ছুটি গল্প - রবীন্দ্রনাথ ঠাকুর
ভূমিকা :
তোমরা জানো যে WBCHSE Board এর নতুন নিয়ম অনুসারে Class 11 Semester 2 Bengali বা বাংলা বিষয়ে দুটি গল্প পড়তে হবে - রবীন্দ্রনাথ ঠাকুরের 'ছুটি' গল্প এবং প্রেমেন্দ্র মিত্রের 'তেলেনাপোতা আবিষ্কার' গল্প । একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিষ্টার বাংলা বিষয়ে মোট 40 নম্বরের লিখিত পরীক্ষা হবে। এই 40 নম্বরের মধ্যে উপরের দুটি গল্প থেকে দুটি বড়ো 5 নম্বরের প্রশ্ন আসবে Class 11 Semester 2 Bengali পরীক্ষায়। তার মধ্যে তোমাকে 5 নম্বরের একটি প্রশ্ন করতে হবে। আজকের এই লেখাতে তোমাদের কাছে আলোচনা করবো রবীন্দ্রনাথ ঠাকুরের খুব গুরুত্বপূর্ণ একটি গল্প 'ছুটি' ।
Class 11 Chuti Golpo Question Answer
কবি - পরিচিত :
'ছুটি' গল্পের গল্পকার রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৬১ খ্রিস্টাব্দের ৭ মে কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে কবি রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন। বাবা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মা ছিলেন সারদা দেবী। এবং ১৯৪১ খ্রিস্টাব্দের ৭ আগস্ট জোড়াসাঁকোয় তিনি মারা যান।
রবীন্দ্রনাথের কাব্যগ্ৰন্থ :
রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য জীবন শুরু হয় কবিতার মধ্য দিয়ে। তার প্রথম কবিতাটির নাম হল 'হিন্দুমেলার উপহার (১৮৭৫)। তার প্রথম প্রকাশিত গ্রন্থের নাম 'কবি-কাহিনী' (১৮৭৮) । তার অন্যান্য কাব্য গ্ৰন্থগুলি হল - 'সন্ধ্যাসংগীত', 'কল্পনা', 'সোনার তরী', 'গীতাঞ্জলি', 'বলাকা', 'ক্ষণিকা', 'মানসী', 'শেষ লেখা', 'নবজাতক', ইত্যাদি।
রবীন্দ্রনাথের নাটক : তার প্রথম নাটক 'রুদ্রচন্দ্র' এবং তার প্রথম গীতিনাট্য হল 'বাল্মিকী প্রতিভা' লিখেছিলেন।এছাড়াও তিনি 'রাজা ও রানী', 'ডাকঘর', 'মুক্তধারা', 'রক্তকরবী', 'বিসর্জন', 'ফাল্গুনী', ইত্যাদি উল্লেখযোগ্য নাটক লিখেছিলেন ।
রবীন্দ্রনাথের উপন্যাস :
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ও গুরুত্বপূর্ণ উপন্যাস হল 'করুনা'। এছাড়াও উল্লেখযোগ্য উপন্যাসগুলি হল 'চার'অধ্যায়', 'যোগাযোগ', 'চতুরঙ্গ', 'গোরা' ইত্যাদি।
রবীন্দ্রনাথের প্রবন্ধ :
রবীন্দ্রনাথ ঠাকুর অনেকগুলি প্রবন্ধ লিখেছিলেন। যেমন -'শিক্ষা', 'কালান্তর', 'মানুষের ধর্ম', 'সাহিত্য', 'সাহিত্যের পথে', 'চারিত্র পূজা', 'স্বদেশ', ইত্যাদি উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থ।
এছাড়াও কবি রবীন্দ্রনাথ ঠাকুর পত্রসাহিত্য ও ভ্রমণসাহিত্য নিয়ে অনেক কিছু লেখা লেখি করেছিল।
রবীন্দ্রনাথের পুরস্কার :
রবীন্দ্রনাথ ঠাকুর জীবনে অনেক পুরস্কার ও সম্মান পেয়েছিলেন। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদ Gitanjali (Song Offerings) -এর জন্য ১৯১৩ খ্রিস্টাব্দে ১৩ই নভেম্বর তিনি নোবেল পুরস্কার লাভ করেছিলেন ।
রবীন্দ্রনাথের ছুটি গল্পের উৎস :
রবীন্দ্রনাথ ঠাকুর ছুটি গল্পটি লিখেছিলেন পৌষ মাসে ১২৯৯ বঙ্গাব্দে। এবং ছুটি গল্পটি ১৮৯২ খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয় সাধনা পত্রিকায়। অবশেষে ছুটি গল্পটি গল্পগুচ্ছ - এর অন্তর্ভুক্ত হয়।
একাদশ শ্রেণির নতুন বাংলা প্রশ্নপত্র - Click Here
রবীন্দ্রনাথের ছুটি গল্পের সংক্ষিপ্ত কাহিনী :
গ্রামের বালকদের সর্দার ছিল দুরন্ত স্বভাবের ফটিক। ফটিকের নেতৃত্বেই গ্রামের ছেলেরা নতুন নতুন খেলার উদ্ভাবন করত। এরকমই একদিন নদীর ধারে রাখা শালগাছের গুঁড়িকে নিয়ে খেলার সময় ফটিকের ছোটোভাই মাখনলাল তার ওপরে চেপে বসে। তখন মাখনলালকে সুদ্ধ সেই শালকাঠের গুঁড়িটিকে গড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় এবং মাখন মাটিতে পড়ে যায়। কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে গিয়ে সে মার কাছে ফটিকের নামে অভিযোগ করে যে, ফটিক তাকে মেরেছে। ফটিকের মা-র নির্দেশে ফটিককে বাড়িতে ডেকে নিয়ে যাওয়া হয়। ফটিক ভাইকে মারার কথা অস্বীকার করে, কিন্তু মাখন মারার অভিযোগ জারি রাখে। কুদ্ধ ফটিক মিথ্যে কথা বলার জন্য এবার মাখনকে সত্যিই চড় মারে। এই পরিপ্রেক্ষিতে মা ফটিককে পালটা চড় মারলে ফটিক মা-কে ঠেলে দেয়। এই নিয়ে যখন গোলযোগ চলছে, তখনই ফটিকদের বাড়িতে আগমন ঘটে তার মামা বিশ্বম্ভরবাবুর, যিনি পশ্চিমে কাজের জন্য বহুদিন বাইরে ছিলেন। তার আসার ফলে বাড়িতে বেশ সমারোহ হয়। বিদায় নেওয়ার কয়েকদিন আগে বিশ্বম্ভরবাবু তাঁর বোনের কাছে যখন ভাগিনাদের পড়াশোনার খবর নেন, তখন ফটিকের মা মাখনের প্রশংসা করলেও, ফটিকের ব্যাপারে নানা অভিযোগ জানান। বিশ্বম্ভরবাবু ফটিককে উপযুক্ত লেখাপড়া শেখানোর জন্য কলকাতায় নিয়ে যাওয়ার প্রস্তাব দেন। ফটিকের মা তাতে সম্মতি দেন। ফটিকও এই প্রস্তাবে উচ্ছ্বসিত হয়ে ওঠে। সে যাওয়ার সময় তার সমস্ত খেলার জিনিসগুলি মাখনলালকে উদারভাবে দান করে দিয়ে যায়। কিন্তু মামার বাড়িতে মামির তরফ থেকে সে প্রত্যাশিত অভ্যর্থনা পায় না, তার মামি তাকে নিজের সংসারে অবাঞ্ছিত মনে করেন। ফটিকের যে বয়স অর্থাৎ কৈশোর এবং যৌবনের মধ্যবর্তী সময়কাল, তা সাধারণভাবে সমাজে খুব গ্রহণযোগ্য হয় না। ফটিকের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। নানা কারণে নানাভাবে তাকে একাধিকবার তিরস্কৃত হতে হয়। ধীরে ধীরে বাড়ির জন্য, গ্রামের জন্য মন খারাপের এক অনুভূতি ফটিকের সমস্ত মনকে অধিকার করে নেয়, সেইসঙ্গে তার অসহায় মন মা-র জন্য আকুল হয়ে ওঠে। স্কুলে পাঠ অমনোযোগী ফটিককে প্রায় নিয়মিত শিক্ষকের মার খেতে হত। বই হারিয়ে ফেলার ঘটনায় তার সমস্যা আরও বেড়ে যায়। কারণ, স্কুলের পড়া তৈরি করে আসা তার পক্ষে সম্ভব হয় না। অবস্থা এমন পর্যায়ে পৌঁছোয় যে, তার মামাতো ভাইরা তার সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করতে লজ্জাবোধ করত, বরং কোনোভাবে ফটিক অপ্রস্তুত হলে তারা আনন্দ উপভোগ করত। একদিন মামির কাছে নিরুপায় হয়ে বই হারানোর কথা বললে ফটিককে আবারও তিরস্কৃত হতে হয়। অভিমানী ফটিকের মনে হয় পরের পয়সা নষ্ট করে সে অনুচিত কাজ করছে। মায়ের প্রতি তার অভিমান তীব্রতর হয়। এই সময়েই একদিন ফটিক স্কুল থেকে ফেরার পরে অসুস্থ বোধ করে। তার জ্বর আসে। সে বুঝতে পারে যে এই অসুস্থতা তার মামির কাছে এক অনাবশ্যক উপদ্রব হয়ে উঠতে পারে, আর সে কারণেই পরদিন সকালে ফটিক নিরুদ্দেশ হয়ে যায়। চারপাশে তার খোঁজ পাওয়া যায় না। বিশ্বম্ভরবাবু পুলিশে খবর দিতে বাধ্য হন। সন্ধ্যার সময় পুলিশের গাড়িতে ফটিককে ফিরিয়ে আনা হয়। তখন তার অসুস্থতা বেড়ে গিয়েছে। সমস্ত রাত্রি সে প্রলাপ বকতে থাকে। মায়ের জন্য সে আকুল হয়ে ওঠে। বিশ্বম্ভরবাবু সে সময়ে ফটিকের পাশে থাকেন। ফটিকের মাকে খবর দেওয়া হয়। ফটিকের অবস্থা আরও খারাপ হতে থাকে। ডাক্তারবাবুও শঙ্কা প্রকাশ করেন। এরকম সময়ে ফটিকের মা আসেন। ফটিকের অসুস্থতায় তিনি আর্তনাদ করে ওঠেন। ফটিক কাউকে লক্ষ না করেই পাশ ফিরে মৃদুস্বরে মা-কে উদ্দেশ করে বলে যে তার ছুটি হয়েছে, সে বাড়ি যাচ্ছে।
রবীন্দ্রনাথের ছুটি গল্পের প্রশ্নোত্তর পর্ব :
১. রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্পে মামাবাড়িতে গিয়ে ফটিকের যে দুরবস্থা হয়েছিল তা নিজের আলোচনা করো।
২. রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্পের মূল চরিত্র ফটিক সম্পর্কে আলোচনা করো।
৩. ছুটি গল্পে ফটিকের মামির চরিত্র আলোচনা করো নিজের ভাষায়।
৪. "তাহাই উপলব্ধি করিয়া বালকেরা এ প্রস্তাবে সম্পূর্ণ অনুমোদন করিল"- বালকেরা কোন প্রস্তাবে কেন অনুমোদন করেছিল ? এই প্রস্তাব কার্যকরী করার পথে কোন বাধা উপস্থিত হয়েছিল আলোচনা করো।
৫. তিনি ঈষৎ ক্ষুন্ন হইলেন। ক্ষুন্ন কে হয়েছিলেন এবং কেন তিনি ক্ষুন্ন হয়েছিলেন আলোচনা করো।
*** আমাদের ছুটি গল্পে দ্বিতীয় পর্বে উপরে প্রশ্নগুলির উত্তর দেওয়া আছে এবং আরো অনেক গুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। পড়তে চাইলে Menu Option এ ক্লিক করো।
Chuti Class 11 Question Answer , Chuti Golpo Class 11, Chuti Golpo Rabindranath Tagor
আরো পড়ুন | Link |
---|---|
1. একাদশ শ্রেণির নতুন বাংলা প্রশ্নপত্র 2025 | Click Here |
2. একাদশ শ্রেণির নতুন শিক্ষাবিজ্ঞান প্রজেক্ট খাতা | Click Here |
3. একাদশ শ্রেণির নতুন শিক্ষাবিজ্ঞান সিলেবাস | Click Here |
4. একাদশ শ্রেণির নতুন দর্শন প্রজেক্ট খাতা | Click Here |
5. একাদশ শ্রেণির নতুন দর্শন সিলেবাস ও নম্বর বিভাজন | Click Here |
6. একাদশ শ্রেণির নতুন ইংরেজি সিলেবাস | Click Here |
শেষ কথা :
আমাদের এই Website থেকে Class 9, Class 10, Class 11 First Semester, Class 11 Semester 2 এবং Class 12 semester 3, Class 12 Semester 4 এর সমস্ত নোটস, সাজেসন, প্রজেক্ট সহ পরীক্ষার আরো অন্যান্য তথ্য সম্পূর্ণ Free তে পেয়ে যাবে। আমাদের এই লেখাগুলো যদি তোমাদের কাজে লাগে তবে আমাদের পরিশ্রম সার্থক হবে। আর ভালো লাগলে অবশ্যই Comment করে জানাতে ভুল না।
Thank You !
Pdf din
উত্তরমুছুন