Type Here to Get Search Results !

এই ব্লগটি সন্ধান করুন

html body submit korechi WB Semester Ads-1

ক্লাস-11 ভাষা MCQ প্রশ্ন উত্তর | বিশ্বের ভাষা ও পরিবার প্রশ্ন উত্তর | Class 11 Bhasha MCQ

 ভাষা : বিশ্বের ভাষা ও পরিবার প্রশ্ন উত্তর

ভূ(caps)মিকা : একাদশ শ্রেণির প্রথম সেমিষ্টার বাংলা বিষয়ে মোট 40 নম্বরের পরীক্ষা হবে। এই 40 নম্বরের মধ্যে 'ভাষা' অধ্যায় থেকে পরীক্ষায় 10টি MCQ প্রশ্ন অর্থাৎ 10 নম্বর আসবে। আমি তোমাদের সুবিধার জন্য ভাষার একটি অংশ - 'বিশ্বের ভাষা ও ভাষা পরিবার' থেকে কিছু খুব গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও উত্তর বলে দিলাম। তবে আমাদের WB Semester Team প্রকাশিত সাজেশন E-BOOK গুলিতে 'ভাষা' অধ্যায়ের অনেকগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেওয়া আছে। বইগুলি PDF আকারে পেয়ে যাবে।  

Class 11 Bhasha MCQ

Class 11 Bhasha MCQ Question Answer

• সঠিক উত্তর নির্বাচনধর্মী প্রশ্ন (MCQ)
1. পৃথিবীর বিভিন্ন ভাষাবংশগুলির মধ্যে বৃহত্তম ভাষাবংশ হল -
(ক) বান্টু
(খ)  সেমীয়- হামীয়
(গ) ইন্দো-ইউরোপীয়
(ঘ) ভোট-চীনীয়
উত্তর : (গ) ইন্দো-ইউরোপীয় 

2. ইরানীয় শাখার প্রাচীনতম নিদর্শন হল নীচের কোনটি -
(ক) জেন্দ আবেস্তা
(খ) বাইবেল
(গ) ইলিয়াড ও ওডিসি
(ঘ) মহাভারত 
উত্তর : (ক) জেন্দ আবেস্তা 

3. ইন্দো-ইউরোপীয় ভাষা বংশের ভারতে প্রবেশ করে যে শাখাটি -
(ক) অস্ট্রিক
(খ) ইরানীয় আর্য
(গ) কেলতিক 
(ঘ) ভারতীয় আর্য
উত্তর : (ঘ) ভারতীয় আর্য 

4. এসপেরান্তো-র উদ্ভাবক ছিলেন -
(ক)  মরিশাল ফ্রেড
(খ) এল এল জামেনহফ 
(গ) এ এন জামেনহফ 
(ঘ) বাল্টু হক
উত্তর : (খ) এল এল জামেনহফ 

5. কৃত্রিম ভাষার উদাহরণ কোনটি - 
(ক) ফার্সি  
(খ) পুস্তু
(গ) সুকল
(ঘ) এসপেরান্তো
উত্তর : (ঘ) এসপেরান্তো 

6. ইতালীয় শাখার প্রধান ভাষা ছিল - 
(ক)  জার্মানি
(খ) ল্যাটিন
(গ) বাল্টু 
(ঘ) কেলতিক 
উত্তর : (খ) ল্যাটিন 

7. এসপেরান্তো' ভাষার শব্দসংখ্যা ছিল -
(ক)  ৭০০০-এর বেশি
(খ)  ৩০০০-এর বেশি
(গ) ৩৫০০-এর বেশি
(ঘ) ৬০০০-এর বেশি
উত্তর : (ঘ) ৬০০০-এর বেশি 

৪. 'ইলিয়াড ও ওডিসি' কোন ভাষায় রচিত -
(ক)  জার্মানি, 
(খ) গ্রিক
(গ) ফরাসি  
(ঘ) ল্যাটিন 
উত্তর : (খ) গ্রিক 

9. 'জেন্দ আবেস্তা' রচিত হয়েছে - 
(ক) আবেস্তীয় ভাষায়
(খ)  গ্রিক ভাষায়
(গ) ল্যাটিন ভাষায়
(ঘ) ফরাসি ভাষায়
উত্তর : (ক) আবেস্তীয় ভাষায় 

10. সর্বাধিক জনপ্রিয় ও সার্থক বিশ্বভাষাটির নাম হল- 
(ক) পিজিন
(খ) ফরাসি 
(গ) এসপেরান্তো
(ঘ) পুশতু
উত্তর : (গ) এসপেরান্তো 

11. হামীয় শাখার সর্বপ্রধান ভাষা হল -
(ক) মিশরীয়
(খ) ইতালীয়
(গ) ককেশীয়
(ঘ) পোলান 
উত্তর : (ক) মিশরীয় 

বি.দ্র:- নীচে দেওয়া সাজেশন বইগুলিতে খুব সুন্দরভাবে বাংলা, ইংরেজি, ইতিহাস, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, ভূগোল ইত্যাদি প্রতিটি বিষয়ের MCQ প্রশ্নগুলির উত্তরসহ আলোচনা করা হয়েছে। বিস্তারিত জানতে বইগুলির উপরে ক্লিক করো।
class 11 semester2 suggestion book

বিশ্বের ভাষা ও পরিবার প্রশ্ন উত্তর

• Column Matching: (স্তস্ত মিলকরণ) 
12. ক-স্তম্ভ      খ-স্তম্ভ
(ⅰ) ভারতীয় আর্ম (A) হিন্দি, বাংলা, মারাঠি
(ii) ইরানীয় (B) লাটভিয়ান
(iii) স্পেনীয় (c) ফারসি
(iv) বালতিক (D) ফরাসি
বিকল্পসমূহ: (ক) (i)-(a), (ii)-(b), (iii)-(c), (iv)-(d) 
                   (খ) (i)-(a), (ii)-(c), (iii)-(b)  (iv)-(d) 
                   (গ) (i)-(d), (ii)-(b), (iii)-(a), (iv)-(c) 
                   (ঘ) (i)-(A), (ii)-(B), (iii)-(C), (iv)-(D) 
উত্তর : (ঘ) (i)-(A), (ii)-(B), (iii)-(C), (iv)-(D)  

13. চিনুক হল -
(ক) প্রাকৃতিক ভাষা
(খ) কৃত্রিম ভাষা 
(গ) অস্ট্রিক ভাষা
(ঘ) মিশ্র ভাষা
উত্তর : (ঘ) মিশ্র ভাষা 

14. ইজরায়েল দেশের সরকারি ভাষা ছিল -
(ক) আরবি
(খ) আধুনিক হিন্দি  
(গ) আধুনিক হিব্রু
(ঘ) ফারসি
উত্তর : (গ) আধুনিক হিব্রু 

15. ইরানীয় শাখাটি বিস্তারলাভ করেছিল – 
(ক) প্রাচীন পারস্যে
(খ) প্রাচীন গ্রিসে 
(গ) প্রাচীন মিশর
(ঘ) প্রাচীন ভারতে।
উত্তর : (ক) প্রাচীন পারস্যে 

16. কোন ভাষাবংশের অন্তর্গত বাংলা ভাষা - 
(ক) ইন্দো-ইউরোপীয় ভাষাবংশ
(খ) দ্রাবিড় ভাষাবংশ
(গ) সেমীয়- হামীয় ভাষাবংশ
(ঘ) অস্ট্রিক ভাষাবংশ
উত্তর : (ক) ইন্দো-ইউরোপীয় ভাষাবংশ 

17. ইন্দো-ইউরোপীয় শাখাটি বিভক্ত হয়েছে - 
(ক) পাঁচটি
(খ) তিনটি
(গ) চারটি 
(ঘ) দুটি শাখায়
উত্তর : (ঘ) দুটি শাখায় 

18. পিজিন দীর্ঘস্থায়ী হয়ে কোনো ভাষার মাতৃভাষায় পরিণত হলে তাকে বলা হবে - 
(ক) কেত্তর, 
(খ) ক্সেওর
(গ) হাইপা
(ঘ) লেজুড
উত্তর : (খ) ক্সেওর  

• Fill in The Blanks: (শূন্যস্থান পূরণ) 
19. ভাষার বর্গীকরণ পদ্ধতি _________ প্রকার
(ক) ছয় প্রকার  
(খ) পাঁচ প্রকার  
(গ) আট প্রকার  
(ঘ) নয় প্রকার  
উত্তর : (ক) ছয় প্রকার  

ক্লাস-11 ভাষা MCQ প্রশ্ন উত্তর

20. 'এসপেরান্তো' ভাষায় বর্তমানে কথা বলেন প্রায় - 
(ক) দশ লক্ষ মানুষ
(খ) পাঁচ লক্ষ মানুষ
(গ) কুড়ি লক্ষ মানুষ
(ঘ) এগারো লক্ষ মানুষ
উত্তর : (গ) কুড়ি লক্ষ মানুষ 

• তথ্যভিত্তিক সঠিক উত্তরটি নির্বাচন কর :
21. ইন্দো-ইউরোপীয় ভাষাবংশের ভাষাগুলি হল -
(ⅰ) ইতালীয়, গ্রিক, কেলতিক
(ii) আলবানীয়, ইন্দো-ইরানীয়, আর্মেনীয়
(iii) হিব্রু ও আরবি
(iv) এস্তোনীয়, ফিনিস, সাময়েদ
বিকল্প সমূহ :
(ক) (i), (ii) সঠিক এবং (iii), (iv) ভুল
(খ) (i), (ii) ভুল এবং (iii), (iv) সঠিক
(গ) (i), (ii), (iii) সঠিক এবং (iv) ভুল
(ঘ) (iv) সঠিক এবং (i), (ii), (iii) ভুল
উত্তর : (ক) (i), (ii) সঠিক এবং (iii), (iv) ভুল 

22. ইনকা সভ্যতার লোকেরা কোন ভাষা ব্যবহার করত - 
(ক) হিন্দি, 
(খ) কিচুয়া ভাষা
(গ) ল্যাটিন 
(ঘ) গ্রিক 
উত্তর : (খ) কিচুয়া ভাষা 

23. গ্রিক ভাষার নিদর্শন পাওয়া যায় - 
(ক) ১৪৫০ খ্রিস্টাব্দে
(খ) ১২০০ খ্রিস্টায়ে 
(গ) ১৫৫০ খ্রিস্টাব্দে
(ঘ) ১০০০ খ্রিস্টাব্দে
উত্তর : (ক) ১৪৫০ খ্রিস্টাব্দে 

24. 'ইন্দো-ইরানীয়' শাখাটি যে দুটি শাখায় বিভক্ত হয়েছে তা হল - 
(ক) ফরাসি ও ভারতীয় আর্য
(খ) ফরাসি ও স্পেনীয়
(গ) ইরানীয় ও ভারতীয় আর্য 
(ঘ)  ফারসি ও পর্তুগিজ
উত্তর : (গ) ইরানীয় ও ভারতীয় আর্য  

25. কেলটিক ভাষাগুলির মধ্যে বর্তমানে সবচেয়ে সমৃদ্ধ ভাষা নিচের কোনটি ?
(ক) আইরিশ ভাষা
(খ) হিন্দি ভাষা
(গ) রুশ ভাষা
(ঘ)  জার্মানি ভাষা
উত্তর : (ক) আইরিশ ভাষা 


শেষ কথা : একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার সাজেশন বইগুলি মাত্র কয়েক টাকার বিনিময়ে PDF আকারে পেয়ে যাবে। সাজেশন বইগুলিতে বাংলা সহ প্রতিটি বিষয়ের অনেকগুলি গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর রয়েছে। আশা করছি আমাদের এই পরিশ্রম আপনাদের কাজে লাগবে।

SOCIAL MEDIA FOLLOW
Whatsapp Group              Click Here
Telegram             Click Here

• Comment করো :
(contact-form)
শুভেচ্ছা সহ,
WB Semester Team

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

WB Semester Ads-2

WB Semester Ads-3