আগুন নাটকের বড়ো প্রশ্ন ও উত্তর
• ভূমিকা :একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার বাংলা বিষয়ে একটি নাটক পড়তে হবে তা হল - বিজন ভট্টাচার্যের লেখা 'আগুন' নাটক। তোমরা জানো class 11 2nd Semester মোট 40 নম্বরের লিখিত পরীক্ষা হবে। তার মধ্যে 'আগুন' নাটক থেকে পরীক্ষায় ৫ নম্বরের দুটি প্রশ্ন থাকবে, যে কোনো ১টি প্রশ্নের উত্তর করতে হবে। অর্থাৎ আগুন নাটক থেকে মোট ৫ নম্বর থাকে। প্রশ্নের আকার গোটা ৫ নম্বরের হতে পারে অথবা ১+৪=৫/২+৩=৫ আকারের প্রশ্ন থাকতে পারে। নীচে 'আগুন' নাটকের খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির উত্তরসহ বলে দিলাম। চল শুরু করি -
• আগুন নাটকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হল -
1."আগুন জ্বলছে আমাদের পেটে" - বক্তা কে? মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো।
2. হরেকৃষ্ণ ও মনোরমার কথপকথন বা সংলাপের মধ্য দিয়ে যে ছবি ফুটে উঠেছে তা আলোচনা করো।
3. "বাঁচতে হলে মিলেমিশে থাকতে হবে"- মন্তব্যটির বক্তা কে? মন্তব্যটির তাৎপর্য আলোচনা করো।
4."ও সব আইনের কথা বলবেন আদালতে গিয়ে - এখানে নয়।”- বক্তা কে, কাকে এই মন্তব্যটি করেছেন। এই মন্তব্যটি কেন করেছেন ?
5."যে রক্ষক সেই হল গিয়ে তোমার ভক্ষক।"-বক্তা কে ? বক্তার এই মন্তব্যটির প্রেক্ষাপট লেখ ।
6."মহা মুশকিলেই পড়া গেল দেখছি।"- একথা কে বলেছেন ? 'মহা মুশকিল' বলতে কি বোঝানো হয়েছে।
7."চাউড়ের কথা বড় মস্ত কথা আছে রে দাদা।"- একথা কে বলেছেন? মন্তব্যটির তাৎপর্য আলোচনা করো ?
8. "আয় শুয়ে থাকলি ওদিকি আবার সব গোলমাল হয়ে যাবেনে।"- একথা কে, কেন বলেছেন ? গোলমাল বন্ধ করার জন্য তিনি কী করতে বলেছেন ?
-----------------------------------------------------
আগুন - নাটকের প্রশ্ন ও উত্তর Class 11 | Class 11 Agun Natok Question Answer
আগুন নাটকের প্রশ্নগুলির উত্তর
1."আগুন জ্বলছে আমাদের পেটে" - বক্তা কে ? মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো।
উত্তর : বাংলা সাহিত্যের নাট্যকার বিজন ভট্টাচার্যের লেখা 'আগুন 'নাটকের পঞ্চম দৃশ্য থেকে উক্ত প্রশ্নটি নেওয়া হয়েছে ।
আগুন জ্বলছে আমাদের পেটে' - বক্তা হলেন রেশন দোকানের লাইনে দাঁড়িয়ে থাকা এক যুবক
মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ : আগুন নাটকে ১৯৪৩ সালের মহামন্বন্তরের প্রতিচ্ছবি ফুটে উঠেছে। তাই নাটকের সব জায়গায় একাকার হয়ে গেছে মানুষের খিদের যন্ত্রনা। নাটকের প্রথম দৃশ্যে দেখা যায় নেত্যর মা-বাবার ক্ষুদা - যন্ত্রনার প্রতিচ্ছবি। পাশাপাশি দ্বিতীয় দৃশ্যে কৃষান তার বউকে আদেশ দেয় কেষ্টর মা-র সাথে রেশনের লাইনে প্রথম সারিতে দাঁড়ায় কারণ প্রথম সারিতে না দাঁড়ালে চাল পাওয়া যাবে না। তৃতীয় দৃশ্যে সতীশের বাড়িতে খাদ্যের যন্ত্রনা গভীর ভাবে ফুঁটে ওঠে। দেখা যায় চাল না পাওয়ায় ধার করে আনতে হয় এবং সকালে সতীশকে খালি পেটে কারখানায় কাজে যেতে হয়। চতুর্থ দৃশ্যে হরেকৃষ্ণবাবু আক্ষেপ এবং পঞ্চম দৃশ্যে দেখা যায় খিদের জ্বালায় রেশনের দোকানে বিভিন্ন ধর্মের মানুষ লাইন দেয়। অবশেষে সিভিক গার্ডের সঙ্গে তর্কাতর্কি করে।। তাই বলা যেতে পারে পেটের জ্বালা যেন প্রতিবাদের আগুন হয়ে উঠেছে।
-----------------------------------------------------
2. হরেকৃষ্ণ ও মনোরমার কথপকথন বা সংলাপের মধ্য দিয়ে যে ছবি ফুটে উঠেছে তা আলোচনা করো।
উত্তর : বাংলা সাহিত্যের নাট্যকার বিজন ভট্টাচার্যের লেখা 'আগুন' নাটকের চতুর্থ দৃশ্য থেকে উক্ত প্রশ্নটি নেওয়া হয়েছে। মধ্যবিত্ত চাকরিজীবী পরিবার হরেকৃষ্ণবাবু এবং তার স্ত্রী মনোরমার সংলাপের মধ্য দিয়ে পরিবারের যন্ত্রনার কথা ফুঁটে উঠেছে।
হরেকৃষ্ণবাবু ও মনোরমার যন্ত্রনা : তাদের সংলাপের মধ্য দিয়ে প্রতিদিন সংসারের সমস্যা যেমন চা-চিনি-চালের অভাব। একদিকে হরেকৃষ্ণ বাবু সংসারের অভাবে বিরক্তি প্রকাশ করে অন্যদিকে মনোরমা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। হরেকৃষ্ণের সংলাপে দেখা যায় অফিসে সস্তা দরের চাল-ডাল কর্মচারীদের না দিয়ে বেশি দামে বাজারে বিক্রি করে দিচ্ছে। যার ফলে শ্রমিক-কৃষক সহ মধ্যবিত্ত পরিবারের মানুষ অন্নের যন্ত্রনায় ভুগছে।
প্রতিচ্ছবি : তাদের সংলাপের মধ্য দিয়ে ফুঁটে উঠেছে দুর্ভিক্ষের কারণে শ্রমিক-কৃষক সহ মধ্যবিত্ত পরিবারের দুরবস্থার কথা। রেশনের দোকানে চাল না পাওয়ায় অনিশ্চয়তার কথা ইত্যাদি। অবশেষে হরেকৃষ্ণবাবুর সংলাপে অফিসের উচ্চকর্তাদের দুর্নীতির প্রতিচ্ছবিও দেখা যায়। ফলে শ্রমিক-কৃষকরা কতটা অন্নের যন্ত্রনায় অসহায় হয়ে দিন কাটছে তাঁর ছবি যেন পরিষ্কার ফুঁটে উঠেছে।
agun natok class 11 | class 11 agun natok
3. "বাঁচতে হলে মিলেমিশে থাকতে হবে"- মন্তব্যটির বক্তা কে? মন্তব্যটির তাৎপর্য আলোচনা করো।
উত্তর : বাংলা সাহিত্যের নাট্যকার বিজন ভট্টাচার্যের লেখা 'আগুন' নাটকের পঞ্চম দৃশ্য থেকে উক্ত প্রশ্নটি নেওয়া হয়েছে।
বক্তা হলে তৃতীয় পুরুষ।
মন্তব্যটির তাৎপর্য আলোচনা : 'আগুন' নাটকে ১৯৪৩ সালের মহামন্বন্তরের ছবি ফুঁটে উঠেছে। তাই নাটকের প্রতিটি দৃশ্যে মানুষের অন্নের সংকট তীব্র হয়ে উঠেছে। নাটকের চারটি দৃশ্যে সমাজের ভিন্ন ভিন্ন স্তরের মানুষ যেমন: কৃষক, শ্রমিক তথা মধ্যবৃত্ত পরিবারের মানুষের সমস্যার কথা দেখা যায়। যাদের মূল সমস্যা একটাই তা হল খাদ্যের জন্য দুশ্চিন্তা। আবার পঞ্চম দৃশ্যে পরিষ্কার দেখতে পাই রেশন দোকানের লাইনে মানুষের অস্থিরতা, উৎকণ্ঠা এবং সেখানে সিভিক গার্ডের জুলুম। এক যুবক রেশন দোকানের লাইনে বলেছে- "...আগুন জ্বলছে আমাদের পেটে।” তাই তৃতীয় পুরুষের উচ্চারণে এইসব ভাবনারই সমবেত প্রতিফলন ঘটেছে – খাদ্যের সংকটের সময়ে সকলকে বাঁচতে হবে, তাই কারো কোনো মন কষাকষির প্রয়োজন নেই। আর সকলকে বাঁচতে হলে হাতে হাত রেখে মিলেমিশে থাকতে হবে।
-----------------------------------------------------
4."ও সব আইনের কথা বলবেন আদালতে গিয়ে - এখানে নয়।”- এই মন্তব্যটি বক্তা কে, কাকে করেছেন। এই মন্তব্যটি কেন করেছেন ?
উত্তর : বাংলা সাহিত্যের নাট্যকার বিজন ভট্টাচার্যের লেখা 'আগুন' নাটকের পঞ্চম দৃশ্য থেকে উক্ত প্রশ্নটি নেওয়া হয়েছে।
বক্তা সিভিক গার্ড প্রথম পুরুষ চরিত্রটিকে উদ্দেশ করে মন্তব্যটি করেছেন।
মন্তব্যের কারণ : ক্ষুদার্ত মানুষ রেশন দোকানের লাইনে দাঁড়িয়ে থাকার সময় সিভিক গার্ড সকলের কাছে জানতে চায় টিকিট আছে কি না এবং টিকিট না থাকলে চাল পাবে না, একথা সে পরিষ্কার বলে দেয়। ফলে হরেকৃষ্ণ জানতে চাই কত সের করে সেদিন চাল দেওয়া হবে ? তখন সিভিক গার্ড উল্টো আবার প্রশ্ন করে খুচরো পয়সা সঙ্গে আছে কি না। এরপর প্রথম পুরুষ বলে খুচরো পয়সার বদলে টাকা আছে। তখন সিভিক গার্ড টাকা ভাঙিয়ে আনতে বলে, কেননা খুচরো দেওয়ার কোনো সুযোগ নেই। ঠিক এই সময় আবার পুরুষ বলে, কোন আইনে লেখা আছে টাকার পরিবর্তে খুচরো রাখতে হবে। নতুবা চাল পাওয়া যাবে না। তখন সিভিক গার্ড উত্তর দেয় খুচরো না থাকলে চাল নেওয়ার দরকার নেই। আর আইনের কথা আদালতে গিয়ে বলবে, রেশন দোকানের লাইনে দাঁড়িয়ে নয়।
-----------------------------------------------------
আগুন নাটক বিজন ভট্টাচার্য class 11 | class 11 agun question answer
5."যে রক্ষক সেই হল গিয়ে তোমার ভক্ষক।"-বক্তা কে ? বক্তার এই মন্তব্যটির প্রেক্ষাপট লেখ।
উত্তর: বাংলা সাহিত্যের নাট্যকার বিজন ভট্টাচার্যের লেখা 'আগুন' নাটকের চতুর্থ দৃশ্য থেকে উক্ত প্রশ্নটি নেওয়া হয়েছে।
উদ্ধৃতাংশটির বক্তা হলেন কেরানি হরেকৃষ্ণবাবু।
মন্তব্যটির প্রেক্ষাপট : ১৯৪৩ সালের মহামন্বন্তরের সময় খাদ্য সংকটের পরিস্থিতিকে মোকাবিলা করা জন্য অফিসে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সাধারণ কর্মচারীদের চাল-ডাল দেওয়ার। এই কথা মনোরমা তাঁর স্বামী হরেকৃষ্ণবাবুকে মনে করিয়ে দিলে হরেকৃষ্ণবাবু বিরক্ত হয়ে অফিসের কথা বলতে মানা করেন এবং বলেন "একেবারে ঘেন্না ধরিয়ে দিলে।" কেননা অফিসের উচ্চকর্তারা কর্মচারীদের নাম করে কম দামে চাল-ডাল এনে সেগুলি বাজারে বেশি দামে বিক্রি করছেন। এইভাবে ব্যবসা চলছে।ম্যানেজার আর তাদের মোসাহেবরা এইভাবে সুবিধা ভোগ করছে। তাই চারিদিকে শুধু "চোর ছেঁচড়ের আড্ডা"। ঠিক এই প্রেক্ষাপটে হরেকৃষবাবু জানান - "যে রক্ষক সেই হল গিয়ে তোমার ভক্ষক।"
-----------------------------------------------------
6."মহা মুশকিলেই পড়া গেল দেখছি।" - একথা কে বলেছেন ? 'মহা মুশকিল' বলতে কি বোঝানো হয়েছে।
উত্তর : বাংলা সাহিত্যের নাট্যকার বিজন ভট্টাচার্যের লেখা 'আগুন' নাটকের চতুর্থ দৃশ্য থেকে উক্ত প্রশ্নটি নেওয়া হয়েছে।
একথা বলেছেন হরেকৃষ্ণকাবু।
মহা মুশকিল কি ? : মন্বন্তরের সময় অন্ন সংকট থেকে শ্রমিক - কৃষকসহ মধ্যবিত্ত চাকরিজীবী মানুষও রক্ষা পাইনি। কেননা কেরানি হরেকৃষ্ণবাবু আক্ষেপ করে বলেছে চা-চিনি-চাল নেই, শুধুমাত্র চুলো আছে। আবার কয়লার অভাব। অর্থাৎ হরেকৃষ্ণবাবু কতটা মুশকিলে পড়েছে তা পরিষ্কার বোঝা যাচ্ছে। তখন তার স্ত্রী মনোরমা তাকে সান্ত্বনা করে বলে, সে শুনেছে সেদিন নাকি দু-সের করে চাল দেবে। কিন্তু হরেকৃষ্ণ বাবু জানেন যে লাইনে দাঁড়ালে চাল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। কারন দোকানি হঠাৎ করে বলতেই পারে "ফুরিয়ে গেছে।” এই সংকটময় পরিস্থিতিকে লক্ষ্য করেই বক্তা 'মহা মুশকিল' শব্দবন্ধনটি প্রয়োগ করেছেন।
class 11 আগুন question answer | আগুন নাটক প্রশ্ন ও উত্তর Class 11
7."চাউড়ের কথা বড় মস্ত কথা আছে রে দাদা।"- একথা কে বলেছেন ? মন্তব্যটির তাৎপর্য আলোচনা করো ?
উত্তর : বাংলা সাহিত্যের নাট্যকার বিজন ভট্টাচার্যের লেখা 'আগুন' নাটকের পঞ্চম দৃশ্য থেকে উক্ত প্রশ্নটি নেওয়া হয়েছে।
উক্ত মন্তব্যটির বক্তা হলেন ওড়িয়া। ওড়িয়া দোকানদারকে উদ্দেশ্য করে একথা বলেছেন।
মন্তব্যটির তাৎপর্য : আমরা জানি মন্বন্তরের কারণে অন্ন সংকট মোকাবিলা করার জন্য সমাজের বিভিন্ন জাতি জাতিগত বিভাজন দূর করে রেশন দোকানের লাইনে দাঁড়িয়েছে চাল সংগ্রহ করার জন্য। কিন্তু দোকানদার এই পরিস্থিতিতে খুশি হননি। কারণ তিনি বুঝতে পেরেছেন এই সমস্ত মানুষ একসঙ্গে জড়ো হওয়ায় তিনি অতিরিক্ত চাল বাঁচাতে পারবে না। যার ফলে সেই অতিরিক্ত চাল বাজারে বেশি দামে বিক্রি করে অসাধু ব্যবসা করতে পারবে না। এই নিয়ে সে বিরূপ মন্তব্য করলে ওড়িয়া কোঁচড়ে চাল বেঁধে বলেন যে 'মুশকিলের কথা' হল- হিন্দু, মুসলমান সবার চাল লাগবে আর অন্যদিকে সাহেবরা চাল দিয়ে পাউরুটি বানিয়ে খাবে। সবার চালের দরকার, এই জন্য সবাই এক হয়ে গিয়েছে। তাই ওড়িয়া বলেছে- "চাউড়ের কথা বড়ো মস্ত কথা" বলে মন্তব্যটি করেছেন।
-----------------------------------------------------
8. "আয় শুয়ে থাকলি ওদিকি আবার সব গোলমাল হয়ে যাবেনে।"- একথা কে, কেন বলেছেন ? গোলমাল বন্ধ করার জন্য তিনি কী করতে বলেছেন ?
উত্তর : বাংলা সাহিত্যের নাট্যকার বিজন ভট্টাচার্যের লেখা 'আগুন' নাটকের প্রথম দৃশ্য থেকে উক্ত প্রশ্নটি নেওয়া হয়েছে।
একথা পুরুষ চরিত্রটি বলেছেন।
একথা বলার কারণ : 'আগুন' নাটক অনুসারে সাধারণ মানুষ চাল সংগ্রহ করার জন্য রেশন দোকানে লাইন দেয়। কিন্তু লাইন দিয়ে ও শান্তি নেই। কারণ চাল বারোটার আগে পাওয়া যাবে কি যাবে না তার কোনো নিশ্চয়তা নেই। কেননা কুড়োনের মা আগের দিন চাল না পেয়ে খালি হাতে এসেছিল। তাই তিনি বলেছেন শুয়ে থাকলে গোলমাল হবে। তাড়াতাড়ি উঠে কাজকর্ম করে রেশন দোকানের প্রথম সারিতে দাঁড়ানোর জন্যই উক্ত মন্তব্যটি করেছেন।
* নেত্য এবং নেতার মা-কে পুরুষ চরিত্রটি ঘুম থেকে ওঠার জন্য ডাকে। কারণ লাইনের প্রথম দিকে দাঁড়াতে না পারলে চাল পাবে কি না তা সন্দেহ থাকে। আবার কলা, কলমি শাক, কাঠি ইত্যাদি বিক্রি করে তারপর লাইনে 'গিয়ে চাল কিনতে হবে। তাই তাড়াতাড়ি উঠে সকল কাজ করে ফেলতে পারলেই গোলমাল হবে না বলে মনে করেন বক্তা।
-----------------------------------------------------
class 11 agun natok | class 11 agun natok question answer
শেষকথা : আমাদের Offline : RTI Coaching Centre এর ছাত্রছাত্রী ছাড়া বাইরের অন্যান্য জায়গা থেকে কোনো কিছুর প্রয়োজনে বিভিন্ন শিক্ষক বা ছাত্রছাত্রীরা WB Semester Team সাথে যোগাযোগ করতে হবে। যোগাযোগ করার জন্য 9883566115 এই নম্বরে শুধুমাত্র WhatsApp Message করতে পারো। অথবা Contact Us পেজে গিয়ে সেখানের ফর্মটি ফিলাপ করতে পারো।
-----------------------------------------------------
আরো পড়ুন | Link |
---|---|
1. লালন শাহ ফকিরের গান - বড়ো প্রশ্ন ও উত্তর | Click Here |
2. একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিষ্টার - বাংলা সাজেশন | Click Here |
4. ছুটি - গল্পের বড়ো প্রশ্ন ও উত্তর | Click Here |
• আমাদের সঙ্গে যুক্ত হতে চাইলে Follow করো -
SOCIAL MEDIA | FOLLOW |
---|---|
Whatsapp Group | Click Here |
Whatsapp Channel | Click Here |
Telegram | Click Here |
Thank You !
WB Semester Team