আগুন নাটক - বিজন ভট্টাচার্য
• ভূমিকা :
'আগুন' নাটক থেকে Class 11 Second Semester বাংলা পরীক্ষায় 5 নম্বরের দুটি বড়ো প্রশ্ন থাকবে। তারমধ্যে যেকোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে। তোমরা সবাই জানো Class 11 Semester 2 বাংলায় মোট 40 নম্বরের লিখিত পরীক্ষা হবে। এই 40 নম্বরের মধ্যে 'আগুন' নাটক থেকে 5 নম্বর আসবে। আজকের এই লেখাতে 'আগুন' নাটক সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। চলো শুরু করি -
• 'আগুন' নাটকের লেখক পরিচিতি :
বাংলা সাহিত্যের নাট্যকার বিজন ভট্টাচার্য জন্মগ্রহণ করেন ১৯০৬ খ্রিস্টাব্দের ১৭ জুলাই বাংলাদেশের ফরিদপুর জেলার খানখানাপুর গ্রাম। তিনি গণনাট্য আন্দোলনের অন্যতম পথিকৃৎ, পাশাপাশি বাংলা নাটক ও রঙ্গমঞ্চের ইতিহাসে একজন বিখ্যাত ব্যাক্তি।
নাটকসমূহ : বিজন ভট্টাচার্যের প্রথম দুটি নাটক হল - 'আগুন' এবং 'জবানবন্দি' এছাড়াও অরো অনেক নাটক লিখেছেন। যেমন - নবান্ন, ধর্মগোলা, গর্ভবতী জননী, জীয়নকন্যা, ছায়াপথ, দেবীগর্জন, ইত্যাদি।
নাট্যজগতে বিশেষ অবদানের জন্য অনেক পুরস্কার পেয়েছেন। অবশেষে ১৯৭৮ খ্রিস্টাব্দের ১৯ জানুয়ারি কলকাতার তিনি মারা যান।
• 'আগুন' নাটকের প্রেক্ষাপট :
বিজন ভট্টাচার্যের রচনাসংগ্রহের ভূমিকায় শমীক বন্দ্যোপাধ্যায় লিখেছেন - "১৯৪৩-এর মহামন্বন্তরের আগেই খাদ্য মজুত করে কৃত্রিম খাদ্যাভাব সৃষ্টি করে মন্বন্তরের যে প্রস্তুতি শুরু হয়ে যায়, তারই ছবি আগুন নাটকের কিউয়ে"। ড. অমর্ত্য সেন বলেছেন - মন্বন্তরের প্রথম পর্যায়ে সময়কালের ছবি আগুন নাটকে রয়েছে।
• 'আগুন' নাটকের উৎস :
১৯৪৩ খ্রিস্টাব্দের ২৩ এপ্রিল 'অরণি' পত্রিকায় 'আগুন' নাটকটি প্রথম প্রকাশিত হয়। এবং পরে 'আগুন' নাটকটি ২০০৮ খ্রিস্টাব্দে বিজন ভট্টাচার্যের রচনা সংগ্ৰহে সংকলিত হয়েছিল।
• 'আগুন' নাটকের চরিত্রগুলি হল -
পুরুষ - সিভিক গার্ড
নেত্য - মুসলমান
কৃষাণ - মুসলমান ভাই
সতীশ - ওড়িয়া
জুড়োন - দোকানি
হরেকৃষ্ণ - পুরুষের ছেলে
প্রথম পুরুষ - প্রথম পুরুষ
দ্বিতীয় পুরুষ - শ্রমিক
তৃতীয় পুরুষ - সতীশের সহকর্মী
চতুর্থ পুরুষ - মধ্যবিত্ত কেরানি
নেত্যর মা - কৃষাণি/কৃষাণের বউ / ক্ষিরি/সতীশের বউ
Class 11 Agun Natak
• 'আগুন' নাটকের বিষয়বস্তু :
বিজন ভট্টাচার্যের লেখা 'আগুন' নাটকে মোট পাঁচটি দৃশ্যে ভাগ করেছে। প্রতিটি দৃশ্যের সহজ ব্যখ্যা নীচে দিলাম -
'আগুন' নাটকের প্রথম দৃশ্যের সহজ ব্যাখ্যা :
'আগুন' নাটকের প্রথম দৃশ্যে পুরুষ চরিত্রের বক্তব্য শুনতে পাই। ঝুপড়িবাসি পরিবারের পুরুষ চরিত্রটি অন্যদের ঘুম থেকে দেরি হওয়ায়, সেদিন রেশনের দোকানে চালের লাইনে দাঁড়িয়ে চাল পাওয়া যাবে কি না তাই নিয়ে স্ত্রী এবং পুত্রকে ঘুম থেকে ওঠার জন্য সে তাড়া দেয়। কলমি শাক, দাঁতন কাঠি, কলা ইত্যাদি যা কিছু সংগ্রহ করে রাখা হয়েছে সেগুলি বাজারে বিক্রি করে তারপর রেশনের দোকানে লাইন দিয়ে চাল কিনতে হবে। তার স্ত্রী অর্থাৎ নেত্যর মা ঘুম থেকে জেগে ওঠে এবং নেত্যকে ডাকতে থাকে। নেত্য আড়মোড়া ভেঙে উঠে বসে, প্রতিদিন এই রেশনের দোকানের লাইন দেওয়া নিয়ে বিরক্তি প্রকাশ করে। বাজারের সওদাগুলি একটা ঝুড়িতে ভরে নেত্যর মা নেত্যকে নিয়ে দ্রুত বাড়ি থেকে বেরিয়ে পড়ে।
'আগুন' নাটকের দ্বিতীয় দৃশ্যের সহজ ব্যাখ্যা :
আগুন নাটকের দ্বিতীয় দৃশ্যে দেখা যায়, চালা ঘরের উঠোনে দাঁড়িয়ে কৃষাণ তার স্ত্রীকে বলে চৈতালির ফসল মাচায় তুলতে পারলে কিছুদিনের মতো নিশ্চিন্ত থাকা যাবে। আর কয়েকটা দিন কষ্ট করতে হবে। সে তার স্ত্রীকে কেষ্টর মা-র সঙ্গে সকাল সকাল গিয়ে রেশনের দোকানের লাইনে দাঁড়াতে এবং একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে বলে।
'আগুন' নাটকের তৃতীয় দৃশ্যের সহজ ব্যাখ্যা :
আগুন নাটকের তৃতীয় দৃশ্যে কারখানার দুই শ্রমিক সতীশ এবং জুড়োনের মধ্যে কথা হয়। সেখানে সতীশ তার সমস্যার কথা, সংসার চালাতে অসুবিধার কথা বলতে থাকে। রেশনের দোকানে লাইন দিয়ে আগের দিন তার স্ত্রী এবং মেয়েকে কীভাবে খালি হাতে ফিরে আসতে হয়েছিল, সে-কথাও সতীশ জুড়োনকে বলে। তারপর তার মেয়ে এবং স্ত্রীকে ডাকতে থাকে। কাজে যাওয়ার আগে কিছু খাওয়ার প্রয়োজন, সেজন্যই তার এই ডাকাডাকি। কিন্তু সতীশের স্ত্রী ক্ষিরি সতীশের উদ্দেশে তীব্র প্রতিক্রিয়া জানায়। মূলত বাড়িতে খাবার না থাকাই তার রাগের কারণ। সতীশ এবং ক্ষিরির মধ্যে তীব্র কথা কাটাকাটি হয়। সতীশ ক্ষিরিকে নিগ্রহ করে। বাড়ি থেকে মা-মেয়ের সমবেত চিৎকার শোনা যায়। সতীশ বাড়ি থেকে দ্রুতগতিতে বেরিয়ে যায়।
'আগুন' নাটকের চতুর্থ দৃশ্যের সহজ ব্যাখ্যা :
আগুন নাটকের চতুর্থ দৃশ্যে হরেকৃয় ও মনোরমার মধ্যবিত্ত পরিবার কথা তুলে ধরেছে । কেরানি হরেকৃয়বাবু তাঁর স্ত্রী মনোরমার সঙ্গে কথা বলছেন। সেই কথায় উঠে আসে সংসারের দৈনন্দিন সমস্যার কথা, চাল-চিনি-চা কোনো কিছু না-থাকার কথা। চালের দোকানে লাইন দিলেও শেষপর্যন্ত চাল পাওয়া যাবে কি না সেই অনিশ্চয়তা হরেকৃয়কে তাড়া করে বেড়ায়। হরেকৃষ্ণর কথাবার্তায় উঠে আসে কীভাবে তার অফিসে চাল-ডাল সস্তা দরে কর্মচারীদের দেওয়ার জন্য নিয়ে এসে সেগুলি অফিসের কর্তারা চড়া দামে বাজারে বিক্রি করে দিচ্ছে সে-কথাও। শেষপর্যন্ত স্ত্রী মনোরমার কথায় ঠাকুরকে নমস্কার করে হরেকৃষ্ণ রেশনের দোকানের দিকে যাত্রা করেন।
'আগুন' নাটকের পঞ্চম দৃশ্যের সহজ ব্যাখ্যা :
আগুন নাটকের পঞ্চম দৃশ্যে দেখা যায় রেশনের দোকানের সামনে চাল-প্রত্যাশী অসংখ্য মানুষের লাইন। সেখানে হরেকৃয় উড়িষ্যা থেকে লক্ষ লক্ষ মন চাল আসার খবরের কথা শোনায়। এক ওড়িয়াকে দেখে সকলে সে-কথার সত্যতা জানতে চায়। যদিও স্বাভাবিকভাবেই ওড়িয়ার পক্ষে এর উত্তর জানা সম্ভব ছিল না। সিভিক গার্ডের আগমন ঘটে। সে সকলকে চাল কেনার জন্য খুচরো সঙ্গে রাখার কথা বলে। তাই নিয়ে লাইনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একাধিক জনকে লাইনে না-থাকা বা পরে ঢোকার অভিযোগে সিভিক গার্ড বের করে দিতে চায়। তা নিয়ে তর্কাতর্কি চলে। লাইনে দাঁড়িয়ে থাকা অন্য ব্যক্তিরা সিভিক গার্ডের আচরণের প্রতিবাদ করে। লাইনে অপেক্ষারত মানুষদের মধ্যে এভাবে সহমর্মিতা তৈরি হয়। এদিকে নানা জাতি ও সম্প্রদায়ের মানুষের একত্র সমাবেশ দেখে দোকানি বিব্রত হয়। অবিক্রীত চাল বেশি দামে বাজারে বিক্রি করে দেওয়ার সুযোগ তার আর থাকবে না বলে সে হতাশা প্রকাশ করে। ওড়িয়া ব্যক্তিটি মানুষের চালের প্রয়োজনের কথা নতুন করে শোনায় এবং শেষপর্যন্ত সমস্ত মানুষ সিদ্ধান্ত করে যে, তাদেরকে সঠিক ভাবে বাঁচতে হলে সকল মানুষকে দলবদ্ধভাবে থাকতে হবে। তাহলেই তারা সুস্থভাবে বাঁচতে হবে।
• 'আগুন' নাটকের শব্দার্থ ও টীকা :
প্রত্যুষকাল : ভোরবেলা, আজান : নামাজ পড়ার আহ্বান, চৈতেলি : চৈতালি, চৈত্র মাসে উৎপন্ন ফসল ঈষৎ : অল্প, কলের ভোঁ : কারখানার সাইরেনের আওয়াজ, কুম্ভকর্ণ : রাবণের মধ্যম ভ্রাতা এবং বিশ্রবা মুনি ও কৈকেয়ীর দ্বিতীয় সন্তান। ব্রহ্মার কাছ থেকে তিনি অনন্ত নিদ্রার বর পান এবং সেই বর অনুসারে টানা ছ-মাস তিনি নিদ্রাচ্ছন্ন থাকতেন এবং ঘুম ভাঙলে ভক্ষণ করতেন। অসময়ে নিদ্রা ভঙ্গ করে রাবণ তাঁকে সেনাপতির দায়িত্ব দেওয়ায় কুম্ভকর্ণ রামচন্দ্রের দ্বারা যুদ্ধে নিহত হন। নিকুচি : দফারফা, ঘানি : শস্য থেকে তেল বের করার যন্ত্র-বিশেষ, পিন্ডি : মৃতের উদ্দেশ্যে দেওয়া অন্নের দলা, ছিট : রঙিন ছাপযুক্ত কাটা কাপড়, মোসাহেব : তোষামোদকারী, ফতুয়া : ছোটোহাতের জামা-বিশেষ, রক্ষক : যে রক্ষা করে, স্বপ্রকাশ : নিজে নিজে প্রকাশিত, ক্রোশ : দু-মাইলের কিছু বেশি পথ-দৈর্ঘ্য, বিজ্: জ্ঞানী আলবৎ : অবশ্যই, চাউড় : চাউল, চাল, নিষ্প্রভ : নিস্তেজ ।
Class 11 Agun Question Answer
• 'আগুন' নাটকের প্রশ্ন ও উত্তর :
দেখো ভাই, একটি পর্বে সব লেখা সম্ভব নয়। তাই আগুন নাটকের সমস্ত প্রশ্ন ও উত্তর দ্বিতীয় পর্বে লিখে দিয়েছে । যদি দেখতে চাও তবে উপরের Menu Option এ ক্লিক করে দেখতে পারো। সেখানে পেয়ে যাবে। আশা করি বোঝাতে পেরেছি।
আরো পড়ুন | Link |
---|---|
1. ছুটি গল্পের বিষয়বস্তু | Click Here |
2. ছুটি - গল্পের বড়ো প্রশ্ন ও উত্তর | Click Here |
4. ভাবসম্মিলন কবিতা - বিদ্যাপতি | Click Here |
5. একাদশ শ্রেণির নতুন বাংলা প্রশ্নপত্র | Click Here |
• আমাদের সঙ্গে যুক্ত হতে চাইলে Follow করো -
SOCIAL MEDIA | FOLLOW |
---|---|
Whatsapp Group | Click Here |
Telegram | Click Here |
# শেষ কথা :
আমাদের এই Website থেকে Class 11 First Semester, Class 11 Semester 2 এবং Class 12 semester 3, Class 12 Semester 4 এর সমস্ত নোটস, সাজেসন, প্রজেক্ট সহ পরীক্ষার আরো অন্যান্য তথ্য সম্পূর্ণ Free তে পেয়ে যাবে। আমাদের এই লেখাগুলো যদি তোমাদের কাজে লাগে তবে আমাদের পরিশ্রম সার্থক হবে। আর ভালো লাগলে অবশ্যই Comment করে জানাতে ভুল না।
Thank You !