আড্ডা প্রবন্ধের ও প্রশ্ন উত্তর
• ভূমিকা : তোমরা সবাই জানো একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিষ্টার বাংলা বিষয়ে মোট 40 নম্বরের লিখিত পরীক্ষা হবে। এই 40 নম্বরের মধ্যে তোমাদের সিলেবাসের পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ 'পঞ্চতন্ত্র' থেকে মোট 10 নম্বর আসবে। অর্থাৎ পরীক্ষায় 5 নম্বরের তিনটি প্রশ্ন থাকবে তারমধ্যে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর করতে হবে। তার মানে 5×2=10 নম্বর। প্রশ্নের আকার হবে 2+3=5 অথবা 3+2=5, তাই আজকের এই প্রতিবেদনে 'পঞ্চতন্ত্রে'র একটি প্রবন্ধ 'আড্ডা' থেকে খুব গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্নের উত্তরসহ বলে দিলাম। যে প্রশ্নগুলি পরীক্ষায় আসতে পারে। চল শুরু করি -
আড্ডা - প্রবন্ধের প্রশ্ন উত্তর | Adda Class 11 Bengali Question Answer
1. "মহালগনের বর্ণনা' আমি আর কি দেব ?" এখানে মহালগন বলতে কী বোঝানো হয়েছে ? প্রাবন্ধিক মহালগনের যে বর্ণনা দিয়েছেন তা নিজের ভাষায় লেখ।
উত্তর : বাংলা সাহিত্যের প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলীর লেখা 'পঞ্চতন্ত্র' প্রবন্ধগ্রন্থের 'আড্ডা' প্রবন্ধ থেকে উক্ত প্রশ্ন দেওয়া হয়েছে।
'আড্ডা' প্রবন্ধে 'মহালগন' বলতে 'কাফে দ্য নীল' নামে কাফে আড্ডাতে মিশরীয় আড্ডাবাজদের সাথে লেখকের মিলবার মুহূর্তটির এখানে কথা বলা হয়েছে।
লেখকের বাড়ির নিকট ছিল সেমিরামিস কাফে আড্ডা। তাই লেখক কাফেতে প্রতিদিন সকাল-সন্ধ্যা যাওয়া আসা করতে করতে কাফের কোণের আড্ডাটির দিকে লেখকের নজর যায়। আর হঠাৎ একি সঙ্গে নজর পড়ে যায় সেই আড্ডাতে আড্ডা করতে থাকা মানুষগুলিও প্রাবন্ধিকের দিকে। যার ফলে প্রাবন্ধিক কৌতুক করে বলেছেন - ইউসুফ যেমন জুলেখাতে, শ্রীহরি শ্রীরাধাতে, লায়লা মজনুতে চার চোখের বিনিময় হয়েছিল তখন তাদের মধ্যে যেরকম ব্যাকুলতা, গভীর তৃষ্ণা ও সুখ স্বপ্ন অনুভূত হয়েছিল। ঠিক তেমনি তাঁদের দৃষ্টিও বিনিময় হয়েছিল।
2. "তত্ত্বটা হৃদয়ঙ্গম হল সেই ব্রাহ্মমুহূর্তে।"- এখানে কোন তত্ত্বের কথা বলা হয়েছে ? প্রাবন্ধিকের হৃদয়ঙ্গম কীভাবে হয়েছিল নিজের ভাষায় লেখ।
উত্তর : বাংলা সাহিত্যের প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলীর লেখা 'পঞ্চতন্ত্র' প্রবন্ধগ্রন্থের 'আড্ডা' প্রবন্ধ থেকে উক্ত প্রশ্ন দেওয়া হয়েছে।
'আড্ডা' প্রবন্ধে জনৈক ফরাসি কবি বলেছিলেন যে, তিনি যেদিন প্রথম তার প্রেমিকাকে ভালোবাসার কথা বলেছিলেন ঠিক সেই দিন প্রেমের সবথেকে মহান দিবস হবে।
প্রাবন্ধিকের হৃদয়ঙ্গম যেভাবে হয়েছিল : আমরা জানি যখন লায়লা মজনুর সঙ্গে, শ্রীহরি যখন শ্রীরাধার সঙ্গে, ত্রিস্তান যখন ইজোলদেতের সঙ্গে, ইউসুফ যখন জুলেখার সঙ্গে প্রথম চার চোখের দৃষ্টি বিনিময় হয়েছিল। তখন তাদের দৃষ্টির মধ্যে গভীর ব্যাকুলতা, তৃষা অথবা আগাম প্রগাঢ় সুখস্বপ্ন ধরা পড়েছিল। ঠিক এই বকম অনুভূতি লেখক বুঝতে পেরেছিলেন সেমিরামিস কাফে আড্ডাতে আড্ডারত মানুষগুলির সঙ্গে তাঁর দৃষ্টি বিনিময়ের মুহূর্তে। তখন লেখকের মনে হয়েছিল এ এক 'ব্রাহ্মমুহূর্ত'। ফরাসি কবির লেখা তত্ত্বটি লেখক যেন উপলব্ধি করতে পেরেছিলেন আড্ডাবাজদের মিলনের সেই মহামুমূর্তে।
আরো পড়ুন : আগুন নাটকের প্রশ্ন ও উত্তর
আড্ডা প্রবন্ধ | adda class 11 bengali | আড্ডা প্রবন্ধের প্রশ্ন উত্তর
3. "এ আড্ডার সদস্যদের সবাই সবজান্তা।"- এখানে কোন আড্ডার কথা উল্লেখ করেছেন ? সেই আড্ডার পরিচয় দাও লেখককে অনুসরণ করে।
উত্তর : বাংলা সাহিত্যের প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলীর লেখা 'পঞ্চতন্ত্র' প্রবন্ধগ্রন্থের 'আড্ডা' প্রবন্ধ থেকে উক্ত প্রশ্ন দেওয়া হয়েছে।
সৈয়দ মুজতবা আলী তাঁর বাড়ির নিকট সেমিরামিস কাফের আড্ডার কথা বলেছেন।
আড্ডার পরিচয় : এই সেমিরামিস কাফের সদস্যরা খুব কুলীন নয়। কারণ লেখকের মতে, সেই আড্ডার সদস্যরা কেউ কেরানি, কেউ কলেজ পড়ুয়া অথবা বেকার কিংবা ইনশিওরেন্সের এজেন্ট। এই আড্ডার আলোচনার বিষয়বস্তু আপাতভাবে রাজনীতি কিন্তু আসলে পরচর্চা। যেমন -কার পাশার স্ত্রী পরকীয়া করছে কোন মন্ত্রীর সঙ্গে, তার ফলে কার বোনপো ভালো চাকরি পেয়ে গেল ইত্যাদি। তাদের সাহিত্য আলোচনা কোন প্রকাশক দু পয়সা কমিয়ে নিয়েছে এক হাজারের নাম করে তিন হাজার ছাপিয়ে এর মধ্যেই সীমাবদ্ধ থাকত। এরা সর্বদা যেন মিশর এবং গোটা পৃথিবীর সমস্ত 'গুহ্য ও গরম' খবর রাখত।
4। "বাড়ির আড্ডায় 'মেল' মেলেনা"- লেখক কাদের সঙ্গে কোথায় আড্ডা দিতেন ? এরকম উক্তির কারণ কী ?
উত্তর : বাংলা সাহিত্যের প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলীর লেখা 'পঞ্চতন্ত্র' প্রবন্ধগ্রন্থের 'আড্ডা' প্রবন্ধ থেকে উক্ত প্রশ্ন দেওয়া হয়েছে।
কাফে দ্য নীল বা নীলনদ কাফে তে লেখকদের আড্ডা বসত এবং এই আড্ডায় বিভিন্ন ধরনের মানুষ সদস্য ছিল। যেমন- ওয়াহহাব আতিয়া ছিলেন কপ্ট ক্রিশ্চান এবং খাঁটি মিশরীয়, রমজান বে আর সাজ্জাদ এফেন্দি ছিলেন খাঁটি মিশরীয় মুসলমান। ফরাসি জুর্নো, যিনি বীরত্বব্যঞ্জক আরবি কবিতা লিখতেন। এছাড়াও আড্ডার সদস্য ছিলেন জাতিতে গ্রিক মার্কোস। তাঁদের সঙ্গেই বাংলার চন্ডীমণ্ডপ এবং জমিদার- হাভেলির আড্ডার একমাত্র প্রতিভূ হিসেবে যোগ দিয়েছিলেন লেখক সৈয়দ মুজতবা আলী।
এরূপ উক্তির কারণ : সৈয়দ মুজতবা আলী 'আড্ডা' প্রবন্ধে উল্লেখ করেছেন- কোনো অবস্থাতেই কারোর বাড়িতে কায়রোর আড্ডা কখনও বসত না। কেননা যার বাড়িতে আড্ডা বসত তিনি বাড়তি খাতির পেত কারণ তিনি সকলকে বাড়িতে আপ্যায়ন করতেন, তাই কারো বাড়িতে আড্ডা বসতো না। এ কারণে আড্ডায় যারা বিশেষভাবে পরীক্ষিত তারা মনে করতেন যে, বাড়ির আড্ডায় আড্ডার যথার্থ মজা পাওয়া যাবে না।
আড্ডা প্রবন্ধের বড় প্রশ্ন উত্তর | Adda Class 11 Bengali Question Answer
5. "তবে কসম খেয়ে বলতে পারি, সে শহর কাইরো।"-একথা লেখক কোন্ বিষয়ে বলেছেন ? এমন কথা বলার কারণ কি ছিল ?
উত্তর : বাংলা সাহিত্যের প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলীর লেখা 'পঞ্চতন্ত্র' প্রবন্ধগ্রন্থের 'আড্ডা' প্রবন্ধ থেকে উক্ত প্রশ্ন দেওয়া হয়েছে ।
'আড্ডা' প্রবন্ধে লেখক জোরের সঙ্গে এ কথা বলতে চেয়েছেন যে এই পৃথিবীতে যদি কোনো শহর থাকে তাহলে উপযুক্ত মনোগ্রাহী বিষয় নিয়ে আলোচনা করার ক্ষমতা একমাত্র কায়রো শহরেই রাখতে পারে।
'আড্ডা' প্রবন্ধে প্রাবন্ধিকের মতে বহুযুগ ধরে কায়রো শহরে আদি বাসিন্দা হিসেবে অসংখ্য জাতির মানুষ বসবাস ছিল। যেমন- ফরাসি, সুদানি, গ্রিক, আরব, ইহুদি ইত্যাদি। এই সব অসংখ্য জাতির মানুষ খোলামেলা এমনটা কিন্তু নয়। তবে সেমিরামিস কাফের আড্ডার মানুষেরা খুব সহজেই ঝাল নিজের মুখে খেতে পারে অর্থাৎ নিজস্ব জ্ঞান ও বিবেচনার ওপরেই তারা খুব ভরসা রাখে।
• লেখকের শেষ কথা :
আমাদের Offline Coaching Centre এ যারা পড়াশোনা করছো তাদেরকে উপরের সব প্রশ্ন ও উত্তরগুলির PDF দেওয়া হবে। আর যারা অন্যান্য জায়গা থেকে আমাদের ওয়েবসাইট দেখে পড়াশোনা করো তারা সকলেই আমাদের Whatsapp Group এ যুক্ত হতে পারো।
Adda Class 11 Bengali Question Answer | adda class 11 bengali
আরো পড়ুন | Link |
---|---|
1. বাংলা শিল্প-সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস পর্ব -১ | Click Here |
2. বাংলা শিল্প-সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস পর্ব -২ | Click Here |
4. ভাবসম্মিলন কবিতা - বিদ্যাপতি | Click Here |
5. একাদশ শ্রেণির নতুন বাংলা প্রশ্নপত্র | Click Here |
• আমাদের সঙ্গে যুক্ত হতে চাইলে Follow করো -
SOCIAL MEDIA | FOLLOW |
---|---|
Whatsapp Group | Click Here |
Telegram | Click Here |
• Comment করো :(contact-form)
শুভেচ্ছা সহ,
WB Semester Team
Addar 2mark new question
উত্তরমুছুন