ক্লাস-12 নতুন বাংলা সিলেবাস | Class 12 New Syllabus 2025 26
• ভূমিকা :
এই বছর থেকে WBCHSE Board দ্বাদশ শ্রেণীর বাংলা সিলেবাস সহ পরীক্ষার প্রশ্ন কাঠামো পরিবর্তন করেছে অর্থাৎ দ্বাদশ শ্রেণীকে দুটি সেমিস্টারে ভাগ করেছে-তৃতীয় সেমিস্টার ও চতুর্থ সেমিস্টার। আজকের এই লেখা তুমি পড়লে জানতে পারবে -
» ক্লাস-12 তৃতীয় সেমিস্টারের বাংলা সিলেবাস / বাংলা সিলেবাসের নম্বর বিভাজন ও প্রশ্ন কাঠামো / তৃতীয় সেমিস্টারে পাস মার্ক।
» ক্লাস-12 চতুর্থ সেমিস্টারের বাংলা সিলেবাস / বাংলা সিলেবাসের নম্বর বিভাজন ও প্রশ্ন কাঠামো / তৃতীয় সেমিস্টারে পাস মার্ক / প্রজেক্ট কি করবে
» ডাউট ক্লিয়ারিং সবথেকে নীচে কিছু প্রশ্ন।
------------------------------------------------------
Class 12 New Syllabus 2024 25
» ক্লাস-12 তৃতীয় সেমিস্টারের বাংলা সিলেবাস
• গল্প -
আদরিনী - প্রভাত কুমার মুখোপাধ্যায়
• কবিতা -
অন্ধকার লেখাগুচ্ছ - শ্রীজাত
দ্বিগ্বিজয়ের রূপকথা - নবনীতা দেবসেন
• প্রবন্ধ -
বাঙ্গালা ভাষা - স্বামী বিবেকানন্দ
• ভারতীয় গল্প -
পোটরাজ - লেখক শঙ্কর রাও খারাট (অনুবাদ করেছেন : সুনন্দন চক্রবর্তী)
• আন্তর্জাতিক কবিতা -
তার সঙ্গে - লেখক পাবলো নেরুদা (অনুবাদ করেছেন : শক্তি চট্টোপাধ্যায় )
• ভাষা -
ধ্বনিতত্ত্ব : স্বর ও ব্যঞ্জন, যুক্ত ব্যঞ্জন, বাগযন্ত্র, ধ্বনি, ধ্বনি পরিবর্তনের কারণ
শব্দভাণ্ডার
শব্দার্থতত্ত্ব
শৈলী বিজ্ঞানের গোড়ার কথা
• বাংলা শিল্প-সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস
পর্ব ৪-বাংলা গানের ইতিহাস-সংক্ষিপ্ত রূপরেখা
পর্ব ৭-বাঙালির বিজ্ঞান চর্চার সংক্ষিপ্ত পরিচিতি
পর্ব ৮-বাঙালির ক্রীড়া সংস্কৃতি
• গল্প -
আদরিনী - প্রভাত কুমার মুখোপাধ্যায়
• কবিতা -
অন্ধকার লেখাগুচ্ছ - শ্রীজাত
দ্বিগ্বিজয়ের রূপকথা - নবনীতা দেবসেন
• প্রবন্ধ -
বাঙ্গালা ভাষা - স্বামী বিবেকানন্দ
• ভারতীয় গল্প -
পোটরাজ - লেখক শঙ্কর রাও খারাট (অনুবাদ করেছেন : সুনন্দন চক্রবর্তী)
• আন্তর্জাতিক কবিতা -
তার সঙ্গে - লেখক পাবলো নেরুদা (অনুবাদ করেছেন : শক্তি চট্টোপাধ্যায় )
• ভাষা -
ধ্বনিতত্ত্ব : স্বর ও ব্যঞ্জন, যুক্ত ব্যঞ্জন, বাগযন্ত্র, ধ্বনি, ধ্বনি পরিবর্তনের কারণ
শব্দভাণ্ডার
শব্দার্থতত্ত্ব
শৈলী বিজ্ঞানের গোড়ার কথা
• বাংলা শিল্প-সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস
পর্ব ৪-বাংলা গানের ইতিহাস-সংক্ষিপ্ত রূপরেখা
পর্ব ৭-বাঙালির বিজ্ঞান চর্চার সংক্ষিপ্ত পরিচিতি
পর্ব ৮-বাঙালির ক্রীড়া সংস্কৃতি
------------------------------------------------------
ক্লাস-12 নতুন বাংলা সিলেবাস | Class 12 New Syllabus 2024 25
» ক্লাস-12 তৃতীয় সেমিস্টার বাংলা সিলেবাসের নম্বর বিভাজন :
একনজরে দেখো কোথা থেকে কত নম্বর আসবে -
Class 12
Semester - 3
Subject : Bengali (A)
Full Mark : 40 Time : 1:00 Hours
( MCQ Type Questions )
বিষয়ের নাম | নম্বর |
---|---|
১. গল্প | 08 |
২. কবিতা | 07 |
৩. প্রবন্ধ | 05 |
৪. ভারতীয় গল্প ও আন্তর্জাতিক কবিতা | 05 |
৫. ভাষা | 10 |
৬. বাংলা শিল্প-সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস | 05 |
মোট | 40 নম্বর |
• আরো নীচে বিস্তারিত বলে দিলাম -
1) গল্প থেকে --- 8 টি MCQ প্রশ্ন থাকবে।
2) কবিতা থেকে --- 7 টি MCQ প্রশ্ন থাকবে |
3) প্রবন্ধ থেকে --- 5 টি MCQ প্রশ্ন থাকবে।
4) আন্তর্জাতিক গল্প ও ভারতীয় কবিতা থেকে --- 5 টি MCQ প্রশ্ন থাকবে।
5) ভাষা --- মোট 10 টি MCQ প্রশ্ন থাকবে।
6) বাংলা শিল্প-সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস --- 5 টি MCQ প্রশ্ন থাকবে।
------------------------------------------------------
class 12 new syllabus 2025 26 | wbchse class 12 new syllabus
» ক্লাস-12 তৃতীয় সেমিস্টার প্রশ্ন কাঠামো :
দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার বাংলা বিষয়ে মোট 40 নম্বরের পরীক্ষা হবে। এই 40 নম্বর শুধুমাত্র MCQ প্রশ্ন থাকবে এবং MCQ প্রশ্নগুলি পরীক্ষার সময় OMR Sheet এ ফিলাপ করতে হবে।
» ক্লাস-12 তৃতীয় সেমিস্টারে পাস মার্ক :
ক্লাস-12 তৃতীয় সেমিস্টার বাংলা পরীক্ষায় 30% নম্বর পেলেই পাস । অর্থাৎ 40 এর মধ্যে 12 নম্বর পেলেই একটি বিষয়ে পাস। ভালো করে শুনুন একটি (বাংলা) বিষয়ে পাস।
------------------------------------------------------
» ক্লাস-12 চতুর্থ সেমিস্টারের বাংলা সিলেবাস :
• গল্প -
হলুদ পোঁড়া - মানিক বন্দ্যোপাধ্যায়
রং নাম্বার - মহাশ্বেতা দেবী
• কবিতা -
প্রার্থনা - রবীন্দ্রনাথ ঠাকুর
তিমির হননের গান - জীবনানন্দ দাশ
কেন এল না - সুভাষ মুখোপাধ্যায়
• নাটক -
নানা রঙের দিন - বন্দোপাধ্যায়
• পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ -
ডাকঘর - রবীন্দ্রনাথ ঠাকুর
• বাংলা শিল্প-সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস -
পর্ব ৫ - বাংলা চিত্রকলার সংক্ষিপ্ত ইতিহাস রূপরেখা
পর্ব 6 - বাঙালির চলচ্চিত্রের ইতিহাস সংক্ষিপ্ত রূপরেখা
• প্রবন্ধ রচনা -
কোন একটি বিষয়ে কোনো একজন লেখকের লেখার একটি অংশ দেওয়া থাকবে এবং নানা ধরনের সূত্র ও তথ্য দেওয়া থাকবে। সেগুলিকে ব্যবহার করে রচনাটি লিখতে হবে।
------------------------------------------------------
class 12 bengali new syllabus
» ক্লাস-12 চতুর্থ সেমিস্টার বাংলা সিলেবাসের নম্বর বিভাজন :
একনজরে দেখো কোথা থেকে কত নম্বর আসবে -
Class 12
Semester - 4
Subject : Bengali (A)
Full Mark : 40 Time : 1:30 Hours
( MCQ Type Questions )
Semester - 4
Subject : Bengali (A)
Full Mark : 40 Time : 1:30 Hours
( MCQ Type Questions )
বিষয়ের নাম | নম্বর |
---|---|
১. গল্প | 05 |
২. কবিতা | 05 |
৩. নাটক | 05 |
৪. পূর্ণাঙ্গ সহায়ক গ্ৰন্থ | 10 |
৫. বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস | 05 |
৬. প্রবন্ধ রচনা | 10 |
মোট | 40 নম্বর |
» ক্লাস-12 চতুর্থ সেমিস্টার বাংলা সিলেবাসের প্রশ্ন কাঠামো :
দ্বাদশ শ্রেণির চতুর্থ সেমিস্টার বাংলা বিষয়ে মোট 40 নম্বরের পরীক্ষা হবে। কিন্তু প্রশ্ন কাঠামো সম্পর্কে Board বলেনি। তবে বোর্ড নোটিশ দিলে আমি তাড়াতাড়ি জানিয়ে দিবো।
» ক্লাস-12 চতুর্থ সেমিস্টারে পাস মার্ক :
ক্লাস-12 চতুর্থ সেমিস্টার বাংলা পরীক্ষায় 30% নম্বর পেলেই পাস । অর্থাৎ 40 এর মধ্যে 12 নম্বর পেলেই একটি বিষয়ে পাস। ভালো করে শুনুন একটি (বাংলা) বিষয়ে পাস।
» ক্লাস-12 চতুর্থ সেমিস্টার বাংলা প্রজেক্ট খাতা :
দ্বাদশ শ্রেণির চতুর্থ সেমিস্টারে পড়াশোনা চলাকালীর একটি বাংলা প্রজেক্ট খাতা তৈরি করতে হয়। কি বিষয়ে খাতা তৈরি করতে হবে জানতে Menu Option এ ক্লিক করে দেখতে পারো।
------------------------------------------------------
» ডাউট ক্লিয়ারিং সবথেকে নীচে কিছু প্রশ্ন।
1. স্যার ক্লাস-12 তৃতীয় সেমিস্টার পরীক্ষা কবে হবে ?
উত্তর : তৃতীয় সেমিস্টার পরীক্ষার নোটিশ এখনো Board প্রকাশ করেনি তবে অনুমান করে বলতে পারি সেপ্টেম্বর মাসে হতে পারে। Board নোটিশ দিলেই WhatsApp Group এবং এই Website এ জিনিয়ে দেওয়া হবে।
2. স্যার ক্লাস-12 চতুর্থ সেমিস্টার পরীক্ষা কবে হবে ?
উত্তর : চতুর্থ সেমিস্টার পরীক্ষার নোটিশ এখনো Board প্রকাশ করেনি তবে অনুমান করে বলতে পারি মার্চ মাসে হতে পারে। Board নোটিশ দিলেই WhatsApp Group এবং এই Website এ জিনিয়ে দেওয়া হবে।
3. স্যার আমরা যদি ক্লাস-12 তৃতীয় সেমিস্টারে ফেল করি তাহলে চতুর্থ সেমিস্টারে পড়াশোনা করতে পারবো ?
উত্তর : এখনো বোর্ড পরিষ্কার বলেনি তবে একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারে যদি কেউ ফেল করে তাহলে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা দেওয়ার এক মাস আগে প্রথম সেমিস্টারের পরীক্ষা নেওয়া হবে।
4. স্যার আমরা যদি ক্লাস-12 তৃতীয় সেমিস্টারে প্রজেক্ট খাতা তৈরি করতে হবে ?
উত্তর : না। চতুর্থ সেমিস্টারে গিয়ে প্রজেক্ট খাতা তৈরি করতে হবে।
5. স্যার ক্লাস-12 তৃতীয় সেমিস্টারে আমার মোট ছয়টি সাবজেক্ট আছে তাহলে আমাকে কি ছয়টি সাবজেক্টে পাশ করতে হবে ?
উত্তর: না। বোর্ডের নিয়ম অনুযায়ী তোমাকে যেকোনো পাঁচটা সাবজেক্টে পাশ করতে হবে।
6. স্যার আপনি এই প্রতিবেদনে একটি সাবজেক্টে 12 নম্বর পেলে পাস করবে বলেছেন কিন্তু মোট কত নম্বর পেলে আমরা পাস করব তা জানান ?
উত্তর : মোট পাস নম্বর কত জানতে হলে Menu Option এ ক্লিক করে দেখো।
------------------------------------------------------
class 12 new syllabus 2024 25 west bengal board
• শেষ কথা : ক্লাস-12 এর দুটি সেমিস্টারের সিলেবাস সহ সমস্ত তথ্য খুব সহজ করে আলোচনা করলাম । আমাদের এই পরিশ্রম আশা করছি আপনাদের কাজে লাগবে।
শুভেচ্ছা সহ
WB Semester Team