Type Here to Get Search Results !

এই ব্লগটি সন্ধান করুন

html body submit korechi WB Semester Ads-1

রাষ্ট্র : সংজ্ঞা ও বৈশিষ্ট্য ক্লাস-11 MCQ প্রশ্ন উত্তর | একাদশ শ্রেণীর প্রথম সেমিষ্টার রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়

 একাদশ শ্রেণীর প্রথম সেমিষ্টার রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় "রাষ্ট্র: সংজ্ঞা ও বৈশিষ্ট্য"

ভূ(caps)মিকা : তোমরা জানো একাদশ শ্রেণির প্রথম সেমিষ্টার মোট 40 নম্বরের MCQ প্রশ্নের উপর পরীক্ষা হবে। এই 40 নম্বরের মধ্যে একাদশ শ্রেণীর প্রথম সেমিষ্টার রাষ্ট্রবিজ্ঞান সিলেবাসের প্রথম অধ্যায় -"রাষ্ট্র: সংজ্ঞা ও বৈশিষ্ট্য" থেকে মোট 5 নম্বর অর্থাৎ 5টি MCQ প্রশ্ন আসবেই। তাই রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় থেকে খুব গুরুত্বপূর্ণ 30 টি MCQ প্রশ্ন ও উত্তর বলে দিলাম। এখান থেকে পরীক্ষায় আসতে পারে।

রাষ্ট্র  সংজ্ঞা ও বৈশিষ্ট্য ক্লাস-11 MCQ প্রশ্ন উত্তর

ক্লাস-11 প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় MCQ

• সঠিক উত্তর নির্বাচনধর্মী প্রশ্ন (MCQ)
1. 'রাষ্ট্র' শব্দটি ব্যবহার করেছিলেন সর্বপ্রথম - 
(ক) প্লেটো
(খ) ম্যাকিয়াভেলি উইলসন
(গ) গার্নার
(ঘ) লেনিন
উত্তর : (খ) ম্যাকিয়াভেলি উইলসন 

2. ম্যাকিয়াভেলি সর্বপ্রথম 'রাষ্ট্র' কথাটি কোন গ্রন্থে ব্যবহার করেন - 
(ক) রিপাবলিক
(খ) ডিসকোর্সেস অন লিভাই
(গ) দ্য প্রিন্স
(ঘ) ইল প্রিঞ্চিপে
উত্তর : (গ) দ্য প্রিন্স 

3. 'রাষ্ট্র শ্রেণিশোষণের যন্ত্র'- এই কথাটি বলেছেন -
(ক) কার্ল মার্কস
(খ) লেনিন
(গ) রুশো
(ঘ) গার্নার
উত্তর : (ক) কার্ল মার্কস 

4. রাষ্ট্রের প্রধান উপাদান হল - 
(ক) জনগণ
(খ) সরকার
(গ) জাতীয়তাবাদ
(ঘ) সার্বভৌমিকতা
উত্তর : (ঘ) সার্বভৌমিকতা 

5. 'রিপাবলিক' গ্রন্থের লেখক হলেন-  
(ক) অ্যারিস্টটল
(খ) প্লেটো
(গ) ল্যাফি
(ঘ) গার্নার
উত্তর : (খ) প্লেটো 

• True and False Type Questions: (সত্য-মিথ্যাধর্মী প্রশ্ন) 
6. সার্বভৌমিকতার বৈশিষ্ট্যগুলি হল -
বিবৃতি (i) হস্তান্তরযোগ্য ও বিভাজ্য
বিবৃতি (ii)  সর্বজনীন ও সর্বব্যাপী
বিবৃতি (iii) চরম, চূড়ান্ত ও সীমাহীন
বিবৃতি (iv) অহস্তান্তরযোগ্য ও অবিভাজ্য
বিকল্পসমূহ : 
(ক) (i) সত্য,(ii) সত্য, (iii) মিথ্যা, (iv) মিথ্যা
(খ) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) মিথ্যা
(গ) (i) সত্য (ii) মিথ্যা (iii) মিথ্যা (iv),  মিথ্যা
(ঘ) (i) মিথ্যা (ii) সত্য, (iii) সত্য (iv) সত্য
উত্তর : (ঘ) (i) মিথ্যা (ii) সত্য, (iii) সত্য (iv) সত্য 

7. পোলিস কী ?
(ক) ফ্রান্সের নগররাষ্ট্র
(খ) গ্রিসের নগররাষ্ট্র
(গ) রোমের নগররাষ্ট্র
(ঘ) ভারতীয় নগররাষ্ট্র
উত্তর : (খ) গ্রিসের নগররাষ্ট্র 

8. রাষ্ট্রের অপরিহার্য উপাদান সার্বভৌমিকতা -
(ক) ভুল 
(খ) ঠিক
(গ) হবে না
(ঘ) কোনোইটি নয়
উত্তর : (খ) ঠিক 

9. রাষ্ট্রের সর্বাপেক্ষা গ্রহণযোগ্য সংজ্ঞা নীচের প্রদান করেছেন-
(ক) গার্নার
(খ) উইলসন
(গ) হেগেল
(ঘ) ল্যাঙ্কি
উত্তর : (ক) গার্নার 

10. বর্তমানে পৃথিবীর কোন রাষ্ট্রে জনসংখ্যা সবথেকে বেশি-
(ক) রাশিয়া, 
(খ) আমেরিকা
(গ) চিন
(ঘ) ভারত
উত্তর : (ঘ) ভারত 

বি.দ্র:- নীচে দেওয়া সাজেশন বইগুলিতে (PDF) খুব সুন্দরভাবে বাংলা, ইংরেজি, ইতিহাস, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, ভূগোল ইত্যাদি প্রতিটি বিষয়ের MCQ প্রশ্নগুলির উত্তরসহ আলোচনা করা হয়েছে। বিস্তারিত জানতে বইগুলির উপরে ক্লিক করো।
class 11 1st semester suggestion e-book

 wb class 11 semester 1 political science mcq question answer

11. "দ্য প্রিন্স' গ্রন্থটির রচয়িতা হলেন - 
(ক) মন্তেস্কু
(খ) নিকোলো ম্যাকিয়াভেলি
(গ) অ্যারিস্টটল
(ঘ) ল্যাঙ্কি
উত্তর : (খ) নিকোলো ম্যাকিয়াভেলি 

12. রাষ্ট্রের একটি প্রধান বৈশিষ্ট্য হল - 
(ক) স্থায়িত্ব
(খ) জনসমষ্টি
(গ) জাতীয়তাবাদ
(ঘ) অন্যান্য রাষ্ট্রের স্বীকৃতি
উত্তর : (খ) জনসমষ্টি 

13. 'রাষ্ট্র শ্রেণিশোষনের যন্ত্র'?- এই মতটি কাদের?-
(ক) রাষ্ট্রবিজ্ঞানীদের
(খ) সাহিত্যিকদের
(গ) আচরণবাদীদের
(ঘ) মার্কসবাদীদের
উত্তর : (ঘ) মার্কসবাদীদের 

14. রাষ্ট্রের সার্বভৌমিকতার প্রথম প্রবক্তা ছিলেন - 
(ক) রুশো
(খ) বোঁদা
(গ) উইলোবি
(ঘ) লেনিন
উত্তর : (খ) বোঁদা 

15. পৃথিবীর সর্বাপেক্ষা ক্ষুদ্রায়তন রাষ্ট্রের নাম হল -
(ক) বাংলাদেশ
(খ) গ্রিনল্যান্ড 
(গ) ভ্যাটিকান সিটি
(ঘ) ভুটান
উত্তর : (গ) ভ্যাটিকান সিটি 

16. রাষ্ট্রের মস্তিষ্ক নীচের কোন উপাদানকে বলা হয় -
(ক) সরকারকে
(খ) ভূখন্ডকে 
(গ) জনগণকে
(ঘ) সবকটি ভুল
উত্তর : (ক) সরকারকে 

17. রাষ্ট্রকে 'কেন্দ্রীভূত ও সংগঠিত হিংসার প্রকাশ' - একথা বলেছেন -
(ক) কার্ল মার্কস
(খ) ল্যাস্কি
(গ) গান্ধিজি
(ঘ) মন্তেস্কু
উত্তর : (গ) গান্ধিজি 

18. জনগণের সার্বভৌমিকতার কথা নীচের বলেছিলেন - 
(ক) গার্নার
(খ) রুশো
(গ) লেনিন
(ঘ) ল্যাস্কি
উত্তর : (খ) রুশো 

19. 'জনগণের সার্বভৌমিকতার জনক' হিসেবে পরিচিতি লাভ করেন -
(ক) বোঁদা
(খ) উইলোবি
(গ) ল্যাস্কি
(ঘ) রুশো
উত্তর : (ঘ) রুশো 

20. জনগণের সার্বভৌমিতার কথা সর্বপ্রথম বলেছিলেন - 
(ক) বোঁদা
(খ) উইলোবি
(গ) ল্যাস্কি
(ঘ) রুশো
উত্তর : (ঘ) রুশো 

• Fill in The Blanks: (শূন্যস্থান পূরণ) 
21. রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতার নাম  _________
(ক) সার্বভৌমিকতা
(খ) জাতীয়তাবাদ
(গ) সরকার
(ঘ) নেই
উত্তর : (ক) সার্বভৌমিকতা 

• Column Matching: (স্তস্ত মিলকরণ) 
22. ক-স্তম্ভ    খ-স্তম্ভ  
(ⅰ) ম্যাকিয়াভেলি (a) পলিস
(ⅰⅰ) গ্রিক  (b) স্টেট
(ⅲ) রোমান  (c) স্ট্যাটাস
(iv) টিউটনগণ  (d) সিভিটাস
বিকল্পসমূহ : (ক) (i)-(a), (ii)-(b), (iii)-(c), (iv)-(d) 
                   (খ) (i)-(a), (ii)-(c), (iii)-(b)  (iv)-(d) 
                   (গ) (i)-(b), (ii)-(a), (iii)-(d), (iv)-(c) 
                   (ঘ) (i)-(a), (ii)-(b), (iii)-(c), (iv)-(d) 
উত্তর : (গ) (i)-(b), (ii)-(a), (iii)-(d), (iv)-(c) 

23. 'সোশ্যাল কনট্রাক্ট' গ্রন্থের লেখক হলেন - 
(ক) রুশো
(খ) ল্যাস্কি
(গ) হবস্ 
(ঘ) প্লেটো
উত্তর : (ক) রুশো 

24. 'সার্বভৌমিকতা' শব্দটির অর্থ হল - 
(ক) সমানাধিকতা
(খ) স্বাধীন রাষ্ট্র
(গ) রাষ্ট্রের চূড়ান্ত কর্তৃত্ব
(ঘ) সর্বশ্রেষ্ঠ
উত্তর : (গ) রাষ্ট্রের চূড়ান্ত কর্তৃত্ব 

25. সিভিটাস হল -
(ক) প্রাচীন রোমের নগররাষ্ট্র
(খ) প্রাচীন ভারতীয় নগররাষ্ট্র
(গ) প্রাচীন গ্রিক নগরবাষ্ট্র 
(ঘ) সবগুলি ভুল
উত্তর : (ক) প্রাচীন রোমের নগররাষ্ট্র 

26. 'I am the State'- উক্তিটি বলেছেন -
(ক) ষোড়শ লুই
(খ) এয়োদশ লুই
(গ) লেনিন
(ঘ) চতুর্দশ লুই
উত্তর : (ঘ) চতুর্দশ লুই 

27. UNESCO - এর পুরো নাম হল -
উত্তর : United Nations Educational, Scientific and Cultural Organisations.

28. UNO - এর পুরো নাম হল -
উত্তর : United Nations Organisation.

29. 'দুনিয়ার মজদুর এক হও'- উক্তিটি করেছেন -
(ক) ল্যাস্কি, 
(খ) কার্ল মার্কস
(গ) বার্জেস
(ঘ) ষোড়শ লুই
উত্তর : (খ) কার্ল মার্কস 

30. ইংরেজি State বা রাষ্ট্র শব্দটি নীচের কোন লাতিন শব্দ থেকে এসেছে -
(ক) Statics
(খ) State
(গ) Status
(ঘ) Sate
উত্তর : (গ) Status 

----------------------------------------
----------------------------------------
শেষ কথা : একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার সাজেশন বইগুলি মাত্র কয়েক টাকার বিনিময়ে PDF আকারে পেয়ে যাবে। সাজেশন বইগুলিতে রাষ্ট্রবিজ্ঞান সহ প্রতিটি বিষয়ের অনেকগুলি গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর রয়েছে। আশা করছি আমাদের এই পরিশ্রম আপনাদের কাজে লাগবে।

SOCIAL MEDIA FOLLOW
Whatsapp Group              Click Here
Telegram             Click Here

• Comment করো :
(contact-form)
শুভেচ্ছা সহ,
WB Semester Team

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

WB Semester Ads-2

WB Semester Ads-3