Type Here to Get Search Results !

এই ব্লগটি সন্ধান করুন

html body submit korechi WB Semester Ads-1

নাগরিকত্ব Class 11 রাষ্ট্রবিজ্ঞান MCQ প্রশ্ন উত্তর | একাদশ শ্রেণীর প্রথম সেমিষ্টার রাষ্ট্রবিজ্ঞানের তৃতীয় অধ্যায়

 একাদশ শ্রেণীর প্রথম সেমিষ্টার রাষ্ট্রবিজ্ঞানের তৃতীয় অধ্যায় "নাগরিকত্ব"

ভূ(caps)মিকা : তোমরা জানো একাদশ শ্রেণির প্রথম সেমিষ্টার মোট 40 নম্বরের MCQ প্রশ্নের উপর পরীক্ষা হবে। এই 40 নম্বরের মধ্যে একাদশ শ্রেণীর প্রথম সেমিষ্টার রাষ্ট্রবিজ্ঞান সিলেবাসের তৃতীয় অধ্যায় -"নাগরিকত্ব" থেকে মোট 5 নম্বর অর্থাৎ 5টি MCQ প্রশ্ন আসবেই। তাই রাষ্ট্রবিজ্ঞানের তৃতীয় অধ্যায় থেকে খুব গুরুত্বপূর্ণ 30 টি MCQ প্রশ্ন ও উত্তর বলে দিলাম। এখান থেকে পরীক্ষায় আসতে পারে।

একাদশ শ্রেণীর প্রথম সেমিষ্টার রাষ্ট্রবিজ্ঞানের তৃতীয় অধ্যায়

 একাদশ শ্রেণীর প্রথম সেমিষ্টার রাষ্ট্রবিজ্ঞানের তৃতীয় অধ্যায়

• সঠিক উত্তর নির্বাচনধর্মী প্রশ্ন (MCQ)
1. একটি রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হল - 
(A) সরকার
(B) রাজা
(C) নাগরিক
(D) প্রজা
উত্তর : (C) নাগরিক

2. 'নাগরিক' শব্দটির উদ্ভব ঘটেছিল প্রথম -
(A) ভারতে
(B)  গ্রিসে
(C)  নাগাল্যান্ডে
(D) চিনে
উত্তর : (B)  গ্রিসে

3. রাজনৈতিক অধিকার ভোগ করতে পারে - 
(A) নাগরিক
(B) শুধুমাত্র সরকার 
(C) বিদেশি
(D) সবগুলি
উত্তর : (A) নাগরিক

4. ভারতের 'প্রথম নাগরিক' কাকে বলা যায় ? 
(ক) সরকারকে
(খ) রাজ্যপালকে
(গ) প্রধানমন্ত্রীকে 
(ঘ) রাষ্ট্রপতিকে
উত্তর : (ঘ) রাষ্ট্রপতিকে

• Fill in The Blanks: (শূন্যস্থান পূরণ) 
5. ভারতে পূর্ণ নাগরিকত্ব অর্জন করা যাবে ______ বছর বয়সে।
(ক) 12 বছর 
(খ) 18 বছর
(গ) 21 বছর
(ঘ) 25 বছর
উত্তর : (খ) 18 বছর

6. নীচের কোন দেশে দ্বৈত নাগরিকত্ব দেখা যায় - 
(ক) ভারতে
(খ) শ্রীলঙ্কায়
(গ) রাশিয়া
(ঘ) মার্কিন যুক্তরাষ্ট্রে
উত্তর : (ঘ) মার্কিন যুক্তরাষ্ট্রে 

7. ভোটদানের গানের অধিকার রয়েছে - 
(ক) নির্দিষ্ট কোনো গোষ্ঠীর
(খ) কেবলমাত্র নাগরিকের
(গ) কেবলমাত্র সরকারের
(ঘ) সবগুলি ঠিক
উত্তর : (খ) কেবলমাত্র নাগরিকের

8. কীরূপ নাগরিক হলে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হতে পারে কোনো নাগরিক -
(ক) স্থানান্তর সূত্রে
(খ) অনুমোদনসূত্রে 
(গ)  জন্মসূত্রে
(ঘ) সবগুলি ঠিক
উত্তর : (গ) জন্মসূত্রে

9. ভারতের সংবিধানে ভারতীয় নাগরিকতা সম্পর্কে কত নম্বর ধারায় আলোচনা করা হয়েছে -
(ক) 11-15 নং ধারায়
(খ) 5-11 নং ধারায় 
(গ) 2-7 নং ধারায়
(ঘ) 8-10 নং ধারায়
উত্তর : (খ) 5-11 নং ধারায় 

10. ভারতে বিদ্যমান রয়েছে - 
(ক) ত্রি-নাগরিকত্ব 
(খ) আংশিক-নাগরিকত্ব 
(গ) দুই-নাগরিকত্ব 
(ঘ) এক-নাগরিকত্ব 
উত্তর : (ঘ) এক-নাগরিকত্ব 

বি.দ্র:- নীচে দেওয়া সাজেশন বইগুলিতে (PDF) খুব সুন্দরভাবে বাংলা, ইংরেজি, ইতিহাস, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, ভূগোল ইত্যাদি প্রতিটি বিষয়ের MCQ প্রশ্নগুলির উত্তরসহ আলোচনা করা হয়েছে। বিস্তারিত জানতে বইগুলির উপরে ক্লিক করো।
class 11 semester 1 polical science

নাগরিকত্ব class 11 | নাগরিকত্ব mcq |একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় অধ্যায় MCQ

• Fill in The Blanks: (শূন্যস্থান পূরণ) 
11. জন্মসূত্রে অর্জন করাই হল নাগরিকত্ব অর্জনের  _______ পদ্ধতি।
(ক) অস্বাভাবিক 
(খ) স্বাভাবিক  
(গ) কৃত্রিম
(ঘ) সবগুলি ভুল
উত্তর : (খ) স্বাভাবিক  

12. ভারতীয় নাগরিকত্ব আইনে 1955 সালে মোট ধারার সংখ্যা ছিল -
(ক) 19 টি
(খ) 15 টি
(গ) 18 টি
(ঘ) 10 টি
উত্তর : (ক) 19 টি

13. ভারতীয় নাগরিকত্ব আইনে 1955 সালে মোট তপশিলের সংখ্যা ছিল -
(ক) 8 টি
(খ) 5 টি
(গ) 4 টি
(ঘ) 10 টি
উত্তর : (গ) 4 টি

14. নাগরিক বলতে কী বোঝো ?
(ক) সরকারি চাকরি ব্যক্তিকে
(খ) কোনো একটি রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসকারী ও রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শনকারী ব্যক্তি।
(গ) স্থায়ীভাবে বসবাসকারী ব্যক্তি
(ঘ) রাষ্ট্রের বিপক্ষে আনুগত্য প্রদর্শনকারী ব্যক্তি
উত্তর : (খ) কোনো একটি রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসকারী ও রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শনকারী ব্যক্তি।

15. মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি অনুমোদনসিদ্ধ - 
(ক) অসম্ভব
(খ) হতে পারে
(গ) হতে পারে না
(ঘ) সবকটি ভুল
উত্তর : (গ) হতে পারে না

16. 18 বছর বয়স হওয়া সত্ত্বেও ভারতে ভোট দিতে পারে না যে ব্যক্তি -
(ক) শিক্ষিত ব্যক্তি 
(খ) সাধারণ ব্যক্তি
(গ) নাগরিক
(ঘ) গুরুতর অপরাধে দন্ডিত ব্যক্তি
উত্তর : (ঘ) গুরুতর অপরাধে দন্ডিত ব্যক্তি

17. ভারতীয় সংবিধানের কত নং ধারায় নাগরিকত্ব অর্জন, বিলেপ ইত্যাদি সম্পর্কিত উল্লেখ করেছেন -
(ক) 8  নং ধারায়
(খ) 11 নং ধারায়
(গ) 10 নং ধারায়
(ঘ) 15 নং ধারায়
উত্তর : (খ) 11 নং ধারায়

• Fill in The Blanks: (শূন্যস্থান পূরণ) 
18. একই সঙ্গে এক ব্যক্তি _______ রাষ্ট্রের নাগরিক হতে পারেন।
(ক) একটি
(খ) দুটি
(গ) ভারত ও বাংলাদেশ
(ঘ) চারটি
উত্তর : (ক) একটি

• Column Matching: (স্তস্ত মিলকরণ) 
19. ক-স্তম্ভ              খ-স্তম্ভ
(ⅰ) ভারতীয় নাগরিকতা আইন প্রথম সংশোধিত হয়  (a) 2019 খ্রিস্টাব্দে
(ii) ভারতে সর্বশেষ নাগরিকতা আইন সংশোধন  (b) 2003 খ্রিস্টাব্দে
(iii) বর্তমানে যে আইনে ভারতের নাগরিকতার উল্লেখ আছে   (c) 1957 খ্রিস্টাব্দে
(iv) ভারতীয় সংবিধানে প্রবাসী নাগরিকত্বের বিষয় উল্লেখ (d) 1955 খ্রিস্টাব্দে
বিকল্পসমূহ: (ক) (i)-(a), (ii)-(b), (iii)-(c), (iv)-(d) 
                   (খ) (i)-(a), (ii)-(c), (iii)-(b)  (iv)-(d) 
                   (গ) (i)-(d), (ii)-(b), (iii)-(a), (iv)-(c) 
                   (ঘ) (i)-(c), (ii)-(a), (iii)-(d), (iv)-(b)
উত্তর : (ঘ) (i)-(c), (ii)-(a), (iii)-(d), (iv)-(b)  

20. জন্মসূত্রে নাগরিকতা অর্জনের প্রধান নীতি রয়েছে -
(ক) একটি
(খ) দুটি
(গ) পাঁচটি 
(ঘ) অসংখ্য
উত্তর : (খ) দুটি

একাদশ শ্রেণীর প্রথম সেমিষ্টার রাষ্ট্রবিজ্ঞানের তৃতীয় অধ্যায় : নাগরিক

• Fill in The Blanks: (শূন্যস্থান পূরণ) 
21. ভারতে বসবাসকারী একজন ইংরেজ হলেন ____ ।
(ক) নাগরিক
(খ) শত্রু
(গ) শিক্ষিত ব্যক্তি 
(ঘ) বিদেশি
উত্তর : (ঘ) বিদেশি

22. নাগরিকতা সম্পর্কে প্রাচীন ধারণার প্রবর্তক ছিলেন - 
(ক) হবস্
(খ) সক্রেটিস
(গ) অ্যারিস্টটল
(ঘ) লর্ড ব্রাইস
উত্তর : (গ) অ্যারিস্টটল

23. 'নাগরিকত্ব' কাকে বলে ? 
(ক) সমাজের মঙ্গলসাধনের জন্য নিজের সুচিন্তিত বিচারবুদ্ধি প্রয়োগের ক্ষমতা
(খ) ভারতে বসবাসকারী ব্যক্তি
(গ) অন্যান্য রাষ্ট্রে বসবাসকারী ব্যক্তি
(ঘ) রাজনীতিতে অংশগ্রহণ করে যারা
উত্তর : (ক) সমাজের মঙ্গলসাধনের জন্য নিজের সুচিন্তিত বিচারবুদ্ধি প্রয়োগের ক্ষমতা

• Fill in The Blanks: (শূন্যস্থান পূরণ) 
24. কেবলমাত্র নাগরিকদের _____  অধিকার আছে। 
(ক) শিক্ষা গ্রহণ করার
(খ) ভোটদানের
(গ) রাজনীতি করার
(ঘ) ব্যবস্থা করার
উত্তর : (খ) ভোটদানের

25. নাগরিকতা অর্জনের ক্ষেত্রে নীচের কোন দেশগুলিতে রক্তের সম্পর্কের নীতিটি অনুসৃত হয় -
(ক) ভারতে ও বাংলাদেশে
(খ) শ্রীলঙ্কায় ও আমেরিকায়
(গ) পাকিস্তান ও নেপালে
(ঘ) সুইটজারল্যান্ডে ও ফ্রান্সে
উত্তর : (ঘ) সুইটজারল্যান্ডে ও ফ্রান্সে

26. নাগরিকদের পক্ষে কোন দেশের ভোটদান বাধ্যতামূলক -
(ক) ভারতের
(খ) বাংলাদেশের 
(গ) সুইটজারল্যান্ডের
(ঘ) পাকিস্তানের
উত্তর : (গ) সুইটজারল্যান্ডের

27. নীচের কোন দেশে নাগরিকতা অর্জনের জন্মস্থান নীতিটি অনুসৃত হয় – 
(ক) আর্জেন্টিনা ও মার্কিন যুক্তরাষ্ট্রে
(খ) ভারত ও পাকিস্তানে
(গ) সুইটজারল্যান্ড ও ফ্রান্সে
(ঘ) পাকিস্তান ও নেপালে
উত্তর : (ক) আর্জেন্টিনা ও মার্কিন যুক্তরাষ্ট্রে

28. কোন্ শব্দ থেকে 'নাগরিক' কথাটির উৎপত্তি হয়েছে -
(ক) নাগ থেকে
(খ) নগরবাসী থেকে 
(গ) নগর থেকে 
(ঘ) নাগর থেকে
উত্তর : (গ) নগর থেকে 

29. নাগরিকের সদাজাগ্রত দৃষ্টি হল স্বাধীনতার রক্ষাকবচ।"- এই মন্তব্যটি করেছেন –
(ক) হবস্
(খ) সক্রেটিস
(গ) অ্যারিস্টটল
(ঘ) লর্ড ব্রাইস
উত্তর ; (ঘ) লর্ড ব্রাইস

• Fill in The Blanks: (শূন্যস্থান পূরণ) 
30, ___________ অর্জন করাই হল নাগরিকত্ব অর্জনের স্বাভাবিক পদ্ধতি। 
(ক) জন্মসূত্রে
(খ)  বিবাহসূত্রে
(গ) অনুমোদন সূত্রে
(ঘ)  স্থানান্তর সূত্রে
উত্তর : (ক) জন্মসূত্রে

শেষ কথা : একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার সাজেশন বইগুলি মাত্র কয়েক টাকার বিনিময়ে PDF আকারে পেয়ে যাবে। সাজেশন বইগুলিতে রাষ্ট্রবিজ্ঞান সহ প্রতিটি বিষয়ের অনেকগুলি গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর রয়েছে। আশা করছি আমাদের এই পরিশ্রম আপনাদের কাজে লাগবে।

SOCIAL MEDIA FOLLOW
Whatsapp Group              Click Here
Telegram             Click Here

• Comment করো :
(contact-form)
শুভেচ্ছা সহ,
WB Semester Team

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

WB Semester Ads-2

WB Semester Ads-3