Type Here to Get Search Results !

এই ব্লগটি সন্ধান করুন

html body submit korechi WB Semester Ads-1

বিড়াল - প্রবন্ধের প্রশ্ন উত্তর | বিড়াল প্রবন্ধের MCQ প্রশ্ন উত্তর | Biral Probondho MCQ

বিড়াল প্রবন্ধের MCQ প্রশ্ন উত্তর

ভূ(caps)মিকা : একাদশ শ্রেণির প্রথম সেমিষ্টার বাংলা বিষয়ে একটি মাত্র প্রবন্ধ পড়তে হবে তা হল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা 'বিড়াল' প্রবন্ধ। এই 'বিড়াল' প্রবন্ধ থেকে পরীক্ষায় 40 নম্বরের মধ্যে 5 টি MCQ প্রশ্ন আসবে। আমি তোমাদের সুবিধার জন্য 'বিড়াল' প্রবন্ধ থেকে কিছু খুব গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও উত্তর বলে দিলাম। তবে আমাদের WB Semester Team প্রকাশিত সাজেশন E-BOOK গুলিতে বিড়াল প্রবন্ধের আরো অনেকগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেওয়া আছে।

বিড়াল প্রবন্ধের MCQ প্রশ্ন উত্তর

Biral Probondho Question Answer

1. 'বিড়াল' প্রবন্ধটি উৎস হল –
(ক) কমলাকান্তের দপ্তর
(খ) সাম্য
(গ) লোকরহস্য
(ঘ) বিবিধ প্রবন্ধ
উত্তর : (ক) কমলাকান্তের দপ্তর 

2. বিড়ালের' ম্যাও' স্বর মধুর হয়ে ওঠে কখন - 
(ক) সন্ধ্যার সময়
(খ) নির্জল দুগ্ধ পানের পর
(গ) নির্জন সন্ধ্যার সময়
(ঘ) কমলাকান্তের সাথে আলাপচারিতার সময়
উত্তর : (খ) নির্জল দুগ্ধ পানের পর 

3. বিড়াল প্রবন্ধে কোন গোয়ালিনীর নাম রয়েছে - 
(ক) প্রসন্ন 
(খ) বিড়াল
(গ) দূর্গা
(ঘ) রমা
উত্তর : (ক) প্রসন্ন 

4.তবে চিরাগত একটি প্রথা আছে।'- তা নীচের কোন প্রথাটি -
(ক) গরীব সর্বদা পরিশ্রম
(খ) ধনীরা কূপন হয়
(গ) বিড়াল দুধ খেলে তাকে তাড়াতে হয়
(ঘ) কানু বিনে গীত নাই
উত্তর : (গ) বিড়াল দুধ খেলে তাকে তাড়াতে হয় 

True and False Type Questions: (সত্য-মিথ্যাধর্মী প্রশ্ন) 
5। (i) চিরাগত একটি প্রথা আছে যে, বিড়ালে দুধ খাইয়া গেলে, তাহাকে তাড়াইয়া মারিতে যাইতে হয়। (ii) অনেক অনুসন্ধানে একটি ঠেঙা লাঠি আবিষ্কৃত করিয়া সগর্বে মার্জারী প্রতি ধাবমান হইলাম। (iii) কী জানি, এই মার্জারী যদি স্বজাতিমণ্ডলে কমলাকান্তকে সুপুরুষ বলিয়া উপহাস করে? (iv) দুধ পাঙ্গুলীর, দুহিয়াছে প্রসন্ন। 
বিকল্পসমূহ: 
(ক) (i) সত্য,(ii) সত্য, (iii) মিথ্যা, (iv) মিথ্যা
(খ) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) মিথ্যা
(গ) (i) সত্য (ii) মিথ্যা (iii) মিথ্যা (iv),  মিথ্যা
(ঘ) (i)সত্য (ii) সত্য, (iii) সত্য, (iv) সত্য
উত্তর : (গ) (i) সত্য (ii) মিথ্যা (iii) মিথ্যা (iv),  মিথ্যা

6. 'পরোপকারই পরম ধর্ম।'- বক্তা হলেন - 
(ক) কমলাকান্ত 
(খ) প্রশান্ত
(গ) মার্জার
(ঘ) মঙ্গলা
উত্তর : (ক) কমলাকান্ত  

7. মনুষ্যজাতির রোগ কী?- মনুষ্যজাতির রোগটি হল -
(ক) জনগনকে সাহায্য করা
(খ) অপরের সুখে নিজের ব্যাথা
(গ) তেলা মাথায় তেল দেওয়া
(ঘ) দোষীকে নির্দোষ করা।
উত্তর : (গ) তেলা মাথায় তেল দেওয়া 

8. 'বিড়াল' প্রবন্ধের কোন্ ঐতিহাসিক চরিত্রের কথা উল্লেখ আছে –
(ক) অশোক সম্রাট
(খ) নেপোলিয়ন বোনাপার্ট
(গ) আলেকজান্ডার
(ঘ) যোশোফ
উত্তর : (খ) নেপোলিয়ন বোনাপার্ট 

9. 'বিড়াল' প্রবন্ধে মঙ্গলা হল একটি -
(ক) পোষা কুকুর
(খ) পোষা গরু
(গ) বিড়াল
(ঘ) দুগ্ধবতী গাভী
উত্তর : (ঘ) দুগ্ধবতী গাভী 

10. 'অপরিমিত লোভ ভালো নহে।'- একথা বলেছেন -
(ক) কমলাকান্ত
(খ) নেপোলিয়ন
(গ) মার্জার 
(ঘ) বিড়াল
উত্তর : (গ) মার্জার 

11. 'লাঙ্গুল 'শব্দের অর্থ হল - 
(ক) লেজ
(খ) তালু, 
(গ) মাথা 
(ঘ) মুখ
উত্তর : (ক) লেজ 

• Fill in The Blanks: (শূন্যস্থান পূরণ) 
12. "হুঁকা হাতে _________ লোচনে আমি ভাবিতেছিলাম" -
(ক) উদ্দাম 
(খ) নিমীলিত 
(গ) গম্ভীর 
(ঘ) চঞ্চল
উত্তর : (খ) নিমীলিত 

বি.দ্র :- নীচে দেওয়া সাজেশন বইগুলিতে খুব সুন্দরভাবে প্রতিটি বিষয়ের MCQ প্রশ্নগুলির উত্তরসহ আলোচনা করা হয়েছে।
class 11 2nd semester suggestion e-book


13. 'বিড়াল' প্রবন্ধের বিড়ালের কথাগুলি ছিল -
(ক) অ্যান্টিসোশিয়ালিস্টিক
(খ) ক্যাপিটালিস্টিক
(গ) মেটিরিয়ালিস্টিক
(ঘ) সোশিয়ালিস্টিক
উত্তর : (ঘ) সোশিয়ালিস্টিক 

14. 'মার্জারী' ছিল কমলাকান্তের বিবেচনানুযায়ী - 
(ক) রাজনীতিবিদ 
(খ) বক্তা 
(গ) মনোযোগী
(ঘ) সুতার্কিক
উত্তর : (ঘ) সুতার্কিক 

15. চোরের দন্ড আছে, ____ কি দন্ত নাই?"
(ক) সহায়তার
(খ) সদস্তার
(গ) নির্দয়তার
(ঘ) সাধারণ মানুষের
উত্তর : (গ) নির্দয়তার 

16. 'বিড়াল' প্রবন্ধে বিড়াল কীসের প্রতীক ছিলেন? - 
(ক) ধনীদের প্রতীক, 
(খ) পশুদের প্রতীক, 
(গ) দরিদ্র অসহায় মানুষের প্রতীক
(ঘ) জনগণের প্রতীক।
উত্তর : (গ) দরিদ্র অসহায় মানুষের প্রতীক 

• Assertion-Reasoning Type Questions: (বিবৃতি-কারণধর্মী প্রশ্ন)
17. বিবৃতি (A): তেলা মাথায় তেল দেওয়া মনুষ্যজাতির রোগ। 
কারণ (R): এই বক্তব্যে শ্রেণি বৈষম্য সূচিত হয়েছে। 
বিকল্পসমূহ: 
(ক)(A) সঠিক কিন্তু (R) যথার্থ নয়
(খ) (A) ও (R) উভয়ই ঠিক কিন্তু (R), (A)-এর সঠিক কারণ নয়, 
(গ) (A) ও (R) উভয়ই ঠিক এবং (R), (A)-এর সঠিক কারণ
(ঘ) (A) ও (R) উভয়ই সঠিক এবং পরস্পর বিরোধী। 
উত্তর : (গ) (A) ও (R) উভয়ই ঠিক এবং (R), (A)-এর সঠিক কারণ 

18. কমলাকান্তের আনন্দ হল, কারণ - 
(ক) বিড়াল মারা গেল
(খ) বিড়াল ধনী হল
(গ) আফিম পাওয়া গেল
(ঘ) পতিত আত্মা ধর্মপথে এল। 
উত্তর : (ঘ) পতিত আত্মা ধর্মপথে এল। 

19. কমলাকান্ত দূরদর্শী ছিলেন, কারণ - 
(ক) কমলাকান্ত চোর, 
(খ) কমলাকান্ত সাধু 
(গ) কমলাকান্ত আফিমখোর
(ঘ) কমলাকান্ত বুদ্ধিমান
উত্তর : (গ) কমলাকান্ত আফিমখোর 

20. "দেখো, শয্যাশায়ী মনুষ্য! ধর্ম কী?"- ধর্ম এখানে হল - 
(ক) গঙ্গায় স্নান করা
(খ) গীতা পাঠ করা
(গ) পরোপকার করা
(ঘ) বিচার করা। 
উত্তর : (গ) পরোপকার করা 

• Rearrangement of Sentences / Events: (বাক্য/ঘটনার ক্রম নির্ণয়) 
21. (i) চোর দোষী বটে, কিন্তু কৃপণ ধনী তদপেক্ষা শতগুণে দোষী। (ii) যাঁহারা বড়ো বড়ো সাধু। চোরের নামে শিহরিয়া উঠেন। তাঁহারা অনেকে চোর অপেক্ষাও অধার্মিক। (iii) অধর্ম চোরের নহে চোরে যে চুরি করে, সে অধর্ম কৃপণ ধনীর। (iv) আমি কী সাধ করিয়া চুরি করিয়াছি? চোর হইয়াছি? 
বিকল্পসমূহ: 
(ক) (i), (ii), (iv), (iii)
(খ) (ii), (iv), (i), (iii)
(গ) (iv), (ii), (iii), (i)
(ঘ) (i), (iii),  (ii), (iv)
উত্তর : (গ) (iv), (ii), (iii), (i),

বিড়াল-প্রবন্ধের প্রশ্ন উত্তর | বিড়াল প্রবন্ধের MCQ প্রশ্ন উত্তর | Biral Probondho MCQ

22. ওয়াটার্লুর যুদ্ধ হয়েছিল - 
(ক) ১৮১০ খ্রিস্টাব্দে
(খ) ১৭৭০ খ্রিস্টাব্দে
(গ) ১৮৭৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮১৫ খ্রিস্টাব্দে
উত্তর : (ঘ) ১৮১৫ খ্রিস্টাব্দে 

23. তোমাদের ক্ষুৎপিপাসা আছে - আমাদের কি নাই?"- একথা বলেছেন – 
(ক) বিড়াল
(খ) মার্জার 
(গ) শৃগাল
(ঘ) কমলাকান্ত 
উত্তর : (ক) বিড়াল 

24. 'বিড়াল' প্রবন্ধে বিড়ালের গাত্রবর্ণ ছিল -
(ক) নীল
(খ) কৃষ্ণ
(গ) লাল
(ঘ) শ্বেত।
উত্তর : (খ) কৃষ্ণ 

• Assertion-Reasoning Type Questions: (বিবৃতি-কারণধর্মী প্রশ্ন)
25. বিবৃতি (A): বিড়ালের দুগ্ধপানে কমলাকান্ত রাগ করিতে পারে না। 
কারণ (R): দুধ কমলাকান্তের বাপেরও নয়। দুধ মঙ্গলার, দুহিয়াছে প্রসন্ন। 
বিকল্পসমূহ: 
(ক) (A) ও (R) উভয়ই সঠিক এবং পরস্পর বিরোধী। 
(খ) (A) ও (R) উভয়ই ঠিক কিন্তু (R), (A)-এর সঠিক কারণ নয়, 
(গ) (A) সঠিক কিন্তু (R) যথার্থ নয়, 
(ঘ) (A) ও (R) উভয়ই ঠিক এবং (R), (A)-এর সঠিক কারণ
উত্তর : (ঘ) (A) ও (R) উভয়ই ঠিক এবং (R), (A)-এর সঠিক কারণ 

26. নীচের কোন্ খেলার নাম উল্লেখ আছে বিড়াল প্রবন্ধে -
(ক) কাবাডী
(খ) চোর-পুলিশ খেলা
(গ) ক্রিকেট 
(ঘ) সতরঞ্ঝ খেলা
উত্তর : (ঘ) সতরঞ্ঝ খেলা 

27. বিড়াল কমলাকান্তকে উপবাস করতে বলেছে -
(ক) তিন দিবস
(খ) চার দিবস
(গ) দুই দিবস
(ঘ) দশ দিবস
উত্তর : (ক) তিন দিবস 

28. "তাহার ভিতরে একটু ব্যঙ্গ ছিল"- ব্যঙ্গ ছিল কীসের ভেতর? – 
(ক) ধনী মানুষের হাসির মধ্যে
(খ)  কমলাকান্ডের কান্নার মধ্যে
(গ) বিড়ালের 'ম্যাও'-এর মধ্যে
(ঘ) প্রসন্নর হাসিতে।
উত্তর : (গ) বিড়ালের 'ম্যাও'-এর মধ্যে 

29. 'বিড়াল' প্রবন্ধে কোন্ যুদ্ধের কথা উল্লেখ আছে -
(ক) পলাশির যুদ্ধ
(খ) প্রথম বিশ্বযুদ্ধ
(গ) ওয়াটার্লু যুদ্ধ
(ঘ) নৌযুদ্ধ
উত্তর : (গ) ওয়াটার্লু যুদ্ধ 

30. তোমাদের ক্ষুৎপিপাসা আছে- আমাদের কি নাই?"- একথা বলেছেন - 
(ক) বিড়াল
(খ) মার্জার
(গ) প্রসন্ন
(ঘ) কমলাকান্ত
উত্তর : (ক) বিড়াল 

31. কমলাকান্ত দিব্যকর্ণ লাভ করে নীচের কার সাথে কথা বলেছিলেন -↓
(ক) বিড়াল
(খ) মার্জার
(গ) প্রসন্ন
(ঘ) কমলাকান্ত
উত্তর : (খ) মার্জার 


শেষ কথা : 'বিড়াল' প্রবন্ধের আরো অনেকগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পেতে হলে আমাদের সাজেশন বইগুলি নিতে হবে। মাত্র কয়েক টাকার বিনিময়ে PDF আকারে বইগুলি পেয়ে যাবে। আশা করছি আমাদের এই পরিশ্রম আপনাদের কাজে লাগবে।

SOCIAL MEDIA FOLLOW
Whatsapp Group              Click Here
Telegram             Click Here

• Comment করো :
(contact-form)
শুভেচ্ছা সহ,
WB Semester Team

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

WB Semester Ads-2

WB Semester Ads-3