একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিষ্টার বাংলা সাজেশন 2025
• ভূমিকা :
আজকের এই লেখাতে Class 11 2nd Semester বাংলা পরীক্ষার ফাইনাল সাজেশন তৈরি করে দিয়েছি। WBCHSE Board এর নতুন নিয়ম অনুসারে বাংলা মোট 40 নম্বরের লিখিত পরীক্ষা দিতে হবে। তার মধ্যে তোমাদের গল্প থেকে 5 নম্বর, কবিতা থেকে 5 নম্বর, নাটক থেকে 5 নম্বর, পঞ্চতন্ত্র প্রবন্ধগ্রন্থ থেকে 10 নম্বর, বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে 5 নম্বর এবং প্রবন্ধ রচনা থেকে 10 নম্বর পরীক্ষায় আসবে। আমি আশা করছি এখান থেকে অধিকাংশ প্রশ্ন কমন পাবে। চলো শুরু করি...
class 11 bengali suggestion 2025
• বাংলা গল্প
Class 11 Semester 2 বাংলা পরীক্ষার জন্য দুটি গল্প পড়তে হবে 'ছুটি' এবং 'তেলেনাপোতা আবিষ্কার' । এই দুটি গল্প থেকে 5 নম্বরের দুটি বড়ো প্রশ্ন পরীক্ষায় আসবে। যেকোন একটি প্রশ্নের উত্তর করতে হবে। প্রশ্নের ধরন হবে গোটা 5 নম্বরের একটি বড় প্রশ্ন অথবা 2+3 / 3+2 আকারের প্রশ্ন থাকতে পারে । গল্প থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হল -
ছুটি - রবীন্দ্রনাথ ঠাকুর
• প্রতিটি প্রশ্নের মান 5, 2+3=5 অথবা 3+2 =5
1. ফটিক তার মামা বাড়িতে গিয়ে যে দুরবস্থা হয়েছিল তা ছুটি গল্প অবলম্বনে আলোচনা কর।
অথবা, ফটিকের চরিত্র সম্পর্কে আলোচনা কর ?
2. ফটিকের মামের চরিত্র ব্যাখ্যা কর।
অথবা, ফটিকের মামি ফটিকের উপর ব্যবহার করেছিল আলোচনা কর।
3. ছুটি গল্পে বর্ণিত বালক দলের খেলার দৃশ্যটি বর্ণনা কর।
4. এখন আমার ছুটি হয়েছে মা, এখন আমি বাড়ি যাচ্ছি। - এখানে কে, কার সম্পর্কে কথা বলেছে ? বক্তার এই আকলতার কারণ কি ছিল লেখ ?
5. 'স্কুলে এতবড়ো নির্বোধ ও অমনোযোগী বালক আর ছিল না'- বালক কে ? বালকের সম্পর্কে এরূপ মন্তব্যের কারণ কি।
6. 'তিনি ঈষৎ ক্ষুন্ন হইলেন'। - কার কথা বলা হয়েছে। তার ক্ষুন্ন হওয়ার কারণ কি ছিল লেখ ?
7. 'পৃথিবীতে এমন বালাই আর নাই' - এখানে কার সম্পর্কে কথা বলা হয়েছে ? মন্তব্যটি বিশ্লেষণ করো ?
8. 'ছুটি' গল্পের সার্থকতা ছোটগল্প হিসেবে আলোচনা কর।
আরো পড়ুন - ছুটি - গল্পের বড়ো প্রশ্ন ও উত্তর
তেলেনাপোতা আবিষ্কার - প্রেমেন্দ্র মিত্র
• প্রতিটি প্রশ্নের মান 5, 2+3=5 অথবা 3+2 =5
1. গল্পকথকের রাত্রিকালীন ছাদ-ভ্রমণের অভিজ্ঞতা তেলেনাপোতা আবিষ্কার গল্প অনুসরণে লেখ।
2. গল্পকথকের সঙ্গে যামিনীর শেষ সাক্ষাৎকারটি সংক্ষেপে বর্ণনা কর।
3. যামিনী রায়ের চরিত্র সংক্ষেপে বিশ্লেষণ কর।
4. গল্পকথকের চরিত্র সম্পর্কে আলোচনা কর নিজের ভাষায়।
5.'তেলেনাপোতা আবিষ্কার' গল্প অনুসারে তেলেনাপোতা আবিষ্কার অভিযানের বাস যাত্রার বিবরণ সম্পর্কে নিজের ভাষায় লেখ।
6. গল্পকথকের সঙ্গে যামিনীর প্রথম সাক্ষাৎ দৃশ্যটি বিবরণ দাও।
----------------------------------------------------
একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিষ্টার বাংলা সাজেশন 2025 || Class 11 Semester 2 BENGALI Suggestion 2025
• বাংলা কবিতা
Class 11 Second Semester বাংলা পরীক্ষার জন্য তিনটি কবিতা পড়তে হবে 'ভাব সম্মিলন' 'লালন শাহ ফকিরের গান' এবং 'নুন'। এই তিনটি কবিতা থেকে 5 নম্বরের দুটি প্রশ্ন পরীক্ষায় আসবে। যেকোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে। প্রশ্নের আকার 2+3 অথবা 3+2 থাকতে পারে। কবিতা থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হল -
ভাব সম্মিলন - বিদ্যাপতি
• প্রতিটি প্রশ্নের মান 3+2=5 অথবা 2+3=5
1. ভাব সম্মিলন কাকে বলে ? পাঠ্য ভাব সম্মিলন পদ অনুসরণে রাধা চরিত্রটি সম্পর্কে আলোচনা কর।
অথবা, ভাব সম্মিলন বলতে কি বোঝো ? পাঠ্য ভাব সম্মিলন পদে রাধার আনন্দের চিত্র কিভাবে ফুটে উঠেছে আলোচনা কর।
3. 'কি কহব রে সখি আনন্দ ওর' - বক্তা কে কাকে এ কথা বলেছে ? তার এরূপ মন্তব্যের কারণ লেখ।
অথবা, রাধার আনন্দের কারণ কি ছিল লেখ।
4. 'পাপ সুধাকর যত দুখ দেল' - পাপ সুধাকর বলতে কি বুঝানো হয়েছে ? এই দুঃখ বক্তা কিভাবে পেয়েছিল।
5. 'শীতের ওড়নী পিয়া গীরিষের বা'। - বক্তা কে, কাকে উদ্দেশ্য করে এরূপ মন্তব্য করেছেন। মন্তব্যটির তাৎপর্য লেখ।
6. 'পিয়া-মুখ-দরশনে তত সুখ ভেল' - 'পিয়া-মুখ-দরশনে' বলতে কি বোঝানো হয়েছে ? বক্তার মন্তব্যটি ব্যাখ্যা করো।
7. 'আঁচল ভরিয়া যদি মহানিধি পাই' - বক্তা তাহলে কি করবেন ? বক্তা কোন প্রসঙ্গে একথা বলেছেন।
লালন শাহ ফকিরের গান - লালন শাহ
1. লালন শাহের পরিচয় দাও ? পাঠ্য লালন শাহ ফকিরের গান পদটির মূল বিষয়বস্তু নিজের ভাষায় লেখো।
2. 'লালন শাহ ফকিরের গান'-পদটিতে বাউল সাধনার কথা যেভাবে তুলে ধরেছেন তা সংক্ষেপে আলোচনা কর।
3. 'ক্ষ্যাপারে তুই মূল হারাবি'। - 'মূল হারাবি' বলতে কি বোঝানো হয়েছে ? মন্তব্যটি বিশ্লেষণ করো।
4. 'মানুষ ভজলে সোনার মানুষ হবি' - বক্তার এরূপ মন্তব্যের কারণ কি ? মন্তব্যটির তাৎপর্য আলোচনা কর।
5. 'লালন শাহ ফকিরের গান'-পদে বাউল সাধনার মানব তত্ত্বের পরিচয় যেভাবে তুলে ধরেছেন তা আলোচনা কর।
নুন - জয় গোস্বামী
• প্রতিটি প্রশ্নের মান 2+3=5 অথবা 3+2 =5
1. 'নুন' কবিতার মূল বক্তব্য সংক্ষেপে লেখ।
2. 'আমাদের শুকনো ভাতে লবনের ব্যবস্থা হোক' - বক্তা কে ? বক্তা এরূপ কার কাছে কেন দাবি করেছেন সংক্ষেপে লেখ।
3. 'সে অনেক পরের কথা, টান দেই গঞ্জিকাতে' - বক্তা কে ? কেন গঞ্জিটাকে টান দেয় মন্তব্যটি বিশ্লেষণ কর।
4. 'নুন' কবিতায় কবি শ্রমজীবী মানুষদের জীবন চিত্র যেভাবে তুলে ধরেছেন তা আলোচনা কর।
5. 'আমরা তো অল্পে খুশি' - 'আমরা' বলতে তাদের কথা বলা হয়েছে এবং কেন এ কথা বলেছেন ব্যাখ্যা করো।
------------------------------------------------
class 11 semester 2 bengali suggestion 2024 | class 11 semester 2 bangla suggestion 2025
আগুন - বিজন ভট্টাচার্য
Class 11 2nd Semester বাংলা পরীক্ষার জন্য একটি নাটক পড়তে হবে। এই আগুন থেকে 5 নম্বরের দুটি প্রশ্ন পরীক্ষায় আসবে। যেকোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে। প্রশ্নের ধরন হবে গোটা 5 নম্বরের একটি বড় প্রশ্ন অথবা 2+3 / 3+2 আকারের প্রশ্ন থাকতে পারে। 'আগুন' নাটক থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হল -
• প্রতিটি প্রশ্নের মান 5, 2+3=5 অথবা 3+2 =5
1. 'আগুন জ্বলছে আমাদের পেটে' - একথা কে বলেছেন ? মন্তব্যটি বিশ্লেষণ কর।
2. হরেকৃষ্ণ ও মনোরমার কথোপকথনের মধ্য দিয়ে যে ছবিটি ফুটে উঠেছে আগুন নাটকে তা সংক্ষেপে লেখ।
3. 'বাঁচতে হলে মিলে মিছে থাকতে হবে'। - বক্তা কে ছিলেন ? মন্তব্যটি বিশ্লেষণ কর।
4. আগুন নাটকে সিভিক গার্ড ও দোকানদারের ভূমিকা কতখানি সংক্ষেপে আলোচনা কর।
2. 'ও সব আইনের কথা বলবেন আদালতে গিয়ে' - বক্তা কে ? কাকে এ কথা বলেছেন এবং কেন এ কথা বলেছেন ?
3. 'লুঙ্গি, টিকি, পৈতে, টুপি সব একাকার হয়ে গেছে' - বক্তা কে ? কোন পরিস্থিতিতে বক্তা এই মন্তব্য করেছেন লেখ।
4. 'ওদিকি আবার সব গোলমাল হয়ে যাবেনে' - একথা কে, কোন সময় বলেছেন ? তিনি গোলমাল যাতে না হয় তার জন্য কি করতে বলেছেন ?
5. 'মহা মুশকিলেই পড়া গেল দেখছি' - কে একথা বলেছেন এবং কোন মহা মুশকিলের কথা উল্লেখ করেছেন লেখ।
6. 'যে রক্ষক সেই হল গিয়ে তোমার ভক্ষক'। - বক্তা কে ? বক্তার এই মন্তব্যটির প্রেক্ষাপট নিজের ভাষায় লেখ।
---------------------------------------------
• পঞ্চতন্ত্র - সৈয়দ মুজতবা আলী
Semester 2 class 11 বাংলা পরীক্ষার জন্য 'পঞ্চতন্ত্র' প্রবন্ধগ্রন্থ থেকে 4 টি প্রবন্ধ পড়তে হবে। এই 4 টি প্রবন্ধ থেকে 5 নম্বরের বড় প্রশ্ন চারটি পরীক্ষায় আসবে। যেকোনো দুটি প্রশ্নের উত্তর করতে হবে। প্রশ্নের আকার 2+3 অথবা 3+2 থাকতে পারে । 'পঞ্চতন্ত্র' থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হল -
বই কেনা
• প্রতিটি প্রশ্নের মান 2+3=5 অথবা 3+2 =5
1. 'কাগজে বিজ্ঞাপন বেরল' - এখানে কোন বিজ্ঞাপন বের হয়েছিল ? তারপর কি ঘটনা ঘটেছিল ?
2. 'গল্পটা সকলেই জানেন' - বক্তা কে ?এখানে কোন গল্পের কথা বলা হয়েছে সংক্ষেপে লেখ ?
3. 'আমার জৈনিক বন্ধু একটি গল্প বললেন' - কে কাকে গল্প বলেছেন ? সেই গল্পটি কি ছিল লেখ ?
4. 'এদের একটা শিক্ষা দিতে হবে '- বক্তা কে কি শিক্ষা দিয়েছিলেন এবং এই সিদ্ধান্ত কেন নিয়েছিলেন ?
5. মার্ক টুয়েনের লাইব্রেরীর বিশেষত্ব কি ছিল ? আঁদ্রে জিদে তার লেখক বন্ধুদের কিভাবে শিক্ষা দিয়েছিলেন।
আজব শহর কলকেতা
• প্রতিটি প্রশ্নের মান 2+3=5 অথবা 3+2 =5
1. 'আমার মনে বড় আনন্দ হল' - কার মনে কি দেখে এবং প্রাবন্ধিকের কেন আনন্দ হয়েছিল ?
2. 'আজব শহর কলকেতা' প্রবন্ধে প্রাবন্ধিক ফরাসি বইয়ের দোকান দেখে কি ভাবনা জেগেছিল এবং দোকানে প্রবেশ করে কি অভিজ্ঞতা লাভ করেছিল লেখ ?
3. 'কলকাতায় এসে বাঙালি হয়ে গিয়েছে'। - এখানে বক্তা কার সম্পর্কে বলেছেন এবং তিনি কেন বলেছেন ?
4. 'আজব শহর কলকেতাই বটে' - বক্তা কে ? তার কেন এরূপ ধারণা হয়েছে সংক্ষেপে লেখ
পঁচিশে বৈশাখ
• প্রতিটি প্রশ্নের মান 2+3=5 অথবা 3+2 =5
1. 'পঁচিশে বৈশাখ' প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কোন গুণের কথা বলেছেন ? তার কাছে রবীন্দ্রনাথের গান অসম্পূর্ণ রূপে প্রতিভাত হয় না কেন ?
2. 'এ অলৌকিক কর্ম যিনি করতে পারেন তিনি 'বিশ্বকর্মা মহাত্মা' - বক্তা এ কথা কার সম্পর্কে বলেছেন ? একথা বলার কারণ কি ছিল।
3. 'কতকগুলো অপূর্ব গুণের সমন্বয় হলে পর এ রকম গান সৃষ্ট হতে পারে' - বক্তা কে ? তার এই মন্তব্যটি বিশ্লেষণ কর।
আড্ডা
1. 'বাড়ির আড্ডায় মেল মেলে না' - বক্তা কাদের সঙ্গে কোথায় আড্ডা দিতেন ? তার এমন উক্তির কারণ কি।
2. 'আমার তাতে আনন্দই হল' - বক্তা কে ? তার আনন্দের কারণ কি ছিল লেখ ?
3. 'মহালগনের বর্ণনা আমি আর কি দেব' - 'মহালগনের' বলতে কী বোঝানো হয়েছে ? প্রাবন্ধিক তার বর্ণনা যেভাবে দিয়েছেন তা লেখো।
4. 'তত্ত্বটা হৃদয়ঙ্গম হল সেই ব্রাহ্মমুহূর্তে' - এখানে কোন তত্ত্বের কথা বলা হয়েছে এবং প্রাবন্ধিকের কিভাবে হৃদয়ঙ্গম হয়েছিল তা লেখ।
--------------------------------------------------
একাদশ শ্রেণীর বাংলা সাজেশন 2025 | class 11 2nd semester bengali suggestion 2025
• বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস
Class 11 Semester 2 বাংলা পরীক্ষায় বাংলা শিল্প-সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে 5 নম্বরের গোটা বড় তিনটি প্রশ্ন আসবে তার মধ্যে যে কোন একটি প্রশ্নের উত্তর করতে হবে প্রশ্নের ধরন গোটা 5 নম্বরের হবে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হল -
• প্রতিটি প্রশ্নের মান 2+3=5 অথবা 3+2 =5
1. বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান কতখানি আলোচনা কর।
2. বাংলা সাহিত্যের গীতিকবিতার ধারায় বিহারীলাল চক্রবর্তীর অবদান ব্যাখ্যা কর।
3. বাংলা নাট্যসাহিত্যের ইতিহাসে গিরিশচন্দ্র ঘোষের অবদান আলোচনা কর।
4. বাংলা উপন্যাসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান।
5. বাংলা কাব্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা কর।
6. বাংলা কাব্যের জগতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কৃতিত্ব আলোচনা করো।
7. বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান।
8. বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান আলোচনা কর।
-------------------------------------------------
• প্রবন্ধ রচনা
class 11 Second Semester বাংলা পরীক্ষা দেওয়ার সময় বাংলা প্রশ্নপত্রের শেষে একটি 10 নম্বরের প্রবন্ধ রচনা প্রশ্ন থাকবে। খুব গুরুত্বপূর্ণ প্রবন্ধ রচনা গুলি হল -
1. বাংলার ঋতুবৈচিত্র্য
2. একটি গাছ একটি প্রাণ / বৃক্ষরোপণ
3. দৈনন্দিন জীবনে বিজ্ঞান / প্রাত্যহিক জীবনে বিজ্ঞান / বিজ্ঞানের ভালো মন্দ / বিজ্ঞানের আশীর্বাদ না অভিশাপ / বিজ্ঞানের সুফল ও কুফল / বিজ্ঞান ও কুসংস্কার
4. তোমার জীবনের লক্ষ্য
5. দূষণ প্রতিরোধে ছাত্রসমাজের ভূমিকা / পরিবেশ দূষণ ও তার প্রতিকার / পরিবেশ সুরক্ষায় ছাত্র-ছাত্রীদের ভূমিকা
6. বিশ্ব উষ্ণায়ন
7 .বাংলা উৎসব
8. খেলাধুলা ও ছাত্রসমাজ / চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা
9. একটি গাছের আত্মকথা
10. একটি ভ্রমণের অভিজ্ঞতা / তোমার দেখা একটি মেলা
11. রক্তদান জীবন দান
-----------------------------------------------
class 11 second semester bengali suggestion 2025 | class 11 bangla suggestion 2025
• শেষ কথা :
যারা আমাদের offline Coaching centre এ পড়াশোনা করছো, তাদের কাছে এই class 11 2d semester History suggestion টা আরো অনেক ছোটো করে দিবো। কেমন লেগেছে Comment করে জানাতে ভুল না।
আরো পড়ুন | Link |
---|---|
1. ছুটি গল্পের বিষয়বস্তু | Click Here |
2. একাদশ শ্রেণির নতুন ইংরেজি সিলেবাস | Click Here |
4. ছুটি - গল্পের বড়ো প্রশ্ন ও উত্তর | Click Here |
• আমাদের সঙ্গে যুক্ত হতে চাইলে Follow করো -
SOCIAL MEDIA | FOLLOW |
---|---|
Whatsapp Group | Click Here |
Whatsapp Channel | Click Here |
Telegram | Click Here |
Thank you !
WB Semester Team