Type Here to Get Search Results !

এই ব্লগটি সন্ধান করুন

html body submit korechi WB Semester Ads-1

সংবিধান : সংজ্ঞা ও শ্রেণিবিভাগ | ক্লাস-11 রাষ্ট্রবিজ্ঞান MCQ প্রশ্ন উত্তর | Class 11 1st Semester Political Science

 একাদশ শ্রেণীর প্রথম সেমিষ্টার রাষ্ট্রবিজ্ঞানের চতুর্থ অধ্যায় "সংবিধান : সংজ্ঞা ও শ্রেণিবিভাগ"

ভূ(caps)মিকা : তোমরা জানো একাদশ শ্রেণির প্রথম সেমিষ্টার মোট 40 নম্বরের MCQ প্রশ্নের উপর পরীক্ষা হবে। এই 40 নম্বরের মধ্যে একাদশ শ্রেণীর প্রথম সেমিষ্টার রাষ্ট্রবিজ্ঞান সিলেবাসের চতুর্থ অধ্যায় -"সংবিধান : সংজ্ঞা ও শ্রেণিবিভাগ" থেকে পরীক্ষায় মোট 6 নম্বর অর্থাৎ 6টি MCQ প্রশ্ন আসবেই। তাই একাদশ শ্রেণির প্রথম সেমিষ্টার রাষ্ট্রবিজ্ঞানের তৃতীয় অধ্যায় থেকে খুব গুরুত্বপূর্ণ 30 টি MCQ প্রশ্ন ও উত্তর বলে দিলাম। এখান থেকে পরীক্ষায় আসতে পারে। তবে আমাদের WB Semester Team প্রকাশিত সাজেশন E-BOOK গুলিতে রাষ্ট্রবিজ্ঞান সিলেবাসের চতুর্থ অধ্যায় থেকে অনেকগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেওয়া আছে। বইগুলি PDF আকারে পেয়ে যাবে। 

সংবিধান : সংজ্ঞা ও শ্রেণিবিভাগ

ক্লাস-11 রাষ্ট্রবিজ্ঞান প্রথম সেমিষ্টার MCQ প্রশ্ন উত্তর

• সঠিক উত্তর নির্বাচনধর্মী প্রশ্ন (MCQ)
1. কোন শব্দ থেকে 'Constitution' শব্দটি এসেছে - 
(A) লাতিন শব্দ থেকে 
(B) ইংরেজি শব্দ থেকে
(C) হিন্দি শব্দ থেকে
(D) গ্রিক শব্দ থেকে
উত্তর : (A) লাতিন শব্দ থেকে 

2. পৃথিবীর প্রাচীনতম লিখিত সংবিধান যে রাষ্ট্রের -
(A) ভারতের
(B) রাশিয়ার
(C) সুইজারল্যান্ডের
(D) মার্কিন যুক্তরাষ্ট্রের
উত্তর : (D) মার্কিন যুক্তরাষ্ট্রের 

3. সংবিধান হল -
(A) সংবিধানের নির্দিষ্ট সংজ্ঞা দেওয়া সম্ভব নয়
(B) রাষ্ট্র পরিচালনার জন্য একান্তভাবে প্রয়োজনীয় মৌলিক নিয়মকানুন সমূহের সমষ্টি
(C) কতকগুলি আইনের সমষ্টি
(D) অনেকগুলি মৌলিক অধিকারসমূহ 
উত্তর : (B) রাষ্ট্র পরিচালনার জন্য একান্তভাবে প্রয়োজনীয় মৌলিক নিয়মকানুন সমূহের সমষ্টি 

4. কোন দেশে পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান লক্ষ করা যায় -
(A) জাপানের সংবিধানে
(B) রাশিয়ার সংবিধানে
(C) ভারতের সংবিধানে
(D) ব্রিটেনের সংবিধানে
উত্তর : (C) ভারতের সংবিধানে 

 5. অলিখিত সংবিধান রয়েছে যে দেশে তা হল -
(A) মার্কিন যুক্তরাষ্ট্রে
(B) সুইটজারল্যান্ড
(C) ভারত
(D) সুইডেন
উত্তর : (D) সুইডেন 

• Column Matching: (স্তস্ত মিলকরণ) 
6. ক-স্তম্ভ       খ-স্তম্ভ
(i) লিখিত সংবিধানের দোষ  (a) স্থায়িত্ব
(ⅱ) লিখিত সংবিধানের গুণ  (b) জরুরি অবস্থার উপযোগী
(iii) অলিখিত সংবিধানের দোষ (c) বিচার বিভাগের প্রাধান্য
(iv) অলিখিত সংবিধানের গুন (d) যুক্তরাষ্ট্রীয় শাসনব্যবস্থার উপযোগী নয়
বিকল্পসমূহ: (A) (i)-(a), (ii)-(b), (iii)-(c), (iv)-(d) 
                   (B) (i)-(a), (ii)-(c), (iii)-(b)  (iv)-(d) 
                   (C) (i)-(d), (ii)-(b), (iii)-(a), (iv)-(c) 
                   (D) (i)-(c), (ii)-(a), (iii)-(d), (iv)-(b)
উত্তর : (D) (i)-(c), (ii)-(a), (iii)-(d), (iv)-(b) 

7. রাষ্ট্রের দর্পন কাকে বলা হয় - 
(A) জনগণকে
(B) আদালতকে
(C) সংবিধানকে 
(D) আইনকে
উত্তর : (C) সংবিধানকে 

8. 'Our Constitution' গ্রন্থটির রচয়িতা হলেন - 
(A) প্লেটো
(B) কুলি
(C) এস সি কাশ্যপ
(D) আম্বেদকর
উত্তর : (C) এস সি কাশ্যপ 

9. সংবিধানকে রাষ্ট্রের মৌলিক আইন বলেছিলেন -
(A) হবস
(B) আম্বেদকর
(C) জওহরলাল নেহেরু
(D) কুলি
উত্তর : (D) কুলি 

10. 'Freedom's Law' গ্রন্থটির রচয়িতা হল -
(A) কুলি 
(B) ডোয়ার্কিন
(C) প্লেটো
(D) জওহরলাল নেহবু
উত্তর : (B) ডোয়ার্কিন 

• True and False Type Questions: (সত্য-মিথ্যাধর্মী প্রশ্ন) 
11. সংবিধানের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি নিম্নরূপ -
বিবৃতি : (ⅰ) শাসনতন্ত্র সরকার ও জনগনকে নিয়ন্ত্রন করে
বিবৃতি : (ii) শাসনতন্ত্র বিশেষ শ্রেণির স্বার্থকে রূপায়ন করে
বিবৃতি : (iii) এটি একটি আইনগত ধারণা
বিবৃতি : (iv) এটি একটি দেশের মৌলিক ও সর্বোচ্চ আইন।
বিকল্পসমূহ : 
(A) (i) সত্য,(ii) সত্য, (iii) মিথ্যা, (iv) মিথ্যা
(B) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) মিথ্যা
(C) (i) সত্য (ii) মিথ্যা (iii) মিথ্যা (iv),  মিথ্যা
(D) (i) সত্য (ii) মিথ্যা (iii) সত্য (iv) সত্য
উত্তর : (D) (i) সত্য (ii) মিথ্যা (iii) সত্য (iv) সত্য 

12.'সংবিধান হল রাষ্ট্রের চরম কর্তৃত্বের শৃঙ্খলাবদ্ধকরণ'- এই কথাটি বলেছিলেন -
(A) জন লক্
(B) ল্যাস্কি 
(C) প্লেটো
(D) অ্যারিস্টটল
উত্তর : (D) অ্যারিস্টটল 

13. সুইটজারল্যান্ডের সংবিধান হল কীরূপ সংবিধান -
(A) অলিখিত
(B) লিখিত
(C) রাজতান্ত্রিক
(D) উপরের সবগুলি ভুল
উত্তর : (B) লিখিত 

14. সুইডেন এর সংবিধান -
(A) অলিখিত
(B) লিখিত
(C) রাজতান্ত্রিক
(D) উপরের সবগুলি ভুল
উত্তর : (A) অলিখিত 

15. সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় সংবিধানের একটি করে উদাহরণ হল -
(A) গ্রেট ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে
(B) ভারত ও পাকিস্তান
(C)  বাংলাদেশ ও জাপান
(D)  রাশিয়া ও আমেরিকা
উত্তর : (A) গ্রেট ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে 

বি.দ্র:- নীচে দেওয়া সাজেশন বইগুলিতে (PDF) খুব সুন্দরভাবে বাংলা, ইংরেজি, ইতিহাস, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, ভূগোল ইত্যাদি প্রতিটি বিষয়ের MCQ প্রশ্নগুলির উত্তরসহ আলোচনা করা হয়েছে। বিস্তারিত জানতে বইগুলির উপরে ক্লিক করো।
class 11 e-book

wb Class 11 Semester 1 Political Science MCQ Question Answer

16. "সংবিধান হল কতকগুলি প্রথা ও আইনের সমষ্টি যার মাধ্যমে রাষ্ট্রীয় জীবন নিয়ন্ত্রিত হয়।"- একথা বলেছেন -
(A) লর্ড ব্রাইস
(B) অস্টিন
(C) বেঞ্জামিন অ্যাকজিন
(D) অ্যারিস্টটল  
উত্তর : (A) লর্ড ব্রাইস 

17. সংবিধানকে রাষ্ট্রের দলিল বলেছিলেন - 
(A)অ্যারিস্টটল
(B) লর্ড ব্রাইস
(C) বেঞ্জামিন অ্যাকজিন
(D) অস্টিন
উত্তর : (C) বেঞ্জামিন অ্যাকজিন 

• Diagram Based Questions :
18. লিখিত সংবিধানের গুন - স্থায়িত্ব, সুস্পষ্ট ও সুনির্দিষ্ট, বিচার বিভাণের পক্ষে সুবিধাজনক,  ?
(A) জটিলতা
(B) সহজলভ্যতা 
(C) মৌলিক অধিকারের সংরক্ষক
(D) সংকীর্ণতা
উত্তর : (C) মৌলিক অধিকারের সংরক্ষক 

19. লিখিত ও অলিখিত সংবিধানের  প্রধান দুটি পার্থক্য হল -
(A)সহজলভ্য এবং স্থায়িত্ব
(B) অনমনীয়-নমনীয় এবং বিচার বিভাগের প্রাধান্য ও আইন বিভাগের প্রাধান্য
(C) প্রথাভিত্তিক এবং বৃহদায়তন
(D) সবকটি ভুল
উত্তর : (B) অনমনীয়-নমনীয় এবং বিচার বিভাগের প্রাধান্য ও আইন বিভাগের প্রাধান্য 

• Fill in The Blanks: (শূন্যস্থান পূরণ) 
20. ভারতের সংবিধান হল _________  সংবিধান
(A) লিখিত
(B) পৃথিবীর ছোটো
(C) অলিখিত
(D) রাজতান্ত্রিক
উত্তর : (A) লিখিত 

• Column Matching: (স্তস্ত মিলকরণ)
21. (i) সুপরিবর্তনীয় সংবিধানের  দোষ    (a) জরুরি অবস্থার অনুপযোগী
(ii) সুপরিবর্তনীয় সংবিধানের গুন    (b) অগনতান্ত্রিক
(iii) দুষ্পরিবর্তনীয় সংবিধানের গুন    (c)গণতন্ত্রের সাফল্য আনে
(iv) দুষ্পরিবর্তনীয় সংবিধানের দোষ    (d) যুক্তরাষ্ট্রের পক্ষে উপযোগী
বিকল্পসমূহ: (A) (i)-(a), (ii)-(b), (iii)-(c), (iv)-(d) 
                   (B) (i)-(b)  (ii)-(c) (iii)-(d) (iv)-(a) 
                   (C) (i)-(d), (ii)-(b), (iii)-(a), (iv)-(c) 
                   (D) (i)-(c), (ii)-(a), (iii)-(d), (iv)-(b)
উত্তর : (B) (i)-(b), (ii)-(c), (iii)-(d), (iv)-(a) 

22. সুপরিবর্তনীয় সংবিধান গুলিতে –
(A) জটিল পদ্ধতির দ্বারা পরিবর্তন হয়।
(B) সাধারণ আইন প্রনয়নের পদ্ধতিতে সহজে পরিবর্তন করা যায়।
(C)  আইন প্রণয়নের পদ্ধতি নেই।
(D) সহজে পরিবর্তন হবে না।
উত্তর : (B) সাধারণ আইন প্রনয়নের পদ্ধতিতে সহজে পরিবর্তন করা যায় 

23. দুষ্পরিবর্তনীয় সংবিধান গুলিতে -
(A) সহজে পরিবর্তন করা যায় না।
(B) স্থির থাকে না।
(C) জটিল পদ্ধতি অবলম্বন করতে হয় না।
(D) নির্দিষ্ট সময়ে রচিত হয় না।
উত্তর : (A) সহজে পরিবর্তন করা যায় না। 
wb class 11 mcq question answer

• Assertion-Reasoning Type Questions: (বিবৃতি-কারণধর্মী প্রশ্ন)
24. বিবৃতি (A) : সংবিধান হল রাষ্ট্র পরিচালনার এক পুরুত্বপূর্ণ উপাদান।
কারণ (R) : সংবিধান একটি রাষ্ট্রকে সঠিকভাবে পরিচালনার জন্য অপরিহার্য।
বিকল্পসমূহ : 
(A) (A) সঠিক কিন্তু (R) যথার্থ নয়
(B) (A) ও (R) উভয়ই সঠিক
(C) (A) ও (R) উভয়ই ভুল
(D) (A) ঠিক ও (R) ভুল
উত্তর : (B) (A) ও (R) উভয়ই সঠিক 

25. ব্রিটিনের 'মহাসনদ' রচিত হয় -
(A) 1906  সালে
(B) 1512 সালে
(C) 1313 সালে
(D) 1215 সালে
উত্তর : (D) 1215 সালে 

26. লিখিত সংবিধানের দুটি গুণ হল –
(A) জন স্বার্থের অনুকূল
(B) গণতন্ত্রের স্বরূপ রক্ষা ও স্থায়িত্ব 
(C) গণবিদ্রোহের সম্ভাবনা কম
(D) প্রবল কঠিন ও অসম্পূর্ণ
উত্তর : (B) গণতন্ত্রের স্বরূপ রক্ষা ও স্থায়িত্ব 

27. লিখিত সংবিধানের সুবিধাগুলি হল -
বিবৃতি (ⅰ) : যুক্তরাষ্ট্রে এটি অপরিহার্য
বিবৃতি (ii) এটি সরকারের পতিকে রোধ করে।
বিবৃতি (iii) এটি একটি স্থায়ী, নির্দিষ্ট সংবিধান।
বিবৃতি (iv) সরকারের স্বৈরাচারিতাকে প্রশ্রয় দেয়। 
বিকল্পসমূহ : 
(A) (i) সত্য,(ii) সত্য,(iii) মিথ্যা, (iv) মিথ্যা,
(B) (i) সত্য, (ii)  মিথ্যা (iii)  মিথ্যা, (iv) মিথ্যা 
(C) (i) মিথ্যা,(ii) মিথ্যা,(iii) সত্য, (iv) সত্য
(D) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) মিথ্যা
উত্তর : (D) (i) সত্য, (ii) মিথ্যা,(iii) সত্য, (iv) মিথ্যা 

• Diagram Based Questions :
28. নিম্নলিখিত তথ্যগুলি কোন সংবিধানের দোষ ?-
(i) অগণতান্ত্রিক  (ii) অস্থিতিশীলতা, (iii) জনগণের আত্মাহীনতা, (iv) মৌলিক কাঠামোর পরিবর্তন
(A) লিখিত সংবিধান
(B) অলিখিত সংবিধান
(C) সুপরিবর্তনীয় সংবিধান  
(D) দুষ্পরিবর্তনীয় সংবিধান  
উত্তর : (C) সুপরিবর্তনীয়  সংবিধান 

• Diagram Based Questions :
29. নীচে উল্লেখিত তথ্যগুলি কোন সংবিধানের গুণ হবে -
(ⅰ) জনবিক্ষোভের সম্ভাবনা কম (ⅱ) যুগোপযোগী (ⅲ) গণতান্ত্রিক সাফল্যের পক্ষে জরুরি (iv) সংকটকালীন
পরিস্থিতির উপযোগী।
(A) লিখিত সংবিধান
(B) দুষ্পরিবর্তনীয় সংবিধান  
(C) অলিখিত সংবিধান 
(D) সুপরিবর্তনীয়  সংবিধান
উত্তর : (D) সুপরিবর্তনীয় সংবিধান 

30. রাষ্ট্র ও সরকারের সঙ্গে নাগরিকগণের সম্পর্ক নির্ধারিত হয় -
(A) সংবিধানের দ্বারা
(B) আলোচনার দ্বারা
(C) প্রধানমন্ত্রীর দ্বারা
(D) রাজ্যপালের দ্বারা
উত্তর : (A)সংবিধানের দ্বারা 
শেষ কথা : মাত্র কয়েক টাকার বিনিময়ে একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার সাজেশন বইগুলি PDF আকারে পেয়ে যাবে। সাজেশন বইগুলিতে রাষ্ট্রবিজ্ঞান সহ প্রতিটি বিষয়ের অনেকগুলি গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর রয়েছে। আশা করছি আমাদের এই পরিশ্রম আপনাদের কাজে লাগবে।

SOCIAL MEDIA FOLLOW
Whatsapp Group              Click Here
Telegram             Click Here

• Comment করো :
(contact-form)
শুভেচ্ছা সহ,
WB Semester Team

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

WB Semester Ads-2

WB Semester Ads-3