Type Here to Get Search Results !

এই ব্লগটি সন্ধান করুন

html body submit korechi WB Semester Ads-1

অন্ধকার লেখাগুচ্ছ - কবিতার প্রশ্ন উত্তর | 'অন্ধকার লেখাগুচ্ছ' কবিতার MCQ প্রশ্ন উত্তর | Ondhokar Lekhaguchha Question Answer

 অন্ধকার লেখাগুচ্ছ কবিতার MCQ প্রশ্ন উত্তর

ভূ(caps)মিকা: দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিষ্টার বাংলা পরীক্ষার জন্য দুটি কবিতা পড়তে হবে তা হল - শ্রীজাতের লেখা 'অন্ধকার লেখাগুচ্ছ' এবং নবনীতা দেবসেন এর লেখা 'দিগ্বিজয়ের রূপকথা'। এই দুটি কবিতা থেকে 40 নম্বরের মধ্যে 7 টি MCQ প্রশ্ন অর্থাৎ 7 নম্বর আসবে। আমি শ্রীজাতের লেখা 'অন্ধকার লেখাণুচ্ছ' কবিতা থেকে খুব গুরুত্বপূর্ণ কিছু MCQ প্রশ্ন উত্তর বলে দিলাম। আমাদের সাজেশন বইগুলোতে আরো অনেকগুলি প্রশ্ন উত্তর দেওয়া আছে।

অন্ধকার লেখাগুচ্ছ Class-12

ondhokar lekhaguchha question answer

1. 'অন্ধকার লেখাগুচ্ছ'- কবিতাটির রচয়িতা হলেন -
(A) শ্রীজাত
(B) পাবলো নেরুদা
(C) লিও তলস্তয়
উত্তর : (A) শ্রীজাত  

2. 'অন্ধকার লেখাগুচ্ছ' কবিতাটি যে গ্রন্থের তা হল -
(A) অন্ধকার লেখাগুচ্ছ
(B) ছাই রঙের গ্রাম 
(C) উড়ন্ত সব জোকার 
(D) অকালবৈশাখী
উত্তর : (A) অন্ধকার লেখাগুচ্ছ  

3. 'অন্ধকার লেখাগুচ্ছ' কবিতাটি যে কাব্যরীতিতে রচিত হয়েছে -
(A) গদ্য রীতি
(B) ব্যালাড
(C) সনেট
(D) এলিজি
উত্তর : (C) সনেট 

4. যে তত্ত্বের জন্য আইনস্টাইন বিখ্যাত হয়ে আছেন -
(A) অভিকর্ষ
(B) আপেক্ষিকতাবাদ
(C) আণবিক তত্ত্ব
(D) সবগুলি ভুল
উত্তর : (B) আপেক্ষিকতাবাদ 

5. কবীরের আবির্ভাব ঘটেছিল -
(A) দশম শতকে
(B) পঞ্চদশ শতকে
(C) ষোড়শ শতকে
(D) চতুর্দশ শতকে
উত্তর : (D) চতুর্দশ শতকে 

6. নীচের কোন ধর্ম আন্দোলনে কবীর অংশগ্রহণ করেন।
(A) হিন্দু ধর্ম
(B) ভক্তিধর্ম
(C) মুসলিম ধর্ম
(D) ব্রাহ্মধর্ম
উত্তর : (B) ভক্তিধর্ম 

7. 'অন্ধকার লেখাগুচ্ছ' কবিতার মূল প্রতিপাদ্য বিষয় হল -
(A) ধর্মীয় বিভাজনের অ-বিরোধির
(B) ধর্মের প্রতি সহানুভূতি
(C) ব্যক্তির স্বাধীনতা
(D) ধর্মীয় বিভাজনের বিরোধিতা
উত্তর : (D) ধর্মীয় বিভাজনের বিরোধিতা 

৪. আবদুল করিম খাঁ জন্মগ্রহণ করেছিলেন -
(A) উত্তরপ্রদেশ
(B) কলকাতা
(C) দিল্লি 
(D) গুজরাট
উত্তর : (A) উত্তরপ্রদেশ 

• Assertion-Reasoning Type Questions: (বিবৃতি-কারণধর্মী প্রশ্ন)
9. বিবৃতি (A) : আইনস্টাইনের ধর্ম ছিল দিগন্ত পেরোনো।
কারণ (R) : কবীরের ধর্ম ছিল সত্যের বয়ান ।
বিকল্পসমূহ : 
(A) (A) সঠিক কিন্তু (B) যথার্থ নয়
(B) (A) ও (B) উভয়ই ঠিক
(C) (A) ও (B) উভয়ই ভুল
(D) (A) ঠিক ও (B) ভুল
উত্তর : (B) (A) ও (B) উভয়ই ঠিক 

অন্ধকার লেখাগুচ্ছ - কবিতার প্রশ্ন উত্তর

10. "এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে।"- পঙক্তিটির অর্থ হল -
(A) ধর্ম আলাদা হলেও সহাবস্থান সম্ভব
(B) ভারতের বিভিন্ন ধর্মের স্থান বিভিন্ন
(C) গ্রহ আলাদা বসবাসাও আলাদা
(D) সবগুলি ভুল
উত্তর : (A) ধর্ম আলাদা হলেও সহাবস্থান সম্ভব 

11.শ্রীজাতের মতে, ধর্ম ____ সম্পর্কিত হওয়া উচিত। 
(A) সামাজিক
(B) রাজনৈতিক আদর্শ
(C) বিশ্বাস
(D) সৃজনশীলতা ও সত্য
উত্তর : (D) সৃজনশীলতা ও সত্য 

12. শ্রীজাত দখলের বিরোধিতা করেছেন ধর্মের নামে, তার কার - 
(A) সমাজকে একত্রিত করে
(B) ধর্মীয় ঐশ্য বাড়ায়
(C) এটি সমাজকে বিভক্ত করে
(D) সমাজকে উন্নত করে
উত্তর : (C) এটি সমাজকে বিভক্ত করে 

 13.'অন্ধকার লেখাগুচ্ছ' কবিতায় 'ধর্ম' শব্দটি বোঝায় -
(A) সাংস্কৃতির অনুষ্ঠানকে
(B) সামাজিক মূল্যবোধকে
(C) হিন্দু ধর্মকে
(D) সৃজনশীলতার গুণাবলীকে
উত্তর : (D) সৃজনশীলতার গুণাবলিকে 

14. "লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা"- এখানে -
(A) লেনিনের ধর্ম শান্তিকে বোঝায়
(B) লেনিনের ধর্ম বিপ্লবকে বোঝায় 
(C) লেনিনের  মানসিককে বোঝায়
(D) লেনিনের ধর্ম বিরোধিতাকে বোঝায়
উত্তর : (B) লেনিনের ধর্ম বিপ্লবকে বোঝায়  

15. 'ভ্যান গঘের কর্ম ছিল উন্মাদনা'- ভ্যান গঘ ছিলেন -
(A) একজন চিত্রশিল্পী
(B) সাহিত্যিক
(C) নাট্যকার
(D) সংগীতকার
উত্তর : (A) একজন চিত্রশিল্পী 

16. লেনিনের ধর্ম ছিল নতুন  _________ 
(A) চিন্তাভাবনা
(B) পতাকা 
(C) স্বাধীনতা
(D) ইচ্ছা
উত্তর : (B) পতাকা 

17. নীচের কোনটি আইনস্টাইনের ধর্ম হল -
(A) হিন্দু
(B) বিজ্ঞান
(C) দিগন্ত পেরোনো
(D) সবগুলি ভুল।
উত্তর : (C) দিগন্ত পেরোনো 

• True and False Type Questions: (সত্য-মিথ্যাধর্মী প্রশ্ন) 
18. (i) আইনস্টাইনের ধর্ম ছিল দিগন্ত পেরোনো।
(ii) কবীরের ধর্ম ছিল গান।
(iii) আবদুল করিম খাঁর ধর্ম ছিল সত্যের বয়ান।
(iv) বাতাসের ধর্ম ছিল না-থামা কখনও।
বিকল্পসমূহ :
(A) (i)-সত্য, (ii)-মিথ্যা, (iii)-মিথ্যা , (iv)-সত্য
(B) (i)-সত্য, (ii)-মিথ্যা, (iii)-মিথ্যা, (iv)-মিথ্যা
(C) (i)-সত্য, (ii)-সত্য, (iii)-মিথ্যা, (iv)-সত্য
(D) (i)-মিথ্যা, (ii)-মিথ্যা, (iii)-মিথ্যা, (iv)-সত্য
উত্তর : (A) (i)-সত্য, (ii)-মিথ্যা, (iii)-মিথ্যা, (iv)-সত্য 

19. কবীর মানুষকে _____ পথে থাকতে বলেছিলেন ?  
(A) অহংকার
(B) স্বর্গ
(C) মিথ্যা
(D) সত্য
উত্তর : (D) সত্য

'অন্ধকার লেখাগুচ্ছ' কবিতার MCQ প্রশ্ন উত্তর

20."বাতাসের ধর্ম শুধু না-থামা কখনও।"- এই চরণটির অর্থ হল -
(A) বিশ্বাস কখনো হারাতে নেই
(B) অবিরাম চলার অনুপ্রেরণা
(C) জীবন মানে অশান্তি
(D) ভালোবাসার কোন দিন শেষ নেই
উত্তর : (B) অবিরাম চলার অনুপ্রেরণা 

21. কবি শ্রীজাত ধর্মের দখলদারিকে বলেছেন -
(A) প্রতিষ্ঠান নিরপেক্ষতা
(B) প্রতিষ্ঠান সহমর্মিতা
(C) প্রতিষ্ঠান আনুগত্য
(D) প্রতিষ্ঠান বিরোধিতা
উত্তর : (C) প্রতিষ্ঠান আনুগত্য

• Assertion-Reasoning Type Questions: (বিবৃতি-কারণধর্মী প্রশ্ন)
22. বিবৃতি (A): মানুষের ধর্ম অসংখ্য, কিন্তু তারা একই গ্রহে থাকে।
 কারণ (R): প্রতিটা ধর্ম একে অপরকে জায়গা করে দেয়।
বিকল্পসমূহ : 
(A) (A) সঠিক কিন্তু (B) যথার্থ নয়
(B) (A) ও (B) উভয়ই ঠিক এবং R, A-র সঠিক কারণ
(C) (A) ও (B) উভয়ই ভুল
(D) (A) ঠিক ও (B) ভুল
উত্তর : (B) (A) ও (B) উভয়ই ঠিক এবং R, A-র সঠিক কারণ 

23. "জেনো সে ______ নয়। প্রতিষ্ঠানিকতা।" -
(A) সমাজই
(B) ধর্মই
(C) গান
(D) কর্মই
উত্তর : (B) ধর্মই 

24. একই গ্রহে নানা ধর্ম থাকলেও তারা -
(A) পরস্পরকে ভালোবাসে
(B) পরস্পরের প্রতি অবিশ্বাস
(C) পরস্পরকে মানতে হবে
(D) পরস্পরকে জায়গা করে দেয়
উত্তর : (D) পরস্পরকে জায়গা করে দেয় 

• Assertion-Reasoning Type Questions: (বিবৃতি-কারণধর্মী প্রশ্ন)
25. বিবৃতি (A): কবীরের ধর্ম ছিল সত্যের বয়ান। 
বিবৃতি (B): বাতাসের ধর্ম শুধু না-থামা কখনও।
বিকল্পসমূহ : 
(A) (A) সঠিক কিন্তু (B) যথার্থ নয়
(B) (A) ও (B) উভয়ই ঠিক 
(C) (A) ও (B) উভয়ই ভুল
(D) (A) ঠিক ও (B) ভুল
উত্তর : (B) (A) ও (B) উভয়ই ঠিক

26. আবদুল করিম খাঁর ধর্ম ছিল ________ 
(A) গান
(B) মানবতা
(C) মুসলিম
(D) হিন্দু
উত্তর : (A) গান 

27. আবদুল করিম খাঁ যে ঘরানার শিল্পী ছিলেন -
(A) গোয়ালিয়র
(B) লালপুর 
(C) কিরানা
(D) শ্রীরামপুর
উত্তর : (C) কিরানা 

28. তোমার ধর্ম যা শিখিয়েছে, তা হল -
(A) দখলের কথা
(B) উদারতার কথা
(C) হিংসার কথা
(D) ভালোবাসার কথা
উত্তর : (A) দখলের কথা 

29. ভ্যান গঘের চিত্রশিল্প যে আদর্শকে অনুসরণ করত তা হল -
(A) আঙ্গিকবাদ
(B) উত্তর প্রতিচ্ছায়াবাদ
(C) মার্কসবাদ
(D) সমাজবাদ
উত্তর : (B) উত্তর প্রতিচ্ছায়াবাদ 

ondhokar lekhaguchha mcq question answer

• Column Matching: (স্তস্ত মিলকরণ) 
30. ক-স্তম্ভ              খ-স্তম্ভ
a. কবীর              i. দিগন্ত পেরোনো
b. আইনস্টাইন     ii. কবিতার জিত
c. লোরকা           iii. উন্মাদনা
d. ভ্যান গঘ         iv. সত্যের বয়ান
বিকল্পসমূহ : 
(A) (a)-(iv), (b)-(i), (c)-(ii), (d)-(iii)
(B) (a)-(ii), (b)-(i), (c)-(iv), (d)-(iii)
(C) (a)-(ii), (b)-(iii), (c)-(iv), (d)-(i)
(D) (a)-(ii), (b)-(iv), (c)-(iii), (d)-(i)
উত্তর : (A) (a)-(iv), (b)-(i), (c)-(ii), (d)-(iii) 

31. গার্সিয়া লোরকার ধর্ম হল -
(A) গান
(B) রাজনীতি
(C) সত্যের বয়ান 
(D) কবিতার জিভ
উত্তর : (D) কবিতার জিভ 

32. আগুনের ধর্ম হল -
(A) ভস্মে পরিণত করা 
(B) তাপ দেওয়া 
(C) পুঁড়ে ছাঁয় করে দেওয়া
(D) ধ্বংস করা
উত্তর : (A) ভস্মে পরিণত করা 

• Column Matching: (স্তস্ত মিলকরণ) 
33. ক-স্তম্ভ                খ-স্তম্ভ
a. আগুন           i. নতুন পতাকা
b. লেনিন          ii. ভস্মের চরিত
c. বাতাস           iii. অপব্যয়
d. তোমার ধর্ম    iv. না-থামা
বিকল্পসমূহ : 
(A) (a)-(i), (b)-(ii), (c)-(iv), (d)-(ⅲ)
(B) (a)-(ii), (b)-(iv), (c)-(i), (d)-(ⅲ)
(C) (a)-(ii), (b)-(i), (c)-(iv), (d)-(ⅲ)
(D) (a)-(ii), (b)-(iii), (c)-(iv), (d)-(i)
উত্তর :  (C) (a)-(ii), (b)-(i), (c)-(iv), (d)-(ⅲ) 

34. ভারতবর্ষে ভক্তিধর্ম আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব ছিলেন -
(A) কবীর
(B) শ্রীজাত
(C) আইনস্টাইন
(D) লেনিন 
উত্তর : (A) কবীর 

• True and False Type Questions: (সত্য-মিথ্যাধর্মী প্রশ্ন) 
35 . (i) লেনিনের ধর্ম ছিল সত্যের বয়ান।
(ii) ভ্যান গঘের ধর্ম ছিল আঁকার উন্মাদনা।
(iii) বাতাসের ধর্ম ছিল হৃদয়-ছোঁয়া।
(iv) গার্সিয়া লোরকার ধর্ম ছিল কবিতার জিভ ।
(A) (A) (ⅰ)-মিথ্যা, (ii)-সত্য, (iii)-মিথ্যা, (iv)-সত্য
(B) (ⅰ)-সত্য, (ii)-সত্য, (iii)- মিথ্যা, (iv)-মিথ্যা
(C) (ⅰ)-মিথ্যা, (ii)-মিথ্যা, (iii)- সত্য, (iv)-সত্য
(D) (ⅰ)-মিথ্যা, (ii)-সত্য, (iii)- সত্য, (iv)-সত্য
উত্তর : (A) (ⅰ)-মিথ্যা, (ii)-সত্য, (iii)-মিথ্যা, (iv)-সত্য 

বি.দ্র:- WB Semester Team প্রকাশিত দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিষ্টার সাজেশন বইগুলি (PDF) সম্পর্কে বিস্তারিত জানতে বইগুলির উপরে ক্লিক করো।
ondhokar lekhaguchha question answer


SOCIAL MEDIA FOLLOW
Whatsapp Group              Click Here
Telegram             Click Here

• Comment করো :
(contact-form)
শুভেচ্ছা সহ,
WB Semester Team

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

WB Semester Ads-2

WB Semester Ads-3