Type Here to Get Search Results !

এই ব্লগটি সন্ধান করুন

html body submit korechi WB Semester Ads-1

পুঁইমাচা গল্পের প্রশ্ন উত্তর | Puimacha Golpo Question Answer

পুঁইমাচা গল্পের প্রশ্ন উত্তর

ভূ(caps)মিকা : একাদশ শ্রেণির প্রথম সেমিষ্টার বাংলা বিষয়ে একটি মাত্র গল্প পড়তে হবে তা হল - 'পুঁইমাচা'। এই 'পুঁইমাচা' গল্প থেকে পরীক্ষায় 40 নম্বরের মধ্যে 8 টি MCQ প্রশ্ন আসবে। আমি তোমাদের সুবিধার জন্য 'পুঁইমাচা' গল্প থেকে কিছু খুব গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও উত্তর বলে দিলাম। তবে আমাদের WB Semester Team প্রকাশিত সাজেশন E-BOOK গুলিতে সম্পূর্ণ রয়েছে।

পুঁইমাচা গল্পের প্রশ্ন উত্তর

Puimacha Golpo Class 11

1। 'পুঁই মাচা' গল্পটি কোন মূল গ্রন্থ থেকে নেওয়া হয়েছে - 
(ক) কিন্নরদল 
(খ) মৌরীফুল 
(গ) মেঘমল্লার 
(ঘ) যাত্রাদবল
উত্তর : (গ) মেঘমল্লার 

2। ' পুঁই মাচা' গল্পের কেন্দ্রীয় চরিত্রের নাম - 
(ক) অন্নপূর্ণা
(খ) সহায়হরি
(গ) গরাধী
(ঘ) ক্ষেন্তি
উত্তর : (ঘ) ক্ষেন্তি 

3। সহায়হরির স্ত্রীর নাম - 
(ক) আশালতা, 
(খ) আশাপূর্ণা, 
(গ) অন্নপূর্ণা
(ঘ) অন্নদা 
উত্তর : (গ) অন্নপূর্ণা 

4। 'পুঁই মাচা' গল্পের শুরুতে কোন্ সময়ের কথা বলা হয়েছে ?- 
(ক) শীতকাল 
(খ) বসন্তকাল
(গ) বর্ষাকাল 
(ঘ) গ্রীষ্মকাল
উত্তর : (ক) শীতকাল 

• Assertion-Reasoning Type Questions: (বিবৃতি-কারণধর্মী প্রশ্ন)
5। বিবৃতি (A): আমাদের হাতে ছোঁয়া জল আর কেউ খাবে না। 
কারণ (R): আশীর্বাদ হওয়া সত্ত্বেও মেয়ের বিয়ে হয়নি। 
বিকল্পসমূহ: (ক) (A) ও (R) উভয়ই ঠিক এবং (R), (A)-এর সঠিক কারণ
(খ) (A) ও (R) উভয়ই ঠিক কিন্তু (R), (A)-এর সঠিক কারণ নয়, 
(গ) (A) সঠিক কিন্তু (R) যথার্থ নয়, 
(ঘ) (A) ও (R) উভয়ই সঠিক এবং পরস্পর বিরোধী। 
উত্তর : (ক) (A) ও (R) উভয়ই ঠিক এবং (R), (A)-এর সঠিক কারণ 

6। "তুমি মনে মনে কি ঠাউরেছ বলতে পার?'- উক্তিটি কার ? 
(ক) তারক খুড়োর
(খ) ক্ষেন্তির
(গ) অন্নপূর্ণার
(ঘ সহায়হরির
উত্তর : (গ) অন্নপূর্ণার 

7। সহায়হরির মনে ভীতির সঞ্চার হয়েছিল স্ত্রীর - 
(ক) কাঁদো কাঁদো সুরে
(খ) করুণ সুরে
(গ) শান্ত সুরে
(ঘ) ঝাঁঝালো সুরে
উত্তর : (গ) শান্ত সুরে 

8। "গাঁয়ে কি গুজব রটেছে জান?" গুজবটি কী ?  
(ক) সহায়হরিকে বিতাড়িত করা হবে
(খ)  সহায়হরিকে ত্যাগ করা 
(গ) নরহরিকে ত্যাগ করা হবে
(ঘ) সহায়হরিকে একঘরে করা হবে
উত্তর : (ঘ) সহায়হরিকে একঘরে করা হবে 

True and False Type Questions: (সত্য-মিথ্যাধর্মী প্রশ্ন) 
9। অন্নপূর্ণা ও সহায়হরির বড় মেয়েটি -  (i) খুব লম্বা ও গোলগাল, (ii) মাথার চুলগুলি কৃল্প ও অগোছালো, (iii) মুখখানা খুব বড়ো, (iv) চোখ দুটো ডাগর ও শান্ত।
বিকল্পসমূহ: (ক) (i) সত্য,(ii) সত্য, (iii) মিথ্যা, (iv) মিথ্যা
(খ) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) মিথ্যা
(গ) (i) সত্য (ii) মিথ্যা  (iii) মিথ্যা (iv), সত্য
(ঘ) (i)সত্য (ii) সত্য, (iii) সত্য, (iv) সত্য
উত্তর : (ঘ) (i)সত্য (ii) সত্য, (iii) সত্য, (iv) সত্য 

10। সহায়হরিকে একঘরে করার কথা হয়েছিল -
(ক) রায়বাড়িতে। 
(খ) চৌধুরীদের চন্ডীমণ্ডপে
(গ) মণিগাঁয়ে
(ঘ)কালীময়ের বাড়িতে 
উত্তর : (খ) চৌধুরীদের চন্ডীমণ্ডপে 

11। সহায়হরিদের একঘরে করার মতলব করেছিল- 
(ক) কালীময় ঠাকুর
(খ) শুভময় ঠাকুর
(গ) দীপ্তিময় চাটুজ্যে
(ঘ) কালীধন ঠাকুর। 
উত্তর : (ক) কালীময় ঠাকুর 
 
12। "জঞ্জাল প্রাণপণে তুলিয়া আনিয়াছে"- জঞ্জালের মধ্যে কী ছিল ?
(ক) পুঁই শাক
(খ) নটে শাক আর চিংড়ি মাছ
(গ) কচু শাক,
(ঘ) কলমি শাক
উত্তর : (ক) পুঁই শাক 

Fill in The Blanks: (শূন্যস্থান পূরণ) 
13। ঘাটের ধারে ________ দিয়ে বললে, নিয়ে যা, কেমন ________
(ক) ময়শা চৌকিদার, মোটা মোটা
(খ) চৌধুরীবাবু, লোভনীয়
(গ) রায় কাকা, টাটকা
(ঘ) রায় কাকা, মোটা মোটা
উত্তর : (ঘ) রায় কাকা, মোটা মোটা 

বি.দ্র :- নীচে দেওয়া সাজেশন বইগুলিতে খুব সুন্দরভাবে প্রতিটি বিষয়ের MCQ প্রশ্নগুলির উত্তরসহ আলোচনা করা হয়েছে।
class 11 1st semester suggestion book

14। 'তাঁর মনে বড় কষ্ট হইল।' কার মনে -  
(ক) খুড়িমার
(খ) ক্ষেন্তির
(গ) অন্নপূর্ণার
(ঘ) সহায়হরির
উত্তর : (ঘ) সহায়হরির 

15। গয়া বুড়ির কাছ থেকে ক্ষেন্তি কোন্ মাছ এনেছিল। -
(ক) পুঁটি মাছ
(খ) মাগুর মাছ
(গ) চিংড়ি মাছ
(ঘ) কোনোটিই নয়।
উত্তর : (গ) চিংড়ি মাছ 

16। গয়া বুড়ির কাছে সহায়হরির কত ধার বাকি ছিল ?
(ক) দুই টাকা
(খ) দু'পয়সা
(গ) এক পয়সা, 
(ঘ) এক টাকা
উত্তর : (খ) দু'পয়সা 

17। 'পুঁই মাচা' গল্পে যে হিংস্র পশুর নাম রয়েছে -
(ক) হরিণ
(খ) সিংহ
(গ) বাঘ
(ঘ) ভালুক
উত্তর : (গ) বাঘ 

18। কালীময় সহায়হরির মেয়ের সঙ্গে কার ছেলের বিয়ে ঠিক করেছিল ? 
(ক) শ্রীমন্ত ঘোষের ছেলে
(খ) শ্রীমন্ত রায়ের ছেলে
(গ) শ্রীমন্ত দত্তের ছেলে
(ঘ) শ্রীমন্ত মজুমদারের ছেলে
উত্তর : (ঘ) শ্রীমন্ত মজুমদারের ছেলে 

Column Matching: (স্তস্ত মিলকরণ) 
19।   ক-স্তন্ত        খ-স্তম্ভ
(i) কালীময়     (a) 'তা দাদাঠাকুর বরং...' 
(ii) কেষ্ট মুখুজ্যে (b) 'স্বভাব নইলে পাত্র দেব না' 
(iii)   দুর্গা          (c) 'ঐ যে কেমন পাখিটা।' 
(iv) ময়শা চৌকিদার (d) 'ব্যস্-রাজার হাল।' 
বিকল্পসমূহ: (ক) (i)-(a), (ii)-(b), (iii)-(c), (iv)-(d) 
                   (খ) (i)-(a), (ii)-(c), (iii)-(b)  (iv)-(d), 
                   (গ) (i)-(d), (ii)-(b), (iii)-(a), (iv)-(c), 
                   (ঘ) (i)-(d), (ii)-(b), (iii)-(c), (iv)-(a) 
উত্তর : (ঘ) (i)-(d), (ii)-(b), (iii)-(c), (iv)-(a)  

20। ক্ষেন্তির জন্য প্রথম পাত্র ঠিক করে দিয়েছিলেন -
(ক) বিষু সরকার
(খ) কালীময়
(গ) চৌধুরীবাবু
(ঘ) দয়াময়
উত্তর : (খ) কালীময় 

21। 'দুর্গা' কে ? 
(ক) বাঁড়ুজ্যে বাড়ির ছোটো খুকি
(খ) চক্কোত্তি বাড়ির ছোটো খুকি
(গ) মুখুজ্যে বাড়ির ছোটো খুকি
(ঘ) চাটুজ্যে বাড়ির ছোটো খুকি
উত্তর : (গ) মুখুজ্যে বাড়ির ছোটো খুকি 

22। 'জামার ইতিহাস নিম্নলিখিত রূপ।'- জামা কেনা হয়েছিল - 
(ক) হরিপুরের রাসের মেলা থেকে আড়াই টাকা মূল্যে
(খ) হরিপুরের পৌষমেলা থেকে দু'টাকা মূল্যে
(গ) হরিপুরের রাসের মেলা থেকে তিন টাকা মূল্যে
(ঘ) গোবিন্দপুরের রাসের মেলা থেকে আড়াই টাকা মূল্যে। 
উত্তর : (ক) হরিপুরের রাসের মেলা থেকে আড়াই টাকা মূল্যে 

Rearrangement of Sentences / Events: (বাক্য/ঘটনার ক্রম নির্ণয়) 
23। (i) বিয়ে হলে যে চার ছেলের মা হতে। (ii) পুঁই শাকের বোঝা মাটিতে পড়িয়া গেল। (iii) কি অমতই তোমাকে তারা দিয়েছে। (iv) ফেল, বলছি ওসব... ফেল। 
বিকল্পসমূহ: (ক) (i), (ii), (iv), (iii)
(খ) (ii), (iv), (i), (iii)
(গ) (iii), (i), (iv), (ii)
(ঘ) (i), (iii),  (ii), (iv)
উত্তর : (গ) (iii), (i), (iv), (ii) 

24। 'ক্ষীরের পুর না হলে কি আর পাটিসাপটা হয়?'- উক্তিটি কার ? 
(ক) ক্ষেন্তির
(খ) রাইদিদির
(গ) রাঙাদিদির
(ঘ) খেদীর।  
উত্তর : (ঘ) খেদীর।   

25। 'দিদি বড় ভালবাসত...  দিদি ভালোবাসত কী ?-
(ক) কুচো চিংড়ি
(খ)পুঁই শাক
(গ) পিঠে
(ঘ) খিচুড়ি
উত্তর : (গ) পিঠে 

26। ক্ষেন্তির বিবাহ সম্পন্ন হয় -
(ক) ফাল্গুন মাসের প্রথমে
(খ) বৈশাখ মাসের প্রথমে
(গ) আষাঢ় মাসের প্রথমে
(ঘ) শ্রাবণ মাসের প্রথমে
উত্তর : (খ) বৈশাখ মাসের প্রথমে 

Rearrangement of Sentences / Events: (বাক্য/ঘটনার ক্রম নির্ণয়) 
27। (i) জামার বর্তমান অবস্থা অন্নপূর্ণার জানা ছিল না। (ii) স্বাস্থ্যোন্নতি হওয়ার দরুন জামাটি তাহার গায়ে হয় না। (iii) ক্ষেন্তির নিজস্ব ভাঙা টিনের তোরঙ্গের মধ্যেই উহা থাকিত। (iv) জামার ইতিহাস নিম্নলিখিত রূপ। বিকল্পসমূহ: 
(ক) (i), (iii),(iv), (ii)
(খ) (ii), (iv), (i), (iii)
(গ) (iii), (ii), (i), (iv)
(ঘ) (iv), (ii), (i), (iii)
উত্তর : (ঘ) (iv), (ii), (i), (iii) 

28। অন্নপূর্ণার জামাইয়ের বয়স কত ছিল ?-
(ক) পঁয়তাল্লিশের বেশি
(খ) চল্লিশের বেশি, 
(গ) চল্লিশের খুব বেশি নয়
(ঘ) চল্লিশ
উত্তর : (গ) চল্লিশের খুব বেশি নয় 

29। ক্ষেন্তির বিয়েতে বরের পাল্কী নামানো হয়েছিল -
(ক) মেছোয়াবাজারে
(খ) বারোয়ারিতলায়
(গ) নিশ্চিন্দিপুরে
(ঘ) আমলকীতলায়।
উত্তর : (ঘ) আমলকীতলায়। 

30। প্রথম পিঠেখানা পুঁটি কাকে দিতে গিয়েছিল ?-
(ক) ষাঁড়া ষষ্ঠী
(খ) অরণ্য-ষষ্ঠী
(গ) নীল যষ্ঠী
(ঘ)  শীতল ষষ্ঠী
উত্তর : (ক) ষাঁড়া ষষ্ঠী 

True and False Type Questions: (সত্য-মিথ্যাধর্মী প্রশ্ন) 
31। দুর্গার সঙ্গে অন্নপূর্ণা মুখুজ্যে বাড়ি যায়- (i) মেটে আলু তুলতে, (ii) নবান্ন মাখতে, (iii) সবুচাকলি বানিয়ে দিতে, (iv) ইতুর ঘটগুলো বার করে দিতে।
বিকল্পসমূহ: (ক) (i) সত্য, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) মিথ্যা
(খ) (i) সত্য, (ii) সত্য, (iii) সত্য,  (iv) মিথ্যা
(গ) (i) মিথ্যা, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) সত্য
(ঘ) (iv) মিথ্যা, (iv) মিথ্যা, (iv) মিথ্যা, (iv) মিথ্যা
উত্তর : (গ) (i) মিথ্যা, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) সত্য 

32। 'পুঁই মাচা' গল্পে উল্লিখিত একটি প্রবাদ হল - 
(ক) আকাশ কুসুম, সাপের পাঁচ পা দেখা
(খ) বাঘে গোরুতে এক ঘাটে জল খাওয়া।
(গ) গাঁয়ে মানে না আপনি মোড়ল
(ঘ) কানু বিনা গীত নাই
উত্তর : বাঘে গোরুতে এক ঘাটে জল খাওয়া। 

33। মাচার বাইরে দুলতে থাকা কচি কচি সবুজ পুঁই ডগাগুলো কীসের প্রতীক?-
(ক) তারুণ্যের প্রতীক
(খ) গতির প্রতীক
(গ) প্রবর্ধমান জীবনের প্রতীক
(ঘ) লাবণ্যের প্রতীক
উত্তর : (গ) প্রবর্ধমান জীবনের প্রতীক। 

True and False Type Questions: (সত্য-মিথ্যাধর্মী প্রশ্ন) 
34। ক্ষেন্তির বিবাহের পাত্রের - (i) বয়স চল্লিশের খুব বেশি নয়, (ii) সঙ্গতিপন্ন, (iii) শহর অঞ্চলে বাড়ি, (iv) সিলেট ও ইটের ব্যাবসা। 
বিকল্পসমূহ: (ক) (i) সত্য, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) মিথ্যা, 
(খ) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) মিথ্যা
(গ) (i) সত্য, (ii) সত্য, (iii) সত্য, (iv) মিথ্যা
(ঘ) (i) সত্য, (ii) সত্য, (III) সত্য, (iv) সত্য। 
উত্তর : (ঘ) (i) সত্য, (ii) সত্য, (III) সত্য, (iv) সত্য।  

শেষ কথা : পুঁইমাচা গল্পের সমস্ত প্রশ্ন ও উত্তর পেতে হলে আমাদের সাজেশন বইগুলি নিতে হবে। মাত্র কয়েক টাকার বিনিময়ে PDF আকারে বইগুলি পেয়ে যাবে। আশা করছি আমাদের এই পরিশ্রম আপনাদের কাজে লাগবে।
---------------------------------------
আরো পড়ুন : OMR SHEET fillup Class 11
-------------------------------------
SOCIAL MEDIA FOLLOW
Whatsapp Group              Click Here
Telegram             Click Here

• Comment করো :
(contact-form)
শুভেচ্ছা সহ,
WB Semester Team

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

WB Semester Ads-2

WB Semester Ads-3