Type Here to Get Search Results !

এই ব্লগটি সন্ধান করুন

html body submit korechi WB Semester Ads-1

Class 11 Question PAPER 2024 | একাদশ শ্রেণীর নতুন শিক্ষাবিজ্ঞান প্রশ্নপত্র দ্বিতীয় সেমিষ্টার

Class 11 Semester 2 Education Model Question Paper 2025

ভূমিকা : 
Class 11 Second Semester পরীক্ষায় বসানো আগে সেই পরীক্ষার মডেল প্রশ্নপত্র দেখা উচিত। কারণ মডেল প্রশ্নপত্রগুলি দেখলে পরীক্ষায় প্রশ্নপত্র কেমন হবে তা একটা পরিষ্কার ধারণা হয়। তোমরা অনেকেই জানো পশ্চিমবঙ্গ উচ্চমধ্যশিক্ষা পর্ষদ Class 11 এর সিলেবাস সহ পরীক্ষার প্রশ্নপত্র পরিবর্তন করেছে। অর্থাৎ Class 11 কে দুটি সেমিষ্টারে ভাগ করেছে - প্রথম সেমিষ্টার ও দ্বিতীয় সেমিষ্টার। 
আজকের এই লেখাতে Class 11 Second Semester শিক্ষাবিজ্ঞান বিষয়ে পরীক্ষায় কেমন প্রশ্নপত্র তোমাদেরকে দেওয়া হবে, ঠিক সেরকম দুটি শিক্ষাবিজ্ঞান মডেল প্রশ্নপত্র তোমাদের কাছে তুলে ধরছি।

class 11 education question paper

Class 11 Education Question Paper 2024

Class : 11
Semester - 2
Marks - 40
Question Paper SET-1

1. নিম্নলিখিত যে কোনো দুটি বর্ণনামূলক প্রশ্নের উত্তর দাও। (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়)       10×2=20
(a) বিকাশের ক্ষেত্রে বাবা-মা ও বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো।
অথবা, বাল্যকালে শিশুদের শিক্ষার উদ্দেশ্যগুলি বর্ণনা করো।
(b) পরাবিদ্যা ও অপরাবিদ্যা বলতে কী বোঝো ? বৈদিক যুগের শিক্ষার পাঠক্রম সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 
অথবা, জাতীয় শিক্ষা বলতে কী বোঝো ? জাতীয় শিক্ষা আন্দোলনের উদ্দেশ্য কী ছিল ?

2. নিম্নলিখিত যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়)                         5×2=10
(a) পর্যবেক্ষণ পদ্ধতি কী ? এর শ্রেণিবিভাগগুলি উল্লেখ করো। বিভিন্ন ধরনের পর্যবেক্ষণ পদ্ধতির সংজ্ঞা দাও। 
অথবা, শিক্ষাক্ষেত্রে অনুবন্ধনের গুরুত্ব আলোচনা করো।
(b) বিদ্যাসাগর রচিত বর্ণপরিচয় পুস্তকটির গুরুত্ব আলোচনা করো। 
অথবা, সমাজসংস্কারক হিসেবে বেগম রোকেয়ার অবদান সংক্ষেপে আলোচনা করো।

3. নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়)                              2×5=10
(a) চেতনার বিভিন্ন স্তরগুলি কী কী ? অবচেতন স্তর কাকে বলে ?
(b) বংশগতির জনক কাকে বলা হয় ? জিন কী ?
অথবা, পরিবেশ কাকে বলে ? পরিবেশকে প্রধানত কী কী ভাগে ভাগ করা যায় ?
(c) কৈশোরকালের দুটি মানসিক বা মনোবৈজ্ঞানিক চাহিদা সম্পর্কে লেখো।
(d) মেকলে মিনিট কী ? শিক্ষার উদ্দেশ্য সম্পর্কে মেকলে কী বলেছেন ?
(e) নর্ম্যাল স্কুল কী ? নর্ম্যাল স্কুল কেন প্রতিষ্ঠা করা হয়েছিল ?
অথবা, সাবিত্রীবাই ফুলের প্রাথমিক জীবন সম্পর্কে লেখো।

Class 11 Education Question Paper 2025

Class : 11
Semester - 2
Marks - 40
Question Paper SET-2

1. নিম্নলিখিত যে-কোনো দুটি বর্ণনামূলক প্রশ্নের উত্তর দাও। (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়)              10×2=20
(a) বৃদ্ধি ও বিকাশের নীতিগুলি ব্যাখ্যা করো। 
অথবা, পরিণমন কাকে বলে? পরিণমনের বৈশিষ্ট্যগুলি লেখো।
(b) হান্টার কমিশন কত সালে গঠিত হয় ? হান্টার কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষানীতি সম্পর্কে লেখো।
অথবা, 1813 সালের চার্টার অ্যাক্ট কী ? এর গুরুত্ব ও ত্রুটি আলোচনা করো।

2. নিম্নলিখিত যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়)                               5×2=10
(a) থর্নডাইকের শিখনের মুখ্য সূত্র তিনটি লেখো। শিক্ষাক্ষেত্রে যে-কোনো দুটি মূলসূত্রের গুরুত্ব আলোচনা করো। 
অথবা, সহগতি কী ? সহগতির সহগাঙ্ক কী ? বিভিন্ন ধরনের সহগতিগুলি কী কী তাদের উদাহরণসহ সংজ্ঞা দাও।
(b) স্ত্রী শিক্ষা ও দলিতদের শিক্ষার প্রসারে সাবিত্রীবাই ফুলের ভূমিকা আলোচনা করো।
অথবা, বিদ্যালয় শিক্ষার উন্নতির জন্য বিদ্যাসাগর যে অবদান রেখে গেছেন তা আলোচনা করো।

3. নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়)                                    2×5=10
(a) অন্তর্দৃষ্টিমূলক শিখন বলতে কী বোঝো ? এই শিখনের প্রবক্তা কারা ?
অথবা, পর্যবেক্ষণের সংজ্ঞা দাও। এর দুটি বৈশিষ্ট্য লেখো।
(b) কিন্ডারগার্টেন পদ্ধতির প্রবক্তা কে ? কিন্ডারগার্টেন পদ্ধতিতে 'চারাগাছ ও মালি' কারা ?
(c) কোন্ বয়সকালকে, কেন 'Gang Age' বলা হয় ?
অথবা, 'কাসা-দাই-বামবিনি' কী ? মন্তেসরি পদ্ধতিতে পরিচালিকা কারা ?
(d) হান্টার কমিশনে A-কোর্স ও B-কোর্স বলতে কী বোঝো ?
অথবা, বৈদিক শিক্ষার শুরুর অনুষ্ঠানকে কী বলা হত ? সমাবর্তন কী ?
(e) বিদ্যাসাগর রচিত যে-কোনো দুটি শিক্ষামূলক গ্রন্থের নাম লেখো। বর্ণপরিচয় কত সালে প্রথম প্রকাশিত হয় ?

Class 11 Model Question Paper 2024

Class 11 Question Paper
** আমাদের ওয়েবসাইটের অন্যান্য গুরুত্বপূর্ণ Post গুলি নীচে দিলাম তোমাদের কাজে লাগবে।

আরো পড়ুন Link
1. একাদশ শ্রেণির নতুন বাংলা প্রশ্নপত্র 2025           Click Here
2. একাদশ শ্রেণির নতুন শিক্ষাবিজ্ঞান প্রজেক্ট খাতা            Click Here
3. একাদশ শ্রেণির নতুন শিক্ষাবিজ্ঞান সিলেবাস           Click Here
4. একাদশ শ্রেণির নতুন দর্শন প্রজেক্ট খাতা            Click Here
5. একাদশ শ্রেণির নতুন দর্শন সিলেবাস ও নম্বর বিভাজন           Click Here
6. একাদশ শ্রেণির নতুন ইংরেজি সিলেবাস          Click Here

শেষ কথা :
আমাদের এই Website থেকে Class 9, Class 10, Class 11 First Semester, Class 11 Semester 2 এবং Class 12 semester 3, Class 12 Semester 4 এর সমস্ত নোটস, সাজেসন, প্রজেক্ট সহ পরীক্ষার আরো অন্যান্য তথ্য সম্পূর্ণ Free তে পেয়ে যাবে। আমাদের এই লেখাগুলো যদি তোমাদের কাজে লাগে তবে আমাদের পরিশ্রম সার্থক হবে। আর ভালো লাগলে অবশ্যই Comment করে জানাতে ভুল না।
                                Thank You  !

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

WB Semester Ads-2

WB Semester Ads-3