একাদশ শ্রেণীর প্রথম সেমিষ্টার রাষ্ট্রবিজ্ঞানের পঞ্চম অধ্যায় "সংবিধান প্রণয়ন ও সংবিধানের দর্পণ"
class 11 semester 2 political science question answer
• সঠিক উত্তর নির্বাচনধর্মী প্রশ্ন (MCQ)
1. সংবিধান প্রণয়নের ধারনাটি প্রথম প্রণয়ন করেছিলেন -
(A) জওহরলাল নেহরু
(B) মানবেন্দ্রনাথ রায়
(C) গান্ধীজী
(D) বি. আর আম্বেদকর
উত্তর : (B) মানবেন্দ্রনাথ রায় ✓
2. গণপরিষদ গঠিত হয়েছিল -
(A) 1536 সালে 7 ডিসেম্বর
(B) 1658 সালে 5 ডিসেম্বর
(C) 1946 সালে 7 ডিসেম্বর
(D) 1796 সালে 6 ডিসেম্বর
উত্তর : (C) 1946 সালে 7 ডিসেম্বর ✓
3. ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্যসংখ্যা ছিল গণপরিষদে -
(A) 306 জন
(B) 210 জন
(C) 205 জন
(D) 208 জন
উত্তর : (D) 208 জন ✓
4. ভাবকীয় সংবিধানের রূপকার ছিলেন -
(A) ড.বি আর আম্বেদকর
(B) সচ্চিদানন্দ সিংহ
(C) সর্দার বল্লভভাই প্যাটেল
(D) মানবেন্দ্রনাথ রায়
উত্তর : (A) ড. বি আর আম্বেদকর ✓
5. গণপরিষদে খসড়া কমিটির সভাপতি নীচের ছিলেন -
(A) বি আর আম্বেদকর
(B) রাজেন্দ্র প্রসাদ
(C) সচ্চিদানন্দ সিংহ
(D) কে কি রাও
উত্তর : (A) বি আর আম্মেদবার ✓
6. ভারতের গণপরিষদের সভাপতি ছিলেন -
(A) জওহরলাল নেহবু
(B) সচ্চিদানন্দ সিংহ
(C) ড. রাজেন্দ্র প্রসাদ
(D) রাজেন্দ্র প্রসাদ
উত্তর : (C) ড. রাজেন্দ্র প্রসাদ ✓
7. গণপরিষদের প্রথম অধিবেশন বসেছিল -
(A) 1956 সালের 7 নভেম্বর,
(B) 1946 সালের 7 ডিসেম্বর
(C) 1948 সালের 8 ডিসেম্বর
(D) 1938 সালের 7 নভেম্বর,
উত্তর : (B) 1946 সালের ৭ডিসেম্বর ✓
৪. নীচের কে গণপরিষদের অস্মার্থী সভাপতি ছিলেন -
(A) সচ্চিদানন্দ সিংহ,
(B) ড.বি আর আম্বেদকর
(C) বি এন রাও
(D) রাজেন্দ্র প্রসাদ
উত্তর : (A) সচ্চিদানন্দ সিংহ ✓
9. গণপরিষদের সর্বশেষ অধিবেশনটি বসেছিল -
(A) 1954 সালের 28 জানুয়ারি
(B) 1950 সালের 24 জানুয়ারি
(C) 1965 সালের 25 জানুয়ারি
(D) 1987 সালের 23 জানুয়ারি
উত্তর : (B) 1950 সালের 24 জানুয়ারি ✓
10. গণপরিষদের প্রধান কাজ ছিল -
(A) আইন তৈরি করা
(B) বিচার করা
(C) ভারতকে উন্নত করা
(D) ভারতীয় সংবিধান রচনা করা
উত্তর : (D) ভারতীয় সংবিধান রচনা করা ✓
11. ভারতের সংবিধান গনপরিষদ কর্তৃক গৃহীত হয়েছিল ? -
(A) 1949 খ্রিস্টাব্দের ২6 নভেম্বর
(B) 1983 খ্রিস্টাব্দের 28 নভেম্বর
(C) 1953 খ্রিস্টাব্দের 39 নভেম্বর
(D) 1984 খ্রিস্টাব্দের 21 নভেম্বর
উত্তর : (A) 1949 খ্রিস্টাব্দের ২6 নভেম্বর ✓
12. ভারতের সংবিধান গৃহীত হয়েছিল -
(A) খসড়া কমিটি দ্বারা
(B) গণপরিষদ দ্বারা
(C) ড. বি আর আম্বেদকরের দ্বারা
(D) ক্যাবিনেট মিশন দ্বারা
উত্তর : (B) গণপরিষদ দ্বারা ✓
13. ভারতের সংবিধান কার্যকরী হয় কবে ? -
(A) 1960 খ্রিস্টাব্দের 26 জানুয়ারি
(B) 1910 খ্রিস্টাব্দের 23 জানুয়ারি
(C) 1950 খ্রিস্টাব্দের 20 জানুয়ারি,,
(D) 1909 খ্রিস্টাব্দের 24 জানুয়ারি
উত্তর : (C) 1950 খ্রিস্টাব্দের 20 জানুয়ারি ✓
14. ভারতীয় সংবিধান তৈরি করতে সময় লেগেছিল -
(A) 11 মাস 17 দিন ২ বছর
(B) 10 মাস 12 দিন ২ বছর
(C) 15 মাস 21 দিন ২ বছর
(D) 12 মাস 16 দিন ২ বছর
উত্তর : (A) 11 মাস 17 দিন ২ বছর ✓
15. 'ধর্মনিরপেক্ষ' শব্দটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় যুক্ত হয়েছিল -
(A) 54 তম সংশোধনে
(B) 55 তম সংশোধনে
(C) 30 তম সংশোধনে
(D) 42 তম সংশোধনে
উত্তর : (D) 42 তম সংশোধনে ✓
বি.দ্র:- নীচে দেওয়া সাজেশন বইগুলিতে (PDF) খুব সুন্দরভাবে বাংলা, ইংরেজি, ইতিহাস, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, ভূগোল ইত্যাদি প্রতিটি বিষয়ের MCQ প্রশ্নগুলির উত্তরসহ আলোচনা করা হয়েছে। বিস্তারিত জানতে বইগুলির উপরে ক্লিক করো।
class 11 2nd semester political science question answer
16. ভারতীয় সংবিধানে 42 তম সংশোধনে প্রস্তাবনায় সংযোজিত দুটি গুরুত্বপূর্ণ শব্দ হল -
(A) সার্বভৌমিকতা ও গণতন্ত্র
(B) সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষ
(C) সাম্য ও স্বাধীনতা
(D) আইন ও বিচার গণতন্ত্র
উত্তর : (B) সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষ ✓
• Fill in The Blanks: (শূন্যস্থান পূরণ)
17. গণপরিষদের গঠিত হয়েছিল ________ জন সদস্য নিয়ে -
(A) 389.
(B) 321
(C) 352
(D) 380
উত্তর : (A) 389 ✓
18. ভারতে 'ধর্মনিরপেক্ষতা' বলতে বোঝায় -
(A) ভারতের নিজস্ব ধর্ম নিয়ে বিচার করতে পারবে
(B) ভারতের ধর্ম আছে
(C) ধর্ম বিরোধী জনগণ
(D) ভারতের নিজস্ব কোনো ধর্ম থাকবে না
উত্তর : (D) ভারতের নিজস্ব কোনো ধর্ম থাকবে না ✓
• Column Matching: (স্তস্ত মিলকরণ)
19. ক-স্তম্ভ খ-স্তম্ভ
(ⅰ) গণপরিষদের প্রথম অধিবেশন - (a) 1947 সালের 21 জানুয়ারি থেকে ২০ জানুযারি পর্যন্ত
(ii) গণপরিষদের দ্বিতীয় অধিবেশন - (b) 1947 সালের ২৪ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত
(iii) গণপরিষদের তৃতীয় অধিবেশন - (c) 1946 সালের 9 ডিসেম্বর থেকে 23 ডিসেম্বর পর্যন্ত
(iv) গণপরিষদের চতুর্থ অধিবেশন - (d) 1947 সালের 14 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত
বিকল্পসমূহ : (A) (i)-(a), (ii)-(b), (iii)-(c), (iv)-(d)
(B) (i)-(a), (ii)-(c), (iii)-(b), (iv)-(d)
(C) (i)-(d), (ii)-(b), (iii)-(a), (iv)-(c)
(D) (i)-(c),(ii)-(a),(iii)-(b), (iv)-(d)
উত্তর : (D) (i)-(c),(ii)-(a),(iii)-(b), (iv)-(d) ✓
20. ভারতের সার্বভৌম ক্ষমতার উৎস হল -
(A) নির্দিষ্ট গোষ্ঠী
(B) ভারতের জনগন
(C) ভারতের মন্ত্রীগন
(D) ভারতের রাজনৈতিক দল
উত্তর : (B) ভারতের জনগন ✓
21. 'The Indian Constitution: Corner Stone of a Nation' বইটি লিখেছেন -
(A) বি. আর আম্মেদকর
(B) ধীরেন্দ্রনাথ সেন
(C) কে সি হোমার
(D) গ্রেনভিল অস্টিন
উত্তর : (D) গ্রেনভিল অস্টিন ✓
22. গণপরিষদের অধিবেশন মোট হয়েছিল -
(A) এগারোটি
(B) পাঁচটি
(C) পনেরোটি
(D) আটটি
উত্তর : (A) এগারোটি ✓
• True and False Type Questions: (সত্য-মিথ্যাধর্মী প্রশ্ন)
23. সংবিধানের প্রধান কার্যাবলি গুলি নিম্নরূপ -
বিবৃতি (i) দেশের স্বরূপ ও জাতিসত্তার পরিচিতিকে তুলে ধরা।
বিবৃতি (ⅱ) রাষ্ট্রপরিচালনার জন্য প্রয়োজনীয় নিয়মকানুন প্রস্তুত করা।
বিবৃতি (iii) জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো।
বিবৃতি (iv) সরকারি প্রতিষ্ঠানগুলির ক্ষমতা সুনির্দিষ্ট করে দেওয়া।
বিকল্পসমূহ :
(A) (i) সত্য, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) মিথ্যা
(B) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) মিথ্যা
(C) (i)-সত্য, (ii)-সত্য, (iii)-সত্য (iv)-সত্য
(D) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) সত্য
উত্তর : (C) (i)-সত্য, (ii)-সত্য, (iii)-সত্য (iv)-সত্য ✓
24. ড.বি আর আম্বেদকর গণপরিষদের সভাপতি ছিলেন -
(A) কার্যনির্বাহী কমিটি
(B) খসড়া কমিটির,
(C) মৌলিক অধিকার সংক্রান্ত কমিটি
(D) যুক্তরাষ্ট্রীয় কমিটি
উত্তর : (B) খসড়া কমিটির ✓
• Fill in The Blanks: (শূন্যস্থান পূরণ)
25. 1939 সালের 19 নভেম্বর গান্ধিজি ________ পত্রিকার মাধ্যমে গণপরিষদের প্রয়োজনীয়তা সম্পর্কে তাঁর সুস্পষ্ট অভিমত ব্যক্ত করেন -
(A) ইন্ডিয়ান ওপিনিয়ন
(B) নবজীবন
(C) ইয়ং ইন্ডিয়া
(D) হরিজন পত্রিকা
উত্তর : (D) হরিজন পত্রিকা ✓
26. ভারতকে সার্বভৌম বলা হয়েছে তার কারণ হল –
(A) অভ্যন্তরীন ও বাহ্যিক দিক থেকে চরম ক্ষমতার অধিকারী
(B) ভারত ক্ষুদ্রতম রাষ্ট্র
(C) অন্যান্য দেমোর সাথে ভারতের সম্পর্ক
(D) জোটনিরপেক্ষতার নীতি গ্রহন
উত্তর : (A) অভ্যন্তরীন ও বাহ্যিক দিক থেকে চরম ক্ষমতার অধিকারী ✓
27. ভারতীয় সংবিধানে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে মোট -
(A) 29 টি ভাষাকে
(B) 26 টি ভাষাকে
(C) 22 টি ভাষাকে
(D) 23 টি ভাষাকে
উত্তর : (C) 22 টি ভাষাকে ✓
২৪. ভারতের সংবিধানের প্রস্তাবনাটির খসড়া রচনা করেছিলেন -
(A) গান্ধিজি
(B) নেহরু
(C) ধীরেন্দ্রনাথ সেন
(D) লাল বাহাদুর শাস্ত্রী
উত্তর : (B) নেহরু ✓
29. সংবিধান একটি দেশের কি ধরনের আইন -
(A) বিশেষ
(B) সাধারণ
(C) মৌলিক
(D) সবগুলি ভুল
উত্তর : (C) মৌলিক ✓
30. ভারতের সংবিধানের প্রারম্ভে প্রস্তাবনা যুক্ত করা হয়, কারণ প্রস্তাবনা হল -
(A) সাংবিধানের গুরুত্বপূর্ণ অংশ
(B) সাংবিধানের চাবিকাঠি
(C) সংবিধানের মূলমন্ত্র
(D) সংবিধানের দর্পণ
উত্তর : (D) সংবিধানের দর্পণ ✓
সংবিধান প্রণয়ন ও সংবিধানের দর্পণ | ক্লাস-11 প্রথম সেমিষ্টার রাষ্ট্রবিজ্ঞানের পঞ্চম অধ্যায় MCQ প্রশ্ন উত্তর
----------------------------------------
আরো পড়ুন : রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায় : প্রকৃতি ও পরিধি
আরো পড়ুন : রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় অধ্যায় : "নাগরিকত্ব"
আরো পড়ুন : চারণকবি কবিতার প্রশ্ন উত্তর
----------------------------------------
• শেষ কথা : মাত্র কয়েক টাকার বিনিময়ে একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার সাজেশন বইগুলি PDF আকারে পেয়ে যাবে। সাজেশন বইগুলিতে রাষ্ট্রবিজ্ঞান সহ প্রতিটি বিষয়ের অনেকগুলি গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর রয়েছে। আশা করছি আমাদের এই পরিশ্রম আপনাদের কাজে লাগবে।
SOCIAL MEDIA | FOLLOW |
---|---|
Whatsapp Group | Click Here |
Telegram | Click Here |
• Comment করো :
শুভেচ্ছা সহ,
WB Semester Team