Type Here to Get Search Results !

এই ব্লগটি সন্ধান করুন

html body submit korechi WB Semester Ads-1

Class 11 Second Semester Philosophy Question Paper 2025 | একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিষ্টার দর্শন প্রশ্নপত্র

 Class 11 Second Semester Philosophy বা দর্শন Model Question Paper

ভূমিকা : 
একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিষ্টার দর্শন পরীক্ষায় বসার আগে দর্শন বিষয়ের মডেল প্রশ্নপত্রগুলি দেখা উচিত। কারণ দর্শন মডেল প্রশ্নপত্রগুলি দেখলে ফাইনাল পরীক্ষায় প্রশ্নপত্র কেমন হবে তা একটা পরিষ্কার ধারণা হয়। তোমার সবাই জানো এই বছর থেকে WBCHSE Board Class 11 এর দর্শন সিলেবাস সহ পরীক্ষার প্রশ্নপত্র পরিবর্তন করেছে। অর্থাৎ Class 11 কে দুটি সেমিষ্টারে ভাগ করেছে - প্রথম সেমিষ্টার ও দ্বিতীয় সেমিষ্টার। 
আজকের এই লেখাতে Class 11 Second Semester Philosophy বা দর্শন পরীক্ষায় বসার পর যেরকম প্রশ্নপত্র দেওয়া হবে। ঠিক সেরকম তিনটি দর্শন মডেল প্রশ্নপত্র তোমাদের কাছে তুলে ধরছি। নীচের তিনটি দর্শন মডেল প্রশ্নপত্র গুলি তোমাদের WBCHSE বোর্ড থেকে প্রকাশিত। চলো শুরু করি...

class 11 philosophy question paper 2024

WB Class 11 Second Semester Philosophy Question Paper

Class: XI
Model Question-1
Semester - 2
Unit-1: Introduction to Logic - Mark 24

1. নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ             ৩×২=৬
a) নীচের বাক্যগুলিকে বচনে রূপান্তরিত করঃ 'পরিশ্রমীরা কদাচিৎ ব্যর্থ হয়'। 
অথবা, কেবল মুষ্টিমেয় ভারতীয়ই বিজ্ঞানী' বাক্যটিকে নিরপেক্ষ বচনে রূপান্তরিত কর।
b) বচনের বিরোধিতা বলতে কী বোঝায়?
অথবা, বিপরীত ও অধীন বিপরীত বিরোধিতার মধ্যে পার্থক্য কর।
c) 'মানুষ মাত্রই কবি নয়' বাক্যটিকে বচন করে তার বিরুদ্ধ বিরোধী বচন নির্দেশ কর।

2. নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ             ৪×৩=১২
a) অবরোহ ও আরোহ যুক্তির মধ্যে পার্থক্য উল্লেখ কর।
b) নিরপেক্ষ বচনে পদের ব্যাপ্যতা বলতে কী বোঝায়? বিভিন্ন নিরপেক্ষ বচনগুলিতে কোন্ পদ ব্যাপ্য ও অব্যাপ্য হয় অথবা, নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কী বোঝায়?
c) আবর্তনের বৈধতার নিয়মগুলি উল্লেখ কর।
অথবা, বিবর্তন কাকে বলে? বিবর্তনকে কেন অমাধ্যম অনুমান বলা হয়?
d) মিশ্র প্রাকল্পিক ন্যায়ের M.T. আকারের একটি দৃষ্টান্ত দাও।

3. নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ          ১×৬=৬
a) নিরপেক্ষ ন্যায়ের সংস্থান বলতে কী বোঝায়? ন্যায়ের বিভিন্নসংস্থানের পরিচয় দাও।
অথবা, নীচের ন্যায় অনুমানটির বৈধতা বিচার করে তার সংস্থান, মূর্তি নির্ণয় কর এবং দোষ থাকলে তার নাম বল।
        খবরটি এত ভালো যে সত্য হতে পারে না।

Unit - II : Introduction to Ethics - 16 

1. নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ         ×২=৪
a) চার্বাকরা কেন ইন্দ্রিয় সুখের পরিতৃপ্তিতে বিশ্বাস করেন ?
অথবা, চার্বাকদের মতে নৈতিক আদর্শ কী ?
b) নৈতিক ও অনৈতিক কাজের দৃষ্টান্ত দাও।
অথবা, পাশ্চাত্য নীতিবিদ্যায় ঐচ্ছিক ক্রিয়া বলতে কী বোঝায় ?

2. নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ         ২x৩=৬
a) বৌদ্ধ দর্শনে চারটি আর্যসত্য উল্লেখ কর ?
 অথবা, বৌদ্ধ নীতিতত্ত্বে সম্যক দৃষ্টি বলতে কী বোঝায় ?
b) ভারতীয় নীতিশাস্ত্রে 'ধর্ম' বলতে কী বোঝানো হয়েছে ?
 অথবা, ভগবতগীতায় নিষ্কাম কর্ম বলতে কী বোঝানো হয়েছে ?

3. নীচের দুটি প্রশ্নের মধ্যে থেকে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ      ১×৬=৬
a) উদ্দেশ্যমূলক নীতিবিদ্যা বলতে কী বোঝায়? এর বিষয়বস্তু সংক্ষেপে উল্লেখ করো। 
অথবা, কর্তব্যমূলক নীতিতত্ত্ব বলতে কী বোঝ? এই মতের বিষয়বস্তু সংক্ষেপে উল্লেখ কর।


WB Class 11 First and Second Semester ENGLISH SYLLABUS | একাদশ শ্রেণির নতুন ইংরেজি সিলেবাস - Click Here

Question Pattern of Class 11 WBCHSE 2024

Class: XI
Model Question-2
Semester - 2
Unit-1: Introduction to Logic - Mark 24

1. নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ           ৩×২=৬
a) 'গরিবেরা অনেক সময় লোভী হয়।'- বাক্যটিকে বচনে রূপান্তর করে বচনের অংশগুলি চিহ্নিত করো। 
অথবা, 'সাদা বাঘ আছে।' - বাক্যটিকে বচনে রূপান্তর করে কোন্ পদ ব্যাপ্য ও 
কোনটি অব্যাপ্য লেখো।
b) অনুবিষমতা (Sub-Contrary Opposition) কাকে বলে ?
 অথবা, 'কোনো কোনো কবি নয় দার্শনিক।'- বচনটি সত্য হলে এর অধীন-বিপরীত বিরোধী বচনের বিরুদ্ধ বচনের সত্যমূল্য কী হবে ?
c) বচনের বিরোধিতার শর্তগুলি কী কী ? 

2. নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ           ৪×৩=১২
a) যুক্তির আকার ও যুক্তির উপাদান বলতে কী বোঝো ? 

b) সংযোজকের স্বরূপ আলোচনা করো।
অথবা, নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কী বোঝো ?
c) বিবর্তন কাকে বলে ? বিবর্তনকে কেন অমাধ্যম অনুমান বলা হয় ?
অথবা, 'কেবলমাত্র চার্বাকরাই জড়বাদী।'- এই বাক্যটিকে বচনে রূপান্তরিত করে আবর্তন ও বিবর্তন করো।
d) নিরপেক্ষ ন্যায়ের বৈধতার প্রথম নিয়মটি লঙ্ঘনজনিত দোষ উদাহরণ-সহ উল্লেখ করো। 

3. নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ             ১
×৬=৬
a) নিরপেক্ষ ন্যায়কে মাধ্যম অনুমান বলা হয় কেন ? নিরপেক্ষ ন্যায়ের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো।
অথবা, বৈধতা বিচার করো : কতিপয় মানুষ রাজা। সকল ভিক্ষুক মানুষ। সুতরাং সকল ভিক্ষুক রাজা।

Unit-2 Introduction to Ethics - 16

1. নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ          ×২=৪
a) চার্বাক মতে, মানবজীবনের পরম লক্ষ্য কী ? 
অথবা, চার্বাক নীতিতত্ত্বকে অসংযত আত্মসুখবাদ কেন বলা হয় ?
b) উদ্দেশ্য বলতে কী বোঝো?
অথবা, উদ্দেশ্যমুখী নৈতিক মতবাদ (Teleological Theory) কাকে বলে ?

2. নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ          ২x৩=৬
a) পঞ্চযজ্ঞ বলতে কী বোঝো?
অথবা, 'যোগস্থ' শব্দের তিন প্রকার অর্থ সংক্ষেপে ব্যাখ্যা করো।
b) সম্যক ব্যায়ামের অর্থ কী ?
 অথবা, বৌদ্ধ নীতিতত্ত্বে সম্যক ব্যায়ামের গুরুত্ব লেখো।

3. নীচের দুটি প্রশ্নের মধ্যে থেকে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ১×৬=৬
a) অনৈতিক ক্রিয়া কাকে বলে ? বিভিন্ন প্রকার অনৈতিক ক্রিয়ার উদাহরণ দাও।
অথবা, আত্মসুখবাদ বলতে কী বোঝো ? ফলমুখী নৈতিক মতবাদ হিসেবে আত্মসুখবাদের সংক্ষিপ্ত পরিচয় দাও।



WB Class 11 First ও Second Semester PASS MARK | Class 11 Project Pass Mark - Click Here

Class 11 WBCHSE 2024 Philosophy Question Paper

Class: XI
Model Question-3
Semester - 2
Unit-1: Introduction to Logic - Mark 24

1. নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ      ৩×২=৬
a) ব্যতিক্রমমূলক বচন কাকে বলে ? 
অথবা, 'যে কেউ সুখী হতে চায়।' - বাক্যটিকে বচনে রূপান্তরিত করে গুণ ও পরিমাণ উল্লেখ করো।
b) 'সাদা বাঘ নেই।' এবং 'সাদা বাঘ আছে।'- এই বচন যৌক্তিক সম্বন্ধ কী তা নির্ণয় করো।
অথবা, অ্যারিস্টটলের মতে বিরোধিতা কত প্রকার ও কী কী ?
c) 'দেবতারা মানব নয়।'- বাক্যটিকে বচনে রূপান্তরিত করে তার বিপরীত বিরোধী বচন নির্দেশ করো। 

2. নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ      ৪×৩=১২
a) 
যুক্তিবিজ্ঞানের প্রয়োজনীয়তা লেখো।
b) নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত বচনে রূপান্তর করো : 
      (i) যে কেউ পাঠশালায় যায়। 
      (ii) কে যুদ্ধ চায়? 
      (iii) স্বামী বিবেকানন্দ কর্মযোগী।
 অথবা, পদ কাকে বলে ? পদের অর্থ বিশ্লেষণ করো।
c) কোনো ক্ষেত্রে কি A বচনের সরল আবর্তন সম্ভব ? আলোচনা করো।
অথবা, বস্তুগত বিবর্তন কাকে বলে ? একটি উদাহরণ দাও।
d) টীকা লেখো : অনুগ স্বীকারজনিত দোষ। 

3. নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ          ১×৬=৬
a) বৈধতা বিচার করো : মুরগী থেকে ডিম জন্মায়, ডিম থেকে মুরগী জন্মায়। অতএব মুরগী থেকে মুরগী জন্মায়। 
অথবা, সংক্ষিপ্ত ন্যায় কাকে বলে ? বিভিন্ন প্রকার সংক্ষিপ্ত ন্যায় সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।

Unit-2 : Introduction to Ethics - 16

1. নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ           ২×২=৪
a) ঋষি বৃহস্পতি 'সুখমেব পুরুষার্থ' কথাটির দ্বারা কী বোঝাতে চেয়েছেন ?
অথবা, চার্বাকরা কেন বেদকে অপ্রামাণ্য বলেছেন ?
b) বর্ণনামূলক নীতিবিদ্যা বলতে কী বোঝো ?
অথবা, কর্ম উপযোগবাদের মূলনীতিগুলি কী কী ?

2. নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ         ২x৩=৬
a) পুরুষার্থ হিসেবে অর্থ বলতে কী বোঝো ?
অথবা, গীতা অনুসারে স্বধর্ম ও পরধর্ম বলতে কী বোঝো ?
c) বৌদ্ধ দর্শনের দ্বিতীয় আর্যসত্য কী ?
অথবা, বৌদ্ধ নৈতিকতার মূলতত্ত্ব কী ?

3. নীচের দুটি প্রশ্নের মধ্যে থেকে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ   ১×৬=৬
a) ন্যায়বিচার সম্বন্ধে প্লেটোর তত্ত্ব ব্যাখ্যা করো।
 অথবা, নীতি কর্তব্যবাদ কাকে বলে ? নীতি কর্তব্যবাদ সংক্ষেপে ব্যাখ্যা করো।

আমাদের Social Media Link - 

SOCIAL MEDIA FOLLOW
Whatsapp Group                Click Here
Telegram               Click Here

উপসংহার :
আলোচনার শেষে একটা কথাই বলবো - আমাদের এই পরিশ্রম যদি আপনাদের কাজে লাগে তাহলে অবশ্যই Comment করে জানাবে। আপনাদের Comment এর অপেক্ষাই রইলাম।

                                     Thank You  !

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. চ্যাপ্টার অনুযায়ী প্র্যাকটিসের জন্য প্রশ্নোত্তর দিলে খুব ভালো হয় স্যার

    উত্তরমুছুন

WB Semester Ads-2

WB Semester Ads-3