একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিষ্টার ভূগোল প্রশ্নপত্র 2025
• ভূমিকা :
দেখো ভাই, তোমরা জানো WBCHSE Board এই বছর থেকে নতুন নিয়ম অনুসারে Class 11 Second Semester এর সিলেবাস সহ পরীক্ষায় প্রশ্নপত্র কেমন হবে তা পরিবর্তন করেছে। তাই আমি তোমাদের সুবিধার জন্য বিভিন্ন হাই স্কুল থেকে দেওয়া Class 11 Semester 2 ভূগোল প্রশ্নপত্র নিয়ে এসেছি। কারণ পরীক্ষার আগে এই প্রশ্নপত্র গুলি দেখা উচিত। চলো শুরু করি...
• একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিষ্টার ভূগোল প্রশ্নপত্র-1
Class : 11
Semester - 2
Semester - 2
Geography
Full Mark - 35 Time : 2:00 Hour
Full Mark - 35 Time : 2:00 Hour
Part-A
1. যে-কোনো একটি রচনাধর্মী প্রশ্নের উত্তর দাও : 5×1=5
(ক) বায়ুমণ্ডলে উন্নতার তারতম্যের যে-কোনো তিনটি কারণ লেখো।
(খ) মৃত্তিকা সৃষ্টিতে আদিশিলার ভূমিকা সংক্ষেপে আলোচনা করো।
(গ) চিত্রসহ পৃথিবীর নিয়ত বায়ুপ্রবাহগুলির উৎপত্তি ও গতিপথ ব্যাখ্যা করো।
2. যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : 3×2=6
(ক) বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার যে-কোনো একটি পদ্ধতির বিবরণ দাও।
(খ) মৃত্তিকা ক্ষয়ের কারণগুলি ব্যাখ্যা করো।
(গ) ত্রিকোশ তত্ত্বের হ্যাডলি কোশটির চিত্রসহ ব্যাখ্যা দাও।
(ঘ) পৃষ্ঠপ্রবাহের যে-কোনো দুটি নিয়ন্ত্রক ব্যাখ্যা করো।
3. যে-কোনো দুটি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও : 2×2=4
(ক) ভাঁজের অক্ষ এবং অক্ষতল কাকে বলে ?
(খ) পর্যায়নের সংজ্ঞা দাও।
(গ) ইনসোলেশন বলতে কী বোঝো ?
(ঘ) জেট বায়ুর সংজ্ঞা দাও।
Part-B
4. যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : 3×2=6
(ক) উদীয়মান শিল্প বলতে কী বোঝো ?
(খ) চিনের কাগজ শিল্পের উন্নতির কারণ ব্যাখ্যা করো।
(গ) আধুনিক যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব উল্লেখ করো।
(ঘ) বর্তমানে তথ্যপ্রযুক্তি শিল্পের ক্রমশ উন্নতির কারণ লেখো।
5. যে-কোনো তিনটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও : 2×3=6
(ক) খনিজভিত্তিক শিল্প কাকে বলে ?
(খ) কাগজশিল্পের প্রধান কাঁচামালগুলি কী কী ?
(গ) পরিসেবামূলক অর্থনৈতিক ক্রিয়াকলাপ কাকে বলে ?
(ঘ) শিপিং লাইন ও শিপিং লেন কী ?
(ঙ) তথ্যপ্রযুক্তি শিল্পের সংজ্ঞা দাও।
(চ) একজন সিদ্ধান্ত গ্রহণকারীর ভূমিকা আলোচনা করো।
Part-C
6. যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও: 3×2=6
(ক) করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় কেন ?
(খ) ভারতীয় অর্থনীতিতে মৌসুমি বায়ুর প্রভাব আলোচনা করো।
(গ) ভারতে অরণ্য ধ্বংসের প্রাকৃতিক কারণগুলি আলোচনা করো।
(ঘ) ভারতে নদীপাড় ভাঙনের সমস্যাগুলি আলোচনা করো।
7. যে-কোনো একটি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও: 2×1=2
(ক) মৌসুমি বিস্ফোরণ কাকে বলে ?
(খ) ম্যানগ্রোভ উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
-----------------------------------------------
class 11 geography question paper 2025
• একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিষ্টার ভূগোল প্রশ্নপত্র-2
Class : 11
Semester - 2
Semester - 2
Geography
Full Mark - 35 Time : 2:00 Hour
Full Mark - 35 Time : 2:00 Hour
Part-A
1. যে-কোনো একটি রচনাধর্মী প্রশ্নের উত্তর দাও : 5×1=5
(ক) চিত্রসহ যে-কোনো পাঁচ ধরনের ভাঁজ ও তাদের বৈশিষ্ট্য আলোচনা করো।
(খ) সমস্থিতি সম্পর্কিত জন হেনরি প্র্যাটের তত্ত্বটি চিত্রসহ আলোচনা করো।
(গ) মৃত্তিকা সৃষ্টির মৌলিক প্রক্রিয়াগুলির বর্ণনা দাও।
2. যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : 3×2=6
(ক) প্রতিসম ও অপ্রতিসম ভাঁজের মধ্যে পার্থক্য লেখো।
(খ) মৃত্তিকা সৃষ্টিতে জলবায়ুর প্রভাব ব্যাখ্যা করো।
(গ) 'ওয়াকার সার্কুলেশন' কাকে বলে?
(ঘ) শায়িত ভাঁজ ও ন্যাপের মধ্যে পার্থক্য লেখো।
3. যে-কোনো দুটি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও : 2×2=4
(ক) ঊর্ধ্বভঙ্গধারা ও অধোভঙ্গঙ্গধারা কী ?
(খ) রেগোলিথ কী ?
(গ) জৈব যান্ত্রিক আবহবিকার বলতে কী বোঝো ?
(ঘ) পৃষ্ঠপ্রবাহ বলতে কী বোঝো ?
Part-B
4. যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : 3×2=6
(ক) পেট্রোরাসায়নিক শিল্পকে 'সূর্যোদয়ের শিল্প' বলা হয় কেন ?
(খ) টীকা লেখো : SAARC
(গ) উন্নত দেশগুলির তুলনায় ভারত চতুর্থ শ্রেণির অর্থনৈতিক ক্রিয়াকলাপে পিছিয়ে কেন ?
(ঘ) পরামর্শদাতার বৈশিষ্ট্যগুলি লেখো।
5. যে-কোনো তিনটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও : 2×3=6
(ক) পণ্যসূচক বা দ্রব্যসূচক কী ?
(খ) চিনের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের অগ্রগতির দুটি কারণ লেখো।
(গ) আন্তর্জাতিক বাণিজ্য বলতে কী বোঝো ?
(ঘ) জলপথকে 'উন্নয়নের জীবনরেখা' বলা হয় কেন ?
(ঙ) 'Think Tank' বা 'বুদ্ধির ভান্ডার' কাকে বলে ?
(চ) বাণিজ্যিক মৎস্য আহরণ কাকে বলে ?
Part-C
6. যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : 3×2=6
(ক) ভারতের ঋতুবৈচিত্র্য কীভাবে মৌসুমি বায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয় ব্যাখ্যা করো।
(খ) ভারতে মৌসুমি জলবায়ুর ওপর এল নিনো-দক্ষিণি দোলনের (ENSO) প্রভাব উল্লেখ করো।
(গ) টীকা লেখো: চিপকো আন্দোলন।
(ঘ) বিপর্যয়ের পূর্ববর্তী ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করো।
7. যে-কোনো একটি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও : 2×1=2
(ক) ভারতের কোথায় কোথায় চিরহরিৎ অরণ্য দেখা যায় ?
(খ) ভারতের ব্রহ্মপুত্র অববাহিকায় প্রায়ই বন্যা হয় কেন ?
-----------------------------------------------
একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিষ্টার - ভূগোল প্রশ্নপত্র 2025
• একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিষ্টার ভূগোল প্রশ্নপত্র-3
Class : 11
Semester - 2
Semester - 2
Geography
Full Mark - 35 Time : 2:00 Hour
Full Mark - 35 Time : 2:00 Hour
Part-A
1. যে-কোনো একটি রচনাধর্মী প্রশ্নের উত্তর দাও : 5×1=5
(ক) চিত্রসহ ভাঁজের গাঠনিক উপাপনগুলি সম্পর্কে লেখো।
(খ) চিত্রসহ একটি আদর্শ মৃত্তিকা পরিলেখের বিভিন্ন স্তরগুলি বর্ণনা করো।
(গ) পৃথিবীর তাপের অনুভূমিক বণ্টন সম্পর্কে আলোচনা করো।
2. যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : 3×2=6
(ক) 'প্রতিবিধান তল'-এর সংজ্ঞা দাও।
(খ) ক্রান্তীয় ঘূর্ণবাত ও নাতিশীতোয় ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো।
(গ) জলনিকাশ (Run off)-এর শ্রেণিবিভাগ করো।
(ঘ) এইরি ও প্ল্যাট-এর সমস্থিতি মতবাদের মধ্যে পার্থক্য লেখো।
3. যে-কোনো দুটি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও : 2×2=4
(ক) পাদমূল প্রাচীর ও ঝুলন্ত প্রাচীর কী ?
(খ) রসবি তরঙ্গ বলতে কী বোঝো ?
(গ) বৈপরীত্য উত্তাপ কাকে বলে ?
(ঘ) অ্যাকুইফিউজ কাকে বলে ?
Part-B
4. যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : 3×2=6
(ক) উদাহরণসহ কোনো স্থানে শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামালের ভূমিকা লেখো।
(খ) চিন কাগজ শিল্পে উন্নত কেন ?
(গ) শিপিং লাইন ও শিপিং লেন-এর মধ্যে পার্থক্য লেখো।
(ঘ) আমেরিকা যুক্তরাষ্ট্রে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের ক্রমশ উন্নতির কারণগুলি কী কী ?
5. যে-কোনো তিনটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও : 2×3=6
(ক) বিশুদ্ধ কাঁচামাল কী ?
(খ) পরিবহণের দোলক নীতি কাকে বলে?
(গ) মার্কিন যুক্তরাষ্ট্রের মোটরগাড়ি নির্মাণ শিল্পের সমস্যাগুলি সম্পর্কে লেখো।
(ঘ) বিদ্যালয় বা মহাবিদ্যালয়ে শিক্ষাদনকারী ব্যক্তিকে তুমি কোন্ অর্থনৈতিক কার্যাবলির মধ্যে ফেলবে এবং কেন ?
(ঙ) তথ্য ও যোগাযোগ প্রযুক্তিভিত্তিক শিল্পের উপাদানগুলি লেখো।
(চ) Think Tank বা 'বুদ্ধির ভান্ডার' বলতে কী বোঝো ?
Part-C
6. যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : 3×2=6
(ক) করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় কেন ?
(খ) বিশ্ব উন্নায়ন ভারতের জলবায়ুর উপর কীরূপ প্রভাব ফেলেছে ?
(গ) ভারতের অরণ্য সংরক্ষণের গৃহীত ব্যবস্থাগুলি উল্লেখ করো।
(ঘ) সাম্প্রতিককালে ভারতে যে বিপর্যা সর্বাধিক প্রভাব ফেলছে, তার মোকাবিলা করতে গৃহীত ব্যবস্থাগুলি লেখো।
7. যে-কোনো একটি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও : 2×1=2
(ক) ম্যানগ্রোভ উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
(খ) কৃষি বনসৃজনের গুরুত্ব লেখো।
-----------------------------------------------
Class 11 Semester 2 Geography Question 2025
• একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিষ্টার ভূগোল প্রশ্নপত্র-4
Class : 11
Semester - 2
Semester - 2
Geography
Full Mark - 35 Time : 2:00 Hour
Full Mark - 35 Time : 2:00 Hour
Part-A
1. যে-কোনো একটি রচনাধর্মী প্রশ্নের উত্তর দাও : 5×1=5
(ক) 'সমস্থিতি মতবাদ' সংক্রান্ত এইরির তত্ত্বটি বিশদে ব্যাখ্যা করো।
(খ) তাপজনিত যান্ত্রিক আবহবিকারের প্রক্রিয়াগুলির ভূমিরূপসহ ব্যাখ্যা দাও।
(গ) পৃথিবীর তাপমণ্ডলগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও।
2. যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : 3×2=6
(ক) সমস্থিতিক ভারসাম্য বলতে কী বোঝো?
(খ) চ্যুতি ভৃগুতট ও চ্যুতিরেখা ভৃগুতটের পার্থক্য লেখো।
(গ) মৃত্তিকা পরিলেখ সৃষ্টির প্রক্রিয়াগুলি লেখো।
(ঘ) এল নিনোর সঙ্গে ওয়াকার সঞ্চালনের সম্পর্ক ব্যাখ্যা করো।
3. যে-কোনো দুটি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও : 2×2=4
(ক) সিম্যাটোজেনি কাকে বলে?
(খ) উদঘট্ট ভাঁজ কী?
(গ) বৈপরীত্য উন্নতা কাকে বলে?
(ঘ) 'নদী অববাহিকা জলচক্রের একটি অংশ'- ব্যাখ্যা করো।
Part-B
4. যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : 3×2=6
(ক) চিনের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সমস্যা ও সমাধান সম্পর্কে আলোচনা করো।
(খ) উদীয়মান শিল্প বলতে কী বোঝো?
(গ) রেলপথে পরিবহণের সুবিধাগুলি আলোচনা করো।
(ঘ) পেশাদার উপদেষ্টার ভূমিকা আলোচনা করো।
5. যে-কোনো তিনটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও : 2×3=6
(ক) বিশুদ্ধ কাঁচামাল কী?
(খ) জাপানের অধিকাংশ ইস্পাত কেন্দ্র বন্দরভিত্তিক কেন?
(গ) সামুদ্রিক মৎস্যক্ষেত্র কাকে বলে? উদাহরণ দাও।
(ঘ) ইনটারনেটের গুরুত্বগুলি উল্লেখ করো।
(ঙ) পরিবেশ বিজ্ঞানে তথ্যপ্রযুক্তির প্রভাবগুলি লেখো।
(চ) Think Tank বা 'বুদ্ধির ভান্ডার' বলতে কী বোঝো?
Part-C
6. যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : 3×2=6
(ক) ভারতের জলবায়ুর যে-কোনো তিনটি নিয়ন্ত্রক ব্যাখ্যা করো।
(খ) বিশ্ব উন্নায়ন নিয়ন্ত্রণের জন্য ভারত সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপগুলি লেখো।
(গ) ভারতের স্বাভাবিক উদ্ভিদের বণ্টনে জলবায়ুর প্রভাব আলোচনা করো।
(ঘ) ভারতে সাম্প্রতিককালে সৃষ্ট ঘূর্ণিঝড়ের প্রভাবগুলি লেখো।
7. যে-কোনো একটি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও : 2×1=2
(ক) ভারতে পার্বত্য বনভূমি সম্পর্কে আলোচনা করো।
(খ) বিপর্যয়ের পূর্ববর্তী পর্যায়ে গৃহীত যে-কোনো দুটি ব্যবস্থাপনা উল্লেখ করো।
-----------------------------------------------
geography question class 11 semester 2
• শেষ কথা :
আমাদের এই ওয়েবসাইটের Class 9, Class 10, Class 11 First & Second Semester, Class 12 Third & Fourth Semester এর নোটস্ ও সাজেশন সম্পূর্ণ Free তে পেয়ে যাবে। এখানে দেওয়া মডেল প্রশ্নপত্র গুলি কেমন লেগেছে Comment করে জানাও।
আরো পড়ুন | Link |
---|---|
1. ছুটি গল্পের বিষয়বস্তু | Click Here |
2. একাদশ শ্রেণির নতুন ইংরেজি সিলেবাস | Click Here |
4. ছুটি - গল্পের বড়ো প্রশ্ন ও উত্তর | Click Here |
5. একাদশ শ্রেণির নতুন বাংলা প্রশ্নপত্র | Click Here |
• আমাদের সঙ্গে যুক্ত হতে চাইলে Follow করো -
SOCIAL MEDIA | FOLLOW |
---|---|
Whatsapp Group | Click Here |
Whatsapp Channel | Click Here |
Telegram | Click Here |
Thank You !