একাদশ শ্রেণীর প্রথম সেমিষ্টার রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায় "রাষ্ট্রবিজ্ঞান : প্রকৃতি ও পরিধি"
• সঠিক উত্তর নির্বাচনধর্মী প্রশ্ন (MCQ)
1. রাষ্ট্রবিজ্ঞান নীচের কোন বিজ্ঞানের শাখা -
(ক) সামাজিক
(খ) অর্থনৈতিক
(গ) প্রাকৃতিক
(ঘ) জীব
উত্তর : (ক) সামাজিক ✓
2. অ্যারিস্টটল ছিলেন একজন -
(ক) ভারতীয় দার্শনিক
(খ) প্রাচীন দার্শনিক
(গ) জার্মান দার্শনিক
(ঘ) গ্রিক দার্শনিক
উত্তর : (ঘ) গ্রিক দার্শনিক ✓
3. 'পলিটিকস' গ্রন্থের লেখক হলেন -
(ক) প্লেটো
(খ) অ্যারিস্টটল
(গ) আলেকজান্ডার
(ঘ) সক্রেটিস
উত্তর : (খ) অ্যারিস্টটল ✓
4. 'পলিটিকস' কথাটি এসেছে কোন্ গ্রিক শব্দ থেকে -
(ক) পোল
(খ) পেলিও
(গ) পোলিস্
(ঘ) সিটি
উত্তর : (গ) পোলিস্ ✓
5. 'নবজাগরণের সন্তান' বা 'নবজাগরণের শিশু' বলা হয় -
(ক) ম্যাকিয়াভেলিকে
(খ) প্লেটোকে
(গ) সক্রেটিসকে
(ঘ) অ্যারিস্টটলকে
উত্তর : (ক) ম্যাকিয়াভেলিকে ✓
6. 'এ গ্রামার অফ পলিটিকস' গ্রন্থের রচয়িতার নাম হল -
(ক) সক্রেটিস
(খ) রবার্ট ডাল
(গ) ল্যাস্কি
(ঘ) আলেকজান্ডার
উত্তর : (গ) ল্যাস্কি ✓
7. রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় -
(ক) ম্যাকিয়াভেলিকে
(খ) প্লেটোকে
(গ) সক্রেটিসকে
(ঘ) অ্যারিস্টটলকে
উত্তর : (ঘ) অ্যারিস্টটলকে ✓
8. 'আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক' বলা হয়-
(ক) কার্ল মার্কসকে
(খ) সক্রেটিসকে
(গ) ম্যাকিয়াভেলিকে
(ঘ) প্লেটোকে
উত্তর : (গ) ম্যাকিয়াভেলিকে ✓
9."রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়েই।" - একথা বলেছেন
(ক) গার্নার
(খ) লেনিন
(গ) সক্রেটিস
(ঘ) প্লেটো
উত্তর : (ক) গার্নার ✓
10.'অর্থশাস্ত্র' গ্রন্থের রচয়িতা হলেন -
(ক) কালিদাস
(খ) কৌটিল্য
(গ) তুলসী দাশ
(ঘ) কার্ল মার্কস
উত্তর : (খ) কৌটিল্য ✓
11. প্যারিসে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল -
(ক) 1920 খ্রিস্টাব্দে
(খ) 1925 খ্রিস্টাব্দে
(গ) 1900 খ্রিস্টাব্দে
(ঘ) 1948 খ্রিস্টাব্দে
উত্তর : (ঘ) 1948 খ্রিস্টাব্দে ✓
12. "রাষ্ট্রবিজ্ঞান হল একটি প্রগতিশীল বিজ্ঞান।"- একথা বলেছেন-
(ক) জন হক
(খ) ব্রাইস
(গ) লেনিন
(ঘ) সক্রেটিস
উত্তর : (খ) ব্রাইস ✓
• Fill in The Blanks: (শূন্যস্থান পূরণ)
13. ডেভিড ইস্টন ছিলেন __________ রাষ্ট্রবিজ্ঞানী।
(ক) মার্কসবাদী
(খ) আচরণবাদী
(গ) দৃষ্টিহীন
(ঘ) উদারবাদী
উত্তর : (খ) আচরণবাদী ✓
বি.দ্র:- নীচে দেওয়া সাজেশন বইগুলিতে খুব সুন্দরভাবে বাংলা, ইংরেজি, ইতিহাস, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, ভূগোল ইত্যাদি প্রতিটি বিষয়ের MCQ প্রশ্নগুলির উত্তরসহ আলোচনা করা হয়েছে। বিস্তারিত জানতে বইগুলির উপরে ক্লিক করো।
14. কমিউনিস্ট ম্যানিফেস্টো - এর রচয়িতা ছিলেন -
(ক) সক্রেটিস
(খ) গার্নার ও গেটেল
(গ) ম্যাকিয়াভেলি
(ঘ) কার্ল মার্কস এবং ফ্রেডরিখ এঞ্জেলস
উত্তর : (ঘ) কার্ল মার্কস এবং ফ্রেডরিখ এঞ্জেলস ✓
15. "মানুষ রাজনৈতিক জীব।"- এই কথাটি বলেছিলেন -
(ক) গার্নার
(খ) অ্যারিস্টটল
(গ) ফ্রেডরিখ এঞ্জেলস
(ঘ) ল্যাস্কি
উত্তর : (খ) অ্যারিস্টটল ✓
• Assertion-Reasoning Type Questions: (বিবৃতি-কারণধর্মী প্রশ্ন)
16. বিবৃতি (A): ম্যাকিয়াভেলিকে আধুনিক রাষ্ট্রচিন্তার জনক বলা হয়।
কারন (R): তিনিই প্রথম ধর্ম ও নৈতিকভাবে রাজনীতি থেকে পৃথক করে এক ধর্মনিরপেক্ষ ও মূল্যনিরপেক্ষ রাজনীতির সূত্রপাত ঘটান।
বিকল্পসমূহ :
(ক) (A) সঠিক কিন্তু (R) যথার্থ নয়
(খ) (A) ও (R) উভয়ই ঠিক
(গ) (A) ও (R) উভয়ই ভুল
(ঘ) (A) ঠিক ও (R) ভুল
উত্তর : (খ) (A) ও (R) উভয়ই ঠিক ✓
17. রাজনীতি একটি সার্বিক কার্যকলাপ কার মতে -
(ক) কার্ল মার্কস
(খ) সক্রেটিস
(গ) অ্যালান বলের
(ঘ) অ্যারিস্টটল
উত্তর : (গ) অ্যালান বলের ✓
18. "Modern Politics and Government" গ্রন্থটির লেখক হলেন-
(ক) গার্নার লেনিন
(খ) প্লেটো
(গ) জন হক
(ঘ) অ্যালান বল
উত্তর : (ঘ) অ্যালান বল ✓
19. উদারনীতিবাদের দুজন মুখ্য প্রবক্তার নাম হল -
(ক) অ্যারিস্টটল ও প্লেটো
(খ) গার্নার ও লেনিন
(গ) সক্রেটিস ও কার্ল মার্কস
(ঘ) জন লক্ ও অ্যাডাম স্মিথ।
উত্তর : (ঘ) জন লক্ ও অ্যাডাম স্মিথ।✓
20. 'Public Opinion' গ্রন্থের রচয়িতা হলেন -
(ক) জন হক
(খ) গেটেল
(গ) লিপম্যান
(ঘ) কার্ল মার্কস।
উত্তর : (গ) লিপম্যান ✓
• True and False Type Questions: (সত্য-মিথ্যাধর্মী প্রশ্ন)
21. বিবৃতি (1): অ্যারিস্টট্ট্ল মনে করতেন একটি ভালো রাষ্ট্রে আইনই হবে চরম সার্বভৌমত্ব।
বিবৃতি (11) অ্যারিস্টটলের মতে সমাজব্যবস্থা ও রাষ্ট্রব্যবস্থা অভিন্ন।
বিবৃতি (11) অ্যারিস্টটল রাজনীতিচর্চাকে বিজ্ঞানের সঙ্গে সম্পর্কিত করেন।
বিবৃতি (1) রাষ্ট্রবিজ্ঞানকে লর্ড ব্রাইস অপরিণত বিজ্ঞান বলেছেন।
বিকল্পসমূহ :
(ক) (i) সত্য,(ii) সত্য, (iii) মিথ্যা, (iv) মিথ্যা
(খ) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) মিথ্যা
(গ) (i) সত্য (ii) মিথ্যা (iii) মিথ্যা (iv), মিথ্যা
(ঘ) (i)সত্য (ii) সত্য, (iii) মিথ্য, (iv) সত্য
উত্তর : (ঘ) (i)সত্য (ii) সত্য, (iii) মিথ্য, (iv) সত্য ✓
22. রাষ্ট্রবিজ্ঞান পাঠের দুটি পরস্পরবিরোধী দৃষ্টিভঙ্খির নাম হল -
(ক) সমাজবাদ ও মার্কসবাদ
(খ) আধুনিক ও প্রাচীন
(গ) উদারনীতিবাদ ও মার্কসবাদ
(ঘ) সনাতন ও সাবেকি
উত্তর : (গ) উদারনীতিবাদ ও মার্কসবাদ ✓
23. রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার বিরোধী দুজন প্রবক্তা ছিলেন -
(ক) মেইটল্যান্ড ও অগাস্ট কোঁত
(খ) গেটেল ও জন লক
(গ) মার্কস ও অ্যালান বল
(ঘ) জন লক্ ও অ্যাডাম স্মিথ
উত্তর : (ক) মেইটল্যান্ড ও অগাস্ট কোঁত ✓
24. রাষ্ট্রবিজ্ঞানের একমাত্র আলোচ্য বিষয় রাষ্ট্রই -
(ক) না
(খ) হ্যাঁ
(গ) উভয়েই ঠিক
(ঘ) উভয়েই ভুল
উত্তর : (ক) না ✓
25."রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়েই।"- একথা বলেছেন -
(ক) ম্যাকিয়াভেলি
(খ) গেটেল
(গ) লক্
(ঘ) গার্নার
উত্তর : (ঘ) গার্নার ✓
26. 'Human Nature in Politics'- গ্রন্থের লেখক হলেন -
(ক) অস্টিন
(খ) গ্রাহাম ওয়ালাস
(গ) হবস
(ঘ) মিলার।
উত্তর : (খ) গ্রাহাম ওয়ালাস ✓
27. রাষ্ট্রচিন্তার সূত্রপাত ঘটেছিল -
(ক) প্রাচীন গ্রিসে
(খ) প্রাচীন রোমে
(গ) প্রাচীন ভারতে
(ঘ) সবগুলি ভুল
উত্তর : (ক) প্রাচীন গ্রিসে ✓
28. রাষ্ট্রবিজ্ঞানকে 'শ্রেষ্ঠ বিজ্ঞান' বলেছেন -
(ক) অস্টিন
(খ) গ্রাহাম ওয়ালাস
(গ) হবস
(ঘ) অ্যারিস্টটল
উত্তর : (ঘ) অ্যারিস্টটল ✓
29. রাষ্ট্রের ব্বির্তন সমার্কিত তত্ত্বগুলি ক্রমানুযায়ী সাজাও -
(ক) উদারবাদ - ভাববাদ - মার্কসবাদ - আচরণবাদ
(খ) উদারবাদ - ভাববাদ - মার্কসবাদ - আচরণবাদ
(গ) মার্কসবাদ - আচরণবাদ - উদারবাদ - ভাববাদ
(ঘ) ভাববাদ - মার্কসবাদ - আচরণবাদ - উদারবাদ
উত্তর : (খ) উদারবাদ - ভাববাদ - মার্কসবাদ - আচরণবাদ ✓
30. রাষ্ট্রবিজ্ঞানকে "মূল্যের কর্তৃত্বসম্পন্ন বরাদ্দের পাঠ"- একথা বলেছেন ?
(ক) ডেভিড ইস্টন
(খ) ল্যাস্কি
(গ) হবস্
(ঘ) অ্যাডাম স্মিথ
উত্তর : (ক) ডেভিড ইস্টন ✓
----------------------------------------
আরো পড়ুন : চারণকবি কবিতার প্রশ্ন উত্তর
আরো পড়ুন : পুঁইমাচা গল্পের প্রশ্ন উত্তর
----------------------------------------
শেষ কথা : একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার সাজেশন বইগুলি মাত্র কয়েক টাকার বিনিময়ে PDF আকারে পেয়ে যাবে। সাজেশন বইগুলিতে রাষ্ট্রবিজ্ঞান সহ প্রতিটি বিষয়ের অনেকগুলি গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর রয়েছে। আশা করছি আমাদের এই পরিশ্রম আপনাদের কাজে লাগবে।
SOCIAL MEDIA | FOLLOW |
---|---|
Whatsapp Group | Click Here |
Telegram | Click Here |
• Comment করো :
শুভেচ্ছা সহ,
WB Semester Team