Type Here to Get Search Results !

এই ব্লগটি সন্ধান করুন

html body submit korechi WB Semester Ads-1

দর্শন সাজেশন 2025 - একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিষ্টার | Class 11 SEMESTER 2 Philosophy SUGGESTION

 একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিষ্টার দর্শন সাজেশন

• ভূমিকা :
Class 11, Second Semester দর্শন বিষয়ে মোট 40 নম্বরের লিখিত পরীক্ষা হবে। আমি আজকে এই লেখাতে তোমাদের সুবিধার জন্য Class 11, Second Semester ছাত্রছাত্রীদের অধ্যায় ভিত্তিক দর্শন সাজেশন তৈরি করে দিয়েছি। আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে বলতে পারি, এখান থেকে পরীক্ষায় অনেক প্রশ্ন কমন পাবে। চলো শুরু করি -
class 11 semester 2 philosophy suggestion

Class 11 Philosophy Suggestion 2025

প্রথম অধ্যায় : যুক্তিবিজ্ঞানের প্রকৃতি - অবরোহ এবং আরোহ

Class 11 Second Semester দর্শন বিষয়ে মোট 40 নম্বরের লিখিত পরীক্ষা হবে। এই 40 নম্বরের মধ্যে প্রথম অধ্যায় থেকে 3 নম্বর পরীক্ষায় আসবে। তাই এই অধ্যায় থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলি হল - 1. যুক্তি কাকে বলে ? উদাহরণ দাও ? 2. যুক্তির অবয়ব বলতে কি বোঝ এবং যুক্তির অবয়ব গুলি কি কি ? 3. যুক্তির কয়টি অংশ আছে ও কি কি ? 4. সিদ্ধান্ত কাকে বলে ? 5. অনুমান ও যুক্তির মধ্যে পার্থক্য লেখ ? 4.অবরোহ যুক্তি কাকে বলে ? 5. আরোহ যুক্তি কাকে বলে ? 6.পার্থক্য লেখ অবরোহ যুক্তি ও আরোহ চুক্তির মধ্যে ? 7.যুক্তির উপাদান বলতে কী বোঝো ? 8. সাপেক্ষ যুক্তি কাকে বলে বা অনিরপেক্ষ যুক্তি কাকে বলে ? 9. যুক্তি ও যুক্তি আকারের মধ্যে পার্থক্য লেখ ? 10. যুক্তিবিদ্যাকে কেন আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলা হয় ? 11. অবরোহ যুক্তি কাকে বলে ? অবরোহ যুক্তির বৈশিষ্ট্য গুলি কি কি ? 12. আরোহ যুক্তি কাকে বলে ? আরোহ যুক্তির বৈশিষ্ট্য গুলি কি কি ? 13. যুক্তির আকার বলতে কী বোঝো ? বিভিন্ন প্রকার যুক্তির আকারগুলি উদাহরণসহ আলোচনা কর ?

class 11 Semester 2 philosophy suggestion 2025

দ্বিতীয় অধ্যায় : পদ, বাক্য, বচন, পদের ব্যাপ্যতা, সত্যতা ও বৈধতা

Class 11, 2nd Semester দর্শন বিষয়ে মোট 40 নম্বরের লিখিত পরীক্ষার মধ্যে এই অধ্যায় থেকে 3 নম্বর পরীক্ষায় আসবে। এই অধ্যায় থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলি হল - 1. বচন কাকে বলে ? 2. নিরপেক্ষ বচন বলতে কি বুঝো ? 3. বাক্য ও বচনের মধ্যে দুটি পার্থক্য লেখ ? 4. নিরপেক্ষ বচনের অংশগুলি চিহ্নিত করো ? 5. উদাহরণ দিয়ে নিরপেক্ষ বচনের গুণ কাকে বলে লেখ ? 6. নিরপেক্ষ বচনের পরিমাণ বলতে কি বুঝো ? 7. যুক্তির বস্তুগত সত্যতা বলতে কি বুঝো ? 8. উদাহরণ দাও একটি যুক্তি কখন অবৈধ হয় ? 9. যুক্তির বৈধতা কাকে বলা হয় ? 10. নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কি বুঝো ? 11. বচন ও বচনাকারের পার্থক্যগুলি আলোচনা কর ? 12. নিরপেক্ষ বচনে পদের ব্যাপ্যতা বলতে কী বোঝো বিভিন্ন প্রকার নিরপেক্ষ বচন গুলিতে কোন পদ ব্যাপ্য আর কোন পদ অব্যাপ্য আলোচনা করো ? 13. বচন ও বাক্যের মধ্যে পার্থক্য উল্লেখ করো উদাহরণ সহ ? 14. নিরপেক্ষ ও সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য উল্লেখ করো ? 15. নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ গুলি উদাহরণ দিয়ে আলোচনা করো ?

তৃতীয় অধ্যায় : বাক্য থেকে বচনে রূপান্তর

Class 11, Semester 2 দর্শন বিষয়ে মোট 40 নম্বরের লিখিত পরীক্ষার মধ্যে এই অধ্যায় থেকে 2 নম্বর পরীক্ষায় আসবে। এই অধ্যায় থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলি হল - নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত বচনে রূপান্তর কর : 1. কেবলমাত্র শিশুরা সৎ । 2. যে কেউ পাঠশালায় যায়। 3. মানুষ সাধারণত স্বার্থপর। নিচের বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে পরিণত করে তাদের গুণ ও পরিমাণ নির্ণয় কর : 1. সব ভালো যার শেষ ভালো। 2. যেখানে ধোঁয়া সেখানে আগুন। 3. চকচক করলেই সোনা হয় না। 4. সাদা হাতি নেই। নিম্নলিখিত বাক্যগুলিকে বচনে রূপান্তরিত করে ব্যাপ্য ও অব্যাপ্য পদগুলিকে চিহ্নিত কর : 1.অনেক পাখি গান গাই। 2. যে কেউ সুখী হতে চায়। 3. যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। 4. পারদ ছাড়া সব ধাতু কঠিন।

একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিষ্টার দর্শন সাজেশন 2025

চতুর্থ অধ্যায় : বচনের বিরোধিতা

Class 11 Second Semester দর্শন বিষয়ে মোট 40 নম্বরের লিখিত পরীক্ষার মধ্যে এই অধ্যায় থেকে 4 নম্বর পরীক্ষায় আসবে। এই অধ্যায় থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলি হল - 1. বচনের বিরোধিতা কাকে বলে ? 2. বচনের বিরোধিতার দুটি শর্ত লেখ। 3. অধীন বিপরীত বিরোধিতার একটি উদাহরণ দাও 4. অসম বিরোধিতার একটি দৃষ্টান্ত দাও 5. বিরুদ্ধ বিরোধিতা কাকে বলে ? বিরুদ্ধ বিরোধিতার মূল শর্ত দুটি লেখ। 6. বিপরীত বিরোধানুমানের সত্যমূল্যের নিয়মটি লেখ। 7. অধীন বিপরীত বিরোধিতার সত্যতার নিয়মটি কি ? 8. অসম বিরোধিতার সত্যতার নিয়মটি লেখ ? 9. অ্যারিস্টটলের মতে বচনের বিরোধিতা কয় প্রকার ও কি কি ? 10. 'কোন মানুষ নয় সৎ'- এই বচনটির অসম বিরোধী বচন নির্ণয় কর ? 11. অসম বিরোধিতা ও বিরুদ্ধ বিরোধিতার মধ্যে পার্থক্য উল্লেখ করো ? 12. 'মানুষ মাত্রই কবি নয়' - বচনে পরিণত করে তার বিরুদ্ধ বিরোধী বচন নির্ণয় কর ।
13. 'সকল মানুষ হয় বিচারবুদ্ধিসম্পন্ন জীব' - বচনটির বিপরীত বিরোধী-বচন কি হবে ?

পঞ্চম অধ্যায় : অমাধ্যম অনুমান-আবর্তন, বিবর্তন, সমবিবর্তন

Second Semester, class 11 দর্শন বিষয়ে মোট 40 নম্বরের লিখিত পরীক্ষার মধ্যে এই অধ্যায় থেকে 3 নম্বর পরীক্ষায় আসবে। এই অধ্যায় থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলি হল -
1. অমাধ্যম অনুমান কাকে বলে ? কয় প্রকার ও কি কি ?
2. আবর্তন কাকে বলে কয় প্রকার ও কি কি ?
3. সরল আবর্তন কাকে বলে ?
4. A বচনের সরল আবর্তন হয় না কেন ?
5. নিষেধমূলক আবর্তন কাকে বলে ?
6. আবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন ?
7. বিবর্তন কাকে বলে ? বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন ?
8. সরল ও সীমিত আবর্তনের মধ্যে পার্থক্য লেখ ?
9. O-বচনের আবর্তন বৈধ নয় কেন ?
10. প্রকৃত বিবর্তন কি বলা হয় বস্তুগত বিবর্তনকে ?
11. অমাধ্যম অনুমানকে কি প্রকৃত অনুমান বলা হয় ?
12. মাধ্যম ও অমাধ্যম অনুমানের মধ্যে পার্থক্য উদাহরণ সহ আলোচনা কর ?
13. দৃষ্টান্ত সহকারে বিবর্তনের নিয়মগুলি আলোচনা কর ?
14. নিম্নলিখিত বাক্যগুলিকে বচনে রূপান্তরিত করে আবর্তন কর :
1. হাতি ঘোড়া নয়। 2. ভালো মানুষের সংখ্যা খুবই কম।
15. নীচের বাক্যগুলিকে বচনে রূপান্তরিত করে বিবর্তন কর :
1. কেবল মানুষরাই চিন্তাশীল করে। 2. সব শিক্ষক নির্দয় নয়।
16. নিম্নলিখিত বাক্যগুলিকে বচনে রূপান্তরিত করে আবর্তন ও বিবর্তন কর :
1. পরিশ্রমী ব্যক্তি অলস নয়। 2. কিছু প্রাণী হিংস্র।
17. নিম্নলিখিত বাক্যগুলিকে বচনে রূপান্তরিত করে বিবর্তনের আবর্তন কর :
1. খুব কম ব্যক্তিই সৎ। 2. ধার্মিক মাত্রই শান্তিকামী ব্যক্তি।
17. নিম্নলিখিত বাক্যগুলিকে বচনে রূপান্তরিত করে আবর্তনের বিবর্তন কর :
1. ধুমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। 2. কিছু কিছু কুকুর হিংস্র।

দর্শন সাজেশন 2025 - একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিষ্টার

ষষ্ঠ অধ্যায় : নিরপেক্ষ ন্যায় :মূর্তি ও সংস্থান এবং বৈধতা বিচার

Class 11 Second Semester দর্শন বিষয়ে মোট 40 নম্বরের লিখিত পরীক্ষার মধ্যে এই অধ্যায় থেকে 6 নম্বর পরীক্ষায় আসবে। এই অধ্যায় থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলি হল - 1. ন্যায়ের মূর্তি কাকে বলে ? উদাহরণস্বরূপ আলোচনা করো। 2. নিরপেক্ষ ন্যায়ের সংস্থান কাকে বলে ? দৃষ্টান্ত সহ নিরপেক্ষ ন্যায়ের বিভিন্ন সংস্থাগুলির পরিচয় দাও। 3. নীচের ন্যায় অনুমানটি বৈধতা বিচার করে তার সংস্থান, মূর্তি নির্ণয় কর এবং দোষ থাকলে তার নাম বল
'খবরটি এত ভালো যে সত্য হতে পারে না'

সপ্তম অধ্যায় : যৌগিক যুক্তি : প্রাকল্পিক ও বৈকল্পিক

দর্শন পরীক্ষায় এই অধ্যায় থেকে 3 নম্বর পরীক্ষায় আসবে। এই অধ্যায় থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলি হল -
1. প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় কয় প্রকার ও কি কি ?
2. প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের প্রথম বৈধতার নিয়মটি কি ? এই মুহূর্তের নাম বল ?
3. প্রাকল্পিক বচন কাকে বলে ? তার কয়টি অংশ ও কি কি ?
4. যুক্তিগুলির বৈধতা বিচার কর :
A. যদি লক বস্তুবাদী হন তবে তিনি দার্শনিক লক দার্শনিক সুতরাং তিনি বস্তুবাদী B. হয় পাখিটি কাক অথবা কোকিল পাখিটি কাক নয় কারণ পাখিটি কোকিল C. যদি বিদ্যুৎ চমকায় তাহলে বজ্রপাত হয় বজ্রপাত হচ্ছে সুতরাং বিদ্যুৎ চমকাচ্ছে D. যদি সাফল্যের হার বেশি হয় তবে পরীক্ষার মান হবে নিচু ফলে সাফল্যের হার অবশ্যই বেশি হবে।
5. প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের বৈশিষ্ট্য গুলি লেখ ?
6. নিরপেক্ষ ন্যায় ও মিশ্র প্রাকল্পিক ন্যায়ের পার্থক্যগুলি লেখ ?

Class 11 SEMESTER 2 Philosophy SUGGESTION

অষ্টম অধ্যায় : ভারতীয় নীতিবিদ্যা

Class 11 Second Semester দর্শন বিষয়ে মোট 40 নম্বরের লিখিত পরীক্ষার মধ্যে 'নীতিবিদ্যা'র মধ্যে পুরুষার্থ, শ্রীমদ্ভাগবত গীতা - নিষ্কাম কর্মের ধারণা, বৌদ্ধদের অষ্টাঙ্গিক মার্গের ধারণা এই তিনটি অধ্যায় থেকে 6 নম্বর পরীক্ষায় আসবে, তাই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলি হল -

নবম অধ্যায় : পুরুষার্থ

1. ভারতীয় নীতিশাস্ত্রে পুরুষার্থ বলতে কী বোঝো ?
2. ভারতীয় শাস্ত্রে ধর্ম বলতে কি বোঝানো হয়েছে ?
3. ব্রহ্মচর্য কাকে বলে ?
4. বর্নাশ্রম ধর্ম কি ?
5. কাম ও মুক্তি বলতে কি বোঝানো হয়েছে ?
6. গার্হস্থ্য কাকে বলে ?
7. পঞ্চযজ্ঞ বলতে কি বোঝানো হয়েছে ?

class 11 Semester 2 dorson question answer

দশম অধ্যায় : শ্রীমদ্ভাগবত গীতা - নিষ্কাম কর্মের ধারণা

1. ভাগবত গীতায় নিষ্কাম কর্ম বলতে কি বোঝানো হয়েছে ?
2. নিষ্কাম কর্ম কাকে বলে ?
3. যোগস্থ শব্দের তিন প্রকার অর্থ সংক্ষেপে আলোচনা কর ?
4. নিষ্কাম কর্মের সূত্র গুলি কি কি ?
5. শ্রীকৃষ্ণ কেন বেদকে ত্রিগুণাত্মক বলেছেন ?
6. সকাম কর্মের বৈশিষ্ট্য লেখ ?
7. নিষ্কাম কর্মের বৈশিষ্ট্য লেখ ?
8. গীতা অনুসারে স্বধর্ম ও পরধর্ম বলতে কী বোঝো ?
9. সকাম ও নিষ্কাম কর্মের মধ্যে পার্থক্য লেখ ?
10. প্রবৃত্তি মার্ক ও নিবৃত্তি মার্ক বলতে কি বোঝানো হয়েছে?
11. গীতায় চার ধরনের যে বৈদিক কর্ম আছে তা উল্লেখ কর ?

একাদশ অধ্যায় : বৌদ্ধদের অষ্টাঙ্গিক মার্গের ধারণা

1. বৌদ্ধ নীতিতত্ত্বে সম্যক দৃষ্টি বলতে কী বোঝায়?
2. বৌদ্ধ দর্শনে চারটি আর্য সত্য উল্লেখ করো
3. বৌদ্ধ নীতিশিক্ষা বলতে কী বোঝায় ?
4. আর্যসত্য কি ?
5. বৌদ্ধ মতে নির্মাণ লাভ করা যায় কিভাবে ? 6. অষ্টাঙ্গিক মার্গের আটটি মার্গ বা পথগুলি কি কি ?
6. বৌদ্ধ দর্শনে অষ্টাঙ্গিক মার্গ কি সংক্ষেপে ব্যাখ্যা কর ?
7. সম্যক ব্যায়ামের অর্থ কি ? বৌদ্ধ নীতিতত্ত্বে সম্যক ব্যায়ামের গুরুত্ব লেখো ?

দর্শন সাজেশন 2025 - একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিষ্টার

দ্বাদশ অধ্যায় : চার্বাক সুখবাদ

এই অধ্যায় থেকে 2 নম্বর পরীক্ষায় আসবে। তাই এই অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলি হল -
1. চার্বাকদের মতে নৈতিক আদর্শ কি ?
2. চার্বাকরা কেন ইন্দ্রিয়া সুখের পরিতৃপ্তিতে বিশ্বাস করেন ?
3. চার্বাক নীতিতত্ত্বের মূল কথা কি ?
4. চার্বাকদের আত্মসুবাদী বলা হয় কেন ?
5. চার্বাকরা ধর্মকে কেন পুরুষার্থ হিসেবে স্বীকার করেননি ?
6. চার্বাক নীতিতত্ত্বের প্রধান বৈশিষ্ট্য গুলি লেখ ?
7. চার্বাক নীতিবিদ্যার মূল বক্তব্য লেখ ?
8. চার্বাকদের মতে সুখবাদ কি ?
9. চার্বাক জড়বাদের মূল বক্তব্য লেখ ?
10. চার্বাকরা জন্মান্তর স্বীকার করে না কেন ?

ত্রয়োদশ অধ্যায় : পাশ্চাত্য নীতিবিদ্যা

এই পাশ্চাত্য নীতিবিদ্যার মধ্যে A. নৈতিক প্রত্যয়সমূহ : নৈতিক, নৈতিক, নীতি-বহির্ভূত; উদ্দেশ্য ও অভিপ্রায়; ঠিক ও ভুল; ভাল ও মন্দ; ন্যায়বিচার এবং নৈতিক তত্ত্বসমূহ - এই দুটি অধ্যায় থেকে মোট 8 নম্বর পরীক্ষায় আসবে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলি হল -
1. নৈতিক ও অনৈতিক কাজের দৃষ্টান্ত দাও ?
2.পাশ্চাত্য নীতিবিদ্যায় ঐচ্ছিক ক্রিয়া বলতে কি বোঝায় ?
3.উদ্দেশ্যমূলক নীতিবিদ্যা বলতে কি বোঝায় ? এর বিষয়বস্তু সংক্ষেপে উল্লেখ কর।
4. নীতিবিদ্যার বৈশিষ্ট্য গুলি আলোচনা করো ?
5. আদর্শনিষ্ঠ নীতিবিদ্যা বলতে কি বোঝ ?
6. বস্তুনিষ্ঠ ও আদর্শনিষ্ঠ বিজ্ঞানের মধ্যে পার্থক্য লেখ ?
7. নীতিবিদ্যার প্রয়োজনীয়তা লেখ ?
8. নীতিবিজ্ঞানকে আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলা হয় কেন ?
9. নীতিবিদ্যার বিভিন্ন শাখা সমূহ কি কি ?

Class 11 2nd Semester Philosophy SUGGESTION 2025

চতুর্দশ অধ্যায় : নৈতিক তত্ত্বসমূহ

এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলি হল -
1. কর্তব্যমূলক নীতিবিদ্যা বলতে কী বোঝো? এই মতের বিষয়বস্তু সংক্ষেপে উল্লেখ কর ?
2. নৈতিক সুখবাদ কাকে বলে ?
3. আত্মসুখবাদ বলতে কি বোঝায় ? নৈতিক মতবাদ হিসেবে আত্মসুখবাদ এর পরিচয় দাও ?
4. কান্টের দেওয়া নীতি কর্তব্যবাদের সমালোচনা ব্যাখ্যা কর ?
5. নীতি কর্তব্যবাদ কাকে বলে ? নীতি কর্তব্যবাদ সম্পর্কে সংক্ষেপে লেখ ?
6. কান্টের দেওয়া নৈতিক বা নীতি কর্তব্যবাদ কি ?
7. আত্মসুখবাদ ও পরসুখবাদ এর কয়েকটি পার্থক্য লেখ ?
8. নৈতিক মতবাদরূপে নীতি উপযোগবাদের ব্যাখ্যা কর ?

একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিষ্টার দর্শন সাজেশন 2025

উপসংহার : আশা করছি উপরের একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার দর্শন সাজেশন এর প্রশ্ন পরীক্ষায় কমন পাবে আমাদের অফলাইন কোচিং সেন্টারে যারা পড়াশোনা করছো তাদের কাছে এই সাজেশন টি আরো অনেক ছোট করে দেওয়া হবে। কিন্তু যারা অনলাইন থেকে পড়াশোনা করছো তারা নিজ দায়িত্বে পড়াশোনা করবে। আমার এই পরিশ্রম আপনাদের কাজে লাগলে সার্থক হবে। কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলো না।

আরো পড়ুন Link
1. ভাবসম্মিলন কবিতার বিষয়বস্তু          Click Here
2. ভাবসম্মিলন - কবিতার বড়ো প্রশ্ন ও উত্তর          Click Here
4. ছুটি - গল্পের বড়ো প্রশ্ন ও উত্তর             Click Here
5. একাদশ শ্রেণির নতুন বাংলা প্রশ্নপত্র           Click Here

• আমাদের সঙ্গে যুক্ত হতে চাইলে Follow করো -
SOCIAL MEDIA FOLLOW
Whatsapp Group              Click Here
Whatsapp Channel             Click Here
Telegram             Click Here

                            Thank You !

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

WB Semester Ads-2

WB Semester Ads-3