একাদশ শ্রেণীর প্রথম সেমিষ্টার রাষ্ট্রবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় "ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যসমূহ"
ভূ(caps)মিকা : ক্লাস-11 প্রথম সেমিষ্টার রাষ্ট্রবিজ্ঞান সিলেবাসের ষষ্ঠ অধ্যায় হল -"ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যসমূহ"। এই অধ্যায় থেকে একাদশ শ্রেণীর প্রথম সেমিষ্টার রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় 40 নম্বরের মধ্যে 10 নম্বর আসবে। তাই তোমাদের জন্য আমি এই অধ্যায় থেকে খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও উত্তর দিলাম। এখান থেকে পরীক্ষায় আসতে পারে। তবে আমাদের WB Semester Team প্রকাশিত সাজেশন E-BOOK গুলিতে রাষ্ট্রবিজ্ঞান সিলেবাসের ষষ্ঠ অধ্যায় থেকে অনেকগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেওয়া আছে। বইগুলি PDF আকারে পেয়ে যাবে।
ক্লাস-11 প্রথম সেমিষ্টার রাষ্ট্রবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় MCQ প্রশ্ন উত্তর
• সঠিক উত্তর নির্বাচনধর্মী প্রশ্ন (MCQ)
1. ভারতের সংবিধান হল -
(A) লিখিত
(B) আংশিক লিখিত
(C) অলিখিত
(D) সবগুলি ভুল
উত্তর : (A) লিখিত ✓
2. ভারতের সংবিধান হল -
(A) অংশত সুপরিবর্তনীয় ও অংশত দুষ্পরিবর্তনীয়
(B) সুপরিবর্তনীয়
(C) দুষ্পরিবর্তনীয়
(D) অলিখিত
উত্তর : (A) অংশত সুপরিবর্তনীয় ও অংশত দুষ্পরিবর্তনীয় ✓
3. মূল ভারতীয় সংবিধানে মোট ধারার সংখ্যা ছিল -
(A) 345 টি
(B) 395 টি
(C) 287 টি
(D) 349 টি
উত্তর : (B) 395 টি ✓
4. বর্তমানে 'শিক্ষা' বিষয়টি কোন্ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে -
(A) যুগ্ম তালিকায়
(B) কেন্দ্র তালিকায়
(C) রাজ্য তালিকায়
(D) সবগুলি ভুল
উত্তর : (A) যুগ্ম তালিকায় ✓
5. ভারতীয় সংবিধানে তপশিল রয়েছে -
(A) 19 টি
(B) 18 টি
(C) 15 টি
(D) 12 টি
উত্তর : (D) 12 টি ✓
6. "ভারতের সংবিধান সুপরিবর্তনীয়তা ও দুষ্পরিবর্তনীয়তার মধ্যে সামঞ্জস্য বিধান করেছে।"- এই কথা বলেছিলেন -
(A) কে সি হোয়ার
(B) প্লেটো
(C) ল্যাস্কি
(D) আম্মেদকর
উত্তর : (A) কে সি হোয়ার ✓
7. ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারের সংখ্যা ছিল ভারতের সংবিধানে -
(A) 8
(B) 10
(C) 5
(D) 6
উত্তর : (D) 6 ✓
৪. ভারতীয় সংবিধানের কোন অংশে মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে ? -
(A) তৃতীয় অংশে
(B) দ্বিতীয় অংশে
(C) চতুর্থ অংশে
(D) পঞ্চম অংশে
উত্তর : (A) তৃতীয় অংশে ✓
9. সংসদীয় ব্যবস্থায় মন্ত্রীসভা দায়িত্বশীল থাকে -
(A) বিচারপতির কাছে
(B) মুখ্যমন্ত্রীর কাছে
(C) আইনসভার কাছে
(D) প্রধানমন্ত্রীর কাছে
উত্তর : (C) আইনসভার কাছে ✓
• Fill in The Blanks: (শূন্যস্থান পূরণ)
10. ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য সংযোজিত হয় ____ সংবিধান সংশোধনের দ্বারা।
(A) 42 তম
(B) 70 তম
(C) 45 তম
(D) 52 তম
উত্তর : (A) 42 তম ✓
11. ভারতীয় নাগরিকদের ভোটদানের বয়স মূল সংবিধানে রয়েছে -
(A) 25 বছর
(B) 20 বছর
(C) 18 বছর
(D) 21 বছর
উত্তর : (D) 21 বছর ✓
12. ভারতে ভোটদানের ন্যূনতম বয়স হল -
(A) 20 বছর
(B) 18 বছর
(C) 16 বছর
(D) 25 বছর
উত্তর : (B) 18 বছর ✓
13. নিম্নলিখিত অধিকারগুলি কোন বিষয়ের অন্তর্ভুক্ত তা নির্বাচন করো :
সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, শোষনের বিবুদ্ধে অধিকার
(A) নাগরিকদের মৌলিক অধিকার
(B) নাগরিকদের জন্মগত অধিকার
(C) নাগরিকদের সামাজিক অধিকার
(D) নাগরিকদের রাজনৈতিক অধিকার
উত্তর : (A) নাগরিকদের মৌলিক অধিকার ✓
• Diagram Based Questions
14. কত সালে ভারতে দলত্যাগ নিরোধক আইন পাস হয়েছিল -
(A) 1987 সালে
(B) 1959 সালে
(C) 1985 সালে
(D) 1954 সালে
উত্তর : (C) 1985 সালে ✓
15. ভারতের সংবিধানে ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যের সংখ্যা হল -
(A) 11 টি
(B) 15 টি
(C) 16 টি
(D) 18 টি
উত্তর : (A) 11 টি ✓
বি.দ্র:- WB Semester Team প্রকাশিত সাজেশন বইগুলিতে (PDF) বাংলা, ইংরেজি, ইতিহাস, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, ভূগোল, শিক্ষাবিজ্ঞান ইত্যাদি প্রতিটি বিষয়ের MCQ প্রশ্নগুলির উত্তরসহ আলোচনা করা হয়েছে। বিস্তারিত জানতে বইগুলির উপরে ক্লিক করো।
• Fill in The Blanks: (শূন্যস্থান পূরণ)
16. ভারতীয় সংবিধানে 14 থেকে 18 নং ধারায় ______ অধিকার প্রদান করা হয়েছে ?
(A) স্বাধীনতার অধিকার
(B) মৌলিক অধিকার
(C) সাম্যের অধিকার
(D) রাজনৈতিক অধিকার
উত্তর : (C) সাম্যের অধিকার ✓
17. ভারতের সংবিধানের 19 নং ধারায় কয়টি স্বাধীনতার অধিকারের উল্লেখ আছে -
(A) 6 টি
(B) 3 টি
(C) 8 টি
(D) 9 টি
উত্তর : (A) 6 টি ✓
• True and False Type Questions: (সত্য-মিথ্যাধর্মী প্রশ্ন)
18. বিবৃতি (ⅰ) : ভারতের সংবিধান হল লিখিত সংবিধান।
বিবৃতি (ii): ভারতে লিখিত সংবিধানের ধারনাটি বিচিনের থেকে গ্রহন করা হয়েছে।
বিকল্পসমূহ :
(A) (i) সত্য (ii) সত্য
(B) (i) সত্য (ii) মিথ্যা
(C) (i)-সত্য (ii)-সত্য
(D) (i) সত্য (ⅱ) মিথ্যা
উত্তর : (D) (i) সত্য (ⅱ) মিথ্যা ✓
19. ভারতে সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার প্রবর্তিত হয়েছিল -
(A) 1985 সালে
(B) 1964 সালে
(C) 1952 সালে
(D) 1935 সালে
উত্তর : (C) 1952 সালে ✓
20. ভারতের সংবিধানে ধর্মীয় স্বাধীনতার অধিকার একটি -
(A) মৌলিক অধিকার
(B) রাজনৈতিক অধিকার
(C) সামাজিক অধিকার
(D) সাম্যের অধিকার
উত্তর : (A) মৌলিক অধিকার ✓
• Fill in The Blanks: (শূন্যস্থান পূরণ)
21. বিধানসভা ও লোকসভার নির্বাচনে প্রার্থীদের বয়স কমপক্ষে _______ বছর হওয়া উচিত
(A) 25 বছর
(B) 29 বছর
(C) 28 বছর
(D) 30 বছর
উত্তর : (A) 25 বছর ✓
• Diagram Based Questions
22. কোন্ ধারণার সঙ্গে নিম্নের বৈশিষ্ট্যগুলি সম্পর্কিত :
(ⅰ) সব ধর্মের সমমর্যাদা, (ii) রাষ্ট্রের নিজস্ব কোনো ধর্ম থাকবে না, (iii) বিশেষ ধর্মের প্রতি রাষ্ট্র আনুগত্য প্রদর্শন করবে না
বিকল্পসমূহ :
(A) ধর্মনিরপেক্ষতা
(B) ধর্মীয় সীমাবদ্ধতা
(C) অধার্মিকতা
(D) সর্বজনীন ধর্মীয় স্বাধীনতা
উত্তর : (A) ধর্মনিরপেক্ষতা ✓
23. সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার বলতে কী বোঝো ?
(A) রাজনৈতিক নেতাদের ভোটাধিকার
(B) মহিলাদের ভোটাধিকার
(C) পুরুষদের ভোটাধিকার
(D) সকলের ভোটাধিকার
উত্তর : (D) সকলের ভোটাধিকার ✓
24. ভারতে নারীর ভোটাধিকার কতসালে স্বীকৃত হয় -
(A) 1980 খ্রিস্টাব্দে
(B) 1952 খ্রিস্টাব্দে
(C) 1965 খ্রিস্টাব্দে
(D) 1954 খ্রিস্টাব্দে
উত্তর : (B) 1952 খ্রিস্টাব্দে ✓
25. কত নম্বর ধারায় সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে লোকসভা ও রাজ্য বিধানসভা নির্বাচন অনুষ্ঠানের কথা বলা হয়েছে -
(A) 326 নং ধারায়
(B) 380 নং ধারায়
(C) 386 নং ধারায়
(D) 309 নং ধারায়
উত্তর : (A) 326 নং ধারায় ✓
26. ভারতীয় সংবিধানে 'ধর্মনিরপেক্ষ' শব্দটি যুক্ত হয়েছিল -
(A) 1956 খ্রিস্টাব্দে
(B) 1984 খ্রিস্টাব্দে
(C) 1965 খ্রিস্টাব্দে
(D) 1976 খ্রিস্টাব্দে
উত্তর : (D) 1976 খ্রিস্টাব্দে ✓
27. ধর্মীয় স্বাধীনতার অধিকার ভারতের সংবিধানে একটি -
(A) মৌলিক অধিকার
(B) সামাজিক অধিকার
(C) স্বাধীনতার অধিকার
(D) সাংস্কৃতির অধিকার
উত্তর : (A) মৌলিক অধিকার ✓
• Column Matching: (স্তস্ত মিলকরণ)
28. ক-স্তম্ভ খ-স্তম্ভ
(ⅰ) তপশিলি জাতির সংজ্ঞা (a) 338 নং ধারা
(ii) তপশিলি উপজাতির সংজ্ঞা (b) 338 B নং ধারা
(iii) অনগ্রসর শ্রেণির জন্য জাতীয় কমিশন (c) 342 নং ধারা
(iv) তপশিলি জাতির জন্য জাতীয় কমিশন (d) 341 নং ধারা
বিকল্পসমূহ: (A) (i)-(a), (ii)-(b), (iii)-(c), (iv)-(d)
(B) (i)-(a), (ii)-(c), (iii)-(b) (iv)-(d)
(C) (i)-(d), (ii)-(b), (iii)-(a), (iv)-(c)
(D) (i)-(c), (ii)-(a), (iii)-(d), (iv)-(b)
উত্তর : (D) (i)-(c), (ii)-(a), (iii)-(d), (iv)-(b) ✓
29. ভারতের সংবিধানে শিক্ষার অধিকার হল -
(A) মৌলিক অধিকার
(B) সাম্যের অধিকার
(C) স্বাধীনতার অধিকার
(D) সাংস্কৃতির অধিকার
উত্তর : (A) মৌলিক অধিকার ✓
29. ভারতের কোন অঙ্গরাজ্যে পৃথক সংবিধান ছিল -
(A) পশ্চিমবঙ্গ
(B) হিমাচল প্রদেশ
(C) জম্মু ও কাশ্মীর
(D) ঝাড়খন্ড
উত্তর : (C) জম্মু ও কাশ্মীর ✓
------------------------------------
আরো পড়ুন : রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায় : প্রকৃতি ও পরিধি
-----------------------------------------
• শেষ কথা : উপরে দেওয়া একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার সাজেশন বইগুলি মাত্র কয়েক টাকার বিনিময়ে PDF আকারে পেয়ে যাবে। সমস্ত বিষয়ের সাজেশন বইগুলিতে অনেকগুলি গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর রয়েছে। আশা করছি এই সাজেশন বইগুলি আপনাদের কাজে লাগবে। সাজেশন বইগুলি কেনার জন্য বইয়ের উপরে ক্লিক করো।
SOCIAL MEDIA | FOLLOW |
---|---|
Whatsapp Group | Click Here |
Telegram | Click Here |
• Comment করো :
শুভেচ্ছা সহ,
WB Semester Team