Type Here to Get Search Results !

এই ব্লগটি সন্ধান করুন

html body submit korechi WB Semester Ads-1

ক্লাস 11 প্রথম সেমিস্টার ইতিহাস প্রশ্নপত্র 2024 | WBCHSE Class 11 History Question Paper 2024 pdf

একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার ইতিহাস প্রশ্নপত্র 2024

• ভূমিকা : একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার ইতিহাস প্রশ্নপত্র ২০২৪। আজকের এই প্রতিবেদনে আগের বছরের অর্থাৎ ২০২৪ সালের Burda High School  একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার ইতিহাস প্রশ্নপত্রের উত্তর সহ আলোচনা করেছি।

WBCHSE Class 11 History Question Paper 2024 pdf

ক্লাস 11 প্রথম সেমিস্টার ইতিহাস প্রশ্নপত্র 2024 | WBCHSE Class 11 History Question Paper 2024 pdf

BURDA HIGH SCHOOL (H.S.)
1st Semester Examination-2024
Class : 11   Subject History      Time- 1H. 15 minutes
F.M. - 40                              1×40-40

• সঠিক উত্তরটি নির্বাচন করো:- (বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলী)
1. প্রাগৈতিহাসিক যুগের ইতিহাসের প্রধান উপাদান হল -
(a) ধর্মগ্রন্থ 
(b) জীবাশ্ম 
(c) মুদ্রা  
(d) লিপি
উত্তর : (b) জীবাশ্ম

2. জেন্দ আবেস্তা হল একটি -
(a) প্রাচীন পারসিক ধর্মগ্রন্থ
(b) প্রাচীন মিসরীয় ধর্মগ্রন্থ
(c) প্রাচীন চৈনিক ধর্মগ্রন্থ
(d) প্রাচীন রোমান ধর্মগ্রন্থ।
উত্তর : (a) প্রাচীন পারসিক ধর্মগ্রন্থ

3. 1200 খ্রিস্টপূর্বাব্দে হিট্রাইটরা প্রথম লোহা আবিষ্কার করেছিলেন। যখন লোহা আবিষ্কার হয় তখন ভারতে কোন সভ্যতা বিরাজমান ছিল ?
(a) মেহেরগড় সভ্যতা
(b) সিন্ধু সভ্যতা
(c) বৈদিক সভ্যতা,
(d) মায়া সভ্যতা।
উত্তর : (c) বৈদিক সভ্যতা,

4. ভারতে প্রথম স্বর্ণমুদ্রার প্রচলন করেন -
(a) চন্দ্রগুপ্ত মৌর্য 
(b) বিম কদফিসেস 
(c) হবিষ্ক 
(d) মায়োস
উত্তর : (b) বিম কদফিসেস

5. নীচে দুটি বক্তব্য রয়েছে, এদের একটি বিবৃতি (A) এবং অন্যটি কারণ (R) দেওয়া হয়েছে। বক্তব্য দুটি পড়ে সঠিক উত্তরটি নির্বাচন করো।
বিবৃতি (A) : দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি 'শকারি'।
কারণ (R) : তাঁর মুদ্রায় দেবী লক্ষ্মীর মূর্তি উৎকীর্ণ আছে।
বিকল্প সমূহ : 
(a) A ও R দুটিই ঠিক
(b) R ভুল কিন্তু A সঠিক
(b) A ও R দুটিই ঠিক 
(d) A ও R দুটিই ভুল
উত্তর : (b) R ভুল কিন্তু A সঠিক

6. মধ্যপ্রস্তর যুগের গুহাচিত্র পাওয়া গেছে - 
(a) ডীমবেটকা (ii) আলতামিরা (iii) ওজুভাই (iv) দামিনিস।
বিকল্প সমূহ -
(a) iii, iv ভুল এবং i, ii ঠিক
(b) i, iii ঠিক এবং ii, iv ভুল।
(c) iii, iv ঠিক এবং ii ভুল।
(d), ii, iii ঠিক এবং i, iv ভুল।
উত্তর : এই প্রশ্নের উত্তরটি তোমরা নিজেরা Comment করে জানাও। 

7. সিন্ধু সভ্যতার সামুদ্রিক বন্দরটি অবস্থিত ছিল -
(a) ওজরাটে 
(b) উত্তরপ্রদেশে
(c) মধ্যপ্রদেশে 
(d) পাঞ্জাবে।
উত্তর : (a) ওজরাটে

৪. দুটি স্তম্ভ মিলিয়ে বিকল্প উত্তর নির্বাচন করো:-
        A স্তম্ভ                                    B স্তম্ভ 
1. স্যার হেনরি রোলিনসন      a) ব্রাম্ভীলিপির পাঠোদ্ধার
2. শাঁ পোলিযে                     b) সিন্ধুলিপি
3. জেমস প্রিন্সেপ                 c) সুমেরীয় লিপির পাঠোদ্ধার
4. অস্কো পারপোলা              d) হায়ারোগ্লিফিক লিপি পাঠোদ্ধার।
সঠিক কম্বিনেশনটি নির্বাচন করো।
(a) 1-b, 2-d, 3-c, 4-a 
(b) 1-c, 2-d, 3-a, 4-b
(c) 1-c, 2-a, 3-b, 4-d
(d) 1-a, 2-b, 3-d, 4-c
উত্তর : (b) 1-c, 2-d, 3-a, 4-b ✓ 

9. বিবৃতি (1): ভারতে হিন্দুদের মধ্যে কালচেতনার যথেষ্টই অভাব ছিল।
বিবৃতি (II): হিন্দুরা মনে করত যে, ইহজগৎ হল ক্ষণস্থায়ী। তারা যাবতীয় ইহজাগতিক ঘটনাবলিকে ঘৃণার চোখে দেখত।
উপরিউক্ত বিবৃতি দুটির সাপেক্ষে নিম্নলিখিত বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো:
(a)  বিবৃতি (II) হল বিবৃতি (1)-এর বিরোধী
(b)  বিবৃতি (II) হল বিবৃতি (I)-এর কারণ
(c) বিবৃতি (1) সত্য কিন্তু বিবৃতি (II) মিথ্যা
(d) বিবৃতি (1) এবং বিবৃতি (II)-একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা।
উত্তর : (b)  বিবৃতি (II) হল বিবৃতি (I)-এর কারণ ✓ 

10. জাতি ও ধর্মের ভিত্তিতে প্রথম ভারত ইতিহাসের যুগকে। বিভাজন করেছিলেন যে ঐতিহাসিক -
(a) জেমস মিল
(b)  স্মিথ
(c) বেত্থাম
(d) মার্টিমার হুইলার।
উত্তর : (a) জেমস মিল ✓ 

class 11 history question paper 2024, একাদশ শ্রেণির ইতিহাস প্রথম সেমিস্টার

11. রোমান সাম্রাজ্যের প্রাণকেন্দ্র বলা হয় -
(a) প্রশান্ত মহাসাগরকে
(b) ভারত মহাসাগরকে
(c) আটলান্টিক মহাসাগরকে
(d) ভূমধ্যসাগরকে।
 উত্তর : (d) ভূমধ্যসাগরকে। ✓ 

12. রোমান সাম্রাজ্যের দক্ষিণ সীমান্তে ছিল -
(a) গোবি মরুভূমি
(b) থর মরুভূমি
(c) সাহারা মরুভূমি
(d) তাকলামাকান মরুভূমি।
উত্তর : (c) সাহারা মরুভূমি ✓ 

13. রোমান ও ইরানীয় সাম্রাজ্য বিভাজিত হয়েছিল যার দ্বারা তা ছিল -
(a) ইউফ্রেটিস নদী
(b) রাইন নদী
(c) টাইগ্রিস নদী
(d) দানিয়ুব নদী।
উত্তর : (a) ইউফ্রেটিস নদী

14. রোমানদের সময়ে প্রজাতন্ত্রের প্রকৃত ক্ষমতা নিয়ন্ত্রণ করত -
(a) সিনেট
(b) সমিতি
(c) অভিজাত পর্ষদ
(d) পার্লামেন্ট।
উত্তর : (a) সিনেট

15. সিনেটের সদস্যপদের সময়সীমা ছিল ___________ 
(a) পাঁচ বছর
(b) দশ বছর
(c) কুড়ি বছর 
(d) আজীবন।
উত্তর : (d) আজীবন।

16. বিবৃতি (A): মিলিত পশ্চিম ও পূর্ব রোমের শেষ শাসক ছিলেন থিওডোসিয়াস।
কারণ (R): থিওডোসিয়াসের মৃত্যুর পর পূর্ব রোমের সার্বভৌম শাসক ছিলেন অনোরিয়াস।
নীচের কোন্ বিকল্পটিকে প্রদত্ত বিবৃতি (A) ও কারণটি (R) সঠিকভাবে ব্যাখ্যা করে ?
(a) A ও R উভয়ই সঠিক এবং R হল A-এর সঠিক ব্যাখ্যা
(b) A ও R উভয়ই সঠিক কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়
(c) A সঠিক কিন্তু R ভুল
(d) A ভুল কিন্তু R সঠিক
উত্তর : (c) A সঠিক কিন্তু R ভুল ।

17. রোমানদের ও উপমহাদেশীয় সাম্রাজ্যের ঘনিষ্ঠ যোগাযোগের উল্লেখ আছে যে গ্রন্থে তা হল -
(a) সি-ইউ-কি
(b) ইন্ডিকা
(c) ন্যাচারাল হিস্ট্রি
(d) দ্য বার।
উত্তর : (c) ন্যাচারাল হিস্ট্রি

18. 'ন্যাচারাল হিস্ট্রি' গ্রন্থের লেখক হলেন -
(a) মেগাস্থিনিস।
(b) প্লিনি
(c) ডায়োনিসিয়াস
(d) টলেমি
উত্তর : (b) প্লিনি

19. রোমানদের সঙ্গে উপমহাদেশের বাণিজ্যে 'অ্যাম্ফোরা'-এর পরিচয় পাওয়া যায়। অ্যাম্ফোরা হল -
(a) বিশেষ ধরনের ফল
(b) একধরনের চিত্রিত পাত্র
(c) বিশেষ ধরনের সুগন্ধী।
(d) বিশেষ এক প্রকার পানীয়
উত্তর : (b) একধরনের চিত্রিত পাত্র

20. নিম্নলিখিত কোন্ সভ্যতায় ক্রীতদাস প্রথা ব্যাপক আকার ধারণ করেছিল ? 
(a) সিন্ধু সভ্যতায়।
(b) রোমান
(c) মিশরীয়
(d) সুমেরীয়
উত্তর : (b) রোমান 

class 11 history preview year question 2024 bengali, একাদশ শ্রেণির ইতিহাস প্রথম সেমিস্টার

21. জন্মসূত্রে রোমান সাম্রাজ্যের ক্রীতদাসদের বলা হত -
(a) ম্যানর
(b) ভার্নি
(c) নাইট
(d) সার্ফ।
উত্তর : (b) ভার্নি

22. গ্রিসে প্রথম দাসবাজার গড়ে ওঠে -
(a) কিওসে
(b) এথেন্সে
(c) ইডিনোতে।
(d) ডেলোসে
উত্তর : (a) কিওসে

23. হিংস্র পশুদের সঙ্গে দাসদের লড়াই যা 'গ্ল্যাডিয়েটরের' লড়াই নামে পরিচিত ছিল, তা ছিল -
(a) ক্রীতদাসদের সাহসিকতার বহিঃপ্রকাশ
(b) ক্রীতদাসদের মুক্তির মাধ্যম
(c) ক্রীতদাসদের শাস্তি হ্রাসের মাধ্যম।
(d) দর্শকদের বিনোদনের মাধ্যম
উত্তর : (d) দর্শকদের বিনোদনের মাধ্যম

24. 'সলিডাস' হল -
(a) তাম্র মুদ্রা
(b) স্বর্ণ মুদ্রা
(c) সীসার তৈরি মুদ্রা।
(d) রৌপ্য মুদ্রা
উত্তর : (b) স্বর্ণ মুদ্রা

25. মুক্তিপ্রাপ্ত ক্রীতদাসদের বলা হত -
(a) ম্যানুমিসিও
(b) লিবারটাস 
(c) ভার্নি 
(d) নাইটস।
উত্তর : (b) লিবারটাস 

26. প্রাচীন গ্রিসের নগররাষ্ট্রগুলিকে 'A Perfect Community' বলে অভিহিত করেছেন -
(a) হোমার
(b) ভিক্টর এরনবার্গ
(c) প্লেটো।
(d) অ্যারিস্টটল
উত্তর : (d) অ্যারিস্টটল

27. স্পার্টার সংবিধান সংক্রান্ত সঠিক বিকল্পটি হল -
(I) স্পার্টার সংবিধান - দুজন রাজা, গেরুসিয়া, হেলট, ইফরেট 
(II) স্পার্টার সংবিধান - অ্যাপেলা, গেরুসিয়া, ডেমি, হেলাইয়া
(III) স্পার্টার সংবিধান - দুজন রাজা, গেরুসিয়া, অ্যাপেলা, ইফরেট
(IV) স্পার্টার সংবিধান - দুজন রাজা, ডেমি, অ্যাগোরা, হেলাইয়া
(a)- (III)   (b)- (II)   (c) - (I)   (d)- (IV)
উত্তর : (a)- (III)

28. মহাজনপদগুলির উত্থান হয় -
(a) খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে
(b) খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে
(c) খ্রিস্টপূর্ব পঞ্চম শতকে।
(d) খ্রিস্টপূর্ব সপ্তম শতকে
উত্তর : (b) খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে

29. ষোড়শ মহাজনপদের মধ্যে যেটি দক্ষিণ ভারতে অবস্থিত সেটি হল -
(a) শূরসেন
(b) অস্মক
(c) বৃজি
(d) কম্বোজ
উত্তর : (b) অস্মক

30. ম্যাসিডনীয় সাম্রাজ্যের ধ্বংসস্তূপের ওপর পরবর্তীকালে যে সাম্রাজ্য গড়ে উঠেছিল তা হল -
(a) আক্কাদীয় সাম্রাজ্য
(b) গ্রিক সাম্রাজ্য
(c) ম্যাসিডনীয় সাম্রাজ্য
(d) রোমান সাম্রাজ্য।
উত্তর : (d) রোমান সাম্রাজ্য।

wb class 11 history question paper 2024, ক্লাস 11 প্রথম সেমিস্টার ইতিহাস প্রশ্নপত্র 2024

31. গ্রিক দূত মেগাস্থিনিস মৌর্য যুগে ভারতীয় সমাজে কটি জাতির উল্লেখ করেছেন ?
(a) 7টি
(b) 4টি
(c) 6টি
(d) 5টি
উত্তর : (a) 7টি।

32. চোল শাসনব্যবস্থায় চোলপ্রদেশগুলির নাম ছিল -
(a) কুক্রম
(b) মন্ডলম
(c) কোট্টাম
(d) নাড়ু
উত্তর : (b) মন্ডলম

33. চোল রাজাদের আমলে ভূমিরাজস্বের পরিমাণ ছিল -
(a) 1/3 ভাগ
(b) 1/4 ভাগ
(c) ভাগ
(d) 1/6 ভাগ
উত্তর : (a) 1/3 ভাগ

34. চোল প্রশাসনে বড়ো নিগম বা গিল্ডগুলিকে বলা হত -
(a) নগরম
(b) নাত্তার
(c) মণিগ্রামস 
(d) উর
উত্তর : (c) মণিগ্রামস 

35. চোল সেনাবাহিনীকে বিভক্ত করা হয়েছিল -
(a) 4 ভাগে
(b) 2 ভাগে
(c) 5 ভাগে
(d) 3 ভাগে
উত্তর : (a) 4 ভাগে

36. চোল আমলে বিদ্যালয় পরিচালনার জন্য যে ভূমি ব্যবহৃত হত তার নাম ছিল -
(a)  শালাভোপা
(b) ব্রহ্মদেয়
(c) ভেল্লানভাপাই
(d) দেবদান
উত্তর : (a) শালাভোপা।

37. পশ্চিম রোম সাম্রাজ্যের পতন ঘটে -
(a) 475 খ্রি.
(b) 450 খ্রি.
(c) 476 খ্রি.
(d) 576 খ্রি.
উত্তর : (c) 476 খ্রি.

38. প্রথম কুমারগুপ্তের আমলে মগধের ছটি বৌদ্ধবিহার নিয়ে একটি বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছিল। সমকালীন ভারতে এটিই ছিল বৌদ্ধ ধর্মচর্চা ও শিক্ষার প্রধান কেন্দ্র। বিশ্ববিদ্যালয়টি হল -
(a) মিথিলা।
(b) তক্ষশিলা
(c) নালন্দা
(d) বিক্রমশিলা
উত্তর : (c) নালন্দা

39. 'দি ম্যাগনিফিসেন্ট' নামে কোন্ অটোমান সুলতান পরিচিত ?
(a) সুলতান দ্বিতীয় মহম্মদ।
(b) সুলতান ওসমান
(c) সুলতান সুলেমান
(d) সুলতান সালাদিন
উত্তর : (c) সুলতান সুলেমান

40. 'আইন-ই-আকবরি' ও 'আকবরনামা' গ্রন্থ দুটি রচনা করেন -
(a) আবুল ফজল
(b) বাবর
(c) সরহিন্দ।
(d) গুলবদন বেগম
উত্তর : (a) আবুল ফজল

ক্লাস 11 প্রথম সেমিস্টার ইতিহাস প্রশ্নপত্র 2024 | WBCHSE Class 11 History Question Paper 2024 pdf

•  উপসংহার : 
যারা আমাদের অফলাইন কোচিং সেন্টারে পড়াশোনা করছো, তাদেরকে এইসব প্রশ্নপত্রের Free PDF উত্তরসহ দেওয়া হবে। আমাদের এই লেখাগুলো আপনাদের কাজে লাগলে আমাদের পরিশ্রম সার্থক হবে।

আরো পড়ুন Link
1. সাম্যবাদী কবিতার সেরা 50 টি MCQ প্রশ্ন ও উত্তর          Click Here
2. পুঁইমাচা গল্পের সেরা 40 টি MCQ প্রশ্ন ও উত্তর          Click Here
4. একাদশ শ্রেণির নতুন ইতিহাস সিলেবাস              Click Here
5. একাদশ শ্রেণির নতুন ইংরেজি সিলেবাস           Click Here

• আমাদের সঙ্গে যুক্ত হতে চাইলে Follow করো -
SOCIAL MEDIA FOLLOW
Whatsapp Group              Click Here
Telegram             Click Here
 
• Comment করো :
(contact-form)
শুভেচ্ছা সহ,
WB Semester Team

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

WB Semester Ads-2

WB Semester Ads-3