চারণকবি কবিতার MCQ প্রশ্ন উত্তর
চারণকবি ভারভারা রাও MCQ প্রশ্ন উত্তর
• সঠিক উত্তর নির্বাচনধর্মী প্রশ্ন (MCQ)
1. 'চারণকবি' কবিতাটি লিখেছেন -
(ক) অমূল্য বড়ুয়া
(খ) নবকান্ত বড়ুয়া
(গ) ভারভারা রাও
(ঘ) সান্তানা টান্টি
উত্তর : (গ) ভারভারা রাও ✓
2. 'চারণকবি' কবিতাটি ছিল -
(ক) প্রতিবাদমূলক কবিতা
(খ) হাস্যরসাত্মক মূলক কবিতা,
(গ) প্রকৃতিমূলক কবিতা
(ঘ) প্রেমমূলক কবিতা,
উত্তর : (ক) প্রতিবাদমূলক কবিতা। ✓
3. চারণকবি' কবিতাটির মূল কাব্যগ্রন্থ -
(ক) চিত্রনাট,
(খ) ভবিষ্যণু চিত্রপটম
(গ) লাম্বাপরি,
(ঘ) মুক্তকান্তম
উত্তর : (খ) ভবিষ্যণু চিত্রপটম ✓
4. করি ভারভারা রাও-এর সম্পূর্ণ নাম হল -
(ক) ভারভারা রাও ঠাকুর
(খ) পদ্মনাভ ভারভারা রাও
(গ) স্বামী ভারভারা রাও
(ঘ) পেন্ডিয়ালা ভারভারা রাও
উত্তর : (ঘ) পেন্ডিয়ালা ভারভারা রাও ✓
5. 'চারণকবি 'কবিতায় ঝিরঝিরে বৃষ্টি তুলনীয় হয়েছে -
(ক) যুদ্ধের সঙ্গে
(খ) ঝড়ের সঙ্গে
(গ) প্রলয়ঝড়ের সঙ্গে
(ঘ) বজ্রবিদ্যুতের সঙ্গে
উত্তর : (গ) প্রলয়ঝড়ের সঙ্গে ✓
• Fill in The Blanks: (শূন্যস্থান পূরণ)
6. চুঁইয়ে পড়ছে না কোনো _________ "
(ক) রক্ত
(খ) ঘাম
(গ) জল
(ঘ) লালা
উত্তর : (ক) রক্ত ✓
7. সময়ের ঢেউ তোলা মেঘের দলের রংটি ছিল -
(ক) সাদা
(খ) নীল
(গ) কালো
(ঘ) গোলাপী
উত্তর : (গ) কালো ✓
৪. সামাজিকতার, অস্থিরতার প্রবল ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠেছে যেন -
(ক) চকচকে
(খ) ভয়ংকর
(গ) চমৎকার
(ঘ) বাজ
উত্তর : (ঘ) বাজ ✓
9. কবির 'লিপিকার স্বর' বেরিয়ে আসে কোথা থেকে -
(ক) জেলখানা
(খ) জেলের গরাদ
(গ) মায়ের কোল
(ঘ) মেঘ থেকে
উত্তর : (খ) জেলের গরাদ ✓
10.' চারণকবি' কবিতায় কবি যুদ্ধের শস্ত্র রূপে হাতিয়ার করতে চেয়েছেন -
(ক) প্রেমিকাকে
(খ) গানকে
(গ) সৈন্যকে
(ঘ) অস্ত্রকে
উত্তর : (খ) গানকে ✓
বি.দ্র:- নীচে দেওয়া সাজেশন বইগুলিতে খুব সুন্দরভাবে প্রতিটি বিষয়ের MCQ প্রশ্নগুলির উত্তরসহ আলোচনা করা হয়েছে। বিস্তারিত জানতে বইগুলির উপরে ক্লিক করো।
11. কবি তাঁর সুর নিয়ে জনতার মাঝখানে ফেলছেন -
(ক) গান
(খ) ভালোবাসা
(গ) শ্বাস
(ঘ) সবকটি ভুল।
উত্তর : (গ) শ্বাস ✓
• Assertion-Reasoning Type Questions: (বিবৃতি-কারণধর্মী প্রশ্ন)
12. বিবৃতি (A): 'ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠেছে বাজ'
কারণ (R): অন্যায়ভাবে প্রতিবাদের কন্ঠস্বর রোধ করা যায় না।
বিকল্পসমূহ:
(ক) (A) সঠিক কিন্তু (R) যথার্থ নয়
(খ) (A) ও (R) উভয়ই ঠিক
(গ) (A) ও (R) উভয়ই ভুল
(ঘ) (A) ঠিক ও (R) ভুল
উত্তর : (খ) (A) ও (R) উভয়ই ঠিক ✓
13. যুদ্ধের শস্ত্র হয়ে ওঠে গান তখন ওরা ভয় পায় -
(ক) রাজাকে
(খ) শিক্ষককে
(গ) মানুষকে
(ঘ) কবিকে
উত্তর : (ঘ) কবিকে ✓
14. __________ বিদ্যুৎ হয়ে উঠছে বাজ।
(ক) ঝড়ে
(খ) বাতাসে
(গ) ঘূর্ণিপাকে
(ঘ) বুকে
উত্তর : (গ) ঘূর্ণিপাকে ✓
15. ফাঁসির মঞ্চ মাটিতে মিলিয়ে যাচ্ছে কী রাখার জন্য -
(ক) সম্মান
(খ) ভারসাম্য
(গ) ভালোবাসা
(ঘ) আশা
উত্তর : (খ) ভারসাম্য ✓
• Column Matching : ( স্তম্ভ মিলকরণ )
16. ক-স্তম্ভ খ-স্তম্ভ
i) নিয়মকানুন (A) কবিকে কয়েদ করে
ii) কালো মেঘের দল (B) প্রলয় ঝড়
iii) ওরা ভয় পায় (C) সব লোপাট
iv) ঝিরঝিরে বৃষ্টি (D) ফাঁস লাগাচ্ছে গলায়
17. 'চারণকবি' কবিতাটিতে কবির কাছে শস্ত্র হল -
(ক) ছুরি, বলুক
(খ) গান
(গ) বন্দুক
(ঘ) বাজনা
উত্তর : (খ) গান ✓
• True and False Type Questions: (সত্য-মিথ্যাধর্মী প্রশ্ন)
18. (ⅰ) গান হয়ে ওঠে যুদ্ধেরই শস্ত্র। (ⅱ) ঝিরঝিরে বৃষ্টিও হয়ে উঠছে অমৃতবানী। (iii) বাতাসকে মুক্ত করে দেয় গানের সুর। (iv) জেলের গরাদ থেকে বেরিয়ে আসছে কবির শবদেহ।
বিকল্পসমূহ:
(ক) (i) সত্য,(ii) সত্য, (iii) মিথ্যা, (iv) মিথ্যা
(খ) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) মিথ্যা
(গ) (i) সত্য (ii) মিথ্যা (iii) মিথ্যা (iv), মিথ্যা
(ঘ) (i)সত্য (ii) সত্য, (iii) সত্য, (iv) সত্য
উত্তর : (খ) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) মিথ্যা ✓
19. "যখন কাঁপন লাগে জিভে"- জিভে কাপন লাগে তখন -
(ক) কবি গান গায়
(খ) জিভ ব্যাথা করে
(গ) বাতাস দূষিত হয়।
(ঘ) বাতাসকে মুক্ত করে দেয় সুর
উত্তর : (ঘ) বাতাসকে মুক্ত করে দেয় সুর ✓
চারণ কবি প্রশ্ন উত্তর
20.'কবিকে তখন ভয় পায় এরা।'- কবিকে ভয় পাই-
(ক) যখন কবি গান ধরে
(খ) যখন গান হয়ে ওঠে যুদ্ধেরই শস্ত্র
(গ) যখন কবি সচেতন হয়
(ঘ) যখন কবি রাগান্বিত হয়।
উত্তর : (খ) যখন গান হয়ে ওঠে যুদ্ধেরই শস্ত্র ✓
21.' চারণকবি 'কবিতায় 'লিপিকার স্বর' বলতে বোঝানো হয়েছে -
(ক) প্রতিবাদ প্রকাশ
(খ) প্রেম প্রকাশ
(গ) ঘৃণা প্রকাশ
(ঘ) দুঃখ প্রকাশ
উত্তর : (ক) প্রতিবাদ প্রকাশ ✓
• Rearrangement of Sentences / Events: (বাক্য/ঘটনার ক্রম নির্ণয়)
22. (ⅰ) শ্বাস ফেলছেন জনতার মাঝখানে।
(ⅰⅰ) কবিকে তখন ভয় পায় ওরা।
(iii) মিলিয়ে যাচ্ছে মাটিতে,
(iv) কবির কোনো লিপিকার স্বর।
বিকল্পসমূহ:
(ক) (i), (ii), (iv), (iii)
(খ) (ii), (iv), (i), (iii)
(গ) (iv), (ii), (i), (iii)
(ঘ) (i), (iii), (ii), (iv)
উত্তর : (গ) (iv), (ii), (i), (iii) ✓
23. 'বিদ্যুৎ হয়ে উঠছে বাজ'- কখন বিদ্যুৎ বাজ হয়ে উঠছে ?
(ক) ঘূর্ণিপাকে
(খ) প্রলয়ঝড়ে
(গ) কষ্টতে
(ঘ) বৃষ্টিতে
উত্তর : (ক) ঘূর্ণিপাকে ✓
24. 'চারণকবি' কবিতার স্তবক সংখ্যা হল -
(ক) দশটি
(খ) পাঁচটি
(গ) চারটি
(ঘ) তিনটি
উত্তর : (ঘ) তিনটি ✓
25. 'নিয়মকানুন যখন সব'-
(ক) শেষ
(খ) লোপাট
(গ) ব্যর্থ
(ঘ) সহজ
উত্তর : (খ) লোপাট ✓
----------------------------------------
আরো পড়ুন : পুঁইমাচা গল্পের প্রশ্ন উত্তর
আরো পড়ুন : বিড়াল প্রবন্ধের প্রশ্ন উত্তর
----------------------------------------
শেষ কথা : একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার সাজেশন বইগুলি মাত্র কয়েক টাকার বিনিময়ে PDF আকারে পেয়ে যাবে। সাজেশন বইগুলিতে বাংলা সহ প্রতিটি বিষয়ের অনেকগুলি গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর রয়েছে। আশা করছি আমাদের এই পরিশ্রম আপনাদের কাজে লাগবে।
SOCIAL MEDIA | FOLLOW |
---|---|
Whatsapp Group | Click Here |
Telegram | Click Here |
• Comment করো :
শুভেচ্ছা সহ,
WB Semester Team