• ভূমিকা : আজকের এই প্রতিবেদনে আলোচনা করবো দ্বাদশ শ্রেণীর তৃতীয় ও চতুর্থ সেমিষ্টার নতুন শিক্ষাবিজ্ঞান সিলেবাস, সেই সিলেবাসের নম্বর বিভাজন ও প্রশ্নকাঠামো, পাস মার্ক এবং প্রজেক্ট খাতা। আর সবথেকে শেষে তোমাদের অতিরিক্ত কিছু প্রশ্ন আলোচনা করেছি। চল শুরু করি -
দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিষ্টার
CLASS - 12
EDUCATION SYLLABUS
Semester -3
• Group -A : আধুনিক ভারতে শিক্ষা
Unit-1: ভারতীয় শিক্ষা ব্যবস্থার স্বাধীনতা পরবর্তী সময়কাল
ক) বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন (1948-49), মাধ্যমিক শিক্ষা কমিশন, ভারতীয় শিক্ষা কমিশন (1964-66) (মতামত এবং সুপারিশ)
খ) জাতীয় শিক্ষা নীতি 1986 এবং 2020 - প্রধান বৈশিষ্ট্য।
গ) নারী শিক্ষার সমস্যা, SC, ST, OBC, EWS, সমান সুযোগ।
Unit-2: মহান শিক্ষক এবং শিক্ষায় তাদের অবদান
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) স্বামী বিবেকানন্দ
গ) মহাত্মা গান্ধী
ঘ) জ্যাঁ-জ্যাক রুসো
ঙ) জন ডিউই
Group-B : আধুনিক শিক্ষার সাম্প্রতিক প্রবণতা ও সমস্যা
Unit-1: অন্তর্ভুক্তিমূলক শিক্ষা
ক) ভিন্নভাবে সক্ষম শিশুদের জন্য শিক্ষা: এর অর্থ, ধারণা ও শ্রেণিবিন্যাস
ভিন্নভাবে সক্ষম (বিশেষ প্রয়োজনযুক্ত শিশু)।
খ) দৃষ্টি প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী, অটিজম, ঝোঁক প্রতিবন্ধী, বুদ্ধিজীবী
অক্ষমতা (বৈশিষ্ট্য এবং শিক্ষামূলক প্রোগ্রাম)।
গ) অন্তর্ভুক্তিমূলক শিক্ষার অর্থ, গুরুত্ব এবং বাধা, আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক ভূমিকা
সামাজিক অন্তর্ভুক্তি তৈরিতে সংস্থাগুলি৷
Unit-2: সবার জন্য শিক্ষা
ক) 21" শতাব্দীর জন্য শিক্ষা: শিক্ষার জন্য গ্লোবাল ভিশন- ডেলার্স কমিশন (4
শিক্ষার স্তম্ভ), শিক্ষার ভবিষ্যৎ বিষয়ে আন্তর্জাতিক কমিশন।।
খ) সবার জন্য শিক্ষা: ভারতে প্রাথমিক শিক্ষার সর্বজনীনীকরণ।
গ) আধুনিক শিক্ষায় ইতিবাচক মনোবিজ্ঞানের ভূমিকা
» দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার শিক্ষাবিজ্ঞান সিলেবাসের নম্বর বিভাজন
কোথা থেকে কত নম্বর আসবে একনজরে দেখো -
Class 12
Semester - 3
Subject : Education
Full Mark : 40 Time : 1:00 Hours
(MCQ Type Questions)
Topic | Marks Allotted |
---|---|
Group - A : আধুনিক ভারতে শিক্ষা | 20×1=20 |
Group-B : আধুনিক শিক্ষার সাম্প্রতিক প্রবণতা ও সমস্যা | 20×1=20 |
Total | 40 |
• আরো নীচে বিস্তারিত বলে দিলাম -
1) Group - A আধুনিক ভারতে শিক্ষা থেকে -- 20 টি MCQ প্রশ্ন থাকবে।
2) Group-B আধুনিক শিক্ষার সাম্প্রতিক প্রবণতা ও সমস্যা থেকে - 20 টি MCQ প্রশ্ন থাকবে।
দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার শিক্ষাবিজ্ঞান সিলেবাসের প্রশ্নকাঠামো
দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার শিক্ষাবিজ্ঞান বিষয়ে মোট 40 নম্বরের পরীক্ষা হবে। এই 40 নম্বর শুধুমাত্র MCQ প্রশ্ন থাকবে এবং পরীক্ষার সময় OMR Sheet এ MCQ প্রশ্নগুলির উত্তর ফিলাপ করতে হবে।
ক
ক্লাস-12 তৃতীয় সেমিস্টার শিক্ষাবিজ্ঞান পরীক্ষায় 30% নম্বর পেলেই পাস । অর্থাৎ 40 এর মধ্যে শিক্ষাবিজ্ঞানে 12 নম্বর পেলেই পাস। ভালো করে শুনুন একটি (শিক্ষাবিজ্ঞান) বিষয়ে পাস। তৃতীয় সেমিস্টারে মোট কত নম্বর পেলে পাস করবে জানতে হলে Menu Option ক্লিক করো।
দ্বাদশ শ্রেনীর চতুর্থ সেমিষ্টার
দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিষ্টার শিক্ষাবিজ্ঞান সিলেবাস
CLASS - 12
EDUCATION SYLLABUS
Semester - 4
Group - C : শিক্ষা ও সুস্থতার মনোবিজ্ঞান
Unit-1 : শিখন এবং শেখার প্রক্রিয়া
ক) শেখা: অর্থ, বৈশিষ্ট্য এবং কারণগুলি - পরিপক্কতা,
প্রেরণা, স্মৃতি, কল্পনা, মনোযোগ এবং আগ্রহ (মৌলিক ধারণা)।
খ) শেখার পদ্ধতি: শ্রেণীবিভাগ এবং মৌলিক বৈশিষ্ট্য, বর্ণনা সহ
এর পরীক্ষা এবং শিক্ষাগত প্রভাব
• কন্ডিশনিং (পাভলভ, স্কিনার)
• সমস্যা সমাধান (থর্নডাইক এবং গেস্টাল্ট), অন্যান্য প্রধান শিক্ষার পদ্ধতির সংক্ষিপ্ত দৃষ্টিভঙ্গি, যেমন ব্রুনার, অসুবেল, ভাইগোটস্কি, বান্দুরা।
গ) বুদ্ধিমত্তা, সৃজনশীলতা এবং ব্যক্তিত্ব: মৌলিক ধারণা।
Unit - 2 : মানসিক স্বাস্থ্য এবং সুস্থতা
ক) মানসিক স্বাস্থ্য: WHO দ্বারা নির্ধারিত স্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্যের ধারণা, মানে
মানসিক স্বাস্থ্য সমস্যা, বয়ঃসন্ধিকালের মধ্যে সাধারণ মানসিক স্বাস্থ্য সমস্যা চিহ্নিত করুন (উদ্বেগ, স্ট্রেস সম্পর্কিত, বিষণ্নতা সম্পর্কিত এবং আচরণগত সমস্যা - প্রধান লক্ষণ)।
খ) সুস্থতা: মনস্তাত্ত্বিক সুস্থতার ধারণা, প্রচারের জন্য কিছু কৌশল
মনস্তাত্ত্বিক সুস্থতা - মননশীলতা, ধ্যান এবং। অন্যান্য শিথিলকরণ কৌশল (প্রমাণ ভিত্তিক)
গ) মানসিক স্বাস্থ্য ও সুস্থতার প্রচারের জন্য জীবন দক্ষতা (দশটি মূলের মৌলিক ধারণা WHO দ্বারা নির্ধারিত জীবন দক্ষতা)
Group - D : শিক্ষাগত প্রযুক্তি এবং শিক্ষার পরিসংখ্যান
Unit-3: শিক্ষাগত প্রযুক্তি
ক) শিক্ষাগত প্রযুক্তি: শিক্ষাগত প্রযুক্তির ধারণা, প্রয়োজন ও সুযোগ,
শিক্ষার প্রযুক্তি এবং শিক্ষার প্রযুক্তির মধ্যে পার্থক্য।
খ) শিক্ষাগত প্রযুক্তির উপাদান: হার্ডওয়্যার এবং সফটওয়্যার, সিস্টেম অ্যাপ্রোচ (ধারণা)।
গ) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (lCT): শিক্ষায় আইসিটির ধারণা ও ব্যবহার, শিক্ষায় ডিজিটাল বিপ্লব।
Unit-4: শিক্ষার পরিসংখ্যান
ক) শিক্ষায় পরিসংখ্যান: ধারণা, অ্যাপ্লিকেশন এবং পরিসংখ্যান পদ্ধতি (ডেটা, ফ্রিকোয়েন্সি বিতরণ, গ্রাফিকাল উপস্থাপনা)
খ) কেন্দ্রীয় প্রবণতা এবং মানক বিচ্যুতির পরিমাপ (ধারণা, অ্যাপ্লিকেশন, এবং গণনার পদ্ধতি)।
গ) পারস্পরিক সম্পর্ক: কম্পিউটিং পারস্পরিক সম্পর্ক সহ-দক্ষতার ধারণা, প্রকার এবং পদ্ধতি (পণ্যের মুহূর্ত এবং র্যাঙ্কের পার্থক্য)।
» দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টার শিক্ষাবিজ্ঞান সিলেবাসের নম্বর বিভাজন :
Topic | Marks Allotted |
---|---|
Unit-1 : শিখন এবং শেখার প্রক্রিয়া | 12 |
Unit - 2 : মানসিক স্বাস্থ্য এবং সুস্থতা | 7 |
Unit-3: শিক্ষাগত প্রযুক্তি | 7 |
Unit-4: শিক্ষার পরিসংখ্যান | 14 |
Total | 40 |
» দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টার শিক্ষাবিজ্ঞান সিলেবাসের প্রশ্নকাঠামো :
Class 12
Semester - 4
Subject : Philosophy (A)
Full Mark : 40 Time : 1:30 Hours
(SAQ & DQ Type Questions)
Topic | SAQ (2 Marks) | SAQ (5 Marks) | DQ (10 Marks) | Total |
---|---|---|---|---|
Unit-1 : শিখন এবং শেখার প্রক্রিয়া | 1×2=2 |
- | 1×10=10 |
12 |
Unit - 2 : মানসিক স্বাস্থ্য এবং সুস্থতা | 1×2=2 | 1×5=5 | - | 7 |
Unit-3: শিক্ষাগত প্রযুক্তি | 1×2=2 | 1×5=5 | - | 7 |
Unit-4: শিক্ষার পরিসংখ্যান | 2×2=4 |
- | 1×10=10 | 14 |
Total | 10 |
10 | 20 | 40 |
» Class-12 চতুর্থ সেমিস্টার দর্শন প্রজেক্ট খাতা :
Class-12 চতুর্থ সেমিস্টারে দর্শন প্রজেক্ট খাতা তৈরি করতে হয়। নীচের যে কোন একটি টপিক নিয়ে প্রজেক্ট খাতা তৈরি করতে হবে।
CLASS - XII
PROJECT WORK / TUTORIAL
FULL MARKS – 20
1. একটি বিষয়ের উপর প্রদর্শন
2. গ্রুপ আলোচনা: (মগজগল্প)বা একটি বিষয় নিয়ে বিতর্ক/আলোচনা
» দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টার শিক্ষাবিজ্ঞানে পাশ মার্ক :
ক্লাস-12 চতুর্থ সেমিস্টার শিক্ষাবিজ্ঞান পরীক্ষায় 30% নম্বর পেলেই পাস। অর্থাৎ 40 এর মধ্যে শিক্ষাবিজ্ঞানে 12 নম্বর পেলেই পাস। ভালো করে শুনুন একটি (শিক্ষাবিজ্ঞান) বিষয়ে পাস। চতুর্থ সেমিস্টারে মোট কত নম্বর পেলে পাস করবে জানতে হলে Menu Option ক্লিক করো।
» ছাত্রছাত্রীদের জিজ্ঞাসা কিছু প্রশ্ন :
আমার প্রিয় অফলাইন / অনলাইন ছাত্রছাত্রীরা প্রতিনিয়ত আমাকে আমাদের ওয়েবসাইট অথবা ইউটিউব থেকে সেসব বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা জিজ্ঞাসা করে তার মধ্য থেকে সবথেকে বেশি পাওয়া প্রশ্নগুলির উত্তর দিলাম -
১/ স্যার, দ্বাদশ শ্রেণীতে দুই বার পরীক্ষার জন্য অন্য স্কুলে / Centre গিয়ে দিতে হবে ?
উত্তর: হ্যাঁ, তৃতীয় সেমিষ্টারে একবার এবং চতুর্থ সেমিষ্টারে একবার।
২/ স্যার, দ্বাদশ শ্রেণীর তৃতীয় চতুর্থ সেমিষ্টার পরীক্ষা কবে হবে ?
উত্তর : বোর্ড নোটিশ প্রকাশ করেনি। তবে সেপ্টেম্বর মাসে হতে পারে।
৩/ স্যার, দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিষ্টার পরীক্ষা কবে হবে ?
উত্তর : পরীক্ষার নোটিশ এখনো Board প্রকাশ করেনি তবে চতুর্থ সেমিস্টার অনুমান করে বলতে পারি মার্চ মাসে হতে পারে। নোটিশ দিলেই WhatsApp Group এ জিনিয়ে দেওয়া হবে।
8/ স্যার, প্রতিটি বিষয়ে ১২ নম্বর পেলেই পারা।
উত্তর: না, যে বিষয়গুলিতে প্রজেক্ট খাতা তৈরি করতে হয় শুধুমাত্র সেই বিষয়গুলিতে ৪০ নম্বরের মধ্যে ১২ নম্বর পেলেই পাশ। যেমন- বাংলা, ইংরেজি, ইতিহাস
৫/ স্যার, প্রজেক্ট খাতাতে কত নম্বর পেলে পাস ?
উত্তর: দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিষ্টারে প্রজেক্ট খাতা বানাতে হয়। একটি প্রজেক্ট খাতায় ২০ নম্বর থাকে। তার মধ্যে মাত্র ৬ নম্বর পেলেই প্রজেক্ট খাতায় পাস।
» লেখকের শেষ মন্তব্য :
আমাদের Offline Coaching Center এর ছাত্রছাত্রী ছাড়া অন্যান্য ছাত্রছাত্রীসহ শিক্ষকদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারো। যদি আমাদের এই পরিশ্রম আপনাদের কাজে লাগে তাহলে আমাদের পরিশ্রম সার্থক হবে।
শুভেচ্ছাসহ
WB Semester Team