কত খ্রিস্টাব্দে ? 
(ক) ১৬৫৬ 
(খ) ১৮২৪ 
(গ) ১৯০০ 
(ঘ) ১৭৮৬
উত্তর : (ঘ) ১৭৮৬

14. ভাষাবিজ্ঞানের কোন শাখাটি ফলিত ভাষাবিজ্ঞানের অন্তর্গত, চিহ্নিত করো-
(ক) সমাজভাষাবিজ্ঞান 
(খ) ঐতিহাসিক ভাষাবিজ্ঞান 
(গ) বর্ণনামূলক ভাষাবিজ্ঞান 
(ঘ) ধ্বনিবিজ্ঞান।
উত্তর : (ক) সমাজভাষাবিজ্ঞান 

15. বাগধ্বনির মূল শ্রেণিগুলি কী কী ?  
(ক) শ্রুতিধ্বনি ও ধ্বনিতরঙ্গ 
(খ) বিবৃতধ্বনি ও অর্ধবিবৃত ধ্বনি 
(গ) বিভাজ্যধ্বনি ও অবিভাজ্যধ্বনি 
(ঘ) উচ্চধ্বনি ও নিম্নধ্বনি। 
উত্তর : (গ) বিভাজ্যধ্বনি ও অবিভাজ্যধ্বনি 

16. শব্দসমষ্টিকে সহজেই অর্থের ভিত্তিতে শ্রেণিভুক্ত করা যায় শব্দার্থের যে তত্ত্বে, তা হল-
(ক) সত্যসাপেক্ষ তত্ত্ব 
(খ) উপাদানমূলক তত্ত্ব 
(গ) বিষয়মূলক তত্ত্ব 
(ঘ) প্রয়োগতত্ত্ব। 
উত্তর : (খ) উপাদানমূলক তত্ত্ব 

17. মনসাগীতি দক্ষিণবঙ্গে কী নামে পরিচিত ? 
(ক) ঝাপান 
(খ) ভাসান 
(গ) রয়ানী 
(ঘ) সাইটোল বিষহরীর গান। 
উত্তর : (খ) ভাসান 

18. ঈশ্বর গুপ্তের মতে কে পক্ষীর দলের প্রতিষ্ঠা করেন ? 
(ক) রামনারায়ণ মিশ্র 
(খ) গৌরহরি দাস মহাপাত্র 
(গ) মধুসূদন কিন্নর 
(ঘ) দ্বারিক দাস। 
উত্তর : (ক) রামনারায়ণ মিশ্র 
 
19. স্কুল বুক সোসাইটি ১৮২২ খ্রিস্টাব্দে যে মাসিকপত্র চালু করে তার নাম কী ? 
(ক) রত্নাবলী 
(খ) পশ্বাবলী
(গ) বিদ্যাহারাবলী 
(ঘ) কবিতাবলী। 
উত্তর : (খ) পশ্বাবলী

class 12 semester 3 bengali question paper 

20. 'বেঙ্গল কেমিক্যালস'-এর প্রতিষ্ঠাতা -
(ক) প্রফুল্লচন্দ্র রায় 
(খ) মেঘনাদ সাহা 
(গ) সত্যেন্দ্রনাথ বসু 
(ঘ) গোপালচন্দ্র ভট্টাচার্য। 
উত্তর : (ক) প্রফুল্লচন্দ্র রায় 

21. __________ দিন মেজোবাবুর মেয়ের বিয়ে। 
(ক) মঙ্গলবার 
(খ) সোমবার 
(গ) বুধবার 
(ঘ) শুক্রবার। 
উত্তর : (খ) সোমবার 

22. জয়রাম মুখোপাধ্যায়ের বাড়ির __________গাই একটা __________ প্রসব করেছিল। 
(ক) বুধী, বকনা বাছুর 
(খ) মঙ্গলা, এঁড়ে বাছুর 
(গ) কালী, অন্ধ বাছুর 
(ঘ) শ্যামলী, কালো বাছুর।
 উত্তর : (খ) মঙ্গলা, এঁড়ে বাছুর

23. বাংলা ভাষা সংস্কৃত ভাষার _________ চাল নকল করছে। 
(ক) সাবেকি 
(খ) দুলকি 
(গ) গদাইলশকরি চাল 
(ঘ) রাজকীয়। 
উত্তর : (গ) গদাইলশকরি চাল 

24. তার নাম রেখেছি: _______
(ক) বিবেক 
(খ) মনুষ্যত্ব 
(গ) বিশ্বাস 
(ঘ) ভালোবাসা। 
উত্তর : (গ) বিশ্বাস 

25. যার সময় হয়নি, যা-ই রোগ হোক-না কেন, সে __ যাবে। 
(ক) মরে 
(খ) চলে 
(গ) রেগে 
(ঘ) টিকে
উত্তর : (ঘ) টিকে

26. মানুষের মস্তিষ্ককে ভাষা শেখার যন্ত্র বা Language Acquisition Device (LAD) বলে উল্লেখ করেছিলেন ?
(ক) মিলিক 
(খ) যাস্ক 
(গ) নোয়াম চমস্কি 
(ঘ) উইলিয়াম জোন্স। 
উত্তর : (গ) নোয়াম চমস্কি 

27. ধ্বনির লিখিত ও সাংকেতিক রূপ হল _ 
(ক) বর্ণ 
(খ) ধ্বনি 
(গ) বিভাজ্যধ্বনি 
(ঘ) পদ।
উত্তর : (ক) বর্ণ 

• তথ্যভিত্তিক সঠিক উত্তরটি নির্বাচন করো : 
28. শব্দভিত্তিক শব্দার্থতত্ত্বের আলোচ্য বিষয়-
(i) স্বতন্ত্র শব্দের অর্থ বিশ্লেষণ 
(ii) এক শব্দের সঙ্গে অপর শব্দের অর্থভিত্তিক সম্পর্ক 
(iii) সময়ের সঙ্গে ভাষার অর্থের পরিবর্তন 
(iv) শব্দার্থের রূপান্তরণ। 
বিকল্পসমূহ: 
(ক) (i) ও (ii) সঠিক এবং (ii) ও (iv) ভুল 
(খ) (i), (ii), (ii) সঠিক এবং (iv) ভুল 
(গ) (i) ও (iv) সঠিক এবং (ii) ও (iii) ভুল 
(ঘ) (iii) ও (iv) সঠিক এবং (i) ও (ii) ভুল। 
উত্তর : (ক) (i) ও (ii) সঠিক এবং (ii) ও (iv) ভুল 

• ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো : 
29. (i) দিগ্বিজয়ে যেতে হবে, দুয়োরানী দিলেন সাজিয়ে। 
(ii) আকাশে পুষ্পক আর সপ্তডিঙ্গা সাজে সিধুজলে, 
(iii) নিশ্চিত পৌঁছুবো সেই তৃস্নাহর খর্জুরের দ্বীপে। 
(iv) তেপান্তরে পক্ষীরাজ। তার নাম রেখেছি: 'বিশ্বাস'। 
বিকল্পসমূহ: 
(ক) (iii), (i), (ii), (iv) 
(খ) (iii), (iv), (ii), (i) 
(গ) (i), (ii), (iv), (iii) 
(ঘ) (iv), (ii), (i), (iii) 
উত্তর : (গ) (i), (ii), (iv), (iii) 

• স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো : 
30. ক-স্তম্ভ      খ-স্তম্ভ
(i) রক্তে আমি (a) দিগ্বিজয়ে 
(ii) দুঃখিনী     (b) কবচকুন্ডল, ধনুক তৃণীর
(iii) কবি-কথক যাবেন (c) রাজপুত্র 
(iv) কবি-কথকের নেই (d) দুয়োরানি 
বিকল্পসমূহ: 
(ক) (i)-b, (ii)-c, (iii)-d, (iv)-a 
(খ) (i)-c, (ii)-d, (iii)-a, (iv)-b 
(গ) (i)-a, (ii)-d, (iii)-c, (iv)-b 
(ঘ) (i)-d, (ii)-a, (iii)-b, (iv)-c 
উত্তর : (খ) (i)-c, (ii)-d, (iii)-a, (iv)-b

• সত্য ও মিথ্যা নির্ণয় করো :  
31. (i) জয়রাম মুখোপাধ্যায় শামলা ব্যবহার করতেন। 
(ii) জয়রামের জ্যেষ্ঠ পুত্রটি কলকাতায় বিএ পড়ছে। 
(iii) চৈত্র সংক্রান্তিতে বামুনহাটে একটি বড়ো মেলা হয়। 
(iv) ১ লা বৈশাখ সন্ধ্যাবেলা আদরিণী বামুনহাটের মেলা থেকে ঘরে ফিরে এল। 
বিকল্পসমূহ: 
(ক) (i)-সত্য, (ii)-সত্য, (ii)-মিথ্যা, (iv)-মিথ্যা 
(খ) (i)-মিথ্যা, (ii)-সত্য, (iii)-সত্য, (iv)-মিথ্যা 
(গ) (i)-মিথ্যা, (ii)-মিথ্যা, (ii)-সত্য, (iv)-সত্য 
(ঘ) (i)-সত্য, (ii)-মিথ্যা, (iii)-সত্য, (iv)-মিথ্যা।
উত্তর : (গ) (i)-মিথ্যা, (ii)-মিথ্যা, (ii)-সত্য, (iv)-সত্য 

32. ক-স্তম্ভ      খ-স্তম্ভ
(i) উষ্মধ্বনি  (a) ল 
(ii) নাসিক্যধ্বনি   (b) র
(iii) কম্পিতধ্বনি  (c) ম্ 
(iv) পার্শ্বিকধ্বনি  (d) শ 
বিকল্পসমূহ: 
(ক) (i)-a, (ii)-b, (iii)-c, (iv)-d 
(খ) (i)-d, (ii)-c, (iii)-b, (iv)-a 
(গ) (i)-b, (ii)-c, (ii)-a, (iv)-d 
(ঘ) (i)-c, (ii)-a, (iii)-d, (iv)-b 
উত্তর : (খ) (i)-d, (ii)-c, (iii)-b, (iv)-a 

33. (i) ভাষাবিজ্ঞানী পিটার মার্ক রজেট থিসরাস জাতীয় অভিধানের প্রথম রচনাকার 
(ii) 'থিসরাস' শব্দের ব্যুৎপত্তিগত অর্থ-রত্নাগার। 
(iii) ১৮০৭ সালে পিটার মার্ক রজেটের থিসরাস ধরনের অধ রচিত হয় 
(iv) মার্ক রজেটের থিসরাস প্রকাশিত হয় ১৮৫০ সালে। 
বিকল্পসমূহ: 
(ক) (i)-মিথ্যা, (ii)-মিথ্যা, (iii)-সত্য, (iv)-মিথ্যা 
(ঘ) (i)-সত্য, (ii)-মিথ্যা, (iii)-মিথ্যা, (iv)-সত্য 
(গ) (i)-সত্য, (ii)-সত্য, (iii)-মিথ্যা, (iv)-মিথ্যা 
(ঘ) (i)-মিথ্যা, (ii)-সত্য, (iii)-মিথ্যা, (iv)-মিথ্যা। 
উত্তর : (গ) (i)-সত্য, (ii)-সত্য, (iii)-মিথ্যা, (iv)-মিথ্যা 

• বিবৃতিগুলির মধ্যে সঠিক সম্পর্কটি বেছে নাও। 
34. বিবৃতি ১: জয়রাম মুখোপাধ্যায় বিশ বছর ধরে পীরগঞ্জের বাবুদের বাঁধা মোক্কার। 
বিবৃতি ২: জয়রামকে বাদ দিয়ে অন্য কাউকে নিমন্ত্রণ করা মেজবাবুর পক্ষে অসম্ভব। 
বিকল্পসমূহ: 
(ক) বিবৃতি ২ সঠিক কিন্তু বিবৃতি ১ ভুল 
(খ) বিবৃতি ১ সঠিক কিন্তু বিবৃতি ২ ভুল 
(গ) বিবৃতি ১ ও বিবৃতি ২ উভয়ই সঠিক এবং বিবৃতি দুটি পরস্পর সম্পর্কযুক্ত 
(ঘ) বিবৃতি ১ ও বিবৃতি ২ উভয়ই সঠিক কিন্তু বিবৃতি দুটি পরস্পর সম্পর্কযুক্ত নয়। 
উত্তর : (গ) বিবৃতি ১ ও বিবৃতি ২ উভয়ই সঠিক এবং বিবৃতি দুটি পরস্পর সম্পর্কযুক্ত 

35. বিবৃতি ১: পান্ডিত্য অবশ্যই উৎকৃষ্ট। 
বিবৃতি ২: তত্ত্ববিচারের ভাষা অবশ্যই কথা ভাষার মতা সহজ হওয়া উচিত। 
বিকল্পসমূহ: 
(ক) বিবৃতি ১ এবং বিবৃতি ২ উভয়ই ভুল 
(খ) বিবৃতি ১ ও বিবৃতি ২ উভয়ই সঠিক এবং বিবৃতি দুটি পরস্পর সম্পর্কযুক্ত 
(গ) বিবৃতি ১ ভুল কিন্তু বিবৃতি ২ সঠিক 
(ঘ) বিবৃতি ১ সঠিক কিন্তু বিবৃতি ২ ভুল। 
উত্তর : (খ) বিবৃতি ১ ও বিবৃতি ২ উভয়ই সঠিক এবং বিবৃতি দুটি পরস্পর সম্পর্কযুক্ত 

দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার বাংলা প্রশ্নপত্র 2025

• বিবৃতি (Assertion) ও কারণ (Reason) এর মধ্যে সঠিক সম্পর্ক নিরূপণ করো: 
36. বিবৃতি (A): দর্শন, বিজ্ঞান ইত্যাদি বিষয়ে চর্চা করার সময়ে সংস্কৃত ভাষার শরণাপন্ন হতে হবে। 
বিবৃতি (R): ভাষা উন্নতির প্রধান উপায়। 
বিকল্পসমূহ: 
(ক) A এবং R উভয়ই ভুল 
(খ) A সঠিক কিন্তু R ভুল 
(গ) A ভুল কিন্তু R সঠিক 
(ঘ) A এবং R উভয়ই সঠিক ও R, A-এর যথার্থ কারণ। 
উত্তর : (গ) A ভুল কিন্তু R সঠিক 

37. বিবৃতি (A): দুয়োরানি কবি কথককে সাজিয়ে দিলেন। 
বিবৃতি (R): কবি-কথক দিগ্বিজয়ে যাবেন। 
বিকল্পসমূহ: 
(ক) A এবং R উভয়ই সঠিক কিন্তু R, A-এর যথার্থ কারণ নয় 
(খ) A ভুল কিন্তু R সঠিক 
(গ) A এবং R উভয়ই সঠিক ও R, A-এর যথার্থ কারণ 
(ঘ) A সঠিক কিন্তু R ভুল।
উত্তর : (গ) A এবং R উভয়ই সঠিক ও R, A-এর যথার্থ কারণ 

38.  ক-স্তম্ভ      খ-স্তম্ভ
(i) জগদীশচন্দ্র বসু  (a) বিশ্বপরিচয় 
(ii) আচার্য প্রফুল্লচন্দ্র রায়  (b) প্রাচীন ভারতে বিজ্ঞানচর্চার নিদর্শন 
(iii) জগদানন্দ রায়  (c) গাছপালা 
(iv) রবীন্দ্রনাথ ঠাকুর (d) অব্যক্ত 
বিকল্পসমূহ: 
(ক) (i)-d, (ii)-b, (iii)-c, (iv)-a 
(খ) (i)-a, (ii)-b, (iii)-c, (iv)-d
(গ) (i)-c, (ii)-a, (iii)-b, (iv)-d  
(ঘ) (i)-b, (ii)-d, (ii)-c, (iv)-a 
উত্তর : (ক) (i)-d, (ii)-b, (iii)-c, (iv)-a 

39. বিবৃতি ১: ভাষা হল উন্নতির প্রধান উপায়। 
বিবৃতি ২: প্রাকৃতিক নিয়মে চট্টগ্রামের ভাষা বলবান হচ্ছে। 
বিকল্পসমূহ: 
(ক) বিবৃতি ১ এবং বিবৃতি ২ উভয়ই ভুল 
(খ) বিবৃতি ১ সঠিক কিন্তু বিবৃতি ২ ভুল 
(গ) বিবৃতি ১ ভুল কিন্তু বিবৃতি ২ সঠিক 
(ঘ) বিবৃতি ১ ও বিবৃতি ২ উভয়ই সঠিক এবং বিবৃতি দুটি পরম্পর সম্পর্কযুক্ত। 
উত্তর : (খ) বিবৃতি ১ সঠিক কিন্তু বিবৃতি ২ ভুল 

40. বিবৃতি ১: কবীরের ধর্ম ছিল সত্যের বয়ান। 
বিবৃতি ২: লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা। 
বিকল্পসমূহ: 
(ক) বিবৃতি ১ ভুল কিন্তু বিবৃতি ২ সঠিক 
(খ) বিবৃতি ১ ও বিবৃতি ২ উভয়ই সঠিক কিন্তু বিবৃতি দুটি পরস্পর সম্পর্কযুক্ত নয় 
(গ) বিবৃতি ১ হল, বিবৃতি ২-এর কারণ 
(ঘ) বিবৃতি ১ সঠিক কিন্তু বিবৃতি ২ ভুল।
উত্তর : (খ) বিবৃতি ১ ও বিবৃতি ২ উভয়ই সঠিক কিন্তু বিবৃতি দুটি পরস্পর সম্পর্কযুক্ত নয়


• উপসংহার : আমাদের সাজেশন বইগুলি অভিজ্ঞ শিক্ষক দ্বারা তৈরি করা হয়েছে। তাই WB Semester Team প্রকাশিত দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার সাজেশন বইগুলির(PDF) সংগ্রহ করতে পারেন - ক্লিক করো।

SOCIAL MEDIA FOLLOW
Whatsapp Group              Click Here
Telegram             Click Here

• Comment করো :
(contact-form)
শুভেচ্ছা সহ,
WB Semester Team

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

WB Semester Ads-2

WB Semester Ads-3