Type Here to Get Search Results !

এই ব্লগটি সন্ধান করুন

html body submit korechi WB Semester Ads-1

লালন শাহ ফকিরের গান - বড়ো প্রশ্ন ও উত্তর Class 11 | Class 11 Lalon Shah Fakirer Gaan Question Answer

'লালন শাহ ফকিরের গান' কবিতার প্রশ্ন ও উত্তর

• ভূমিকা :
Class 11 Second Semester বাংলা পরীক্ষার জন্য তিনটি কবিতা পড়তে হবে - 'ভাব সম্মিলন', 'লালন শাহ ফকিরের গান' ও 'নুন'এই তিনটি কবিতা থেকে Class 11 2nd Semester বাংলা পরীক্ষায় দুটি ৫ নম্বরের বড় প্রশ্ন আসবে। তার মধ্যে যেকোনো একটি বড় প্রশ্নের উত্তর করতে হবে। এই বড় প্রশ্নের আকার 2+3=5 অথবা 3+2=5 আকারের প্রশ্ন আসতে পারে। আজকের এই লেখাতে 'লালন শাহ ফকিরে'র গান কবিতা থেকে যে প্রশ্ন গুলি পরীক্ষায় বারবার আছে সেই প্রশ্নগুলির উত্তরসহ আলোচনা করবো।
class 11 lalon shah fakirer gaan question answer

Class 11 Lalon Shah Fakirer Question Answer

• প্রতিটি প্রশ্নের মান 2+3=5  অথবা 3+2 =5
1. লালন শাহ ফকিরের পরিচয় দাও ? পাঠ্য 'লালন শাহ ফকিরের গান' পদটির মূল বিষয়বস্তু নিজের ভাষায় লেখ। 
উত্তর : লালন শাহের পরিচয় : লালন শাহের জন্ম নিয়ে নানা মনির নানা মত রয়েছে। তবে একটি মত অনুসারে বলতে পারি 1777 সালের কাছাকাছি সময়ে নদিয়া জেলার ভাড়ারা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন বাউল গানের শ্রেষ্ঠ রচয়িতা। বহুরূপী প্রতিভার এই লালন সমাজ সংস্কারক ,দার্শনিক ও মানবতাবাদী মানুষ ।
লালন শাহ ফকিরের গান পদটির মূল বিষয়বস্তু : পাঠ্য পদের প্রথমেই লালন শাহ বলেছে, মানুষকে ভজনা করতে হবে খাঁটি মানুষ হতে গেলে। কারণ মনের মানুষকে তখনই পাওয়া যাবে যখন মানুষের মধ্যে বিদ্যবান থাকবে। দ্বি-দল প্রস্ফুটিত হয় আজ্ঞাচক্রে। আর 'সোনার মানুষ' উজ্জ্বল হয়ে ওঠে দ্বি-দলের পদ্মে আর এই সত্য গুরুর কৃপা হলেই জানা যাবে। মানুষের গাঁথা বা কাহিনী মানুষের মধ্যেই রচিত হয়ে আছে আলেক লতার মত। তার মানে সহজ মানুষ মানব শরীরের মধ্যেই রয়েছে। আর এগুলি জানার পরেও যে মন্ডিতমস্তক হয়, সে মুক্তি খুঁজে জাতকে অবলম্বন করে। মানুষের মন অর্থহীন মানুষের সঙ্গসুখ ছাড়া। তাই লালন বলেন মানুষকে ভজনা করলেই মুক্তি পাওয়া যাবে।
---------------------------------------------------

2. "..ক্ষ্যাপারে তুই মূল হারাবি।"- 'মূল হারাবি' বলতে কি বোঝানো হয়েছে ? চরণটির অন্তর্নিহিত অর্থ লেখ। 
উত্তর : বাউল গানের শ্রেষ্ঠ রচয়িতা লালন শাহের লেখা 'লালন শাহ ফকিরের গান' কবিতা থেকে উক্ত প্রশ্নটি নেওয়া হয়েছে। 
মূল হারাবি : পাঠ্য 'লালন শাহ ফকিরের গান' কবিতা অনুসারে 'মূল' শব্দের অর্থ হলো 'মনের মানুষ' এবং 'হারাবি' শব্দের অর্থ হল হারিয়ে ফেলা অর্থাৎ সহজ কথায় বলতে হলে 'মূল হারাবি' শব্দের অর্থ বলতে বোঝানো হয়েছে মনের মানুষকে হারিয়ে ফেলবে। 
চরণটির অন্তর্নিহিত অর্থ: বাউল সম্প্রদায়ের সাধকরা সাধনা করেছেন মানবতত্ত্বের। তাই পাঠ্য কবিতাটিতে লালন ফকির মনে করেছেন মানবতত্ত্ব সম্পর্কে বিশেষ জ্ঞান না থাকলে অথবা মানুষকে উপেক্ষা করলে মনের মানুষ বা ঈশ্বরকে হারাতে হবে। কারণ মনের মানুষের মধ্যেই ঈশ্বরের বসবাস। এই প্রসঙ্গে লালন শাহ আলোচ্য উক্তিটি উল্লেখ করেছেন।
---------------------------------------------------

3. 'লালন শাহ ফকিরের গান' পদটিতে বাউল সাধনার মানবতত্ত্বের পরিচয় যেভাবে তুলে ধরেছেন আলোচনা করো।
উত্তর : বাংলা সাহিত্যের বাউল গানের শ্রেষ্ঠ রচয়িতা লালন শাহের লেখা 'লালন শাহ ফকিরের গান' কবিতায় যেভাবে বাউল সাধনার মানতত্ত্বের কথা তুলে ধরেছেন তা সংক্ষেপে নিচে আলোচনা করছি।
মানবতত্ত্ব : লালন শাহ পাঠ্য পদটিতে মানবতার জয়গান গেয়েছেন। বাউল সম্প্রদায়ের সাধকরা বিশ্বাস করেন মানবদেহের মধ্যেই সব তত্ত্ব ও সত্য লুকিয়ে আছে। তাই লালন ফকির মানুষ ভজনার কথা উল্লেখ করেছেন। কারণ মনের মধ্যেই ঈশ্বরের সন্ধান মেলে তাই তারা সর্বমানবতার উপর গুরুত্ব দিয়েছেন। 
  পাঠ্য পদটিতে বার বার 'সোনার মানুষের' কথা ফুটে উঠেছে। তিনি বলেছেন মানতত্ত্ব সম্পর্কে বিশেষ জ্ঞান না থাকলে বা মানুষকে উপেক্ষা করলে 'মূল' হারাতে হবে। আর এই সত্য গুরুর কৃপা পেলেই জানা সম্ভব। তাই লালন বলেন মানব জীবন 'সোনার মানুষ' ছাড়া অপরিপূর্ণ। আর এই ভাবেই  আমাদের পাঠ্য পদটিতে বাউল সাধনার মানবত্বের কথা ফুটে উঠেছে।

class 11 lalon shah question answer | lalon shah question answer Class 11

---------------------------------------------------

4. "মানুষ ভজলে সোনার মানুষ হবি'- বক্তা কে ? 'সোনার মানুষ' বলতে কাকে বোঝানো হয়েছে ? মন্তব্যটির বিশ্লেষণ করো। 
উত্তর : বাংলা সাহিত্যের বাউল গানের শ্রেষ্ঠ রচয়িতা লালন শাহের লেখা 'লালন শাহ ফকিরের গান' কবিতা থেকে উক্ত প্রশ্নটি নেওয়া হয়েছে। 
সোনার মানুষ : বক্তা হলেন স্বয়ং লালন শাহ। পাঠ্য পদটিতে 'সোনার মানুষ' বলতে বোঝানো হয়েছে বাউল সম্প্রদায়ের সাধনার 'মনের মানুষ' তথা 'ঈশ্বর'কে।  
মন্তব্যটি বিশ্লেষণ : পাঠ্য 'লালন শাহ ফকিরের গান' পদটিতে মানুষকে ভজনা করতে বলেছেন লালন শাহ। কারণ সর্বমানবতাবাদের সাথেই বাউলদের আত্মতত্ত্বের ধারণা যুক্ত আছে। শুদ্ধ মানুষ মনের ভিতর রয়েছে। তাই মানুষের ভজনা করলেই 'সোনার মানুষ' পাওয়া যায়। আর বাউল সম্প্রদায়ের সাধকদের এই 'মনের মানুষ'ই হল মানবতত্ত্বের কেন্দ্রীয় বিষয়। 

5. 'মানুষ-গুরু কৃপা হলে/জানতে পাবি।'- এখানে বক্তা কি জানতে পারার কথা উল্লেখ করেছেন? উক্তিটির অন্তর্নিহিত অর্থ ব্যাখ্যা করো। 
উত্তর : বাংলা সাহিত্যের বাউল গানের শ্রেষ্ঠ রচয়িতা লালন শাহের লেখা 'লালন শাহ ফকিরের গান' পদটি থেকে উক্ত প্রশ্নটি নেওয়া হয়েছে। 
 বক্তা লালন শাহ এখানে বলেছেন দুই দল বিশিষ্ট পদ্মের উপর সোনার মানুষ কিভাবে বিরাজ করে তা একমাত্র গুরুর কৃপা পেলেই এই সত্য শিষ্যরা জানতে পারবে। 
উক্তিটির অন্তর্নিহিত অর্থ: বাউল সম্প্রদায়ের সাধকরা বিশ্বাস করেন 'যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে দেহভান্ডে' অর্থাৎ তাদের মত অনুসারে এই দেহের মধ্যেই মনের মানুষ তথা ঈশ্বরের বসবাস। তাই দেহের সাধনার মধ্যেই ঈশ্বরের সান্নিধ্য লাভ করা যায়। আর এই সব গূঢ় তত্ত্বের কথা একমাত্র গুরুর কৃপা পেলেই জানা সম্ভব। তাই গুরুর দেখানো পথকেই বাউল সাধকরা অনুসরণ করেছেন আর শিষ্যরা এই গুরুর কৃপা পেলেই মনের মানুষ তথা সোনার মানুষের সাক্ষাৎ পাওয়া সম্ভব বলে মনে করেন।
---------------------------------------------------

6. "দেখ না যেমন আলেক লতা"- বক্তা এখানে 'আলেক লতা' বলতে কি বোঝাতে চেয়েছেন ? অন্তর্নিহিত তাৎপর্য বিশ্লেষণ করো।  
উত্তর : বাউল গানের শ্রেষ্ঠ রচয়িতা লালন শাহের লেখা 'লালন শাহ ফকিরের গান' কবিতা থেকে উক্ত প্রশ্নটি নেওয়া হয়েছে। 
আলেক লতা : পাঠ্য পদে 'আলেক লতা' বলতে মূলত স্বর্ণলতা কে বোঝাতে চেয়েছেন। 
অন্তর্নিহিত অর্থ : আমরা জানি স্বর্ণলতা হল একটি পরজীবী উদ্ভিদ। এই স্বর্ণলতা বৃদ্ধি পায় কোন বড় গাছকে কেন্দ্র করে, ঠিক তেমনি ভাবে লালন ফকিরের মত অনুসারে বাউল সম্প্রদায়ের সাধকরা এই মানব দেহকে কেন্দ্র করেই স্বর্ণলতার মতো মনের মানুষ তথা 'সোনার মানুষ'কে খুঁজে চলেছেন। দেহের সাধনায় হলো বাউল সাধনা, তাই তারা বিশ্বাস করেন দেহের মধ্যেই ঈশ্বরের বসবাস। আর এই ঈশ্বরকে বুঝতে হলে গুরুর প্রয়োজন কারণ গুরুর দেখানো রাস্তায় 'মনের মানুষে'র সান্নিধ্য লাভ করা সম্ভব। এই প্রসঙ্গে আলেক লতার কথা তুলে ধরেছেন লালন শাহ। 
লালন শাহ ফকিরের গান - বড়ো প্রশ্ন ও উত্তর Class 11 | Class 11 Lalon Sah Fakirer Gaan Question Answer
---------------------------------------------------

7. 'লালন শাহ ফকিরের গান'-পদটিতে বাউল সাধনার বিভিন্ন দিক বা দেহতত্ত্বের কথা যেভাবে তুলে ধরেছেন তা আলোচনা করো।  
উত্তর : বাউল গানের শ্রেষ্ঠ রচয়িতা লালন শাহ তার 'লালন শাহ ফকিরের গান' কবিতাটিতে যেভাবে বাউল সাধনার বিভিন্ন দিক বা দেহতত্ত্বের কথা তুলে ধরেছেন তা আমি নিচে সংক্ষেপে আলোচনা করছি। 
বাউল সাধনার বিভিন্ন দিক বা দেহতত্ত্ব :
প্রথমত; বাউল সাধকরা ঈশ্বরকে মনের মধ্যেই সন্ধান করেছেন। তাই কবিতাটিতে সর্বমানবতার ওপর গুরুত্ব দিয়েছেন। কারণ কবিতায় লালন শাহ বলেছেন "মানুষ ভজলে সোনার মানুষ হবি'।
দ্বিতীয়ত; বাউল সম্প্রদায়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অংশ জুড়ে আছে আত্মতত্ত্ব। তাই পাঠ্যপদটিতে দেখা যায় মনের মানুষ এর সন্ধান মনের ভিতরে একটা গুরুত্বপূর্ণ অংশ জুড়ে রয়েছে ।
তৃতীয়ত; আমাদের পাঠ্যপদে বাউল সাধনার অসংখ্য পরিভাষা ও অনুসঙ্গ আছে। যেমন 'দ্বি-দলের-মৃণাল' 'আলেক লতা' ইত্যাদি। ঠিক এইভাবে সাধনতত্ত্বের পরিপ্রেক্ষিতে এবং জীবনবোধে বাউল সাধনার এক উজ্জ্বল রূপ ধারণ করেছে 'লালন শাহ ফকিরের গান' কবিতাটিতে।
---------------------------------------------------
এই 'লালন শাহ ফকিরের গান' কবিতা থেকে আরো অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হল -
8. "এই মানুষে মানুষ গাঁথা"- 'মানুষ গাথা' বলতে কি বোঝানো হয়েছে ? চরণটির তাৎপর্য বিশ্লেষণ কর।
9. "দ্বি-দলের মৃণালে/সোনার মানুষ উজ্জ্বলে"- সোনার মানুষ বলতে কি বোঝানো হয়েছে ? মন্তব্যটি ব্যাখ্যা কর।

class 11 lalon sah question answer | class 11 bangla question answer

# শেষ কথা : আমাদের Wb Semester Website এ সমস্ত নোটস, সাজেসন, প্রজেক্ট সহ সম্পূর্ণ Free তে পেয়ে যাবে। আমাদের এই লেখাগুলো যদি তোমাদের কাজে লাগে তবে আমাদের পরিশ্রম সার্থক হবে। আর ভালো লাগলে অবশ্যই Comment করে জানাতে ভুলবে না।

আরো পড়ুন Link
1. ছুটি গল্পের বিষয়বস্তু          Click Here
2. একাদশ শ্রেণির নতুন ইংরেজি সিলেবাস          Click Here
4. ছুটি - গল্পের বড়ো প্রশ্ন ও উত্তর             Click Here

• আমাদের সঙ্গে যুক্ত হতে চাইলে Follow করো -
SOCIAL MEDIA FOLLOW
Whatsapp Group              Click Here
Whatsapp Channel             Click Here
Telegram             Click Here

                                  Thank you !

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

WB Semester Ads-2

WB Semester Ads-3