Type Here to Get Search Results !

এই ব্লগটি সন্ধান করুন

html body submit korechi WB Semester Ads-1

বই কেনা - সৈয়দ মুজতবা আলী Class 11 | Class 11 Bai Kena SEMESTER-2

বই কেনা - সৈয়দ মুজতবা আলী

ভূমিকা :
পশ্চিমবঙ্গের WBCHSE Board এর নতুন নিয়ম অনুসারে Class 11 Second Semester বাংলা বিষয়ে পঞ্চতন্ত্র প্রবন্ধগ্রন্থের চারটি প্রবন্ধ পড়তে হবে। যেমন - 'বই কেনা', 'আজব শহর কলকেতা', 'পঁচিশে বৈশাখ' ও 'আড্ডা' প্রবন্ধ। তোমার জানো Class 11 2nd Semester 40 নম্বরের লিখিত পরীক্ষা হবে। উপরের চারটি প্রবন্ধ থেকে একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিষ্টার বাংলা পরীক্ষায় 5 নম্বরের চারটি প্রশ্ন আসবে। তারমধ্যে যেকোন দুটি প্রশ্নের উত্তর করতে হবে। অর্থাৎ 5×2=10 নম্বর প্রবন্ধ থেকে আসবেই। আজকের এই লেখাতে সৈয়দ মুজতবা আলীর লেখা বই পড়া প্রবন্ধ সম্পর্কে বিস্তারিত জানবো। কারণ এখান থেকেও পরীক্ষায় প্রশ্ন আসে। চলো শুরু করি -

class 11 bai kena

বই কেনা প্রবন্ধের প্রশ্ন উত্তর

• 'বই কেনা' প্রবন্ধের লেখক-পরিচিতি : বাংলা সাহিত্যের বিখ্যাত লেখক সৈয়দ মুজতবা আলী। তিনি ১৯০৪ খ্রিস্টাব্দের ১৩ সেপ্টেম্বর অসমের সিলেটের করিমগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি আরবি ফারসি জার্মান সহ মোট ১৫ টি ভাষা জানতেন। এমনকি মহাত্মা গান্ধীর ডাকে অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে স্কুল ছাড়েন। তবে তিনি প্রবন্ধ, ভ্রমণকাহিনী, উপন্যাস ও রম্য-রচনায় তার দক্ষতা অসামান্য ছিল। তার উল্লেখযোগ্য গ্রন্ত্রগুলি হল - 'দেশে-বিদেশে', 'পঞ্চতন্ত্র', 'চাচাকাহিনি', 'ময়ূরকন্ঠী', 'শবনম', 'ধূপছায়া', 'হিটলার' প্রভৃতি। বাংলা সাহিত্যে অবদানের জন্য সৈয়দ মুজতবা আলী ১৯৪৯ খ্রিস্টাব্দে 'নরসিংহ দাস পুরস্কারে' সম্মানিত হয়েছিলেন। এছাড়াও অন্যান্য পুরস্কার পেয়ে ছিলেন। অবশেষে ১৯৭৪ খ্রিস্টাব্দের ১১ ফেব্রুয়ারি মাসে তিনি ঢাকা মেডিকেল কলেজে মারা যান।

• 'বই কেনা' প্রবন্ধে উৎস :
সৈয়দ মুজতবা আলীর লেখা একটি উল্লেখযোগ্য প্রবন্ধগ্রন্থ হল "পঞ্চতন্ত্র"। এই "পঞ্চতন্ত্র" প্রবন্ধগ্রন্থ থেকে 'বই কেনা' প্রবন্ধটি নেওয়া হয়েছে।

• 'বই কেনা' প্রবন্ধের বিষয়বস্তু :
মানুষকে প্রকৃত অর্থে বাঁচার মতো বাঁচতে গেলে মনের চোখ বাড়াতে হবে। আর তারজন্য জ্ঞান-বিজ্ঞানের নানা শাখায় তাকে অবাধে যাতায়াত করতে হবে। এই চোখ বাড়ানোর বা অন্তর্দৃষ্টি তৈরির রাস্তাটা হচ্ছে বই পড়া এবং তারজন্যই বই কিনতে হবে। এই একমাত্র জিনিস যার পাঠাভ্যাস মনের ভিতরে একটা নিজস্ব ভুবন তৈরি করে দেয়, যেখানে জাগতিক দুঃখ ছায়া বিস্তার করতে পারে না। এই ভুবন সৃষ্টি হতে পারে সাহিত্য-দর্শন-ইতিহাস ইত্যাদি জ্ঞান-বিজ্ঞানের নানা শাখার মধ্য দিয়ে। আর তারজন্যই দরকার বই পড়া। আর বই পড়াকে সার্থক করে তোলে বই কেনা। কিন্তু বাঙালি বই পড়তে ভালোবাসলেও বই কিনতে ভালোবাসে না। অজুহাত দেয় যে বইয়ের দাম বেশি। অন্যদিকে প্রকাশক অজুহাত দেয় যে বইয়ের বিক্রি কম, তাই দাম বেশি। যেহেতু প্রকাশকের ক্ষেত্রে বিষয়টা ব্যাবসা তাই পাঠককেই এ বিষয়ে তৎপর হতে হবে। তাকে মনে রাখতে হবে যে, বই কিনে কখনও কেউ দেউলিয়া হয়ে যায়নি। ভালোবেসে বই কেনাটা বইপ্রিয় মানুষদের কাছে একটা নেশার মতো। মার্ক টোয়েনের মতো মানুষ পর্যন্ত তাঁর লাইব্রেরি সমৃদ্ধ করেছিলেন ধার করা বই ফেরত না দিয়ে। ধনী এবং জ্ঞানীর মধ্যে জ্ঞানী শ্রেষ্ঠ, তার কারণ ধনীর সম্পদকে জ্ঞানী সুন্দরভাবে ব্যবহার করতে পারে। কিন্তু জ্ঞানীর সম্পদ ধনী কোনো কাজে লাগাতে পারে না। জ্ঞানার্জন ধনার্জনের থেকে মহত্তর। আমাদের বাংলাদেশের মানুষজন বইয়ের জন্য আত্মত্যাগ বা অর্থত্যাগ করতে যথেষ্ট দ্বিধা করে। বাঙালির জ্ঞান অর্জনের আকাঙ্ক্ষা প্রবল কিন্তু বই কেনার ব্যাপারে বাঙালি উদাসীন। এরকম চিত্র গোটা পৃথিবীতে আর দেখা যায় না।

বই কেনা প্রবন্ধ বিষয়বস্তু

• 'বই কেনা' প্রবন্ধের শব্দার্থ ও টীকা :
* আনাতোল ফ্রাঁস : তিনি ছিলেন ফ্রান্সের অন্যতম জনপ্রিয় কথাশিল্পী। প্রকৃত নাম আনাতোল তিবো । তাঁর লেখালেখি ছিল বিভিন্ন রকম সামাজিক ভণ্ডামি এবং গোঁড়ামির বিরুদ্ধে, মানবাধিকারের পক্ষে । ১৯২১ খ্রিস্টাব্দে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পান। সেই পুরস্কারের সমস্ত অর্থ তিনি দান করেন দুর্ভিক্ষপীড়িত রুশ জনগণের সাহায্যের জন্য। তাঁর কয়েকটি বিখ্যাত রচনা, 'The Aspirations of Jean Servien', 'The Mother of Pearl', The White Stone, The Gods are Athirst' ইত্যাদি। * আরব্য উপন্যাস : মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ায় প্রচলিত গল্প ও লোককথার সংকলন, * পন্থা : পথ, * বারট্রান্ড রাসেল : বারট্রান্ড রাসেল ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ যুক্তিবিদ এবং দার্শনিক। প্রথম বিশ্বযুদ্ধের সময় যুদ্ধবিরোধী অবস্থান নেওয়ায় তাঁকে কারারুদ্ধ করা হয়। ট্রিনিটি কলেজের অধ্যাপক পদ থেকেও তাঁকে বরখাস্ত করা হয়। ১৯৫০ খ্রিস্টাব্দে তিনি নোবেল পুরস্কার পান। সারাজীবনে তিনি সত্তরটিরও বেশি গ্রন্থ এবং প্রায় দু- হাজারটি নিবন্ধ লিখেছিলেন। * ভুবন : পৃথিবী, * কেতাব : বই, * বাইবেল : খ্রিস্টানদের পবিত্র ধর্মগ্রন্থ, * মুহাম্মদ : ইসলাম ধর্ম অনুযায়ী আল্লাহর প্রেরিত শেষ নবী ও রসুল হলেন হজরত মুহাম্মদ। হজরত মহম্মদের কাছে আল্লাহর প্রেরিত বাণী 'কুরআন' এবং তাঁর জীবনাদর্শ 'সুন্নাহ' ইসলাম ধর্মের মূলভিত্তি, * আনাতোল ফ্রাঁস : বিংশ শতাব্দীর প্রথম দিকে ফ্রান্সের অন্যতম জনপ্রিয়, * ফিরিস্তি : তালিকা, * বেহেস্ত : স্বর্গ, * চক্রাকারে : চাকার মতো আকারে, * ওমর খৈয়াম : ওমর খৈয়াম ছিলেন পারস্যের একজন বিখ্যাত গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানী এবং কবি। তিনি প্রায় এক হাজার চার লাইনের কবিতা বা রুবাই রচনা করেছিলেন। জীবন ও দর্শনের অসামান্য প্রকাশ ঘটেছে সেইসব কবিতায়। তাঁর রুবাইয়াত-এর অনুবাদ করেছিলেন এডওয়ার্ড ফিটজেরাল্ড, * মাছি-মারা-কেরানি : অন্ধের মতো নকল করা ব্যক্তি, * বিঘ্নহন্তা : বিপদ দূর করেন যিনি, * অচ্ছেদ্য : যাকে ছিন্ন বা আলাদা করা যায় না, * চক্ষুগোচর : দেখা যায় এমন, * দেউলে : দেউলিয়া, * নাসিকা : নাক, * দংশন : কামড়ানো, * আঁদ্রে জিদ : বিখ্যাত ফরাসি সাহিত্যিক আঁদ্রে জিদ প্রথম জীবনে তিনি ছিলেন প্রতীকবাদী আন্দোলনের সমর্থক। গদ্য কাহিনি, নাটক, অনুবাদ, সাহিত্য সমালোচনা সব লিখলেও আন্দ্রে জিদের শ্রেষ্ঠত্ব তাঁর কথাসাহিত্যে। মানুষের অন্তরসত্তার উন্মোচন করার চেষ্টা করেছেন তিনি। মূল্যবোধের সঙ্গে মানুষের মানসিক দ্বন্দ্ব ছিল তাঁর অন্যতম আগ্রহের বিষয়। মুক্তচিন্তা সামাজিক নৈতিকতার পক্ষপাতী আঁদ্রে জিদ ১৯৪৭ খ্রিস্টাব্দে সাহিত্যে নোবেল পুরস্কার পান। * বৈরাগ্য : বিষয়ে অনাসক্তি, * গণপতি : গণেশ, * বেইজ্জত : অপমানিত, * গুরুভার : প্রধান দায়িত্ব, * সোভিয়েট : অনেকগুলি প্রজাতান্ত্রিক রাষ্ট্রের সমন্বয়ে গঠিত সোভিয়েত ইউনিয়ন এক সময় ছিল পৃথিবীর সর্ববৃহৎ রাষ্ট্র। সমাজতান্ত্রিক ভাবধারায় বিশ্বাসী সোভিয়েত ইউনিয়নের পতন হয় ১৯৯১ খ্রিস্টাব্দে এবং সোভিয়েত ভেঙে ১৫টি নতুন প্রজাতন্ত্র গঠিত হয়, * নাভিশ্বাস : শেষ অবস্থা, * স্তালিনীয় : স্তালিন ছিলেন সোভিয়েত ইউনিয়নের লেনিন-পরবর্তী যুগের প্রধান নেতা। দীর্ঘসময় ধরে সোভিয়েত ইউনিয়নের তিনি প্রধান নেতা ও কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ছিলেন। * অট্টহাস্য : প্রবল জোরে হাসি, * হাটেনটট : দক্ষিণ আফ্রিকার এক যাযাবর পশুপালক উপজাতি * বেশরম : নির্লজ্জ, * খামোখা : অনাবশ্যক, * গূঢ়ার্থ : গভীর বা নিহিত অর্থ, * বাহ্যজ্ঞান : বাইরের বিষয়ে জ্ঞান।

class 11 bai kena

• উপসংহার : দেখো ভাই একটি পর্বে 'বই কেনা' প্রবন্ধের সমস্ত কিছু দেওয়া সম্ভব হবে না। তাই দ্বিতীয় পর্বে 'বই কেনা' প্রবন্ধের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরগুলি দিয়ে দিয়েছি। যে প্রশ্নগুলি পরীক্ষায় বারবার আসে। তাই ওয়েবসাইটের উপরে Menu Option এ ক্লিক করে বই কেনা প্রবন্ধের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর গুলি দেখতে পারো।
আরো পড়ুন Link
1. ভাবসম্মিলন কবিতার বিষয়বস্তু          Click Here
2. ভাবসম্মিলন - কবিতার বড়ো প্রশ্ন ও উত্তর          Click Here
4. ছুটি - গল্পের বড়ো প্রশ্ন ও উত্তর             Click Here
5. একাদশ শ্রেণির নতুন বাংলা প্রশ্নপত্র           Click Here

bai kena class 11

# শেষ কথা : আমাদের Wb Semester Website এ সমস্ত নোটস, সাজেসন, প্রজেক্ট সহ সম্পূর্ণ Free তে পেয়ে যাবে। আমাদের এই লেখাগুলো যদি তোমাদের কাজে লাগে তবে আমাদের পরিশ্রম সার্থক হবে। আর ভালো লাগলে অবশ্যই Comment করে জানাতে ভুলবে না।

SOCIAL MEDIA FOLLOW
Whatsapp Group              Click Here
Telegram             Click Here

Thank You !

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

WB Semester Ads-2

WB Semester Ads-3