Type Here to Get Search Results !

এই ব্লগটি সন্ধান করুন

html body submit korechi WB Semester Ads-1

দ্বাদশ শ্রেণীর নতুন ইংরেজি সিলেবাস | Class 12 Syllabus 2024-25 | Class 12 Wbchse Syllabus

Class 12 Semester 3 English Syllabus
Class 12 Semester 4 English Syllbaus

• ভূমিকা :
WBCHSE Board এই বছর থেকে দ্বাদশ শ্রেণীর ইংরেজি সিলেবাস সহ পরীক্ষার প্রশ্ন কাঠামো পরিবর্তন করেছে অর্থাৎ দ্বাদশ শ্রেণীকে দুটি সেমিস্টারে ভাগ করেছে - তৃতীয় সেমিস্টার ও চতুর্থ সেমিস্টার। আজকের এই লেখা তুমি পড়লে জানতে পারবে -
» দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের ইংরেজি সিলেবাস / ইংরেজি সিলেবাসের নম্বর বিভাজন ও প্রশ্ন কাঠামো / তৃতীয় সেমিস্টারে পাস মার্ক।
» দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের ইংরেজি সিলেবাস / ইংরেজি সিলেবাসের নম্বর বিভাজন ও প্রশ্ন কাঠামো / চতুর্থ  সেমিস্টারে পাস মার্ক / প্রজেক্ট কি করবে 
» সবথেকে নীচে ডাউট ক্লিয়ারিং কিছু প্রশ্ন।
class 12 syllabus 2024 25

দ্বাদশ শ্রেণীর নতুন ইংরেজি সিলেবাস | Class 12 Syllabus 2024-25

» দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের ইংরেজি সিলেবাস
UNIT 1 : PROSE
1. ‘War’ by Luigi Pirandello 
2. ‘Debut on Stage’ by Charles Chaplin 
3. ‘The Legends of Pensam’ by Mamang Dai 
UNIT 2 : VERSE
1. ‘Ode to the West Wind’ by P. B. Shelley
2. ‘My Grandmother’s House’ by Kamala Das
UNIT 3 : DRAMA 
‘The Glass Menagerie’ by Tennessee Williams (Scene I to IV) 
UNIT 4 : TEXTUAL GRAMMAR 
Textual Grammar from Unit 1 and Unit 2: Synthesis and 
Splitting of Sentences; Change of Narration; Correction 
of errors 
UNIT 5 : READING COMPREHENSION 
Reading Comprehension (Unseen)

» দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার ইংরেজি সিলেবাসের নম্বর বিভাজন :
একনজরে দেখো কোথা থেকে কত নম্বর আসবে -
Class 12 
Semester - 3
Subject : English (A)
Full Mark : 40                         Time : 1:00 Hours
    (MCQ Type Questions)

Topic Marks Allotted
UNIT 1 : PROSE                  10
UNIT 2 : VERSE                  10
UNIT 3 : DRAMA                   05
UNIT 4 : TEXTUAL GRAMMAR                   05
UNIT 5 : READING COMPREHENSION                  10
  Total                 40 

•  নীচে আরো বিস্তারিত বলে দিলাম -
1) UNIT 1 : PROSE থেকে --- 10 টি MCQ প্রশ্ন থাকবে। 
2) UNIT 2 : VERSE থেকে --- 10 টি MCQ প্রশ্ন থাকবে |
3) UNIT 3 : DRAMA থেকে --- 5 টি MCQ প্রশ্ন থাকবে। 
4) UNIT 4 : TEXTUAL GRAMMAR থেকে ---  5 টি MCQ প্রশ্ন থাকবে। 
5) UNIT 5 : READING COMPREHENSION থেকে --- 10 টি MCQ প্রশ্ন থাকবে। 

class 12 syllabus 2024-25 | class 12 new syllabus 2024 25

» দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার প্রশ্ন কাঠামো :
দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার ইংরেজি বিষয়ে মোট 40 নম্বরের পরীক্ষা হবে। এই 40 নম্বর শুধুমাত্র MCQ প্রশ্ন থাকবে এবং MCQ প্রশ্নগুলি পরীক্ষার সময় OMR Sheet এ ফিলাপ করতে হবে।

» দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারে পাস মার্ক :
ক্লাস-12 তৃতীয় সেমিস্টার ইংরেজি পরীক্ষায় 30% নম্বর পেলেই পাস । অর্থাৎ 40 এর মধ্যে 12 নম্বর পেলেই একটি বিষয়ে পাস। ভালো করে শুনুন একটি (ইংরেজি) বিষয়ে পাস।

» দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের ইংরেজি সিলেবাস :
UNIT 1 : PROSE 
1. ‘Mr. Pirzada’ by JhumpaLahiri 
2. ‘The Lamb of the Slaughter’ by Roald Dah

UNIT 2 : VERSE 
1. ‘Last Ride Together’ by Robert Browning 
2. ‘I cannot live with thee’ by Emily Dickinson 
3. ‘This is a Photograph of Me’ by Margaret Atwood

UNIT 3 : DRAMA
‘The Glass Menagerie’ by Tennessee Williams (Scene V to VII)

UNIT 4 : NON TEXTUAL GRAMMAR
Non-textual Grammar: Synthesis and Splitting of Sentences; Change of Narration; Correction of Errors 

UNIT 5 : WRITING SKILL 
Essay

class 12 english syllabus | class 12 english ayllabus wbchse

» দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টার ইংরেজি সিলেবাসের নম্বর বিভাজন :
একনজরে দেখো কোথা থেকে কত নম্বর আসবে -
Topic Marks Allotted
UNIT 1 : PROSE                  10
UNIT 2 : VERSE                  10
UNIT 3 : DRAMA                   05
UNIT 4 : NON TEXTUAL GRAMMAR                   05
UNIT 5 : WRITING SKILL                 10
  Total                 40 

» দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টার ইংরেজি সিলেবাসের প্রশ্ন কাঠামো :
দ্বাদশ শ্রেণির চতুর্থ সেমিস্টার ইংরেজি বিষয়ে মোট 40 নম্বরের পরীক্ষা হবে। প্রশ্ন কি ধরনের হবে নীচে বলে দিলাম -
Class 12 
Semester - 4
Subject : English (A)
Full Mark : 40                         Time : 1:30 Hours
     (SAQ & DTQ Type Questions)

•  UNIT 1 : PROSE থেকে 2 নম্বরের প্রশ্ন 4 টি থাকবে, যেকোনো 2 টি প্রশ্নের উত্তর করতে হবে। এবং 6 নম্বরের প্রশ্ন 2 টি থাকবে, যেকোনো 1 টি প্রশ্নের উত্তর করতে হবে। অর্থাৎ Unit 1 থেকে 4+6=মোট 10 নম্বর।
•  UNIT 2 : VERSE থেকে 2 নম্বরের প্রশ্ন 4 টি থাকবে, যেকোনো 2 টি প্রশ্নের উত্তর করতে হবে। এবং 6 নম্বরের প্রশ্ন 3 টি থাকবে, যেকোনো 1 টি প্রশ্নের উত্তর করতে হবে। অর্থাৎ Unit 2 থেকে 4+6=মোট 10 নম্বর।
•  UNIT 3 : DRAMA থেকে 5 নম্বরের প্রশ্ন 2 টি থাকবে, যেকোনো 1 টি প্রশ্নের উত্তর করতে হবে। অর্থাৎ Unit 3 থেকে মোট 5 নম্বর।
•  UNIT 4 : NON TEXTUAL GRAMMAR থেকে 2 নম্বরের 1 টি করতে হবে এবং 3 নম্বরের 1 টি করতে হবে। 1 টি করে দেওয়া থাকবে। অর্থাৎ 2+3=মোট 5 নম্বর।
•  UNIT 5 : WRITING SKILL থেকে 10 নম্বরের 1 টি প্রশ্ন করতে হবে। অর্থাৎ মোট 10 নম্বর।

Class 12 Semester 3 English Syllabus |Class 12 Semester 4 English Syllbaus

» দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টার ইংরেজি প্রজেক্ট খাতা :
দ্বাদশ শ্রেণির চতুর্থ সেমিস্টারে পড়াশোনা চলাকালীর একটি ইংরেজি প্রজেক্ট খাতা তৈরি করতে হয়।
CLASS - XII
PROJECT WORK / TUTORIAL 
FULL MARKS – 20 
FORMAT : 
3) Listening and Speaking Activity 05 marks +05 marks 
4) Writing Activity/ Project + Viva Voce 05 marks + 05 marks 
Instructions: 
4. Subject teachers will engage students in activities which would assess their listening and speaking skills 
comprehensively. 
5. Project Work to be taken up on any of the following topics in consultation with the concerned subject teacher: 
o Post War Literature 
o Indian Writing in English 
6. Project/Tutorial may be done throughout both the semesters. However, the student will be evaluated at the end of Semester IV.

» দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারে পাস মার্ক :
ক্লাস-12 চতুর্থ সেমিস্টার ইংরেজি পরীক্ষায় 30% নম্বর পেলেই পাস । অর্থাৎ 40 এর মধ্যে 12 নম্বর পেলেই একটি বিষয়ে পাস। ভালো করে শুনুন একটি (ইংরেজি ) বিষয়ে পাস।

» ডাউট ক্লিয়ারিং সবথেকে নীচে কিছু প্রশ্ন :
1. স্যার, ক্লাস-12 তৃতীয় সেমিস্টার পরীক্ষা কবে হবে ?
উত্তর : WBCHSE Board নোটিশ এখনো প্রকাশ করেনি। তবে অনুমান করে বলতে পারি তৃতীয় সেমিস্টার পরীক্ষা সেপ্টেম্বর মাসে হতে পারে। WBCHSE Board নোটিশ দিলেই WhatsApp Group এবং এই WB Semester Website এ জিনিয়ে দেওয়া হবে।

2. স্যার, ক্লাস-12 চতুর্থ সেমিস্টার পরীক্ষা কবে হবে ?
উত্তর : WBCHSE Board নোটিশ এখনো প্রকাশ করেনি। তবে অনুমান করে বলতে পারি চতুর্থ সেমিস্টার পরীক্ষা মার্চ মাসে হতে পারে। WBCHSE Board নোটিশ দিলেই WhatsApp Group এবং এই WB Semester Website এ জিনিয়ে দেওয়া হবে।

3. স্যার, যদি ক্লাস-12 তৃতীয় সেমিস্টারে আমরা ফেল করি তাহলে চতুর্থ সেমিস্টারে পড়াশোনা করতে পারবো ?
উত্তর : এখনো বোর্ড পরিষ্কার বলেনি তবে একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারে যদি কেউ ফেল করে তাহলে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা দেওয়ার এক মাস আগে প্রথম সেমিস্টারের পরীক্ষা নেওয়া হবে।

4. স্যার, আমরা যদি ক্লাস-12 তৃতীয় সেমিস্টারে প্রজেক্ট খাতা তৈরি করতে হবে ?
উত্তর : না। চতুর্থ সেমিস্টারে গিয়ে প্রজেক্ট খাতা তৈরি করতে হবে।

5. স্যার, ক্লাস-12 তৃতীয় সেমিস্টারে আমার মোট ছয়টি সাবজেক্ট আছে তাহলে আমাকে কি ছয়টি সাবজেক্টে পাশ করতে হবে ?
উত্তর: বোর্ডের নিয়ম অনুযায়ী তোমাকে যেকোনো পাঁচটা সাবজেক্টে পাশ করতে হবে।

6. স্যার, এই প্রতিবেদনে একটি সাবজেক্টে 12 নম্বর পেলে পাস করবে বলেছেন কিন্তু আপনি মোট কত নম্বর পেলে আমরা পাস করব তা জানান ?
উত্তর : মোট পাস নম্বর কত জানতে হলে Menu Option এ ক্লিক করে দেখো।

class 12 wbchse syllabus | class 12 wbchse syllabus 2024 english

শেষ কথা
ক্লাস-12 এর দুটি সেমিস্টারের সিলেবাস সহ সমস্ত তথ্য খুব সহজ করে আলোচনা করলাম । আমাদের এই পরিশ্রম আশা করছি আপনাদের কাজে লাগবে।

• আমাদের সঙ্গে যুক্ত হতে চাইলে Follow করো -
SOCIAL MEDIA FOLLOW
Whatsapp Group              Click Here
Whatsapp Channel             Click Here
Telegram             Click Here

শুভেচ্ছা সহ
WB Semester Team

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

WB Semester Ads-2

WB Semester Ads-3