অন্ধকার লেখাগুচ্ছ কবিতার MCQ প্রশ্ন উত্তর
1. 'অন্ধকার লেখাগুচ্ছ'- কবিতাটির রচয়িতা হলেন -
(A) শ্রীজাত
(B) পাবলো নেরুদা
(C) লিও তলস্তয়
উত্তর : (A) শ্রীজাত ✓
2. 'অন্ধকার লেখাগুচ্ছ' কবিতাটি যে গ্রন্থের তা হল -
(A) অন্ধকার লেখাগুচ্ছ
(B) ছাই রঙের গ্রাম
(C) উড়ন্ত সব জোকার
(D) অকালবৈশাখী
উত্তর : (A) অন্ধকার লেখাগুচ্ছ ✓
3. 'অন্ধকার লেখাগুচ্ছ' কবিতাটি যে কাব্যরীতিতে রচিত হয়েছে -
(A) গদ্য রীতি
(B) ব্যালাড
(C) সনেট
(D) এলিজি
উত্তর : (C) সনেট ✓
4. যে তত্ত্বের জন্য আইনস্টাইন বিখ্যাত হয়ে আছেন -
(A) অভিকর্ষ
(B) আপেক্ষিকতাবাদ
(C) আণবিক তত্ত্ব
(D) সবগুলি ভুল
উত্তর : (B) আপেক্ষিকতাবাদ ✓
5. কবীরের আবির্ভাব ঘটেছিল -
(A) দশম শতকে
(B) পঞ্চদশ শতকে
(C) ষোড়শ শতকে
(D) চতুর্দশ শতকে
উত্তর : (D) চতুর্দশ শতকে ✓
6. নীচের কোন ধর্ম আন্দোলনে কবীর অংশগ্রহণ করেন।
(A) হিন্দু ধর্ম
(B) ভক্তিধর্ম
(C) মুসলিম ধর্ম
(D) ব্রাহ্মধর্ম
উত্তর : (B) ভক্তিধর্ম ✓
7. 'অন্ধকার লেখাগুচ্ছ' কবিতার মূল প্রতিপাদ্য বিষয় হল -
(A) ধর্মীয় বিভাজনের অ-বিরোধির
(B) ধর্মের প্রতি সহানুভূতি
(C) ব্যক্তির স্বাধীনতা
(D) ধর্মীয় বিভাজনের বিরোধিতা
উত্তর : (D) ধর্মীয় বিভাজনের বিরোধিতা ✓
৪. আবদুল করিম খাঁ জন্মগ্রহণ করেছিলেন -
(A) উত্তরপ্রদেশ
(B) কলকাতা
(C) দিল্লি
(D) গুজরাট
উত্তর : (A) উত্তরপ্রদেশ ✓
• Assertion-Reasoning Type Questions: (বিবৃতি-কারণধর্মী প্রশ্ন)
9. বিবৃতি (A) : আইনস্টাইনের ধর্ম ছিল দিগন্ত পেরোনো।
কারণ (R) : কবীরের ধর্ম ছিল সত্যের বয়ান ।
বিকল্পসমূহ :
(A) (A) সঠিক কিন্তু (B) যথার্থ নয়
(B) (A) ও (B) উভয়ই ঠিক
(C) (A) ও (B) উভয়ই ভুল
(D) (A) ঠিক ও (B) ভুল
উত্তর : (B) (A) ও (B) উভয়ই ঠিক ✓
অন্ধকার লেখাগুচ্ছ - কবিতার প্রশ্ন উত্তর
10. "এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে।"- পঙক্তিটির অর্থ হল -
(A) ধর্ম আলাদা হলেও সহাবস্থান সম্ভব
(B) ভারতের বিভিন্ন ধর্মের স্থান বিভিন্ন
(C) গ্রহ আলাদা বসবাসাও আলাদা
(D) সবগুলি ভুল
উত্তর : (A) ধর্ম আলাদা হলেও সহাবস্থান সম্ভব ✓
11.শ্রীজাতের মতে, ধর্ম ____ সম্পর্কিত হওয়া উচিত।
(A) সামাজিক
(B) রাজনৈতিক আদর্শ
(C) বিশ্বাস
(D) সৃজনশীলতা ও সত্য
উত্তর : (D) সৃজনশীলতা ও সত্য ✓
12. শ্রীজাত দখলের বিরোধিতা করেছেন ধর্মের নামে, তার কারণ -
(A) সমাজকে একত্রিত করে
(B) ধর্মীয় ঐশ্য বাড়ায়
(C) এটি সমাজকে বিভক্ত করে
(D) সমাজকে উন্নত করে
উত্তর : (C) এটি সমাজকে বিভক্ত করে ✓
13.'অন্ধকার লেখাগুচ্ছ' কবিতায় 'ধর্ম' শব্দটি বোঝায় -
(A) সাংস্কৃতির অনুষ্ঠানকে
(B) সামাজিক মূল্যবোধকে
(C) হিন্দু ধর্মকে
(D) সৃজনশীলতার গুণাবলীকে
উত্তর : (D) সৃজনশীলতার গুণাবলিকে ✓
14. "লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা"- এখানে -
(A) লেনিনের ধর্ম শান্তিকে বোঝায়
(B) লেনিনের ধর্ম বিপ্লবকে বোঝায়
(C) লেনিনের মানসিককে বোঝায়
(D) লেনিনের ধর্ম বিরোধিতাকে বোঝায়
উত্তর : (B) লেনিনের ধর্ম বিপ্লবকে বোঝায় ✓
15. 'ভ্যান গঘের কর্ম ছিল উন্মাদনা'- ভ্যান গঘ ছিলেন -
(A) একজন চিত্রশিল্পী
(B) সাহিত্যিক
(C) নাট্যকার
(D) সংগীতকার
উত্তর : (A) একজন চিত্রশিল্পী ✓
16. লেনিনের ধর্ম ছিল নতুন _________
(A) চিন্তাভাবনা
(B) পতাকা
(C) স্বাধীনতা
(D) ইচ্ছা
উত্তর : (B) পতাকা ✓
17. নীচের কোনটি আইনস্টাইনের ধর্ম হল -
(A) হিন্দু
(B) বিজ্ঞান
(C) দিগন্ত পেরোনো
(D) সবগুলি ভুল।
উত্তর : (C) দিগন্ত পেরোনো ✓
• True and False Type Questions: (সত্য-মিথ্যাধর্মী প্রশ্ন)
18. (i) আইনস্টাইনের ধর্ম ছিল দিগন্ত পেরোনো।
(ii) কবীরের ধর্ম ছিল গান।
(iii) আবদুল করিম খাঁর ধর্ম ছিল সত্যের বয়ান।
(iv) বাতাসের ধর্ম ছিল না-থামা কখনও।
বিকল্পসমূহ :
(A) (i)-সত্য, (ii)-মিথ্যা, (iii)-মিথ্যা , (iv)-সত্য
(B) (i)-সত্য, (ii)-মিথ্যা, (iii)-মিথ্যা, (iv)-মিথ্যা
(C) (i)-সত্য, (ii)-সত্য, (iii)-মিথ্যা, (iv)-সত্য
(D) (i)-মিথ্যা, (ii)-মিথ্যা, (iii)-মিথ্যা, (iv)-সত্য
উত্তর : (A) (i)-সত্য, (ii)-মিথ্যা, (iii)-মিথ্যা, (iv)-সত্য ✓
19. কবীর মানুষকে _____ পথে থাকতে বলেছিলেন ?
(A) অহংকার
(B) স্বর্গ
(C) মিথ্যা
(D) সত্য
উত্তর : (D) সত্য✓
'অন্ধকার লেখাগুচ্ছ' কবিতার MCQ প্রশ্ন উত্তর
20."বাতাসের ধর্ম শুধু না-থামা কখনও।"- এই চরণটির অর্থ হল -
(A) বিশ্বাস কখনো হারাতে নেই
(B) অবিরাম চলার অনুপ্রেরণা
(C) জীবন মানে অশান্তি
(D) ভালোবাসার কোন দিন শেষ নেই
উত্তর : (B) অবিরাম চলার অনুপ্রেরণা ✓
21. কবি শ্রীজাত ধর্মের দখলদারিকে বলেছেন -
(A) প্রতিষ্ঠান নিরপেক্ষতা
(B) প্রতিষ্ঠান সহমর্মিতা
(C) প্রতিষ্ঠান আনুগত্য
(D) প্রতিষ্ঠান বিরোধিতা
উত্তর : (C) প্রতিষ্ঠান আনুগত্য✓
• Assertion-Reasoning Type Questions: (বিবৃতি-কারণধর্মী প্রশ্ন)
22. বিবৃতি (A): মানুষের ধর্ম অসংখ্য, কিন্তু তারা একই গ্রহে থাকে।
কারণ (R): প্রতিটা ধর্ম একে অপরকে জায়গা করে দেয়।
বিকল্পসমূহ :
(A) (A) সঠিক কিন্তু (B) যথার্থ নয়
(B) (A) ও (B) উভয়ই ঠিক এবং R, A-র সঠিক কারণ
(C) (A) ও (B) উভয়ই ভুল
(D) (A) ঠিক ও (B) ভুল
উত্তর : (B) (A) ও (B) উভয়ই ঠিক এবং R, A-র সঠিক কারণ ✓
23. "জেনো সে ______ নয়। প্রতিষ্ঠানিকতা।" -
(A) সমাজই
(B) ধর্মই
(C) গান
(D) কর্মই
উত্তর : (B) ধর্মই ✓
24. একই গ্রহে নানা ধর্ম থাকলেও তারা -
(A) পরস্পরকে ভালোবাসে
(B) পরস্পরের প্রতি অবিশ্বাস
(C) পরস্পরকে মানতে হবে
(D) পরস্পরকে জায়গা করে দেয়
উত্তর : (D) পরস্পরকে জায়গা করে দেয় ✓
• Assertion-Reasoning Type Questions: (বিবৃতি-কারণধর্মী প্রশ্ন)
25. বিবৃতি (A): কবীরের ধর্ম ছিল সত্যের বয়ান।
বিবৃতি (B): বাতাসের ধর্ম শুধু না-থামা কখনও।
বিকল্পসমূহ :
(A) (A) সঠিক কিন্তু (B) যথার্থ নয়
(B) (A) ও (B) উভয়ই ঠিক
(C) (A) ও (B) উভয়ই ভুল
(D) (A) ঠিক ও (B) ভুল
উত্তর : (B) (A) ও (B) উভয়ই ঠিক ✓
26. আবদুল করিম খাঁর ধর্ম ছিল ________
(A) গান
(B) মানবতা
(C) মুসলিম
(D) হিন্দু
উত্তর : (A) গান ✓
27. আবদুল করিম খাঁ যে ঘরানার শিল্পী ছিলেন -
(A) গোয়ালিয়র
(B) লালপুর
(C) কিরানা
(D) শ্রীরামপুর
উত্তর : (C) কিরানা ✓
28. তোমার ধর্ম যা শিখিয়েছে, তা হল -
(A) দখলের কথা
(B) উদারতার কথা
(C) হিংসার কথা
(D) ভালোবাসার কথা
উত্তর : (A) দখলের কথা ✓
29. ভ্যান গঘের চিত্রশিল্প যে আদর্শকে অনুসরণ করত তা হল -
(A) আঙ্গিকবাদ
(B) উত্তর প্রতিচ্ছায়াবাদ
(C) মার্কসবাদ
(D) সমাজবাদ
উত্তর : (B) উত্তর প্রতিচ্ছায়াবাদ ✓
ondhokar lekhaguchha mcq question answer
• Column Matching: (স্তস্ত মিলকরণ)
30. ক-স্তম্ভ খ-স্তম্ভ
a. কবীর i. দিগন্ত পেরোনো
b. আইনস্টাইন ii. কবিতার জিত
c. লোরকা iii. উন্মাদনা
d. ভ্যান গঘ iv. সত্যের বয়ান
বিকল্পসমূহ :
(A) (a)-(iv), (b)-(i), (c)-(ii), (d)-(iii)
(B) (a)-(ii), (b)-(i), (c)-(iv), (d)-(iii)
(C) (a)-(ii), (b)-(iii), (c)-(iv), (d)-(i)
(D) (a)-(ii), (b)-(iv), (c)-(iii), (d)-(i)
উত্তর : (A) (a)-(iv), (b)-(i), (c)-(ii), (d)-(iii) ✓
31. গার্সিয়া লোরকার ধর্ম হল -
(A) গান
(B) রাজনীতি
(C) সত্যের বয়ান
(D) কবিতার জিভ
উত্তর : (D) কবিতার জিভ ✓
32. আগুনের ধর্ম হল -
(A) ভস্মে পরিণত করা
(B) তাপ দেওয়া
(C) পুঁড়ে ছাঁয় করে দেওয়া
(D) ধ্বংস করা
উত্তর : (A) ভস্মে পরিণত করা ✓
• Column Matching: (স্তস্ত মিলকরণ)
33. ক-স্তম্ভ খ-স্তম্ভ
a. আগুন i. নতুন পতাকা
b. লেনিন ii. ভস্মের চরিত
c. বাতাস iii. অপব্যয়
d. তোমার ধর্ম iv. না-থামা
বিকল্পসমূহ :
(A) (a)-(i), (b)-(ii), (c)-(iv), (d)-(ⅲ)
(B) (a)-(ii), (b)-(iv), (c)-(i), (d)-(ⅲ)
(C) (a)-(ii), (b)-(i), (c)-(iv), (d)-(ⅲ)
(D) (a)-(ii), (b)-(iii), (c)-(iv), (d)-(i)
উত্তর : (C) (a)-(ii), (b)-(i), (c)-(iv), (d)-(ⅲ) ✓
34. ভারতবর্ষে ভক্তিধর্ম আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব ছিলেন -
(A) কবীর
(B) শ্রীজাত
(C) আইনস্টাইন
(D) লেনিন
উত্তর : (A) কবীর ✓
• True and False Type Questions: (সত্য-মিথ্যাধর্মী প্রশ্ন)
35 . (i) লেনিনের ধর্ম ছিল সত্যের বয়ান।
(ii) ভ্যান গঘের ধর্ম ছিল আঁকার উন্মাদনা।
(iii) বাতাসের ধর্ম ছিল হৃদয়-ছোঁয়া।
(iv) গার্সিয়া লোরকার ধর্ম ছিল কবিতার জিভ ।
(A) (A) (ⅰ)-মিথ্যা, (ii)-সত্য, (iii)-মিথ্যা, (iv)-সত্য
(B) (ⅰ)-সত্য, (ii)-সত্য, (iii)- মিথ্যা, (iv)-মিথ্যা
(C) (ⅰ)-মিথ্যা, (ii)-মিথ্যা, (iii)- সত্য, (iv)-সত্য
(D) (ⅰ)-মিথ্যা, (ii)-সত্য, (iii)- সত্য, (iv)-সত্য
উত্তর : (A) (ⅰ)-মিথ্যা, (ii)-সত্য, (iii)-মিথ্যা, (iv)-সত্য ✓
বি.দ্র:- WB Semester Team প্রকাশিত দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিষ্টার সাজেশন বইগুলি (PDF) সম্পর্কে বিস্তারিত জানতে বইগুলির উপরে ক্লিক করো।
আরো পড়ুন : বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস MCQ
আরো পড়ুন : আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর
আরো পড়ুন : ভাষা Class 12 MCQ প্রশ্ন উত্তর
SOCIAL MEDIA | FOLLOW |
---|---|
Whatsapp Group | Click Here |
Telegram | Click Here |
• Comment করো :
শুভেচ্ছা সহ,
WB Semester Team