Type Here to Get Search Results !

এই ব্লগটি সন্ধান করুন

html body submit korechi WB Semester Ads-1

বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস Class 12 | বাঙালির বিজ্ঞানচর্চার MCQ প্রশ্ন উত্তর | Bangla Shilpo Sahitya Sanskritir Itihas Class 12

 দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার বাংলা
 বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস
বাঙালির বিজ্ঞানচর্চা MCQ প্রশ্ন উত্তর

ভূ(caps)মিকা : দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার বাংলা বিষয়ে মোট 40 নম্বরের মধ্যে 'বাংলা শিল্প-সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস' থেকে 5 টি MCQ প্রশ্ন পরীক্ষায় আসবে। এই অধ্যায়ের একটি টপিক হল - 'বাঙালির বিজ্ঞানচর্চার সংক্ষিপ্ত পরিচিতি' এই টপিক থেকে খুব গুরুত্বপূর্ণ 35 টি MCQ প্রশ্ন উত্তর বলে দিলাম। তবে WB Semester Team প্রকাশিত দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিষ্টার সাজেশন বইগুলিতে(PDF) আরো অনেকগুলি MCQ প্রশ্ন উত্তর দেওয়া আছে। বইগুলির(PDF) সংগ্রহ করতে পারেন - ক্লিক করো।

বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস Class 12

bangla shilpa sahitya sanskritir itihas class 12

• সঠিক উত্তর নির্বাচনধর্মী প্রশ্ন (MCQ) 
1. বোটানিক্যাল গার্ডেন এর প্রতিষ্ঠাতা ছিলেন -
(A) রবার্ট কিড
(B) জন টমাস
(D) জন ক্লার্ক
উত্তর : (A) রবার্ট কিড 

2. 'এশিয়াটিক সোসাইটি' প্রতিষ্ঠিত হয় -
(A) ১৭৯০ খ্রিস্টাব্দে
(B) ১৮০০ খ্রিস্টাব্দে
(C) ১৭৭৫ খ্রিস্টাব্দে
(D) ১৭৮৪ খ্রিস্টাব্দে
উত্তর : (D) ১৭৮৪ খ্রিস্টাব্দে 

3. 'এশিয়াটিক সোসাইটি'র প্রাণপুরুষ ছিলেন -
(A) জব চার্নক
(B) উইলিয়াম জোনস
(C) উইলিয়াম রকসবার্গ
(D) রবার্ট কিড
উত্তর : (B) উইলিয়াম জোনস 

4. 'এশিয়াটিক সোসাইটি'র প্রথম ভারতীয় সভাপতি ছিলেন - 
(A) হরপ্রসাদ শাস্ত্রী
(B) রাজা রাজেন্দ্রলাল মিত্র
(C) নীলরতন সরকার
(D) রাজা গোপালচন্দ্র
উত্তর : (B) রাজা রাজেন্দ্রলাল মিত্র 

5. বাংলা মুদ্রা অক্ষর সর্বপ্রথম খোদাই করেছিলেন - 
(A) পঞ্চানন কর্মকার
(B) হরপ্রসাদ শাস্ত্রী
(C) রাজা গোপালচন্দ্র 
(D) রামমোহন রায়
উত্তর : (A) পঞ্চানন কর্মকার 

6. 'স্কুল বুক সোসাইটির' প্রতিষ্ঠাতা ছিলেন -
(A) উইলিয়াম জোনস
(B) জন টমাস
(C) পঞ্চানন কর্মকার
(D) ডেভিড হেয়ার
উত্তর : (D) ডেভিড হেয়ার 

7. বাংলা ভাষার প্রথম সাময়িকপত্রের নাম হল -
(A) বঙ্গদর্শন
(B) সমাচার দর্পন
(C) সাধনা 
(D) ভারতী 
উত্তর : (B) সমাচার দর্পন 

• Fill in The Blanks: (শূন্যস্থান পূরণ) 
৪. 'শিবপুর বোটানিক্যাল গার্ডেন' -এর আগের নাম ছিল ___________ ।
(A) রয়্যাল বোটানিক্যাল গার্ডেন
(B) বেঙ্গল বোটানিক্যাল গার্ডেন
(C) ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন
(D) ইম্পিরিয়াল বোটানিক্যাল গার্ডেন
উত্তর : (A) রয়্যাল বোটানিক্যাল গার্ডেন 

• Column Matching: (স্তস্ত মিলকরণ) 
9. ক- স্তম্ভ                  খ- স্তম্ভ
a. মেঘনাদ সাহা        i. মারকিউরাস নাইট্রেট
b. সত্যেন্দ্রনাথ বসু     ⅱ. বেতার সংকেত
c. জগদীশচন্দ্র বসু     iii. আয়নতত্ত্ব
d. প্রফুল্লচন্দ্র রায়      iv. কোয়ান্টাম তত্ত্ব
বিকল্পসমূহ : 
(A) (a)-(i), (b)-(iii), (c)-(ii), (d)-(iv)
(B) (a)-(ii), (b)-(i), (c)-(iv), (d)-(iii)
(C) (a)-(iii), (b)-(i), (c)-(iv), (d)-(ii)
(D) (a)-(iii), (b)-(iv), (c)-(ii), (d)-(i)
উত্তর :(D) (a)-(iii), (b)-(iv), (c)-(ii), (d)-(i) 

10. 'বসুবিজ্ঞান মন্দির' স্থাপিত হয়েছিল কত খ্রিস্টাব্দে ?
(A) ১৯১৭ খ্রিস্টাব্দে
(B) ১৯০০ খ্রিস্টাব্দে
(C) ১৯১৫ খ্রিস্টাব্দে
(D) ১৯৩১ খ্রিস্টাব্দে
উত্তর : (A) ১৯১৭ খ্রিস্টাব্দে 

bengali bigyan charcha class 12

• Fill in The Blanks: (শূন্যস্থান পূরণ) 
11. রামমোহন রায় প্রতিষ্ঠিত সংগঠনটির নাম ____________  ।
(A) ভারতসভা
(B) তত্ত্ববোধনী সভা
(C) আত্মীয় সভা
(D) ব্রাহ্মসভা
উত্তর : (C) আত্মীয় সভা 

12. 'এশিয়াটিক সোসাইটি'র প্রথম ভারতীয় সভাপতি ছিলেন নীচের -
(A) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
(B) রাজা রাজেন্দ্রলাল মিত্র
(C) রাজা গোপালচারী
(D) হরপ্রসাদ শাস্ত্রী 
উত্তর : (B) রাজা রাজেন্দ্রলাল মিত্র 

13. 'আত্মীয় সভা' গড়ে ওঠে ছিল -
(A) ১৮১৫ খ্রিস্টাব্দে
(B) ১৮০০ খ্রিস্টাব্দে
(C) ১৮৩০ খ্রিস্টাব্দে
(D) ১৮১০ খ্রিস্টাব্দে
উত্তর : (A) ১৮১৫ খ্রিস্টাব্দে 

14. কার উদ্যোগে 'আত্মীয় সভা' গড়ে ওঠেছিল।
(A) রবীন্দ্রনাথ ঠাকুর
(B) স্বামী বিবেকানন্দ
(C) রামমোহন রায় 
(D) ডেভিড হেয়ার
উত্তর : (C) রামমোহন রায় 

• True and False Type Questions: (সত্য-মিথ্যাধর্মী প্রশ্ন) 
15. (ⅰ) শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য ভূমিকা ছিল উইলিয়াম কেরির।
(ii) ভারতীয় উদ্ভিদবিদ্যার জনক উইলিয়াম রক্সবার্গ।
(iii) আত্মীয় সভার প্রতিষ্ঠাতা ছিলেন রামমোহন রায়।
(iv) স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন উইলিয়াম জোনস্।
বিকল্পসমূহ : 
(A) (ⅰ)-সত্য, (ii)-সত্য, (iii)-সত্য, (iv)-মিথ্যা
(B) (ⅰ)-মিথ্যা, (ⅱ)-মিথ্যা, (iii)-মিথ্যা , (iv)-সত্য
(C) (ⅰ)-মিথ্যা , (ⅱ)-সত্য, (iii)-মিথ্যা , (iv)-সত্য
(D)  (ⅰ)-মিথ্যা, (ⅱ)-সত্য, (iii)-সত্য, (iv)-সত্য
উত্তর : (A) (ⅰ)-সত্য, (ii)-সত্য, (iii)-সত্য, (iv)-মিথ্যা  

বি.দ্র:- WB Semester Team প্রকাশিত দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিষ্টার সাজেশন বইগুলি (PDF) সম্পর্কে বিস্তারিত জানতে বইগুলির উপরে ক্লিক করো।
দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার বাংলা
16. স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী আবিষ্কার করেন কোন টীকা ?
(A) ফাইলেরিযার টীকা
(B) বসন্তের টীকা
(C) কালাজ্বরের টীকা
(D) জ্বরের টীকা
উত্তর : (C) কালাজ্বরের টীকা 

• Fill in The Blanks: (শূন্যস্থান পূরণ) 
17. 'বসু বিজ্ঞান মন্দির' স্খাপন করেছিলেন ____________ ।
(A) লীলা মজুমদার
(B) প্রফুল্লচন্দ্র রায়
(C) নীলমণি মিত্র
(D) জগদীশচন্দ্র বসু
উত্তর : (D) জগদীশচন্দ্র বসু 

18. 'বেঙ্গল কেমিক্যালস' প্রতিষ্ঠা করেছিলেন -
(A) জগদীশচন্দ্র বসু
(B) প্রফুল্লচন্দ্র রায়
(C) লীলা মজুমদার
(D) ডেভিড হেয়ার
উত্তর : (B) প্রফুল্লচন্দ্র রায় 

19. আধুনিক ভারতীয় রাশিবিজ্ঞানের জনক হল - 
(A) মেঘনাদ সাহা
(B) লীলা মজুমদার
(C) প্রশান্তচন্দ্র মহলানবিশ
(D) জগদীশচন্দ্র বসু
উত্তর : (C) প্রশান্তচন্দ্র মহলানবিশ 

20. ভারতের কৃষি গবেষণাকে আন্তর্জাতিক মানের করে তুলেছিলেন -
(A) নীলরতন ধর
(B) নীলরতন সরকার
(C) মেঘনাদ সাহা
(D) লীলা মজুমদার
উত্তর : (A) নীলরতন ধর 

বাঙালির বিজ্ঞানচর্চার MCQ প্রশ্ন উত্তর

21. বাংলায় বিজ্ঞান রচনার পুরোধা পত্রিকা হল -
(A) বঙ্গদর্শন
(B) ভারতী
(C) কল্লোল
(D) দিগদর্শন
উত্তর : (D) দিগদর্শন 

• Column Matching: (স্তস্ত মিলকরণ) 
22. ক-স্তম্ভ                    খ-স্তম্ভ
a. শ্রীরামপুর মিশন         i. রবার্ট কিড
b. স্কুল বুক সোসইটি       ii. উইলিয়াম কেরি
c. এশিয়াটিক সোসাইটি   iii. ডেভিড হেয়ার
d. কোম্পানির বাগান       iv. উইলিয়ম জোনস
বিকল্পসমূহ : 
(A) (a)-(ii), (b)-(iii), (c)-(iv), (d)-(i)
(B) (a)-(i), (b)-(iii), (c)-(ii), (d)-(iv)
(C) (a)-(iii), (b)-(i), (c)-(iv), (d)-(ii)
(D) (a)-(ii), (b)-(i), (c)-(iv), (d)-(iii)
উত্তর : (A) (a)-(ii), (b)-(iii), (c)-(iv), (d)-(i)  

23. রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিজ্ঞানবিষয়ক গ্রন্থ হল - 
(A) বিজ্ঞানপরিচয়
(B) বিশ্বসন্দর্ভ
(C) বিশ্বপরিচয়
(D) বিশ্বরহস্য
উত্তর : (C) বিশ্বপরিচয় 

• Fill in The Blanks: (শূন্যস্থান পূরণ) 
24. কোয়ান্টাম সংখ্যাতত্ত্বের জনক হিসেবে _________ বিজ্ঞানী বিশ্ববিখ্যাত।
(A) জগদীশচন্দ্র বোস
(B) সত্যেন্দ্রনাথ বসু
(C) নীলরতন ধর
(D) মেঘনাদ সাহা
উত্তর : (B) সত্যেন্দ্রনাথ বসু 

25. ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইন্সটিটিউট' স্থাপিত হয়েছিল -
(A) ১৯০০ খ্রিস্টাব্দে
(B) ১৯৩০ খ্রিস্টাব্দে
(C) ১৯৩১ খ্রিস্টাব্দে
(D) ১৯১০ খ্রিস্টাব্দে
উত্তর : (C) ১৯৩১ খ্রিস্টাব্দে 

• True and False Type Questions: (সত্য-মিথ্যাধর্মী প্রশ্ন)
26. (ⅰ) প্রশান্তচন্দ্র মহলানবিশ কলকাতা বিশ্ববিদ্যালয়ে রাশিবিজ্ঞান বিভাগ চালু করেন।
(ii) প্রফুল্লচন্দ্র রায় ইন্ডিয়ান কেমিক্যাল সোসাইটি স্থাপন করেন।
(iii) হিন্দু কলেজের প্রথম ইতিহাস রচনা করেন রাজশেখর বসু।
(iv) জগদীশচন্দ্র বসু বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গের সাহায্যে সংকেত প্রেরণের যন্ত্র আবিষ্কার করেন।
বিকল্পসমূহ : 
(A) (ⅰ)-সত্য (ii)-সত্য (ⅲ)-মিথ্যা (iv)-সত্য
(B)  (ⅰ)-মিথ্যা (ⅱ)-সত্য (iii)-মিথ্যা (iv)-সত্য
(C) (ⅰ)- মিথ্যা (ⅱ)-মিথ্যা (iii)-মিথ্যা (iv)-সত্য
(D) (ⅰ)-মিথ্যা (ⅱ)-সত্য (iii)-সত্য (iv)-সত্য
উত্তর : (A) (ⅰ)-সত্য (ii)-সত্য (ⅲ)-মিথ্যা (iv)-সত্য 

27. 'স্কুল বুক সোসাইটি' প্রতিষ্ঠা করেছিলেন -
(A) লর্ড কর্নওয়ালিশ
(B) উইলিয়াম জোন্স
(C) ডেভিড হেয়ার
(D) জন টমাস
উত্তর : (C) ডেভিড হেয়ার 

• Fill in The Blanks: (শূন্যস্থান পূরণ) 
28. 'ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইন্সটিটিউশন' __________  প্রতিষ্ঠা করেন। 
(A) উইলিয়াম জোন্স
(B) প্রশান্তচন্দ্র মহলানবিশ
(C) আশুতোষ মুখোপাধ্যায়
(D) প্রফুল্লচন্দ্র রায়
উত্তর : (B) প্রশান্তচন্দ্র মহলানবিশ 

29. নীলমণি মিত্র ছিলেন একজন - 
(A) রাজনীতিবিদ
(B) রসায়নবিদ
(C) বাস্তুবিদ
(D) চিকিৎসক
উত্তর : (C) বাস্তুবিদ 

30. মেঘনাদ সাহার কোন বিষয়ে গবেষণা বিখ্যাত হয়ে আছে। 
(A) আয়নতত্ত্ব
(B) জ্যোতির্বিদ্যা
(C) ঐতিহাসিক
(D) পৌরাণিক
উত্তর : (A) আয়নতত্ত্ব 

বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস Class 12

• Column Matching: (স্তস্ত মিলকরণ) 
31. ক- স্তম্ভ                          খ- স্তম্ভ
a. নীলরতন সরকার           i. স্ট্যাটিস্টিক্যাল ব্যুরো
b. প্রশান্তচন্দ্র মহলানবিশ    ii. জ্যোতির্বিদ্যা
c. দেবেন্দ্রনাথ ঠাকুর          iii. ক্যালকাটা মেডিকেল স্কুল
d. নীলরতন ধর                 iv. কৃষি গবেষণা
বিকল্পসমূহ : 
(A) (a)- (i), (b)-(iii), (c)-(iv), (d)-(i)
(B) (a)-(i), (b)-(iii), (c)-(ii), (d)-(iv)
(C) (a)-(iii), (b)-(i), (c)-(ii), (d)-(iv)
(D) (a)-(ii), (b)-(i), (c)-(iv), (d)-(iii)
উত্তর : (C) (a)-(iii), (b)-(i), (c)-(ii) (d)-(iv)  

32. পঞ্চানন কর্মকার কার পৃষ্টপোষকতায় বাংলা মুদ্রা অক্ষর খোদাই করেন - 
(A) শ্রীরামপুর কলেজ
(B) স্কুল বুক সোসাইটি
(C) এশিয়াটিক সোসাইটি
(D) সবগুলি ভুল
উত্তর : (A) শ্রীরামপুর কলেজ 

33. বাংলায় বিজ্ঞান রচনায় পথিকৃৎ হল - 
(A) ভারতীয় পত্রিকা
(B) বঙ্গদর্শন পত্রিকা
(C) দিগদর্শন পত্রিকা
(D) সাধনা পত্রিকার
উত্তর : (C) দিগদর্শন পত্রিকা 

• Fill in The Blanks: (শূন্যস্থান পূরণ) 
34. হিন্দু কলেজ __________ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়।
(A) ১৮১৭ খ্রিস্টাব্দে 
(B) ১৮১০ খ্রিস্টাব্দে 
(C) ১৮১৫ খ্রিস্টাব্দে 
(D) ১৮৫০ খ্রিস্টাব্দে 
উত্তর : (C) (A) ১৮১৭ খ্রিস্টাব্দে 

35. 'চিকিৎসক দিবস' হিসেবে পালন করা হয় -
(A) ১ম আগস্ট 
(B) ২য় আগস্ট 
(C) ১ম জুলাই 
(D) ২য় জুলাই 
উত্তর : (C) ১ম জুলাই 


• উপসংহার : আমাদের সাজেশন বইগুলি বিশিষ্ট শিক্ষক দ্বারা তৈরি করা হয়েছে। তাই WB Semester Team প্রকাশিত দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার সাজেশন বইগুলির(PDF) সংগ্রহ করতে পারেন - ক্লিক করো। 

SOCIAL MEDIA FOLLOW
Whatsapp Group              Click Here
Telegram             Click Here

• Comment করো :
(contact-form)
শুভেচ্ছা সহ,
WB Semester Team

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

WB Semester Ads-2

WB Semester Ads-3