একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার বাংলা প্রশ্নপত্র 2025
BALARAMPUR HIGH SCHOOL (H.S.)
2nd Semester Examination-2025
Time - 2 hours
Class - XI
Sub - Bengali
F.M.- 40
১.১ 'ভাব সম্মিলন' পর্যায়ের অন্তর্গত আলোচ্য পদটির মূল ভাব সংক্ষেপে আলোচনা করো। ৫
১,২ "আমরা তো অল্পে খুশি," 'অল্পে খুশি' মানুষদের জীবন যন্ত্রণার যে ছবি নুন কবিতায় ফুটে উঠেছে, তার পরিচয় দাও। ৫
২। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও অনধিক ১৫০ শব্দে :- ৫×১=৫
২.১ "বিধবা এ প্রস্তাবে সহজেই সম্মত হইলেন।"- কোন্ প্রস্তাবে কে সম্মত হলেন? উক্ত প্রস্তাবে রাজি হওয়ার কারণ কী? ৩+২
২.২ 'তেলেনাপোতা আবিষ্কার' গল্পে গল্পকথকদের তেলেনাপোতা যাত্রার অভিজ্ঞতা বর্ণনা করো। ৫
৩। অনধিক ১৫০ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও:- ৫×১=৫
৩.১ 'আগুন' নাটকের নামকরণের সার্থকতা বিচার করো। ৫
৩.২ "...বাব্বা! লুঙ্গি, টিকি, পৈতে, টুপি সব একাকার হয়ে গেছে।" প্রসঙ্গ নির্দেশ করে, তাৎপর্য ব্যাখ্যা করো। ২+৩
৪। অনধিক ১৫০ শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাওঃ- ৫×২=১০
৪.১ "চোখ বাড়াবার পন্থাটি কী?"- 'চোখ বাড়িয়ে তোলা' বলতে প্রাবন্ধিক কী বুঝিয়েছেন? 'চোখ বাড়িয়ে তোলার' শ্রেষ্ঠ পন্থাগুলি উল্লেখ করে মনের চোখ বলতে কী বোঝানো হয়েছে তা লেখো। ২+৩
৪.২ 'পঁচিশে বৈশাখ' প্রবন্ধে সৈয়দ মুজতবা আলী গান ছাড়া রবীন্দ্রনাথের অন্য কোন্ কোন্ গুণের উল্লেখ করেছেন? তার কাছে কবির গান অসম্পূর্ণরূপে প্রতিভাত হয় না কেন? ২+৩
৪.৩ "উপর্যুক্ত সর্ব মৎসৎ একই বস্তু দেশভেদে ভিন্ন নাম।" - 'আড্ডা' প্রবন্ধানুসারে মৎস্যের দেশভেদে ভিন্ন নামগুলির পরিচয় দাও। সৈয়দ মুজতবা আলী মৎস্য সম্পর্কে যে আলোচনা করেছেন, সেটি ব্যাখ্যা করো। ২+৩
৪.৪ "বাড়ির আড্ডায় 'মেল' মেলে না।" এরূপ উক্তির কারণ কী? লেখক কোথায় কাদের সঙ্গে আড্ডা দিতেন? ২+৩
৫। অনধিক ১৫০ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ- ৫×১=৫
৫.১ বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। ৫
৫.২ মধুসূদন দত্ত রচিত কাব্যগুলির নাম লেখো এবং সংক্ষেপে মধুসূদনের কবি প্রতিভার বৈশিষ্ট্য আলোচনা করো।২+৩
৫.৩ বাংলা লোককথা কত প্রকার ও কী কী আলোচনা করো। ২+৩
৬। নিম্নলিখিত যে কোনো একটি বিষয় নির্বাচন করে, নির্দেশ অনুসারে কমবেশি ৪০০ শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করো:- ১০×১=১০
৬.১ নিম্নে প্রদত্ত মানস-মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা করো।
বাংলার উৎসব - উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা, বৈচিত্র ও নান্দনিকতা, উৎসবের আনন্দ , সেকাল ও একাল, রকমফের: সামাজিক, ধর্মীয় ও জাতীয় উৎসব, ভারতের ভূমিকা
৬.২ প্রতিপক্ষের যুক্তির অসারতা প্রমাণ করে স্বপক্ষে যুক্তিক্রম বিন্যাস করে প্রবন্ধ রচনা করো।
বিতর্কের বিষয়:- 'ফেসবুক আশীর্বাদ'
মতের পক্ষে:- পৃথিবী নিকট হয়েছে। জ্ঞানচর্চার অভূতপূর্ব অগ্রগতি সম্ভব হয়েছে। ব্যক্তিগত প্রচারমাধ্যম হওয়ায়, প্রত্যেকেই তার সৃষ্টিকে প্রকাশ করার আনন্দ লাভ করছেন। সমাজে গতিশীলতা এসেছে। সংবাদ মাধ্যমের অপেক্ষা অনেক দ্রুত দেশ ও বিদেশের ব্যক্তিগত ও সমাজগত সংবাদ প্রেরণ করা সম্ভব হয়েছে।
মতের বিপক্ষে:- ভুয়ো তথ্য, ভুয়ো তত্ত্বে দেশ আচ্ছন্ন, পৃথিবী পরিব্যাপ্ত
হচ্ছে। মানুষের একান্ত ব্যক্তিজীবনকে 'একা' রাখার অভ্যাস চলে যাচ্ছে। প্রমাহীন নিন্দা, শ্লেষে মানুষ মানুষের প্রতি হিংসার মনোভাব নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছেন। পড়াশোনার মনোযোগ নষ্ট হয়ে, সব বিষয়েই অল্প অল্প জানার রীতি তৈরি হয়ে যাচ্ছে। সমস্ত সময়ে এই দিকে মনোযোগ, স্বাস্থ্যেও বিরূপ প্রতিক্রিয়া ঘটতে পারে।
উপসংহার : WBCHSE বোর্ডের 'একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার বাংলা প্রশ্নপত্র 2025' এই প্রতিবেদনটি তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো। 2025 সালের একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার ইতিহাস প্রশ্নপত্র, একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার ইংরেজি প্রশ্নপত্র, প্রশ্নপত্র দেখতে হলে Menu Option এ ক্লিক করো। এই প্রতিবেদনগুলি যদি আপনাদের কাজে লাগে, তবেই আমাদের পরিশ্রম সার্থক হবে।
আরো পড়ুন : ছুটি গল্পের বড়ো প্রশ্ন ও উত্তর
আরো পড়ুন : আগুন - নাটকের প্রশ্ন ও উত্তর Class 11
SOCIAL MEDIA | FOLLOW |
---|---|
Whatsapp Group | Click Here |
Telegram | Click Here |
• Comment করো :
শুভেচ্ছা সহ,
WB Semester Team