দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার ভাষা MCQ প্রশ্ন উত্তর
Class 12 Bhasha MCQ
• সঠিক উত্তরটি নির্বাচন করো (MCQ)
1. বিভাজ্য ধ্বনির অপর নাম হল -
(A) খন্ড ধ্বনি
(B) নাসিক্য ধ্বনি
(C) যুক্ত ধ্বনি
(D) তাড়িত ধ্বনি
উত্তর : (A) খন্ড ধ্বনি ✓
2. নীচের কোনটি উষ্মধ্বনি -
(A) ত
(B) চ
(C) ম
(D) শ
উত্তর : (D) শ ✓
3. নীচের কোনটি নাসিক্য ধ্বনি -
(A) চ
(B) ক
(C) ঙ
(D) ব
উত্তর : (C) ঙ ✓
4. 'ল' ধ্বনিটি হল একটি -
(A) পার্শ্বিক ধ্বনি
(B) নাসিক্যধ্বনি
(C) তাড়িত ধ্বনি
(D) বিলজ্যধ্বনি
উত্তর : (A) পার্শ্বিক ধ্বনি ✓
5. নীচের কোনটি পার্শ্বিক ধ্বনি -
(A) চ
(B) ক
(C) ল
(D) র
উত্তর : (C) ল ✓
6. বাংলা ভাষায় অনুনাসিক স্বরধ্বনি রয়েছে -
(A) ৮ টি
(B) ১০ টি
(C) ৫ টি
(D) ৭ টি
উত্তর : (D) ৭টি ✓
7. যখন কোনো শব্দের শুরুতে বা শেষে ব্যঞ্জন-সমাবেশ থাকলে, তাকে বলে -
(A) গুচ্ছ ধ্বনি
(B) ব্যঞ্জনধ্বনি
(C) দ্বিস্বরধ্বনি
(D) যুগ্ম ধ্বনি
উত্তর : (A) গুচ্ছ ধ্বনি ✓
• Fill in The Blanks: (শূন্যস্থান পূরণ)
8. যুগ্ম ধ্বনি _____ ধরনের হয়।
(A) ৪
(B) ७
(C) ৫
(D) ২
উত্তর : (D) ২ ✓
9. খন্ডধ্বনির অপর নাম হল -
(A) বিভাজ্য ধ্বনি
(B) অবিভাজ্য ধ্বনি
(C) স্বরধ্বনিক
(D) সবগুলি ভুল
উত্তর : (A) বিভাজ্য ধ্বনি ✓
10. পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনের সমাবেশকে বলা হয় -
(A) বিভাজ্য ধ্বনি
(B) অবিভাজ্য ধ্বনি
(C) স্বরধ্বনি
(D) গুচ্ছ ধ্বনি
উত্তর : (D) গুচ্ছ ধ্বনি ✓
ধ্বনিতত্ত্ব MCQ Class 12
11. নীচের কোনটি অঘোষ অল্পপ্রাণ ধ্বনি -
(A) গ
(B) চ
(C) দ
(D) থ
উত্তর : (B) চ ✓
12. নীচের কোনটি কম্পিত ধ্বনি -
(A) র
(B) ল
(C) প
(D) ম
উত্তর : (A) র ✓
• Column Matching: (স্তস্ত মিলকরণ)
13. ক-স্তম্ভ খ-স্তম্ভ
a. বাগধ্বনি i. ৭ টি
b. মৌলিক স্বরধ্বনি ii. ৪টি
c. ব্যঞ্জনধ্বনি iii. দুই প্রকার
d. অর্ধস্বর iv. ৩০ টি
বিকল্পসমূহ: (A) (i)-(a), (ii)-(b), (iii)-(c), (iv)-(d)
(B) (i)-(a), (ii)-(c), (iii)-(b) (iv)-(d)
(C) (i)-(d), (ii)-(b), (iii)-(a), (iv)-(c)
(D) (a)-(iii), (b)-(i), (c)-(iv), (d)-(ⅱ)
উত্তর : (D) (a)- (iii), (b)-(i), (c)-(iv), (d)-(ⅱ) ✓
14. শ, হ, স - এই ব্যঞ্জনধ্বনিগুলিকে বলে -
(A) উষ্ম ধ্বনি
(B) কম্পিত ধ্বনি
(C) গুচ্ছ ধ্বনি
(D) নাসিক্য ধ্বনি
উত্তর : (A) উষ্ম ধ্বনি ✓
15. বাক্যে সুরের ওঠাপড়াকে বলা হয় -
(A) শ্বাসাঘাত
(B) যতি
(C) সুরতরঙ্গ
(D) সবগুলি ভুল
উত্তর : (C) সুরতরঙ্গ ✓
• Column Matching: (স্তস্ত মিলকরণ)
16. ক-স্তম্ভ খ-স্তম্ভ
a. ঘোষ অল্পপ্রাণ i. প্
b. অঘোষ অল্পপ্রাণ ii. ড্
c. নাসিক্য iii.স
d. উষ্ম iv. ম
বিকল্পসমূহ:
(A) (a)-(ii), (b)-(i), (c)-(iv), (d)-(iii)
(B) (a)-(ii), (b)-(i), (c)-(iii), (d)-(iv)
(C) (i)-(a), (ii)-(b), (iii)-(c), (iv)-(d)
(D) (a) (iii), (b) - (i), (c) - (iv), (d) - (ⅱ)
উত্তর : (A) (a)-(ii), (b)-(i), (c)-(iv), (d)-(iii) ✓
17. যখন দুটি ভিন্ন শব্দের মধ্যে ন্যূনতম উচ্চারণ পার্থক্য থাকলে, তাকে বলা হয় -
(A) বিভাজ্য ধ্বনি
(B) ন্যূনতম শব্দজোড়
(C) মুক্তধ্বনি
(D) পরিপূরক অবস্থান
উত্তর : (B) ন্যূনতম শব্দজোড় ✓
18. 'শ' ধ্বনিটি একটি -
(A) পার্শ্বিক ধ্বনি
(B) তাড়িত ধ্বনি
(C) ধ্বনিমূল
(D) উষ্ম ধ্বনি
উত্তর : (D) উষ্ম ধ্বনি ✓
19. যতি, দৈর্ঘ্য, শ্বাসাঘাত - এগুলি হল -
(A) বিভাজ্য ধ্বনি
(B) পার্শ্বিক ধ্বনি
(C) অবিভাজ্য ধ্বনি
(D) সবগুলি ভুল
উত্তর : (C) অবিভাজ্য ধ্বনি ✓
• Fill in The Blanks: (শূন্যস্থান পূরণ)
20. ভাষাবিজ্ঞানের দুটি শাখায় বাগধ্বনি নিয়ে আলোচনা হয়, তার একটি ধ্বনিবিজ্ঞান, অন্যটি _____________
(A) ধ্বনিতত্ত্ব
(B) বাক্যতত্ত্ব
(C) শব্দার্থ তত্ত্ব
(D) রূপতত্ত্ব
উত্তর : (A) ধ্বনিতত্ত্ব ✓
বি.দ্র:- WB Semester Team প্রকাশিত দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিষ্টার সাজেশন বইগুলি সম্পর্কে বিস্তারিত জানতে বইগুলির উপরে ক্লিক করো।
ভাষা MCQ Class 12
21. ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় হল নীচের কোনটি -
(A) বাগধ্বনি
(B) শব্দধ্বনি
(C) শব্দগুচ্ছ
(D) বর্ণগুচ্ছ
উত্তর : (A) বাগধ্বনি ✓
• Assertion-Reasoning Type Questions: (বিবৃতি-কারণধর্মী প্রশ্ন)
22. বিবৃতি (A) : যুগ্মধ্বনি দুটি ভাগ - গুচ্ছধ্বনি ও যুক্তধ্বনি।
বিবৃতি (B) : অবিভাজ্য ধ্বনিকে বিশ্লেষণ করা যায় না।
বিকল্পসমূহ :
(ক) (A) সঠিক কিন্তু (B) যথার্থ নয়
(খ) (A) ও (B) উভয়ই ঠিক
(গ) (A) ও (B) উভয়ই ভুল
(ঘ) (A) ঠিক ও (B) ভুল
উত্তর : (খ) (A) ও (B) উভয়ই ঠিক ✓
23. বাংলা উচ্চারণে অর্ধস্বরের সংখ্যা রয়েছে -
(A) একটি
(B) চারটি
(C) পাঁচটি
(D) চারটি
উত্তর : (D) চারটি ✓
24. নীচের কোনটি তাড়িতধ্বনি -
(A) ড়
(B) ম
(C) ঝ
(D) ঞ
উত্তর : (A) ড় ✓
25. 'খন্ডধ্বনি'- কে বলা হয় -
(A) অবিভাজ্য ধ্বনি
(B) বাগধ্বনি
(C) গুচ্ছ ধ্বনি
(D) বিভাজ্য ধ্বনি
উত্তর : (D) বিভাজ্য ধ্বনি ✓
26. অঘোষ অল্পপ্রাণ ধ্বনি হল-
(A) গ
(B) থ
(C) চ্
(D) দ
উত্তর : (C) চ্ ✓
• Column Matching: (স্তস্ত মিলকরণ)
27. ক-স্তম্ভ খ-স্তম্ভ
a. বাগধ্বনি (i) ৭ টি
b. মৌলিক স্বরধ্বনি (ii) ৪ টি
c. ব্যঞ্জনধ্বনি (iii) দুই প্রকার
d. অর্ধস্বর (iv) ৩০ টি
বিকল্পসমূহ :
(A) (a)-(iii), (b)-(i), (c)-(iv), (d)-(ii)
(B) (a)-(ii), (b)-(i), (c)-(iv), (d)-(iii)
(C) (a)-(i), (b)-(ii), (c)-(iv), (d)-(iii)
(D) (a)-(ii), (b)-(i), (c)-(iv), (d)-(iii)
উত্তর : (A) (a)-(iii), (b)-(i), (c)-(iv), (d)-(ii) ✓
• True and False Type Questions: (সত্য-মিথ্যাধর্মী প্রশ্ন)
28. (i) খন্ডধ্বনির অন্য নাম অবিভাজ্য ধ্বনি।
(ii) 'যতি' একটি অবিভাজ্য ধ্বনির উদাহরণ।
(iii) 'র' কম্পিত ধ্বনি।
(iv) বাগধ্বনির নিজস্ব কোনো অর্থ নেই।
বিকল্পসমূহ :
(A) (i)- মিথ্যা, (ii) -সত্য, (iii)- সত্য, (iv) -'সত্য
(B) (i)- মিথ্যা,(ii)- মিথ্যা, (iii)- সত্য, (iv)- সত্য
(C) (i)- সত্য,(ii)- সত্য,(iii)- সত্য,(iv)- মিথ্যা
(D) (i) -সত্য, (ii)- সত্য, (iii) -'সত্য,(iv)- মিথ্যা
উত্তর : (A) (i)-মিথ্যা, (ii)-সত্য, (iii)-সত্য, (iv)-সত্য ✓
29. অঘোষ মহাপ্রাণ ধ্বনি হল -
(A) ত
(B) ল
(C) ফ
(D) ম
উত্তর : (C) ফ ✓
ভাষা Class 12 MCQ প্রশ্ন উত্তর | ধ্বনিতত্ত্ব MCQ Class 12
30. যখন একটি ধ্বনির বিভিন্ন ব্যাবহারিক রূপ পাওয়া যায়, তখন তাকে কী বলা হয় -
(A) সহধ্বনি
(B) ধ্বনিগুচ্ছ
(C) অবিভাজ্য ধ্বনি
(D) যুক্তধ্বনি
উত্তর : (A) সহধ্বনি ✓
31. 'র' ধ্বনিটি হল একটি -
(A) উষ্মধ্বনি
(B) পার্শ্বিক ধ্বনি
(C) কম্পিত ধ্বনি
(D) নাসিক্য ধ্বনি
উত্তর : (C) কম্পিত ধ্বনি ✓
32. ন, ঙ, ম - বর্ণগুলি নীচের কোন ধ্বনি -
(A) উষ্মধ্বনি
(B) অবিভাজ্য ধ্বনি
(C) অঘোষ অল্পপ্রাণ
(D) নাসিক্য ধ্বনি
উত্তর : (D) নাসিক্য ধ্বনি ✓
33. স, হ, শ - বর্ণগুলি নীচের কোন্ ধ্বনি -
(A) অবিভাজ্য ধ্বনি
(B) উষ্ম ধ্বনি
(C) নাসিক্য ধ্বনি
(D) অঘোষ অল্পপ্রাণ
উত্তর : (B) উষ্ম ধ্বনি ✓
• Column Matching: (স্তস্ত মিলকরণ)
34. ক-স্তম্ভ খ-স্তম্ভ
a. অ্যা ⅰ. উচ্চমধ্য, সম্মুখ
b. আ ⅱ. উচ্চ, পশ্চাৎ
c. উ iii. নিম্নমধ্য, পশ্চাৎ
d. এ iv. নিম্ন, কেন্দ্রীয়
বিকল্পসমূহ :
(A) (a)-(iii), (b)-(iv), (c)-(ⅱ), (d)-(i)
(B) (a)-(iii), (b)-(i), (c)-(iv), (d)-(ii)
(C) (a)-(ii), (b)-(i), (c)-(iv), (d)-(iii)
(D) (a)-(i), (b)-(ii), (c)-(iv), (d)-(iii)
উত্তর : (A) (a)-(iii), (b)-(iv), (c)-(ⅱ), (d)-(i) ✓
35. তালব্যবর্ণ হল -
(A) গ, ম
(B) প, ফ
(C) চ, জ
(D) উ, ত
উত্তর : (C) চ, জ ✓
শেষ কথা : WB Semester Team প্রকাশিত দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিষ্টার সাজেশন বইগুলির PDF পাবে। বইগুলির PDF সংগ্রহ করতে ক্লিক করো - Click here.
আরো পড়ুন : আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর
আরো পড়ুন : ক্লাস-12 নতুন বাংলা সিলেবাস
আরো পড়ুন : দ্বাদশ শ্রেণীর নতুন ইংরেজি সিলেবাস
SOCIAL MEDIA | FOLLOW |
---|---|
Whatsapp Group | Click Here |
Telegram | Click Here |
• Comment করো :
শুভেচ্ছা সহ,
WB Semester Team