Type Here to Get Search Results !

এই ব্লগটি সন্ধান করুন

html body submit korechi WB Semester Ads-1

একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান সাজেশন 2025

 একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান সাজেশন 2025

ভূ(caps)মিকা : রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার জন্য একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান সাজেসন বানিয়ে দিয়েছি। আশা করছি, তোমরা জানো একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিষ্টার রাষ্ট্রবিজ্ঞান মোট 40 নম্বরের লিখিত পরীক্ষা হবে। তাই তোমাদের সুবিধার জন্য রাষ্ট্রবিজ্ঞান সিলেবাসের অধ্যায়ভিত্তিক সাজেসন তৈরি করে দিয়েছি। চলো শুরু করি -

একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান সাজেশন

class 11 semester 2 political science suggestion

প্রথম অধ্যায় : রাজনৈতিক তত্ত্বের মৌলিক ধারণাসমূহ

• একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিষ্টার রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায় থেকে মোট 40 নম্বরের মধ্যে 8 নম্বর আসবে। তার মধ্যে 6 নম্বরের একটি প্রশ্ন এবং 2 নম্বরের একটি প্রশ্ন করতে হবে। অর্থাৎ 6+2=8 নম্বর। এই অধ্যায় থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হল -
▶ প্রতিটি প্রশ্নের মান - 6
1। আইন ও স্বাধীনতার সম্পর্ক আলোচনা করো
2।  আইনের সংজ্ঞা দাও। আইনের বৈশিষ্ট্যগুলি লেখ
3। স্বাধীনতা কাকে বলে? স্বাধীনতার বিভিন্ন রূপ বা প্রকারভেদ আলোচনা করো।
4। ন্যায়, স্বাধীনতা ও সাম্যের পারস্পরিক সম্পর্ক আলোচনা করো।
5। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কী বোঝো ?
▶ প্রতিটি প্রশ্নের মান - 2
1। মার্কসবাদীদের মতে আইন বলতে কী বোঝায় ?
2। আন্তর্জাতিক সাম্য কী ?
3। সামাজিক ন্যায় বলতে কী বোঝো ?
4। অর্থনৈতিক সাম্য কাকে বলে ?
5। জাতীয় স্বাধীনতা কাকে বলে ?
class 11 2nd semester political science suggestion | class 11 political science suggestion 2025

দ্বিতীয় অধ্যায় : জাতি ও জাতীয়তাবাদ

• একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিষ্টার রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় থেকে মোট 40 নম্বরের মধ্যে 6 নম্বর আসবে। তার মধ্যে 4 নম্বরের একটি প্রশ্ন এবং 2 নম্বরের একটি প্রশ্ন করতে হবে। অর্থাৎ 4+2=6 নম্বর। এই অধ্যায় থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হল -
▶ প্রতিটি প্রশ্নের মান - 4
1। জাতীয়তাবাদের সপক্ষে মূল যুক্তিগুলি উল্লেখ করো
2। জাতীয় জনসমাজের উপাদানগুলি আলোচনা করো

3। জাতি ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য আলোচনা করো
4। জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারটি ব্যাখ্যা করো।
5। জাতীয়তাবাদের বৈশিষ্ট্যগুলি লেখ
▶ প্রতিটি প্রশ্নের মান - 2
1। জাতি বলতে কী বোঝায় ?
2।  জনসমাজ বলতে কী বোঝো ?
3। জাতীয় জনসমাজ ও জাতির মধ্যে দুটি পার্থক্য লেখ।
4। জাতি ও রাষ্ট্রের মধ্যে দুটি পার্থক্য লেখ
5। জাতীয়তাবাদের জনক কাকে বলে ? এর মূল নীতি কী
6। বিকৃত জাতীয়তাবাদ বলতে কী বোঝো ?
7। জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার নীতির সপক্ষে দুটি যুক্তি লেখ
8। জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার নীতির বিপক্ষে দুটি যুক্তি দাও।
 অথবা, 'এক জাতি এক রাষ্ট্র' নীতির বিপক্ষে দুটি মুক্তি লেখ
class 11 political science suggestion 2025 | political science class 11 suggestion 2025

তৃতীয় অধ্যায় : সরকারের বিভিন্ন রূপ

• একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিষ্টার রাষ্ট্রবিজ্ঞানের তৃতীয় অধ্যায় থেকে মোট 40 নম্বরের মধ্যে 8 নম্বর আসবে। তার মধ্যে 6 নম্বরের একটি প্রশ্ন এবং 2 নম্বরের একটি প্রশ্ন করতে হবে। অর্থাৎ 6+2=8 নম্বর। এই অধ্যায় থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হল -
▶ প্রতিটি প্রশ্নের মান - 6
1। গণতন্ত্র কাকে বলে ? গণতন্ত্রের সুবিধা ও অসুবিধাগুলি ব্যাখ্যা করো।
2। গণতন্ত্র কাকে বলে? এর বিভিন্ন রূপগুলি আলোচনা করো।
3। গণতন্ত্রের বৈশিষ্ট্যগুলি লেখ।
4। কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার অসুবিধা বা ত্রুটিগুলি ব্যাখ্যা করো।
▶ প্রতিটি শব্দের মান - 2
1। গণতন্ত্রের মূল কথা কী ?
2। পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র বলতে কী বোঝো।
3। সর্বগ্রাসীবাদের দুটি মৌলিক বৈশিষ্ট্য উল্লেখ করো।
4। কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার দুটি বৈশিষ্ট্য লেখ।
5। গণতন্ত্রের দুটি গুন লেখো।
6। গণতন্ত্রের সাফল্যে সর্বজনীন শিক্ষার উপর গুরুত্ব আরেপ করেন কে ?
class 11 semester 2 suggestion | একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান সাজেশন 2025

চতুর্থ অধ্যায় : সমকালীন ভারতীয় রাষ্ট্রচিন্তা : অগ্রণী চিন্তাবিদগন

• একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিষ্টার রাষ্ট্রবিজ্ঞানের চতুর্থ অধ্যায় থেকে মোট 40 নম্বরের মধ্যে 6 নম্বর আসবে। 6 নম্বরের একটি প্রশ্ন করতে হবে। অর্থাৎ 6 নম্বর। এই অধ্যায় থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হল -
▶ প্রতিটি প্রশ্নের মান - 6
1। গান্ধিজির রাজনৈতিক দর্শনের মূল সূত্রগুলি আলোচনা করো। 
অথবা, গান্ধির চিন্তাধারার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।

2। অহিংসা সম্পর্কে গান্ধিজির ধারণা ব্যাখ্যা করো।
3। গান্ধিজির সত্যগ্রহ সম্পর্কিত ধারণাটি ব্যাখ্যা করো।
4। স্বামী বিবেকানন্দের সামাজিক সংস্কারগুলি সম্পর্কে আলোচনা করো।
5। জাতীয়তাবাদ সম্পর্কে নেতাজি সুভাষচন্দ্র বসুর চিন্তাধারা ব্যাখ্যা করো। 
6। মৌলানা আজাদের স্বাধীনতা সম্পর্কিত ধারণা আলোচনা করো।
class 11 semester 2 political science suggestion | class 11 2nd semester political science suggestion

পঞ্চম অধ্যায় : মৌলিক অধিকারের অর্থ ও প্রকৃতি, নির্দেশমূলক নীতি ও কর্তব্যসমূহ

• একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিষ্টার রাষ্ট্রবিজ্ঞানের পঞ্চম অধ্যায় থেকে মোট 40 নম্বরের মধ্যে 6 নম্বর আসবে। তার মধ্যে 4 নম্বরের একটি প্রশ্ন এবং 2 নম্বরের একটি প্রশ্ন করতে হবে। অর্থাৎ 4+2=6 নম্বর। এই অধ্যায় থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হল -
▶ প্রতিটি প্রশ্নের মান - 4
1। নির্দেশমূলক নীতিগুলি সংক্ষেপে উল্লেখ করো।
2। ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারগুলি আলোচনা করো
3। অধিকার ও মানবাধিকারের মধ্যে পার্থক্য লেখ
4। নাগরিক কর্তব্য বলতে কী বোঝো? ভারতের সংবিধানে উল্লেখিত নাগরিকদের কর্তব্যগুলি লেখ।
5। নির্দেশমূলক নীতি বলতে কী বোঝো? নির্দেশমূলক নীতিসমূহের বৈশিষ্ট্য আলোচনা করো।
6। ভারতের সংবিধানে উল্লিখিত মৌলিক কর্তব্যগুলি লেখ
7। নির্দেশমূলক নীতির গুরুত্ব বা তাৎপর্য ব্যাখ্যা করো
▶ প্রতিটি প্রশ্নের মান - 2
1। নৈতিক অধিকার কাকে বলে ?  উদাহরণ দাও ?
2। সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকারগুলি কি কি ?
3। নির্দেশমূলক নীতি বলতে কী বোঝো ?
4। ভারতীয় সংবিধানে উল্লেখিত দুটি নির্দেশমূলক নীতি লেখ।
5। মৌলিক অধিকারের দুটি বৈশিষ্ট্য লেখো।
একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান সাজেশন 2025

ষষ্ঠ অধ্যায় : নির্বাচন ও প্রতিনিধিত্ব

• একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিষ্টার রাষ্ট্রবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় থেকে মোট 40 নম্বরের মধ্যে 6 নম্বর আসবে। তার মধ্যে 4 নম্বরের একটি প্রশ্ন এবং 2 নম্বরের একটি প্রশ্ন করতে হবে। অর্থাৎ 4+2=6 নম্বর। এই অধ্যায় থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হল -
▶ প্রতিটি প্রশ্নের মান - 4
1। ভারতীয় নির্বাচন কমিশনের ক্ষমতা ও কার্যাবলি সম্পর্কে আলোচনা করো।
2। নির্বাচন কমিশনের গঠন সম্পর্কে ব্যাখ্যা করো।
3। ফার্স্ট পাস্ট দ্য পোস্ট পদ্ধতি বা সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতির বৈশিষ্ট্য লেখ।
4। ভারত PR System-এর পরিবর্তে FPTP System গ্রহণ করেছে কেন ?
5। ফার্স্ট পাস্ট দ্য পোস্ট ব্যবস্থার সুবিধাগুলি আলোচনা করো।
▶ প্রতিটি প্রশ্নের মান - 2
1। নির্বাচন কমিশনের দুটি কাজ লেখ।
2। ফার্স্ট পার্স্ট দ্য পোস্ট ব্যবস্থা বলতে কী বোঝায়।

3। সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার বলতে কী বোঝো।
4। ভারতে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা বজায় রাখার জন্য দুটি শর্ত লেখ।
5। নির্বাচনি এলাকা বলতে কী বোঝো।
6। ফার্স্ট পাস্ট দ্য পোস্ট ব্যবস্থা বা সহজ সংখ্যাগরিষ্ঠ ব্যবস্থাটির দুটি সুবিধা লেখ
class 11 2nd semester political science suggestion | class 11 semester 2 suggestion

আরো পড়ুন Link
1. একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিষ্টার ইতিহাস সাজেশন          Click Here
2. একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিষ্টার বাংলা সাজেশন          Click Here
4. একাদশ শ্রেণীর প্রবন্ধ রচনা সাজেশন              Click Here
5. একাদশ শ্রেণী দ্বিতীয় সেমিষ্টার ভূগোল সাজেশন           Click Here

• আমাদের সঙ্গে যুক্ত হতে চাইলে Follow করো -
SOCIAL MEDIA FOLLOW
Whatsapp Group              Click Here
Telegram             Click Here
 
• Comment করো :
(contact-form)
শুভেচ্ছা সহ,
WB Semester Team

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

WB Semester Ads-2

WB Semester Ads-3