Type Here to Get Search Results !

এই ব্লগটি সন্ধান করুন

html body submit korechi WB Semester Ads-1

একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিষ্টার - ইতিহাস সাজেশন 2025 | Class 11 Semester 2 History SUGGESTION 2025

 একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিষ্টার ইতিহাস সাজেশন 2025

• ভূমিকা :
পরীক্ষা আসলেই সবার মনে পড়ে সাজেশনের কথা, তাই আমি তোমাদের জন্য আজকের এই লেখাতে Class 11 Second Semester ইতিহাস পরীক্ষার ফাইনাল সাজেশন তৈরি করে দিয়েছি। একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিষ্টারে তিনটি অধ্যায় পড়তে হবে এবং মোট 40 নম্বরের লিখিত পরীক্ষা হবে। তোমাদের সুবিধার জন্য অধ্যায়ভিত্তিক সাজেশন তৈরি করে দিয়েছি। এখান থেকে অনেক প্রশ্ন পরীক্ষায় কমন পাবে। চলো শুরু করি...

class 11 history suggestion 2025

Class 11 Semester 2 History SUGGESTION 2025

চতুর্থ অধ্যায় : রাষ্ট্রের প্রকৃতি ও তার শাসনমন্ত্র 

Class 11 Semester 2 ইতিহাস পরীক্ষায় এই অধ্যায় থেকে ৩ নম্বরের একটি প্রশ্ন, ৪ নম্বরের একটি প্রশ্ন ও ৮ নম্বরের একটি বড়ো প্রশ্ন আসবেই । তাই পরীক্ষার জন্য এই অধ্যায় থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলি হল -
• প্রতিটি প্রশ্নের মান
1. অর্থশাস্ত্র গ্রন্থটি কে, কবে আবিষ্কার করেন। কৌটিল্যের অর্থশাস্ত্রে বর্ণিত রাজস্বব্যবস্থা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো।
2. অর্থশাস্ত্রের বিষয়বস্তু কী। 
3. ফতোয়া-ই-জাহান্দারি গ্রন্থের বিষয়বস্তু লেখো।
4. 'জিলুল্লাহ' শব্দের অর্থ কী ? জিয়াউদ্দিন বরনি রচিত দুটি গ্ৰন্থের নাম লেখো।
6. ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বা জাহান্দারি বলতে কী বোঝো ? 
7. সর্বপ্রথম খলিফার দিল্লির কোন্ সুলতান  স্বীকৃতি পান। 'খুৎবা' ও 'সিকা' কী ?
8. খলিফা কারা ? জিম্মি কাদের বলা হয় ?
9. জিজিয়া কর কী। জিজিয়া কর কাদের কাছ থেকে আদায় করা হত এবং কে এই কর বিলোপ করেন ?
10. সিসেরো কে ছিলেন ? 'De Officiis' কার লেখা ?
11.'দ্য রিপাবলিক' (De Republica) গ্রন্থের রচয়িতা কে? প্রজাতান্ত্রিক রোমের রাষ্ট্রব্যবস্থায় নাগরিকদের শ্রেণিবিভাজন করো।
12. সপ্তম হেনরি কে ছিলেন। টিউডর স্বৈরতন্ত্রের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
13. অস্টম হেনরি কে ছিলেন ? কোন্ দেশের 'Act of Supremacy (1534 খ্রিস্টাব্দ) অংশ ।
14. টমাস ক্রমওয়েল কে ছিলেন ?
15. অ্যাক্ট অফ সুপ্রিমেসি কী ?
16. 'পিলগ্রিমেস অফ গ্রেস' কী ?
17. 'গৌরবময় বিপ্লব' বলতে কী বোঝো। এটি কবে সংঘটিত হয় ?
18. ম্যাকিয়াভেলি রচিত একটি বইয়ের নাম লেখো। তাঁর রাষ্ট্রদর্শনে কীভাবে রাষ্ট্র ও সরকারের স্বরূপ বর্ণিত হয়েছে ?
19. 'দ্য স্পিরিট অফ লজ'-এর লেখক কে ?এ বইয়ের মূল বস্তব্য কী ? 
20. 'স্যাট্রাপ' (Satrap) কী ?
21. 'ম্যান্ডারিন' বলতে কী বোঝো।
22. চিনে কেন ম্যান্ডারিন ব্যবস্থার প্রচলন ঘটে। 
23. ম্যান্ডারিন শব্দের উৎপত্তি এবং তার অর্থ সম্পর্কে লেখো। 
24. মাকতি কোন্ ব্যবস্থার সঙ্গে যুক্ত? জমা ও হাসিল কী ? 
25. ইস্তা ব্যবস্থা বলতে কী বোঝো। 
26. মনসবদারি প্রথা বলতে কী বোঝো ?
27.ইস্তাদার বা মাকতি কাদের বলা হত? খোয়াজা কারা ?
28. 'ইস্তা' শব্দের অর্থ কী ? কে কেন ইস্তা প্রথা প্রবর্তন করেন ?
29. 'মনসব' শব্দের অর্থ কী ? মনসবদার কীভাবে নিযুক্ত হতেন ?
30. দাগ ও হুলিয়া কী?মোগল দরবারে প্রধান তিনটি অভিজাত গোষ্ঠীর নাম লেখো।
 •  প্রতিটি প্রশ্নের মান
1. ধর্মাশ্রয়ী রাষ্ট্রের মূল বৈশিষ্ট্যগুলি কী কী?
2. 'মণ্ডলতত্ত্ব' কী? 
3. আদর্শ রাষ্ট্র সম্পর্কে সিসেরোর মতাদর্শ কী ছিল?
4. 'সপ্তাঙ্গ্ তত্ত্ব' কী।
5. বরনির ফতোয়া-ই-জাহান্দারিতে রাষ্ট্রনীতি সম্পর্কে কী ধারণা ছিল।
6. দিল্লির সুলতানি রাষ্ট্রের প্রকৃতি আলোচনা করো। 
7. নব্য বা নতুন রাজতন্ত্র বলতে কী বোঝো?
8. 'আধুনিক রাষ্ট্রচিন্তার জনক' নামে কে পরিচিত মাছ এবং কেন?
9. বরনির মতানুযায়ী দিল্লি সুলতানি রাষ্ট্র ধর্মনিরপেক্ষ ছিল ব্যাখ্যা করো। *
10. কোন দেশের রাজতন্ত্র দিল্লির সুলতানির দ্বারা অনুসৃত বলে বরনি মনে করতেন?
11. 'উলেমা' কারা। দয়াছে 'হিন্দুস্তানের তোতাপাখি' কাকে বলা হয় ও কেন?
12. গ্রিক রাষ্ট্রচিন্তাবিদ অ্যারিস্টটলের মতে আদর্শ রাষ্ট্রের ধারণা কেমন ছিল।
13. রাষ্ট্রনীতিতে সিসেরোর অবদান লেখো।
14. আধুনিক রাষ্ট্রচিন্তাবিদ হিসেবে নিকোলো ম্যাকিয়াভেলির ভূমিকা বিশ্লেষণ করো।
15. ইস্তাপ্রথার ত্রুটিগুলি কী কী ছিল ?
16. সপ্তম হেনরি প্রবর্তিত রাজবংশকে কেন 'নতুন রাজতন্ত্র' বলা হয় ? 
17. মনসবদারি প্রথা প্রবর্তনের প্রধান উদ্দেশ্য কী কী ছিল ? 
18. নয়া রাজতন্ত্রে টমাস ক্রমওয়েলের ভূমিকা কী ছিল ? 
19.  মনসবদারি ব্যবস্থা কী? এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।
20. কে নিজেকে 'Supreme Head of the Church' বলেছিলেন। টমাস ক্রমওয়েল কীভাবে ইংল্যান্ডের চার্চকে রাজার নিয়ন্ত্রণে আনেন।
21. ইস্তা ব্যবস্থা কী ?
22. ক্ষমতা স্বতন্ত্রীকরণের কথা কে বলেছিলেন। চেয়ারে জাঁ বোঁদার রাষ্ট্রচিন্তার মূল্যায়ন করো।
23. জাঁ বোঁদার রাষ্ট্রতত্ত্ব পর্যালোচনা করো।
24. জন লক রাষ্ট্র সম্পর্কে কী ধারণা ব্যক্ত করেছেন।
25.. ভারতে মোগল শাসনব্যবস্থায় মনসবদারি ব্যবস্থার গুরুত্ব কী ছিল ?
26. ইস্তা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।
27. ম্যান্ডারিন প্রথা কে প্রবর্তন করেন ? চিনের ম্যান্ডারিনদের গুরুত্ব আলোচনা করো।
28. ইস্তাদারদের কী কী দায়িত্ব পালন করতে হত ?
29. পারস্যের প্রাদেশিক শাসনকর্তা হিসেবে স্যাট্রাপদের কার্যাবলি আলোচনা করো।
30. ম্যান্ডারিনদের কার্যাবলি সম্পর্কে আলোচনা করো।
 • প্রতিটি প্রশ্নের মান
1. আধুনিক রাষ্ট্রচিন্তাবিদ হিসেবে নিকোলো ম্যাকিয়াভেলির রাষ্ট্রচিন্তা ব্যাখ্যা করো।
2. কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্ব সংক্ষেপে লেখো।
3. অর্থশাস্ত্রে কৌটিল্য রাষ্ট্রনীতি সম্পর্কে যে আলোচনা করেছেন তা ব্যাখ্যা করো।
4. আধুনিক রাষ্ট্র সম্পর্কে টমাস হবক্সের রাষ্ট্রচিন্তার মূল বক্তব্য সম্পর্কে আলোচনা করো।
5. কৌটিল্যের অর্থশাস্ত্রে এবং বরনির ফতোয়া-ই-জাহান্দারিতে রাজতন্ত্র এবং রাষ্ট্রনীতি সম্বন্ধে ধারণা কী ছিল ?
6. বরনির ফতোয়া-ই-জাহান্দারিতে রাজতন্ত্র এবং রাষ্ট্রনীতি বিষয়ে ধারণা কী ছিল ? 
7. দিল্লি সুলতানিতে ইস্তা ব্যবস্থার সংস্কার ও বিবর্তন আলোচনা করো।
8. মনসবদারি ব্যবস্থা সম্পর্কে একটি নিবন্ধ লেখো।
9. সুলতানি যুগের নরপতিত্বের আদর্শ কী ছিল। দিল্লি সুলতানি শাসন কি ধর্মাশ্রয়ী ছিল?
10. সংক্ষেপে লেখো: নতুন রাজতন্ত্র ও টমাস ক্রমওয়েলের অবদান।
11. দিল্লি সুলতানিতে ইস্তা ব্যবস্থার সংস্কার ও বিবর্তন আলোচনা করো।
12. টমাস ক্রমওয়েলের সংস্কারগুলি আলোচনা করো।
13. ম্যাকিয়াভেলির রাষ্ট্রচিন্তা অনুসারে রাষ্ট্রের বৈশিষ্ট্য উল্লেখ করো এবং রাষ্ট্রের শ্রেণিবিভাগ করো।
14. জন লক আধুনিক রাষ্ট্র সম্পর্কে কীরূপ ধারণা দিয়েছেন। শাসন ক্ষমতায় জনগণের অধিকার বিষয়ে তিনি কী বলেছেন 
অথবা, শাসন ক্ষমতায় জনগণের অধিকার বিষয়ে জন লক কী কী বলেছেন? লকের রাষ্ট্রচিন্তায় কী কী অভিনবত্ব তুমি লক্ষ করো।
15. চিনের ম্যান্ডারিন ও পারস্যের ক্ষত্রপ -এর বিবরণ দাও।
16. প্রশাসনিক কাজ পরিচালনার জন্য স্যাট্রাপ ও ম্যান্ডারিনদের ভূমিকা কী ছিল ? 

class 11 second semester history suggestion | Class 11 history suggestion 2025

----------------------------------------------

পঞ্চম অধ্যায় : পরিবর্তনশীল ঐতিহ্য

Class 11 Semester 2 ইতিহাস পরীক্ষায় এই অধ্যায় থেকে ৩ নম্বরের দুটি প্রশ্ন, ৪ নম্বরের একটি প্রশ্ন আসবেই । তাই পরীক্ষার জন্য এই অধ্যায় থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলি হল - 
সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন : 
• প্রতিটি প্রশ্নের মান
1. মানবতাবাদী আন্দোলন বলতে কী বোঝো?
2. প্রথম ক্রুসেড কত খ্রিস্টাব্দ থেকে শুরু হয়েছিল। প্রথম ক্রুসেড-এর দ্বারা খ্রিস্টানরা কীভাবে জেরুজালেম দখল করেছিল ?
3. চতুর্থ ক্রুসেড সম্পর্কে কী জানো।
4. শিল্পকলায় লিওনার্দো দ্য ভিঞ্চি-এর ভূমিকা লেখো।
5. ইউরোপের নবজাগরণ কি প্রকৃত অর্থে নবজাগরণ ছিল ?
6. ইউরোপে নবজাগরণের কারণ কী ছিল?
7. নবজাগরণ প্রসূত মানবতাবাদ সম্পর্কে টাকা লেখো।
8. ইউরোপীয় নবজাগরণ কি শুধুমাত্র ইটালিকেন্দ্রিক ছিল।
9. অষ্টাদশ শতাব্দীর নবজাগরণের সীমাবদ্ধতা কী কী ছিল ?
10. শিল্প ও চিত্রকলায় রেনেসাঁস যুগের বৈশিষ্ট্যগুলি লেখো।
11. কনফুসীয়বাদের তিনটি তাত্ত্বিক নীতি লেখো।
12. রেনেসাঁস সংস্কৃতি মানবতাবাদী সাহিত্যে কী প্রভাব ফেলেছিল ?
13. ষোড়শ শতাব্দীর ইতালীয় রেনেসাঁস বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে কীরূপ প্রভাব ফেলেছিল?
14. মার্টিন লুথার কে ছিলেন? ইনডালজেন্স কী?
15 ভক্তিবাদের মূল আদর্শগুলি কী ছিল? 
16. 'ধর্মসংস্কার আন্দোলনের শুকতারা' কাকে বলা হয়? লোলার্ড নামে কারা পরিচিত।
17. মার্টিন লুথার কীভাবে রোমান ক্যাথোলিক চার্চের অন্যায়ের প্রতিবাদ করেন।
18. ক্যাথোলিক এবং প্রোটেস্টান্টদের মধ্যে মৌলিক পার্থক্যগুলি লেখো।
19.  হিউগনট ও অ্যানাব্যাপটিস্ট কাদের বলা হত। 
20. পূর্ব ভারতে ভক্তিবাদ প্রসারে শ্রীচৈতন্যদেবের অবদান কী ছিল?
20. তৎকালীন সমাজের ওপর সুফিবাদ ও ভক্তিবাদের প্রভাব লেখো।
21. চিনে কনফুসীয় মতবাদ কতখানি প্রভাব বিস্তার করেছিল।
22. সিলসিলা সম্পর্কে যা জানো সংক্ষেপে লেখো।
23. তাওবাদ বলতে কী বোঝো?
24. তাওবাদ কোথায় প্রচলিত ছিল? তাওবাদের তিনটি প্রধান বিশ্বাস কী কী ?
25. তাও তে চিং কী ?
26. Yin-yang কী ?
27. শিন্টো বিশ্বাসানুযায়ী 'কামি' সম্পর্কে কী জানো ?
• প্রতিটি প্রশ্নের মান
1. রেনেসাঁস যুগের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো।
2. ক্রুসেডের কারণগুলি আলোচনা করো।
3. মানবতাবাদী চিন্তাধারার বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করো।
4. সুফিবাদ কাকে বলে? এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।
5. কনফুসিয়াস কে ছিলেন? কনফুসীয়বাদের মূল ধারণাগুলি কী কী?
6. ভক্তিবাদী আন্দোলনের সাধক হিসেবে গুরু নানকের অবদান কতখানি?
7. সুফি আন্দোলনের ফলাফলগুলি লেখো।
8. ভক্তিবাদ ও সুফিবাদের মধ্যে মিল কোথায় তা আলোচনা করো।
9. মুসলিমদের বিরুদ্ধে খ্রিস্টান ধর্মযোদ্ধাদের ক্রুসেডে অংশগ্রহণের পশ্চাতে ধর্মীয় কারণটি ব্যাখ্যা করো।
10. ক্রুসেড বা ধর্মযুদ্ধের অর্থনৈতিক কারণ ব্যাখ্যা করো। 
11. প্রথম চারটি ক্রুসেডের সংক্ষিপ্ত পরিচয় দাও। 
12. ক্রুসেড কী? এর ফলাফলগুলি লেখো।
13. ক্রুসেডের তাৎপর্য আলোচনা করো। 
14. মাইকেল এন্ট্রেলো সম্পর্কে একটি সংক্ষিপ্ত টাকা লেখো।
15. টাকা লেখো: রাফায়েল।
16. রেনেসাঁস কী?
17. ইটালিতে রেনেসাঁস কেন ঘটেছিল?
অনুরূপ প্রশ্ন : ইটালিতে কেন প্রথম রেনেসাঁসের সূচনা হয়?
18.. কেন ইটালিকে ইউরোপের রেনেসাঁসের প্রাণকেন্দ্র বলা হয়?
19. ইউরোপে ধর্মসংস্কার আন্দোলনের কারণগুলি আলোচনা করো।
20. কে ইংল্যান্ডে ধর্মসংস্কার আন্দোলনের প্রথম উদ্যোগ নেন? মানে সংসদ নমুনা প্রশ্ন ইউরোপে ধর্মসংস্কার আন্দোলনে জন
21. ইউরোপে ধর্মসংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান আলোচনা কারো।
22. কে জেসুইট সংঘের প্রতিষ্ঠাতা ছিলেন ? চা প্রতি-ধর্মসংস্কার আন্দোলন সম্পর্কে কী জানো?
23. ভক্তিবাদের উত্থানের কারণ কী ছিল?
24. ভক্তিবাদী সাধক হিসেবে কবিরের ভূমিকা কী ছিল?
25. মধ্যযুগে ভারতে ভক্তি আন্দোলনের প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল?
26. ভক্তিবাদের গুরুত্বগুলি লেখো।
27. সুফিবাদ ও ভক্তিবাদের মধ্যে পার্থক্য উল্লেখ করো।
28. লাওৎসি-এর তাওবাদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।
29. তাওবাদ সম্পর্কে টীকা লেখো।
30. তাওবাদ চিনা সংস্কৃতিকে কীভাবে প্রভাবিত করেছে?
31. টীকা লেখো: শিন্টো ধর্ম।
32. জাপানি সংস্কৃতিতে শিন্টো ধর্মের প্রভাব আলোচনা করো।

class 11 semester 2 history suggestion | class 11 semester 2 iihas suggestion 2025

----------------------------------------------

ষষ্ঠ অধ্যায় : দিগন্তের প্রসার

Class 11 Semester 2 ইতিহাস পরীক্ষায় এই অধ্যায় থেকে ৩ নম্বরের একটি প্রশ্ন, ৪ নম্বরের একটি প্রশ্ন ও ৮ নম্বরের একটি বড়ো প্রশ্ন আসবেই । তাই পরীক্ষার জন্য এই অধ্যায় থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলি হল -
 প্রতিটি প্রশ্নের মান
1. অ্যালকেমি বা অপরসায়নবিদ্যা বলতে কী বোঝো।
2. বৌদ্ধধর্ম প্রচারকদের হাত ধরে কীভাবে জাপানে মুদ্রণ ব্যবস্থার অগ্রগতি ঘটেছিল ?
3. কে, কবে অক্সিজেন গ্যাস আবিষ্কার করেন ? কোন রসায়নবিদ প্রমাণ করেন যে, নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার ওপর প্রযুক্ত চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় ?
4. জ্যোতিষ থেকে জ্যোতির্বিদ্যার উদ্ভব কীভাবে ঘটে। 
5.'পঞ্চসিদ্ধান্তিকা' ও 'ব্রহ্মস্ফুট সিন্ধান্ত' গ্রন্থগুলির রচয়িতাদের নাম লেখো।প্রাচীন ভারতের শ্রেষ্ঠ জ্যোতির্বিজ্ঞানী কে ছিলেন?
6. সূর্যসিন্ধান্ত গ্রন্থের রচয়িতা কে? সংসদ নমুনা প্রশ্ন জ্যোতির্বিজ্ঞানচর্চার তিনটি ফলাফল উল্লেখ করো।
7. কোপারনিকাস কে ছিলেন ? De Revolutionibus Orbium Coelestium গ্রন্থটির রচয়িতা কে ?।
8. 'কোপারনিকাস বিপ্লব' বলতে কী বোঝো ?
অনুরূপ প্রশ্ন: কোপারনিকাসের জ্যোতির্বিজ্ঞানচর্চা কীরূপ বৈপ্লবিক পরিবর্তন ঘটায়।
9. আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক কাকে, কেন বলা হয়।
10. 'Two New Sciences' গ্রন্থটির রচয়িতা কে? রহ্মগুপ্ত কে ছিলেন ?
11. পেন্ডুলাম ঘড়ি কে আবিষ্কার করেন। প্রাচীন ভারতের কয়েকজন জ্যোতির্বিজ্ঞানীর নাম লেখো।
12. মহাবিশ্বের সৌরকেন্দ্রিক তত্ত্ব বলতে কী বোঝো? 
13. কে, কবে প্রথম ভারতে আসার জলপথ আবিষ্কার করেন? তা কীভাবে এটি আবিষ্কৃত হয়েছিল ?
14. আমেরিকা কে, কবে আবিষ্কার করেন। কার নাম অনুসারে 'নতুন বিশ্বের' নাম হয় আমেরিকা ?
15. আধুনিক বিজ্ঞানের জনক নামে কে পরিচিত।
16. অভিকর্ষ বা মাধ্যাকর্ষণ বল কাকে বলে? কে মাধ্যাকর্ষণ সূত্র আবিষ্কার করেন। 
17. 'অভিকর্ষ সূত্র' কে আবিষ্কার করেন ? কীভাবে আধুনিক জ্যোতির্বিজ্ঞানের আত্মপ্রকাশ সম্ভব হয় ? 1+2
18. নাবিক হেনরি কে ছিলেন। রাজকুমার হেনরি কেন 'নাবিক' নামে পরিচিত। 
19. কে, কোন্ অন্তরীপকে ঝড়ের অন্তরীপ বলেছিলেন? কে 'ঝড়ের অন্তরীপ'-এর নামকরণ উত্তমাশা অন্তরীপ করেন।
20. ভাস্কো-দা-গামা ভারতের কোন্ বন্দরে এসেছিলেন? আজ চৌম্বক সুচ কী কাজে ব্যবহৃত হয়?
21. কত খ্রিস্টাব্দে, কে ব্রাজিল আবিষ্কার করেন।
22. আমেরিগো ভেসপুচি কে ছিলেন। নতুন পৃথিবীর আবিষ্কার সম্পর্কে অতি-সংক্ষিপ্ত ধারণা দাও।
23. জাপানে 'মুদ্রণ বিপ্লব' সম্পর্কে একটি টীকা লেখো। 
24. গুটেনবার্গ কে ? তিনি কীভাবে মুদ্রণযন্ত্র তৈরি করেন ?
25. ম্যাগেলান কেন বিখ্যাত। প্রশান্ত মহাসাগরের নামকরণ কে করেন।
26. পঞ্চদশ শতকে 'নতুন বিশ্ব' বলতে কী বোঝো।
27. আতস কাচ কে আবিষ্কার করেন। প্রযুক্তিবিদ্যার অর্থ কী।
28. প্রযুক্তি বিপ্লব সম্পর্কে লেখো। 
29. কৃষিবিপ্লব বলতে কী বোঝো? নিরাপত্তা বাতি বা সেফটি ল্যাম্প কে আবিষ্কার করেন ? 
30. জাইলোগ্রাফি কী? জাইলোগ্রাফি প্রথম কোন্ দেশে শুরু হয় ?
31. পার্চমেন্ট কী?
32. কোন্ দেশ প্রথম কাগজ তৈরির কৌশল আবিষ্কার করে। আর পঞ্চদশ শতকে ইউরোপের মুদ্রণ বিপ্লবের বিভিন্ন বৈশিষ্ট্য উল্লেখ করো।
33. আধুনিক ছাপাখানা কে আবিষ্কার করেল? কবে, কোথায় প্রথম আধুনিক মুদ্রণযন্ত্র আবিষ্কৃত হয়েছিল ?
• প্রতিটি প্রশ্নের মান
1. আধুনিক বিজ্ঞানচর্চার উদ্ভবের কারণ ও বিনাশ আলোচনা কর ।
2. মুদ্রণ বিপ্লব কী ? ইউরোপে মুদ্রণ বিপ্লবে আরবদের অবদান কী ছিল। 
3. আধুনিক মুদ্রণের বিকাশে গুটেনবার্গের অবদান কী ছিল ? কে প্রথম বাইবেলের মুদ্রণ করেন ? 
4. জ্যোতিষশাস্ত্র থেকে জ্যোতির্বিদ্যার বিকাশের ক্ষেত্রগুলি আলোচনা করো।
5. আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক কাকে বলা হয় কেন এবং তিনি কোন্ দেশের মানুষ ছিলেন। বিশ্বব্রয়ান্ড কী?
6. আধুনিক জ্যোতির্বিদ্যার অগ্রগতিতে গ্যালিলিয়ো গ্যালিলেই-এর অবদান আলোচনা করো।
7. 'Principia' গ্রন্থের লেখক কে ? জ্যোতির্বিদ্যাচর্চার ফলাফল বা প্রভাব আলোচনা করো।
8. কলম্বাস কবে সমুদ্রযাত্রা করেন ? ভাস্কো-দা-গামার ভৌগোলিক আবিষ্কারের বর্ণনা দাও।
9. পঞ্চদশ শতকে প্রযুক্তিবিদ্যার অগ্রগতি জাহাজনির্মাণ শিল্পের ক্ষেত্রকে কীভাবে প্রভাবিত করেছিল ?
10. পৃথিবীর প্রথম মুদ্রিত গ্রন্থের নাম কী ? জাপানে মুদ্রণ বিপ্লবের ফলাফল উল্লেখ করো।
11. প্রথম মুদ্রণযন্ত্র আবিষ্কৃত হয় কোথায় ? ইউরোপে মুদ্রণ ব্যবস্থার সূচনা কীভাবে হয়েছিল।
প্রতিটি প্রশ্নের মান : 
1. কৃষিক্ষেত্রে প্রযুক্তিবিদ্যার অগ্রগতি ও ফলাফল ব্যাখ্যা করো।
2. পঞ্চদশ ও ষোড়শ শতকে সামরিক ক্ষেত্রে প্রযুক্তিবিদ্যার অগ্রগতি ও ফলাফল ব্যাখ্যা করো।
3. পঞ্চদশ শতকের পরবর্তীকালে ইউরোপে অপরসায়ন থেকে রসায়নবিদ্যার কীভাবে অগ্রগতি ঘটে?
4. প্রাচীন ভারতে জ্যোতির্বিজ্ঞানচর্চা সম্পর্কে কী জানো। সূর্যকেন্দ্রিক বিশ্বব্রয়াণ্ড সম্পর্কে কোপারনিকাসের মতামত আলোচনা করো।
5. ইউরোপে সূর্যকেন্দ্রিক জ্যোতির্বিজ্ঞানের অগ্রগতির বিবরণ দাও।
6. ভৌগোলিক আবিষ্কারের পটভূমি লেখো। এর গুরুত্ব আলোচনা করো।
7. ভৌগোলিক আবিষ্কারে (অভিযানে) স্পেন ও পোর্তুগালের অগ্রণী ভূমিকা আলোচনা করো। 
8. ভৌগোলিক অভিযানে ভাস্কো-দা-গামা ও বার্থেলোমিউ দিয়াজের ভূমিকা আলোচনা করো।
----------------------------------------------
• শেষ কথা :
যারা আমাদের offline Coaching centre এ পড়াশোনা করছো, তাদের কাছে এই class 11 2d semester History suggestion টা আরো অনেক ছোটো করে দিবো। কেমন লেগেছে Comment করে জানাতে ভুল না।

একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিষ্টার - ইতিহাস সাজেশন 2025 | Class 11 Semester 2 History SUGGESTION 2025

আরো পড়ুন Link
1. ছুটি গল্পের বিষয়বস্তু          Click Here
2. একাদশ শ্রেণির নতুন ইংরেজি সিলেবাস          Click Here
4. ছুটি - গল্পের বড়ো প্রশ্ন ও উত্তর             Click Here

• আমাদের সঙ্গে যুক্ত হতে চাইলে Follow করো -
SOCIAL MEDIA FOLLOW
Whatsapp Group              Click Here
Whatsapp Channel             Click Here
Telegram             Click Here

                                  Thank you !

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

WB Semester Ads-2

WB Semester Ads-3