ভূমিকা :
পশ্চিমবঙ্গ উচ্চমধ্যশিক্ষা পর্ষদ নতুন নিয়ম অনুসারে একাদশ শ্রেণীকে দুটি সেমিস্টারে ভাগ করেছে - প্রথম সেমিস্টার ও দ্বিতীয় সেমিস্টার । তুমি যদি আজকের এই লেখাটা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ো তাহলে জানতে পারবে -
1) Class 11 First Semester শিক্ষাবিজ্ঞান সিলেবাস। শিক্ষাবিজ্ঞান সিলেবাসের নম্বর বিভাজন ও প্রশ্ন কাঠামো। Class 11 First Semester শিক্ষাবিজ্ঞানে পাস নম্বর কত ?
2) Class 11 Second Semester শিক্ষাবিজ্ঞান সিলেবাস। এই সিলেবাসের নম্বর বিভাজন ও প্রশ্ন কাঠামো। Class 11 Second Semester শিক্ষাবিজ্ঞানে পাস নম্বর কত ? শিক্ষাবিজ্ঞানে কি Project করতে হবে ? শিক্ষাবিজ্ঞান Project এ পাস নম্বর কত ?
2) Class 11 Second Semester শিক্ষাবিজ্ঞান সিলেবাস। এই সিলেবাসের নম্বর বিভাজন ও প্রশ্ন কাঠামো। Class 11 Second Semester শিক্ষাবিজ্ঞানে পাস নম্বর কত ? শিক্ষাবিজ্ঞানে কি Project করতে হবে ? শিক্ষাবিজ্ঞান Project এ পাস নম্বর কত ?
অর্থাৎ Class 11 1st Semester Education Subject ও Class 11 2nd Semester Education Subject এর সমস্ত কিছু তথ্য জানতে পারবে। চল শুরু করি -
Class 11 Education New Syllabus
EDUCATION
Syllabus
Class - 11
Semester - 1
Group : A
■ শিক্ষার ভূমিকা :
UNIT-1: শিক্ষার অর্থ ধারণা এবং লক্ষ্য
ক) শিক্ষার অর্থ : শিক্ষার অর্থ, ধারণা এবং সংজ্ঞা। প্রকৃতি এবং শিক্ষার পরিধি, শিক্ষার সংকীর্ণ ও ব্যাপক ধারণা।
খ) শিক্ষার লক্ষ্য : শিক্ষার স্বতন্ত্র ও সমাজতান্ত্রিক লক্ষ্য, শিক্ষার নির্দিষ্ট লক্ষ্য : সাংবিধানিক মূল্যবোধ (গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা),
গ) শিক্ষার উপাদান : শিক্ষার্থী, শিক্ষক, পাঠ্যক্রম এবং পরিবেশ।
UNIT-2 : শিক্ষার ফর্ম ও সংস্থা
ক) শিক্ষার ধরন: আনুষ্ঠানিক, অনানুষ্ঠানিক, অপ্রাতিষ্ঠানিক (অর্থ, ধারণা, বৈশিষ্ট্য, প্রয়োজন, ভূমিকা, সীমাবদ্ধতা)।
খ) শিক্ষার সংস্থা : স্কুল, পরিবার, গণমাধ্যম, সংবাদপত্র, টিভি, রেডিও, সিনেমা, ইন্টারনেট, লাইব্রেরি, ধর্মীয় প্রতিষ্ঠান, উন্মুক্ত বিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (শুধুমাত্র ভূমিকা)।
গ) শিক্ষার গাইডিং এজেন্সি : NCERT, SCERT, DIET, NCTE, UGC, UNESCO
(শুধুমাত্র উল্লেখ)।
Group : B
■ শিক্ষায় দার্শনিক ও সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ :
UNIT-1: শিক্ষা ও দর্শন
ক) শিক্ষাগত দর্শনের অর্থ : শিক্ষাগত দর্শনের প্রয়োজন, সম্পর্ক
শিক্ষা এবং দর্শনের মধ্যে।
খ) ভারতীয় দর্শন সম্প্রদায় : অস্তিকা এবং নাস্তিক - নয়া, বেদান্ত, বৌদ্ধধর্ম এবং ইসলাম - মৌলিক নীতি এবং শিক্ষাগত প্রভাব (বিশেষ রেফারেন্স সহ মেটাফিজিক্স, এপিস্টেমোলজি, অ্যাক্সিলজি)।
গ) পাশ্চাত্য দর্শন সম্প্রদায় : আদর্শবাদ, বাস্তববাদ, প্রকৃতিবাদ এবং বাস্তববাদ (মৌলিক) নীতি ও শিক্ষাগত প্রভাব ।
UNIT-2 : শিক্ষা ও সমাজ
ক) শিক্ষামূলক সমাজবিজ্ঞানের অর্থ : শিক্ষামূলক সমাজবিজ্ঞানের প্রয়োজন, শিক্ষা এবং সমাজবিজ্ঞানের মধ্যে সম্পর্ক ।
খ) সামাজিক সংগঠন এবং সামাজিক কাঠামো : লোকপথ, মোরস এবং সামাজিক গোষ্ঠী এবং সামাজিক গতিশীলতা।
গ) সংস্কৃতি ও শিক্ষা: সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তন, এ বিষয়ে শিক্ষার ভূমিকা।
Class 11 1st Semester শিক্ষাবিজ্ঞান 40 নম্বরের পরীক্ষা হবে। এই 40 নম্বর বিভিন্ন Group অনুযায়ী ভাগ করে দেওয়া হয়েছে। নিচের তালিকাটি দেখো তাহলে পরিষ্কার বুঝতে পারবে -
CLASS-XI
SEMESETR - 1
SUBJECT : EDUCATION
Full Marks : 40 Time : 1:15 Hours
MCQ MARKS : [1 MARK PER QUESTION]
GROUP | TOPIC | MARKS |
---|---|---|
A | শিক্ষার পরিচিতি | 20 |
B | শিক্ষায় দার্শনিক ও সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ | 20 |
Total | -- | 40 |
Class 11 First Semester শিক্ষাবিজ্ঞানে মোট 40 নম্বরের পরীক্ষা দিতে হয়। এই 40 নম্বরের মধ্যে 12 নম্বর পেলেই শিক্ষাবিজ্ঞানে পাস করবে। তবে সমস্ত বিষয়ে পাস নম্বর কত জানতে এখানে ক্লিক করো - Click Here
একাদশ শ্রেণির প্রথম সেমিষ্টার পরীক্ষার প্রশ্নপত্রের উওর OMR Sheet এ লিখতে হয়। তোমাদের শিক্ষাবিজ্ঞান বিষয়ে মোট 40 নম্বরের অর্থাৎ 40 টি MCQ প্রশ্ন উত্তর Class 11 First Semester পরীক্ষায় OMR Sheet এ লিখতে হবে। কিভাবে OMR Sheet ফিলাপ করতে হবে জানতে ক্লিক করুন - Click Here
Class 11 Education Syllabus 2024-25
EDUCATION
Syllabus
Class - 11
Semester - 2
Group : C
■ শিক্ষায় মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ
UNIT-1 : শিক্ষা ও মনোবিজ্ঞান
ক) শিক্ষাগত মনোবিজ্ঞানের অর্থ : শিক্ষাগত মনোবিজ্ঞানের প্রয়োজন, শিক্ষা এবং মনোবিজ্ঞানের সম্পর্ক এবং ভিত্তি ও মানব আচরণের মধ্যে (সংবেদন, উপলব্ধি এবং ধারণা)।
খ) শিক্ষাগত সম্প্রদায় সমূহ : আচরণবাদ, গেস্টাল্ট এবং সাইকো-বিশ্লেষণ।
গ) মনোবিজ্ঞানে অনুসন্ধানের পদ্ধতি সমূহ : পর্যবেক্ষণ, পরীক্ষা, কেস স্টাডি, জরিপ,
পারস্পরিক সম্পর্ক, ইত্যাদি
UNIT-2 : বৃদ্ধি এবং বিকাশ
ক) বৃদ্ধি এবং বিকাশের অর্থ : বৃদ্ধি এবং বিকাশের নীতি এবং এর শিক্ষাগত প্রভাব।
খ) উন্নয়নের কারণ: বংশগতি এবং পরিবেশ ; এর উপর শিক্ষার ভূমিকা.
গ) বিকাশের পর্যায় : শিশুকাল, শৈশব, কৈশোর।
বিকাশের মাত্রা : শারীরিক, মানসিক (জ্ঞানগত), মানসিক, সামাজিক শিক্ষার বিভিন্ন স্তরের রেফারেন্স সহ।
Group : D
ভারতীয় শিক্ষার ঐতিহাসিক বিকাশ
UNIT-1 : ভারতীয় শিক্ষা ব্যবস্থার প্রাচীন, মধ্যযুগীয় এবং প্রাক-স্বাধীন সময়কাল
ক) প্রাচীন যুগ: বৈদিক ও বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা (সারার্থক দৃষ্টিভঙ্গি)।
খ) মধ্যযুগ: ইসলামী শিক্ষা ব্যবস্থা (সিনোপটিক ভিউ)।
গ) প্রাক-স্বাধীন সময়কাল: চার্টার অ্যাক্ট-1813, ম্যাকোলে মিনিট, উডস ডিসপ্যাচ্ল 1854, হান্টার কমিশন- 1882, কার্জন শিক্ষাগত নীতি এবং জাতীয় শিক্ষাগত
আন্দোলন-l905, স্যাডলার কমিশন-1917, হার্টগ কমিটি-1929, সার্জেন্ট প্ল্যান-1944
(সংক্ষিপ্ত অধ্যয়ন)।
UNIT-2 : ভারতে শিক্ষা উন্নয়নে ভারতীয় সমাজ সংস্কারকের অবদান
ক) রাজা রামমোহন রায়
খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ) বেগম রোকেয়া
ঘ) সাবিত্রীবাই ফুলে
WBCHSE Board এর Class 11 Second Semester শিক্ষাবিজ্ঞান 40 নম্বরের পরীক্ষা হবে। এই 40 নম্বর বিভিন্ন Group অনুযায়ী ভাগ করে দেওয়া হয়েছে। নিচের তালিকাটি দেখো তাহলে পরিষ্কার বুঝতে পারবে -
CLASS-XI
SEMESETR - 2
SUBJECT : EDUCATION
Full Marks : 40 Time : 1:30 Hours
(SAQ, DQ Types Question)
GROUP | TOPIC | MARKS |
---|---|---|
C | শিক্ষায় মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ | 20 |
D | ভারতীয় শিক্ষার ঐতিহাসিক বিকাশ | 20 |
Total | -- | 40 |
তোমরা যখন Class Eleven Second Semester শিক্ষাবিজ্ঞান বিষয়ের পরীক্ষায় বসবে তখন শিক্ষাবিজ্ঞানের প্রশ্নপত্রে কি ধরনের প্রশ্ন থাকবে তা বলে দিচ্ছি। অর্থাৎ ২ নম্বরের, ৫ নম্বরের, ১০ নম্বরের প্রশ্ন কোথা থেকে কয়টি আসবে জানতে নীচের ছকটি দেখো -
Topic | 2 Marks Question | 5 Marks Question | 10 Marks Question | Total |
---|---|---|---|---|
Group-C Unit-1 | 1×2=2 | 1×5=5 | -- | 07 |
Group-C Unit-2 | 2×2=4 | __ | 1×10=10 | 14 |
Group-D Unit-1 | 1×2=2 | __ | 1×10=10 | 12 |
Group-C Unit-2 | 1×2=2 | 1×5=5 | __ | 07 |
Total | 10 | 10 | 20 | 40 |
WB Class 11 2nd Semester শিক্ষাবিজ্ঞানে মোট 40 নম্বরের পরীক্ষা দিতে হয়। এই 40 নম্বরের মধ্যে 12 নম্বর পেলেই শিক্ষাবিজ্ঞানে পাস করবে। তবে সমস্ত বিষয়ে পাস নম্বর কত জানতে এখানে ক্লিক করো - Click Here
একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিষ্টারে পড়াশোনা চলাকালীন একটি শিক্ষাবিজ্ঞান Project খাতা তৈরি করতে হয়। এই শিক্ষাবিজ্ঞান Project খাতাতে মোট 20 নম্বর থাকে। তোমাদের WBCHSE Board নিচে দেওয়া Topic গুলির উপর একটি শিক্ষাবিজ্ঞান Project খাতা তৈরি করতে বলেছে -
EDUCATION
CLASS - XI
PROJECT WORK / TUTORIAL
FULL MARKS – 20
একাদশ শ্রেণির শিক্ষাবিজ্ঞান বিষয়ে ছাত্রছাত্রীদের জন্য যে প্রকল্পগুলি নির্ধারণ করা হয়েছে, সেগুলি হল -
1. প্রতিপাদন পদ্ধতিতে বিষয় উপস্থাপন (Demonstration on a Topic) : শিক্ষাবিজ্ঞানের একটি এককের কোনো নির্দিষ্ট উপএকককে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করতে হবে প্রতিপাদন পদ্ধতিতে।
2. দলগত আলোচনা (Group Discussion : [Brain Storming]) : শিক্ষক- শিক্ষিকার দ্বারা নির্বাচিত বিষয়ে শিক্ষার্থীদের দলগত আলোচনা করতে হবে। শিক্ষক-শিক্ষিকা শ্রেণিকক্ষকে কয়েকটি দলে ভাগ করে দেবেন।
3. একটি বিষয়ে বিতর্ক / আলোচনা (Debate/Discussion on a Topic) : শিক্ষক-শিক্ষিকা শিক্ষার্থীদের কয়েকটি দলে ভাগ করে নিয়ে নির্দিষ্ট বিষয়ে বিতর্কমূলক আলোচনা (Debatable discussion) করতে দেবেন।
উপরের তিনটি টপিক থেকে যে কোনো একটি টপিক নিয়ে তোমাকে Project খাতা তৈরি করতে হবে। আমি এখন 2. 'দলগত আলোচনা' (Group Discussion : [Brain Storming]) এই টপিকটি নিয়ে Project খাতা তৈরি করে দিচ্ছি।
আরো পড়ুন : একাদশ শ্রেণির নতুন শিক্ষাবিজ্ঞান প্রজেক্ট খাতা
Class 11 Second Semester এ একটি শিক্ষাবিজ্ঞান Project খাতা তৈরি করতে হয়। এই Project খাতাতে 20 নম্বর থাকে। এই 20 নম্বরের মধ্যে 6 নম্বর পেলেই Project এ পাস হবে।
Class 11 Education Syllabus West Bengal Board
আমাদের Social Media Link -
SOCIAL MEDIA | FOLLOW |
---|---|
Whatsapp Group | Click Here |
Telegram | Click Here |
শেষ কথা :
আমাদের এই লেখাগুলো যদি তোমাদের কাজে লাগে তবে আমাদের পরিশ্রম সার্থক হবে। আর ভালো লাগলে বা খারাপ লাগলেও অবশ্য Comment করে জানাতে ভুল না।
Thank You !