Type Here to Get Search Results !

এই ব্লগটি সন্ধান করুন

html body submit korechi WB Semester Ads-1

দ্বিগ্বিজয়ের রূপকথা - কবিতার প্রশ্ন উত্তর। 'দ্বিগ্বিজয়ের রূপকথা' কবিতার MCQ প্রশ্ন উত্তর | Digbijoyer Rupkotha Question Answer

'দ্বিগ্বিজয়ের রূপকথা' কবিতার MCQ প্রশ্ন উত্তর

ভূ(caps)মিকা : দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিষ্টার বাংলা পরীক্ষার জন্য দুটি কবিতা পড়তে হবে তা হল - শ্রীজাতের লেখা 'অন্ধকার লেখাগুচ্ছ' এবং নবনীতা দেবসেন এর লেখা 'দ্বিগ্বিজয়ের রূপকথা'। এই দুটি কবিতা থেকে 40 নম্বরের মধ্যে 7 টি MCQ প্রশ্ন অর্থাৎ 7 নম্বর আসবে। আমি নিচে নবনীতা দেবসেন এর লেখা 'দ্বিগ্বিজয়ের রূপকথা' কবিতা থেকে খুব গুরুত্বপূর্ণ কিছু MCQ প্রশ্ন উত্তর বলে দিলাম। তবে আমাদের সাজেশন বইগুলোতে আরো অনেকগুলি প্রশ্ন উত্তর দেওয়া আছে। তাই WB Semester Team প্রকাশিত দ্বাদশ শ্রেণির সাজেশন বইগুলির(PDF) সংগ্রহ করতে পারেন - Click Here 

দিগ্বিজয়ের রূপকথা - কবিতার প্রশ্ন উত্তর

'দ্বিগ্বিজয়ের রূপকথা' কবিতার MCQ প্রশ্ন উত্তর

• সঠিক উত্তরটি নির্বাচন করো (MCQ)
1. 'দ্বিগ্বিজয়ের রূপকথা'- কবিতাটির রচয়িতা -
(B) বিহারীলাল চক্রবর্তী
(C) রবীন্দ্রনাথ ঠাকুর
(D) নবনীতা দেবসেন
উত্তর : (D) নবনীতা দেবসেন 

2. 'দ্বিগ্বিজয়ের রূপকথা' কবিতাটি কোথা থেকে গৃহীত ?-
(A) স্বগতো দেবদূত
(B) রক্তে আমার রাজপুত্র
(C) প্রথম প্রত্যয় কাব্যগ্রন্থ
(D) সবগুলি ভুল
উত্তর : (B) রক্তে আমার রাজপুত্র 

3. 'দ্বিগ্বিজয়ের রূপকথা' কবিতায় কবির জননী হল -
(A) দুঃখিনী 
(B) সাহসি
(C) বিশ্বাসী
(D) অবিশ্বাসী
উত্তর : (A) দুঃখিনী                                                        

4. 'দ্বিগ্বিজয়ের রূপকথা' কবিতায় কবির কাছে দিগবিজয়ে যাওয়ার সময়ে শুধু দুটি সরঞ্জাম ছিল -
(A) আশীর্বাদি
(B) উপচার
(C) উপহার 
(D) সবগুলি ভুল
উত্তর : (C) আশীর্বাদি 

5. কবিতায় কবি ভালোবাসাকে বলেছেন - 
(A) মন্ত্রপূত অসি
(B) সিন্ধুক
(C) পুষ্পক
(D) পক্ষীরাজ
উত্তর : (A) মন্ত্রপূত অসি 

6. "আকাশে পুষ্পক আর সপ্তডিঙ্গা সাজে সিন্ধুজলে,"- পুষ্পক  হল -
(A) ফুল
(B) রথ
(C) বাগান
(D) দ্বীপ
উত্তর : (B) রথ 

7. রাজপুত্রের মূল উদ্দেশ্য ছিল -
(A)  যুদ্ধ করা
(B)  সিংহাসন দখল করা
(C) সাম্রাজ্য বিস্তার
(D) দিগবিজয়
উত্তর : (D) দিগবিজয় 

৪."দ্বিগ্বিজয়ের রূপকথা" কবিতায় 'জাদু-অশ্ব' বলতে বোঝানো হয়েছে -
(A) অশ্ব
(B) জলযান
(C) বিশ্বাস
(D) পক্ষীরাজ
উত্তর : (C) বিশ্বাস 

9. দিগ্বিজয়ে যেতে হবে।________  দিলেন সাজিয়ে। 
(A) দুয়োরানী
(B) ছোটোরানী
(C) বড়োরানী
(D) সবগুলি ভুল
উত্তর : (A) দুয়োরানী 

Digbijoyer Rupkotha Question Answer

10. কবি বিশ্বাস আর ভালোবাসাকে সম্বল করে পৌঁছে যেতে চান -
(A) হাওয়াই দ্বীপে
(B) লন্ডন দ্বীপে 
(C) মায়া দ্বীপে
(D) খর্জুরের দ্বীপে
উত্তর : (D) খর্জুরের দ্বীপে 

11. কবিতায় 'দুঃখিনী জননী' বলতে বোঝানো হয়েছে -
(A) ধাত্রীমাকে
(B) ভারতমাতাকে
(C) দুয়োরানিকে
(D) সবগুলি ভুল
উত্তর : (C) দুয়োরানিকে 

• Assertion-Reasoning Type Questions: (বিবৃতি-কারণধর্মী প্রশ্ন)
12. বিবৃতি (A) : দুয়োরানী দিলেন সাজিয়ে।
কারণ (R) : দিগ্বিজয়ে যেতে হবে।
বিকল্পসমূহ : 
(A) (A) সঠিক কিন্তু (R) যথার্থ নয়
(B) (A) ও (R) উভয়েই ঠিক
(C) (A) ও (R) উভয়ই ভুল
(D) (A) ঠিক ও (R) ভুল
উত্তর : (B) (A) ও (R) উভয়েই ঠিক ✓

13. 'দ্বিগ্বিজয়ের রূপকথা' কবিতায় 'তৃষ্ণাহর খর্জুরের দ্বীপ' বলতে বোঝায় -
(A) মায়াদ্বীপ
(B) স্বপ্নরাজ্য
(C) পরমশান্তি
(D) অশান্তির দ্বীপ 
উত্তর : (C) পরমশান্তি 

14. 'দিগ্বিজয়' - এর প্রকৃত অর্থ হল -
(A) পৃথিবী জয়
(B) যুদ্ধজয়
(C) শুত্রুদের পরাস্ত
(D) সবগুলি ভুল
উত্তর : (A) পৃথিবী জয় 

বি.দ্র:- WB Semester Team প্রকাশিত দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিষ্টার সাজেশন বইগুলি (PDF) সম্পর্কে বিস্তারিত জানতে বইগুলির উপরে ক্লিক করো।
দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিষ্টার বাংলা পরীক্ষা

• Fill in The Blanks: (শূন্যস্থান পূরণ) 
15. শাণিত ইস্পাত খন্ড অভঙ্গুর। নাম ____________ 
(A) ভালোবাসা
(B) বিশ্বাস
(C) হৃদয়
(D) শুষ্ক
উত্তর : (A) ভালোবাসা 

16. 'দ্বিগ্বিজয়ের রূপকথা' কবিতায় ব্যবহৃত প্রধান দুটি অস্ত্র হল -
(A) সাহস ও ধৈর্য
(B) ছুরি ও শাবল
(C) বিশ্বাস ও ভলোবাসা
(D) সবগুলি ভুল
উত্তর : (C) বিশ্বাস ও ভলোবাসা 

• Column Matching: (স্তস্ত মিলকরণ) 
17. ক-স্তম্ভ        খ-স্তম্ভ
a. রাজপুত্র       i. জাদু
b. জননী         ii. দিগবিজয়
c. সরঞ্জাম       ⅲ. দুয়োরানি
d. অশ্ব            iv. আশীর্বাদি
বিকল্পসমূহ: 
(A) (a)-(ii), (b)-(iii), (c)-(iv), (d)-(i)
(B) (a)-(ⅲ), (b)-(i), (c)- (iv), (d)-(ii)
(C) (a)-(iv), (b)-(i), (c)- (iii), (d)-(ii)
(D) (a)-(ii), (b)-(i), (c)- (iv), (d)-(iii)
উত্তর (A) (a)-(ii), (b)-(iii), (c)-(iv), (d)-(i) ✓

18. 'দ্বিগ্বিজয়ের রূপকথা' কবিতায় 'বিশ্বাস' ও 'ভালোবাসা  হল -
(A) জীবনযাত্রার মূলঅস্ত্র
(B) রাজকীয় শক্তি
(C) প্রতীকী শক্তি
(D) সবগুলি ভুল
উত্তর : (C) প্রতীকী শক্তি 

19. 'দ্বিগ্বিজয়ের রূপকথা' কবিতায় 'বিশ্বাস 'নামক অশ্বটির মাধ্যমে বোঝায় -
(A) আত্মবিশ্বাস ও সংকল্প
(B) রাজাদের অশ্ব
(C) আত্মবিশ্বাস
(D) প্রকৃত শাক্তি
উত্তর : (A) আত্মবিশ্বাস ও সংকল্প 

20. জাদু-অশ্বের নাম হল -
(A) সাহস
(B) পক্ষীরাজ
(C) বিশ্বাস
(D) কমল
উত্তর : (C) বিশ্বাস 
 দ্বিগ্বিজয়ের রূপকথা প্রশ্ন উত্তর
• Fill in The Blanks: (শূন্যস্থান পূরণ) 
21. কবচকুন্ডল নেই, ধনুক তূণীর ___________ 
(A) কালি
(B) যুদ্ধাস্ত্র
(C) শিরস্ত্রাণ
(D) কুঠার
উত্তর : (C) শিরস্ত্রাণ  ✓        

• Column Matching: (স্তস্ত মিলকরণ) 
22. ক-স্তম্ভ             খ-স্তম্ভ
a. বিশ্বাস               ⅰ. মন্ত্রপূত অসি
b. ভালোবাসা        ⅱ. সরঞ্জাম
c. রক্তে আমি        iii. জাদু-আশ্ব
d. আশীর্বাদি দুটি   iv. রাজপুত্র
বিকল্পসমূহ: 
(A) (a)-(iii), (b)-(i), (c)-(iv), (d)-(ii)
(B) (a)-(ⅲ), (b)-(i), (c)- (iv), (d)-(ii)
(C) (a)-(iv), (b)-(i), (c)- (iii), (d)-(ii)
(D) (a)-(ii), (b)-(i), (c)- (iv), (d)-(iii)
উত্তর (A) (a)-(iii), (b)-(i), (c)-(iv), (d)-(ii) 

• True and False Type Questions: (সত্য-মিথ্যাধর্মী প্রশ্ন) 
23. i. রক্তে আমি রাজপুত্র।
ⅱ. কবি তৃষ্ণাহর খর্জুরের দ্বীপে পৌঁছানোর প্রত্যয় প্রকাশ করেছেন
iii. শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম।
iv. হৃদয়ের মন্দিরে ভরা রক্তমাখা অসি।
বিকল্পসমূহ : 
(A) (ⅰ)- মিথ্যা, (ii)-সত্য, (ⅲ)-সত্য,(iv)-মিথ্যা
(B) (ⅰ)- সত্য, (ii)-মিথ্যা, (ⅲ)-সত্য,(iv)-মিথ্যা
(C) (ⅰ)-সত্য, (ii)-সত্য, (ⅲ)-সত্য,(iv)-মিথ্যা
(D) (ⅰ)- সত্য, (ii)-সত্য, (ⅲ)-মিথ্যা,(iv)-মিথ্যা
উত্তর : (C) (ⅰ)-সত্য, (ii)-সত্য, (ⅲ)-সত্য, (iv)-মিথ্যা

24. 'দ্বিগ্বিজয়ের রূপকথা' কবিতায় 'সপ্তডিঙ্গা' হল - 
(A) জলযান
(B) আকাশযান
(C) যুদ্ধযান
(D) নৌযান
উত্তর : (A) জলযান 

25. কবির 'হৃদয়ের খাপে' ভরা মন্ত্রপূত অসি -
(A) নমনীয়
(B) বিরক্তকর
(C) অবিনশ্বর
(D) অভঙ্গুর
উত্তর : (D) অভঙ্গুর 

• Fill in The Blanks: (শূন্যস্থান পূরণ) 
26. 'কবচকুন্ডল নেই' - কবচকুন্ডল হল -
(A) কর্ণের অস্ত্র
(B) হনুমাদের গদা
(C) শিবের ত্রিশূল
(D) অর্জুনের অস্ত্র
উত্তর : (A) কর্ণের অস্ত্র 

27. 'দ্বিগ্বিজয়ের রূপকথা' কবিতার কেন্দ্রীয় বার্তা বা মূল বিষয় হল -
(A) বিশ্বজয় করাই জীবন
(B) মানসিক শক্তিই সফলতার কারণ
(C) বাহ্যিক শক্তি নয়, মানসিক শক্তিই আসল 
(D) যুদ্ধ করাই জীবন
উত্তর : (C) বাহ্যিক শক্তি নয়, মানসিক শক্তিই আসল  

28. পঙক্তি ক্রম অনুযায়ী সঠিক বিকল্পটি হল -
i. দিগ্বিজয়ে যেতে হবে।
ii. রক্তে আমি রাজপুত্র।
iii. দুয়োরাণী দিলেন সাজিয়ে
iv. শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম।
বিকল্পসমূহ : 
(A) ii, i, iii, iv 
(B) i, iv, ii, iii
(C) iii, ii, i, iv
(D) iv, i, ii, iii
উত্তর (A) ii, i, iii, iv 

• Fill in The Blanks: (শূন্যস্থান পূরণ) 
 29. নিশ্চিত পৌঁছুবো সেই  _________  খর্জুরের দ্বীপে
(A) তৃষ্ণাহর 
(B) মায়া 
(C) শুব্ধ
(D) শান্তির
উত্তর : (A) তৃষ্ণাহর 

 Digbijoyer Rupkotha Question Answer

30. 'দ্বিগ্বিজয়ের রূপকথা' কবিতায় কবি রক্তে নিজেকে মনে করেছেন -
(A) সাহসী
(B) হিন্দু 
(C) আর্য
(D) রাজপুত্র
উত্তর : (D) রাজপুত্র 

SOCIAL MEDIA FOLLOW
Whatsapp Group              Click Here
Telegram             Click Here

• Comment করো :
(contact-form)
শুভেচ্ছা সহ,
WB Semester Team

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

WB Semester Ads-2

WB Semester Ads-3