Type Here to Get Search Results !

এই ব্লগটি সন্ধান করুন

html body submit korechi WB Semester Ads-1

বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো MCQ প্রশ্ন উত্তর | Bisal Danawala Thurthure Buro MCQ

 বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো ' গল্পের প্রশ্ন উত্তর

ভূ(caps)মিকা : একাদশ শ্রেণির প্রথম সেমিষ্টার বাংলা বিষয়ে একটি মাত্র আন্তর্জাতিক গল্প পড়তে হবে, সেটি হল 'বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো' ও একটি ভারতীয় কবিতা পড়তে হবে, তা হলে - 'চারণ কবি'। আর এখান থেকে পরীক্ষায় 40 নম্বরের মধ্যে 5 টি MCQ প্রশ্ন আসবে। আমি তোমাদের সুবিধার জন্য 'বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো' গল্প থেকে কিছু খুব গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও উত্তর বলে দিলাম। তবে আমাদের WB Semester Team প্রকাশিত সাজেশন E-BOOK গুলিতে 'বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো' গল্পের আরো অনেকগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেওয়া আছে। বইগুলি PDF আকারে পেয়ে যাবে।  

বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো

Bisal Danawala Thurthure Buro MCQ

• সঠিক উত্তর নির্বাচনধর্মী প্রশ্ন (MCQ)
1. 'বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো' গল্পটি নীচের কোন মূল গল্পের অনুবাদ -
(ক) নিঃসঙ্গতা
(খ) গ্রামেও চোর শহরেও চোর
(গ) চিলিতে গোপনে
(ঘ) এই শহরে কোনো চোর নেই
উত্তর : (ঘ) এই শহরে কোনো চোর নেই। 

2. 'বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো' গল্পটি কি ধরনের গল্প - 
(ক) জাদুবাস্তবতার গল্প 
(খ) রহস্যমূলক গল্প 
(গ) ভূতপ্রেতের গল্প
(ঘ) প্রেমমূলক গল্প
উত্তর : (ক) জাদুবাস্তবতার গল্প। 

3. 'বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো' গল্পটি তরজমা করেন বাংলায় – 
(খ) মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
(গ) শিশিরকুমার দাস
(ঘ) প্রেমেন্দ্র মিত্র
উত্তর : (খ) মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়।  

4. এলিসেন্দা ও পেলাই ও প্রচুর কাঁকড়া মেরেছিল -
(ক) বৃষ্টির শেষ দিন
(খ) বৃষ্টির শুরুর দিন
(গ) সোমবার
(ঘ) বৃষ্টির তৃতীয় দিন
উত্তর : (ঘ) বৃষ্টির তৃতীয় দিন। 
 
5. পেলাইভর নবজাত শিশুটি প্রচুর কষ্ট পেয়েছিল - 
(ক) জ্বরে
(খ) মাথা ব্যাথায়
(গ) কান ব্যাথায়
(ঘ) পা ব্যাথায় 
উত্তর : (ক) জ্বরে। 

6. "সেই দুঃস্বপ্ন দেখে আঁতকে উঠে "- দুঃস্বপ্নটি ছিল -
(ক)  বিশাল ডানাওয়ালা পাখিকে দেখা
(খ) বিশাল ডানাওয়ালা এক পুরপুরেকে বুড়োকে দেখা
(গ) শিশুটির কষ্ট দেখা
(ঘ) কাঁকড়াগুলোকে দেখা
উত্তর : (খ) বিশাল ডানাওয়ালা এক পুরপুরেকে বুড়োকে দেখা। 

7. 'বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো' গল্পে বুড়োর পরনের পোশাক ছিল - 
(ক) বাজার মতো
(খ)  মন্ত্রীর মতো
(গ) ভিক্ষুকের মতো,
(ঘ) ন্যাকড়াকুড়ুনির মতো
উত্তর : (ঘ) ন্যাকড়াকুড়ুনির মতো। 

8. "পড়োশিনি তাদের বললে"- পড়োশিনি বলেছিলেন - 
(ক) এ একজন সাধু
(খ) এ একজন দেবতা
(গ) এ একজন দেবদূত
(ঘ) এ একজন রাজা
উত্তর : (গ) এ একজন দেবদূত। 

9. বৃদ্ধ ডানাওয়ালা মানুষটিকে পেলাইও বন্দি করে রাখল -
(ক) হাঁসের খাঁচায়
(খ) বাড়ির মধ্যে
(গ) মুরগির খাঁচায়
(ঘ) গোয়ালঘরের মধ্যে
উত্তর : (গ) মুরগির খাঁচায়। 

10.পাদ্রে গোনসাগা যাজক হবার পূর্বে নীচের কে ছিলেন - 
(ক) কাঠুরে 
(খ)  নাপিত 
(গ) সাধু
(ঘ) ব্যবসায়ী 
উত্তর : (ক) কাঠুরে। 

বি.দ্র:- নীচে দেওয়া সাজেশন বইগুলিতে খুব সুন্দরভাবে প্রতিটি বিষয়ের MCQ প্রশ্নগুলির উত্তরসহ আলোচনা করা হয়েছে। বিস্তারিত জানতে বইগুলির উপরে ক্লিক করো।
class 11 semester 1 suggestion e-book

'বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো' প্রশ্ন উত্তর

11. "ভিনদেশি জাহাজের নিঃসঙ্গ ভরাডুবি নাবিক'- একথা কারা ভেবেছিল? -
(ক) গোনসাগা ও পড়োশিনি
(খ)  তীর্থযাত্রীরা
(গ) পেলাইও এবং এলিসেন্দা
(ঘ) উপরের সব ভুল
উত্তর : (গ) পেলাইও এবং এলিসেন্দা। 

12. ডানাওয়ালা বুড়োর চোখ ছিল কেমন ? - 
(ক) প্রত্নপ্রাচীন 
(খ) গোল
(গ) তীক্ষ্ণদৃষ্টি
(ঘ) স্বচ্ছ
উত্তর : (ক) প্রত্নপ্রাচীন। 

13. "সারা জগতের পুরপিতা নাম দেওয়া উচিত" - এই বক্তব্য করেছে -
(ক) বুদ্ধিমানলোকগুলি
(খ) সবচেয়ে সহজ সরল লোকগুলি
(গ) তীর্থযাত্রীগুলি
(ঘ) গ্রামের লোকগুলি 
উত্তর : (খ) সবচেয়ে সহজ সরল লোকগুলি। 

14. পাদ্রে গোনসাগা খুরপুরে বুড়ো লোকটিকে সুপ্রভাত জানিয়েছিল -
(ক) লাতিন ভাষায়  
(খ) বাংলা ভাষায়, 
(গ) হিন্দি ভাষায়, 
(ঘ) ফরাসি ভাষায়। 
উত্তর : (ক) লাতিন ভাষায়। 

15. দেবদূতকে তার প্রিয় খাদ্য ন্যাপথালিন খাওয়ানোর বিধান দিয়েছিল -
(ক) দেবদূত
(খ) পোনসাগা
(গ) এলিসেন্দা
(ঘ) পড়োশিনি
উত্তর : (ঘ) পড়োশিনি। 

• Fill in The Blanks: (শূন্যস্থান পূরণ) 
16. সে যে _____ ছাড়া আর কিছুই খায় না।'
(ক) ফল, 
(খ) বেগুন ভর্তা 
(গ) আলু ভর্তা 
(ঘ) সবজি,
উত্তর : (খ) বেগুন ভর্তা  

17. ডানাওয়ালা বুড়ো লোকটা খায় -
(ক) ফল, 
(খ) বেগুনভর্তা 
(গ) আলুভর্তা 
(ঘ) সবজি,
উত্তর : (খ) বেগুনভর্তা 

• True and False Type Questions: (সত্য-মিথ্যাধর্মী প্রশ্ন) 
18. (ⅰ) 'বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো' গল্পটির অনুবাদক ছিলেন লেখক শঙ্খ ঘোষ, (ⅱ) পেলাইত্তর নবজাত শিশুটি কষ্ট পেয়েছে প্রবল জ্বরে, (ⅲ) 'বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো' গল্পটি প্রেমমূলক গল্প, (iv) পেলাইও দুপুরবেলায় প্রথম দেবদূতকে দেখেছিল। 
বিকল্পসমূহ: 
(ক) (i) সত্য,(ii) সত্য, (iii) মিথ্যা, (iv) মিথ্যা
(খ) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) মিথ্যা
(গ) (ⅰ) মিথ্যা (ⅱ) সত্য (ⅱ) মিথ্যা (iv) সত্য
(ঘ) (i)সত্য (ii) সত্য, (iii) সত্য, (iv) সত্য
উত্তর : (গ) (ⅰ) মিথ্যা (ⅱ) সত্য (ⅱ) মিথ্যা (iv) সত্য 

• Fill in The Blanks: (শূন্যস্থান পূরণ) 
19. কিন্তু _________ থেকে আসা চিঠিতে কোনো তাড়াই দেখা গেল না।'
(ক) রোম 
(খ) ভারত
(গ) ইংল্যান্ড
(ঘ) গ্রিক
উত্তর : (ক) রোম 

20. দেবদূতকে পেলাইও ছুড়ে দিয়েছিল একটি - 
(ক) চাদর
(খ) গামছা
(গ) ছাতা
(ঘ) কম্বল
উত্তর : (ঘ) কম্বল 

21. পেলাইও-এর স্ত্রীর নাম ছিল - 
(ক) এলিসেন্দা
(খ) এলিজা
(গ) ফারদা
(ঘ) এলিসা।
উত্তর : (ক) এলিসেন্দা 

22. দেবদূতকে প্রথম দেখেছিল - 
(ক) পড়োশিনি
(খ) পেলাইও
(গ) এলিসেন্দা
(ঘ) তীর্থযাত্রীরা।
উত্তর : (খ) পেলাইও 

23. পেলাইও দেবদূতকে দেখে ছিল - 
(ক) দুপুরবেলা 
(খ) সন্ধ্যাবেলা
(গ) বিকেলবেলা
(ঘ)  রাত্রিবেলা
উত্তর : (ক) দুপুরবেলা 

----------------------------------------
----------------------------------------

24. এলিসেন্দা দেবদূতকে দেখার জন্য দর্শনী ধার্য করেছিল -
(ক) দশ সেন্ট 
(খ) চার সেন্ট 
(গ) মোট পাঁচ 
(ঘ) পাঁচ সেন্ট
উত্তর : (ঘ) পাঁচ সেন্ট 

25. কুষ্ঠরোগীর যা থেকে গজিয়েছিল যে ফুল তা হল -
(ক) গোলাপ ফুল
(খ) জবা ফুল
(গ) সূর্যমুখী ফুল
(ঘ) জুঁই ফুল
উত্তর : (গ) সূর্যমুখী ফুল 

26. থুরথুরে বুড়োর একমাত্র অতিপ্রাকৃত শক্তি হল -
(ক) ধৈর্য
(খ) বিশ্বাস
(গ) মন্ত্র
(ঘ) সাহস
উত্তর : (ক) ধৈর্য 
 
27. দেবদূত ও নবজাত শিশুটি যে রোগে আক্রান্ত হয়েছিল তা হল -
(ক) জ্বরে
(খ) জলবসন্তে
(গ) কলেরায় 
(ঘ) জন্ডিসে
উত্তর : (খ) জলবসন্তে 

28. এলিসেন্দা কোন পোশাক কিনেছিল - 
(ক) কমলা রঙের 
(খ) লাল রঙের
(গ) রামধনু রঙের
(ঘ) নীল রঙের।
উত্তর : (গ) রামধনু রঙের 

29. ওরা ভেবেছিল জ্বরটা হয়েছে এই পচা বদ গন্ধটার দরুন" - ওরা হল 
(ক) তীর্থযাত্রীরা 
(খ) গ্রামবাসীরা 
(গ) পেলাইও ও এলিসেন্দা 
(ঘ) গোনসাগা ও পড়োশিনি
উত্তর : (গ) পেলাইও ও এলিসেন্দা 

30. "সে খুবই সজাগ ছিল "- এখানে সজাগ ছিল -
(ক) দেবদূত
(খ) এলিসেন্দা 
(গ) নবজাত শিশু
(ঘ) গেনসাগা
উত্তর : (ক) দেবদূত 

শেষ কথা : একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার সাজেশন বইগুলি মাত্র কয়েক টাকার বিনিময়ে PDF আকারে পেয়ে যাবে। সাজেশন বইগুলিতে বাংলা বিষয়ের অনেকগুলি গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর রয়েছে। আশা করছি আমাদের এই পরিশ্রম আপনাদের কাজে লাগবে।

SOCIAL MEDIA FOLLOW
Whatsapp Group              Click Here
Telegram             Click Here

• Comment করো :
(contact-form)
শুভেচ্ছা সহ,
WB Semester Team

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

WB Semester Ads-2

WB Semester Ads-3