একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার দর্শন সাজেশন 2025
একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার দর্শন সাজেশন 2025
class 11 2nd semester philosophy suggestion
প্রথম ইউনিট : যুক্তিবিজ্ঞান
• Unit-1 : যুক্তিবিজ্ঞান থেকে 40 নম্বরের মধ্যে মোট 24 নম্বর থাকবে। পরীক্ষার দর্শন প্রশ্নপত্রে 2 নম্বর মানের 6 টি প্রশ্ন থাকবে, তারমধ্যে যেকোনো 3 টি প্রশ্ন করতে হবে। অর্থাৎ 3×2=6 নম্বর / 3 নম্বর মানের 8 টি প্রশ্ন থাকবে, তারমধ্যে যেকোনো 4 টি প্রশ্নের উত্তর করতে হবে অর্থাৎ 4×3=12 এবং 6 নম্বর মানের 2 টি প্রশ্ন থাকবে তারমধ্যে যেকোনো 1 টি প্রশ্নের উত্তর করতে হবে অর্থাৎ 6×1=6 , অতএব 6+12+6 =24 নম্বর। এই ইউনিট থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হল -
▶ প্রতিটি প্রশ্নের মান - 6
1। নিরপেক্ষ বচন বলতে কী বোঝো? উদাহরণ সহযোগে নিরপেক্ষ ও সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য দেখাও। বচনে সংযোজকের কাজ কী ?
2। বচন বলতে কী বোঝো? বচন ও বাক্যের মধ্যে পার্থক্য করো। নিরপেক্ষ বচনের পদের ব্যাপ্যতা বলতে কী বোঝো?
3। আবর্তন কী ? সরল আবর্তন এবং সীমিত আবর্তনের মধ্যে পার্থক্য করো।
4। বিবর্তন কাকে বলে ? বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন? দৃষ্টান্তসহ বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করো।
5। অসাধ্য অনুমান কী ? উদাহরণ সহকারে মাধ্যম এবং অমাধ্যম অনুমানের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো।
▶ প্রতিটি প্রশ্নের মান - 3
1। যুক্তি বিজ্ঞান বা তর্কবিজ্ঞান কাকে বলে? যুক্তিবিজ্ঞানে আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলা হয় কেন?
2। অনুমান ও যুক্তি কাকে বলে উদাহরণ সহ আলোচনা করো।
3। অবরোহ যুক্তির বৈশিষ্ট্য গুলি লেখ।
4। অনুমান ও যুক্তির পার্থক্য লেখ অনুমান ও যুক্তি কি সমার্থক আলোচনা করো।
5। অবরোহ যুক্তি ও আরোহ চুক্তি কাকে বলে উদাহরণ দাও।
6। একটি উদাহরণ দিয়ে নিরপেক্ষ পচনের বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো।
7। বচনের সত্যতা কয় প্রকার ও কি কি সংক্ষেপে আলোচনা করো।
8। বৈধ ও অবৈধ যুক্তির পার্থক্য লেখ।
9। বৈধ যুক্তি বলতে কী বোঝো উদাহরণ দাও।
10। বৈধ যুক্তির আকার কি।
11। সত্যতা ও বৈধতার মধ্যে পার্থক্য কি বৈধ শক্তির সিদ্ধান্ত মিথ্যা হতে পারে এ কথার অর্থ কি।
12। অমাধ্যম অনুমান কাকে বলে।
13। দৃষ্টান্ত সহ অমাধ্যম এবং মাধ্যম অনুমানের মধ্যে পার্থক্য দেখাও।
14। অমাধ্যম অনুমান কয় প্রকার ও কি কি।
15। আবর্তন কাকে বলে আবর্তন কে কেন অমাধ্যম অনুমান বলা হয়।
16। 'o' বচনের আবর্তন সম্ভব নয় কেন।
17। কোন ক্ষেত্রে কি 'A' বচনের সরল আবর্তন সম্ভব ?
18। দৃষ্টান্ত সহকারে বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করো।
19। নিচের বাক্যগুলোকে বচনে রূপান্তরিত করে বিবর্তন করো।
(ক) সব বিজ্ঞানীরা সৎ নয়।
(খ) সব ভালো যার শেষ ভালো।
(গ) সব মানুষ ধার্মিক নয়।
(ঘ) বর্গাকার বৃত্ত নেই।
20। সাপেক্ষ ন্যায় কাকে বলে ? সাপেক্ষ ন্যায় এর শ্রেণীবিভাগ করো।
21। একটি গঠনমূলক প্রাকল্পিক নিরপেক্ষ নেই কখন বৈধ হয় ? এই ন্যায়ের একটি বৈধ উদাহরণ দাও।
▶ প্রতিটি প্রশ্নের মান - 2
1। বচনের বিরোধিতার শর্ত গুলি কী কী?
2। বিরুদ্ধ বিরোধিতা কাকে বলে ? উদাহরণ দাও।
3। অসম বিরোধিতা কাকে বলে ? উদাহরণ দাও।
4। বিরুদ্ধ বিরোধিতার মূল শর্ত দুটি উল্লেখ করো।
5। "কোন কোন মানুষ সত্যনিষ্ঠ ব্যক্তি নয়।"-এর অধীন বিপরীত বিরোধী বচনটি কী হবে? 'কোন কোন ফল নয় মিষ্টি।'- এর বিরুদ্ধ বচনটি কি হবে?
6। "সকল মানুষ বিচারবুদ্ধি সম্পন্ন জীব হয়।"- বিপরীত বিরোধী বচন কী হবে বচনটির ? 'মানুষ অসৎ হতে পারে।'- অসম বিরোধী বচন নির্ণয় করো এই বচনটির।
7। নিম্নলিখিত বাক্যগুলির বচন নির্ণয় করে গুণ ও পরিমাণ নির্ণয় করো।
দার্শনিকরা কখনোই সুখী নয়।
কেবল পরিশ্রমীরাই সফল হয়।
সৈন্যরা বিশ্বাসঘাতক নয়।
কেবল ছাত্ররাই সৎ।
অধিকাংশ মানুষ জ্ঞানী।
কদাচিৎ স্বার্থপর ব্যক্তিরা অপরকে সাহায্য করে।
কদাচিৎ কবিরা সুবক্তা হন।
কালো হাতি নেই।
সব সৎ ব্যক্তি সুখী নয়।
মানুষ সাধারণত অশান্তি পছন্দ করে না।
কেবলমাত্র মেয়েরা এই পদের যোগ্য।
খুব কম সংখ্যক লোকই স্বার্থপর নয়।
উটপাখি উড়তে পারে না।
সকল মানুষই প্রতারক নয়।
কুকুর বিড়াল নয়।
যেখানে ধোঁয়া আছে সেখানে আগুন আছে।
কিছু লেখক অর্থের জন্য লেখেন না।
মানুষ মাত্রই ভুল করে।
এরকম আরো প্রশ্ন প্র্যাকটিস করতে আসবে, কারণ এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসবে।
class 11 semester 2 philosophy suggestion
দ্বিতীয় ইউনিট : ভারতীয় নীতিবিদ্যা
• Unit-2 : ভারতীয় নীতিবিদ্যা থেকে 40 নম্বরের মধ্যে মোট 16 নম্বর থাকবে। পরীক্ষার দর্শন প্রশ্নপত্রে 2 নম্বর মানের 4 টি প্রশ্ন থাকবে, তারমধ্যে যেকোনো 2 টি প্রশ্ন করতে হবে। অর্থাৎ 2×2=4 নম্বর / 3 নম্বর মানের প্রশ্ন 3 টি থাকবে তারমধ্যে যেকোনো 2 টি প্রশ্নের উত্তর করতে হবে অর্থাৎ 2×3=6 নম্বর এবং 6 নম্বর মানের প্রশ্ন 2 টি থাকবে, তারমধ্যে যেকোনো 1 টি প্রশ্নের উত্তর করতে হবে অর্থাৎ 1×6=6, অতএব 4+6+6 =16 নম্বর। এই ইউনিট থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হল -
▶ প্রতিটি প্রশ্নের মান-6
1। পুরুষার্থ কী? ভারতীয় নীতিবিদ্যায় কয় প্রকার পুরুষার্থ স্বীকার করা হয়েছে? তার বিবরন দাও।
2। পুরুষার্থ হিসাবে মোক্ষের ধারনাটি ব্যাখ্যা করো।
3। ভারতীয় চিন্তাধারায় কর্মের গুরুত্ব কী?
4। গীতায় বর্ণিত নিষ্কাম কর্মতত্ত্ব ব্যাখ্যা করো।
5। আর্যসত্য কী? বৌদ্ধদর্শনে চারটি আর্যসত্য কী কী? চারটি আর্যসত্য সম্বন্ধে আলোচনা করো।
6। দ্বাদশনিদান বা ভবচক্র কী? সংক্ষেপে আলোচনা করো।
7। অষ্টাঙ্গিক মার্গ কী? তা আলোচনা করো।
▶ প্রতিটি প্রশ্নের মান-3
1। কর্মবাদ কি ভারতীয় নীতিবিদ্যার লক্ষ্য কী?
2। ভারতীয় শাস্ত্রে ধর্ম বলতে কী বোঝানো হয়েছে ?
3। মোক্ষ বা মুক্তি কয় প্রকার ও কি কি সংক্ষেপে লেখ?
4। নিষ্কাম কর্মের সূত্র গুলি কী কী?
5। ত্রিপিটক কি ? একে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী?
6। নীতিবিদ্যার বৈশিষ্ট্যগুলি কী কী ?
7। নৈতিক ও নীতিবহির্ভূত ক্রিয়ার মধ্যে পার্থক্য লেখ?
▶ প্রতিটি প্রশ্নের মান-2
1। চার্বাকরা জন্মান্তর স্বীকার করেন না কেন?
2। চার্বাকদের সুখবাদী বলা হয় কেন?
3। সুখবাদ কাকে বলে?
4। চার্বাক দর্শনকে লোকায়তিক দর্শন বলে কেন?
5। সুখবাদকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী?
6। চার্বাক নীতিতত্ত্বের মূল সূত্র কি?
7। 'Moral' শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি?
8। নীতিবিদ্যার মূল বৈশিষ্ট্যগুলি লেখ।
9। 'Ethice' শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কি?
10। ব্যবহারিক নীতিবিদ্যা বলতে কী বোঝো?
11। নৈতিক ক্রিয়া কাকে বলে?
12। নীতিবহির্ভূত ক্রিয়া কাকে বলে?
13। কামনা কাকে বলে ?
14। স্বাভাবিক ন্যায়বোধ বলতে রলস্ কি বুঝিয়েছেন?
15। সুখবাদের বিভিন্ন প্রকার কী কী ?
16। ফলমুখী বা উদ্দেশ্যমুখী নৈতিক মতবাদ কাকে বলে?
17। ফ্র্যাঙ্কোনা কর্তৃক আলোচিত বিভিন্ন প্রকারের উপযোগবাদ গুলি কি কি ?
18। কর্তব্যবাদ কয় প্রকার ও কি কি?
19। কর্ম কর্তব্যবাদ কি ?
20। নীতি কর্তব্যবাদ কাকে বলে ?
class 11 philosophy suggestion 2025 | philosophy class 11 semester 2
• উপসংহার : আমি জানি একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার দর্শন সাজেশনটি একটু বড়ো হয়েছে। তবে এখান থেকে পরীক্ষায় 100% কমন প্রশ্ন পড়বে। একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার দর্শন সাজেশন এর উত্তর আমাদের অফলাইন কোচিং সেন্টার ছাত্রছাত্রীদেরকে সম্পূর্ণ PDF দেওয়া হবে। কিন্তু অন্যান্য জায়গা থেকে অর্থাৎ আমাদের ওয়েবসাইট দেখে পড়াশোনা করো,তারা ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। আমাদের এই লেখাগুলো যদি আপনাদের কাজে লাগে তবেই আমাদের পরিশ্রম সার্থক হবে।
আরো পড়ুন | Link |
---|---|
1. একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিষ্টার ইতিহাস সাজেশন | Click Here |
2. একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিষ্টার বাংলা সাজেশন | Click Here |
4. একাদশ শ্রেণীর প্রবন্ধ রচনা সাজেশন | Click Here |
5. একাদশ শ্রেণী দ্বিতীয় সেমিষ্টার ভূগোল সাজেশন | Click Here |
• আমাদের সঙ্গে যুক্ত হতে চাইলে Follow করো -
SOCIAL MEDIA | FOLLOW |
---|---|
Whatsapp Group | Click Here |
Telegram | Click Here |
• Comment করো :(contact-form)
শুভেচ্ছা সহ,
WB Semester Team