Class 11 First Semester Pass MarkClass 11 Second Semester Pass Mark
ভূমিকা :
দেখো ভাই, তুমি যদি এই লেখাটা পড়ো তাহলে জানতে পারবে WBCHSE Board এর Class 11 first Semester পরীক্ষায় কত নম্বর পেলে Pass করবে অথবা WB Class 11 Second Semester Pass Mark কত । এছাড়া Project এ কত নম্বরে Pass করবে অথবা Practicum এ কত নম্বর পেলে পাস করবে। অর্থাৎ তুমি কত নম্বর পেলে class 11 1st Semester ও 2nd Semester পরীক্ষায় বা Project এ পাস করবে। চল শুরু করি। তবে একদম ধীরে ধীরে বুঝে বুঝে পড়বে তাহলে সবকিছু বুঝতে পারবে ।
Class 11 First Semester Pass Marks
তোমাদের WBCHSE বোর্ডের চেয়ারমেন Notice এর মাধ্যমে পরিষ্কার বলে দিয়েছে তোমাকে class 11 first semester ও class 11 2nd Semester বা Project বা Practicum এ পাস করতে হলে প্রতিটি Subject এ সর্বনিম্ন 30 % নম্বর পেতেই হবে। আবার বলছি কমপক্ষে 30% নম্বর পেতেই হবে তবেই তুমি পরীক্ষায় পাস করবে। আশা করি এইটুকু বুঝতে পেরেছো।
• চলুন একটু ব্যাখ্যা করি :
দেখো প্রথমে তোমাকে জানতে হবে তোমার কয়টি subject আছে ? Arts, Science বা Commerce অর্থাৎ সব ছাত্রছাত্রীদের মোট 5 টি Subject থাকে। তার মধ্যে পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্রছাত্রীদের বাংলা ও ইংরেজি এই দুটি Subject থাকবেই। বাকি তিনটি নিজের পছন্দ মতো থাকে। আশা করি বুঝতে পারছো।
এখন তোমাকে জানতে হবে তোমার কোন Subject গুলিতে Project বা Practicum থাকবে। কারণ এটার উপর নির্ভর করে class 11 First Semester পরীক্ষায় কোন Subject এ মোট কত নম্বরের পরীক্ষা হবে।
উদাহরণ : যেমন বাংলা ও ইংরেজি এই দুটি Subject এ Project করতে হয়। তাই 1st Semester পরীক্ষায় বাংলা ও ইংরেজিতে 40 নম্বর করে পরীক্ষা দিতে হয়। অন্যদিকে যদি দেখি ভূগোল Subject এ Practicum করতে হয় তাই প্রথম সেমিষ্টার 35 নম্বরের ভূগোল পরীক্ষা হয়। এগুলি তোমার Subject অনুসারে বুঝতে হবে। আমি নীচে কোন subject গুলিতে Project বা Practicum করতে হয় তার তালিকাটি দিয়ে দিচ্ছি। তাহলে বুঝতে সুবিধা হবে।
• Project করতে হয় নীচের Subjects গুলিতে -
Bengali, English, History, Political Science, Philosophy, Sanskrit, Math, Economics
• Practicum করতে হয় নীচের Subjects গুলিতে -
Geography, Physics, Chemistry, Nutrition
একাদশ শ্রেণি প্রথম সেমিষ্টার পাস নম্বর
একাদশ শ্রেণি দ্বিতীয় সেমিষ্টার পাস নম্বর
* প্রথম সেমিষ্টার পরীক্ষায় Project বা Practicum করতে হয় না । Class 11 2nd Semester পরীক্ষায় করতে হয় । এগুলি না জানলে কত নম্বর পেলে পাস করবে তা বুঝতে পারবে না তাই বলে দিলাম। এরপর আসি আসল কথাই।
• কত নম্বর পেলে class 11 First Semester পরীক্ষায় পাস করবো ?
আমি মনে করছি তোমার নাম - মুখেশ রায়। তোমার পাঁচটি subject হল- বাংলা, ইংরেজি (এই দুটি Subject পশ্চিমবঙ্গের সব ছাত্রছাত্রীদের থাকবে) আর বাকি তিনটি Subject আমি ধরছি - ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান ও দর্শন। তাহলে এখন প্রশ্ন মুখেশ কত নম্বর পেলে পাস করবে।
মুখেশ এর প্রতিটি Subject Project ভিত্তিক Subject. তাই First Semester পরীক্ষায় প্রতিটি subject এ 40 নম্বর করে পরীক্ষা দিতে হবে।
আর পাস করতে হলে প্রতিটি Subject এ 30% করে নম্বর পেতে হবে অর্থাৎ 40 × 30% = 12 নম্বর পেলেই মুখেশ প্রতিটি Subject এ পাস করবে । তাহলে 5 টি Subject অর্থাৎ 5x12 = 60 নম্বর পেলেই পাস। নীচের ছকটি দেখলে আরো পরিষ্কার বুঝতে পারবে।
বিষয় | মোট নম্বর | পাস নম্বর |
---|---|---|
বাংলা | 40 | 12 |
ইংরেজি | 40 | 12 |
ইতিহাস | 40 | 12 |
রাষ্ট্রবিজ্ঞান | 40 | 12 |
দর্শন | 40 | 12 |
Pass Mark | 200 | 60 |
মোট 200 নম্বরের মধ্যে Class 11 First Semester পরীক্ষায় 60 নম্বর পেলে পাস। তবে প্রতিটি Subject এ 12 পেয়ে মোট 60 নম্বর হতে হবে। কমবেশি করে 60 নম্বর পেলে হবে না। নীচের ছকটা দেখো সে ফেল করেছে।
বিষয় | মোট নম্বর | পাস নম্বর |
---|---|---|
বাংলা | 40 | 12 |
ইংরেজি | 40 | 10 |
ইতিহাস | 40 | 12 |
রাষ্ট্রবিজ্ঞান | 40 | 12 |
দর্শন | 40 | 12 |
Pass Mark | 200 | 60 |
Rajib কেন ফেল করেছে। কারন প্রতিটি Subject এ সে 12 নম্বর পাইনি। কিন্তু দেখো 200 নম্বরের মধ্যে 60 পেয়েছে তবু ফেল করেছে। কারন প্রতিটি Subjects 30% অর্থাৎ ১২ নম্বর পাইনি (যেমন ইংরেজিতে 10 নম্বর পেয়েছে) তাই সে 60 নম্বর পাওয়া সত্ত্বেও ফেল করেছে। আশা করছি পরিষ্কার বুঝতে পেরেছি।
কিন্তু যাদের Practicum Based Subject থাকবে তাদের মোট Pass Number আলাদা হবে। যেমন নীচের ছকটি দেখো -
Class 11 First Semester Exam
Name ; Susanta Kumar
বিষয় | মোট নম্বর | পাস নম্বর |
---|---|---|
Bengali | 40 | 12 |
English | 40 | 12 |
Math | 40 | 12 |
Physics | 35 | 11 |
Chemistry | 35 | 11 |
Pass Mark | 190 | 58 |
Class 11 2nd Semester Pass Mark :
ভূমিকা: যারা উপরের লেখাটা পড়ে class 11 First Semester পরীক্ষায় কত নম্বর পেলে পাস করবে বুঝতে পেরেছো তারা Second Semester পরীক্ষায় কত নম্বর পেলে পাস করবে তা নিজেরাই বুঝতে পারবে। চলুন তবুও বলে দিয়।
বিষয় | মোট নম্বর | পাস নম্বর |
---|---|---|
বাংলা | 40 | 12 |
ইংরেজি | 40 | 10 |
ইতিহাস | 40 | 12 |
রাষ্ট্রবিজ্ঞান | 40 | 12 |
দর্শন | 40 | 12 |
Pass Mark | 200 | 60 |
Project Pass Mark:
যে Subject গুলিতে Project করতে হয় সেই Subject গুলিতে 20 নম্বরের একটি Project খাতা তৈরি করতে হয়। কোন Subject গুলিতে Project করতে হয় তা প্রথমেই বলে দিয়েছি। Project এ 20 নম্বরের মধ্যে 30% অর্থাৎ 6 নম্বর পেলেই পাস। Project খাতা Second Semester পড়াশোনা চলাকালীন করতে হয়।
Practicum Pass Mark :
যে Subject গুলিতে Practicum করতে হয় সেই Subject গুলিতে 30 নম্বরের Practicum খাতা তৈরি করতে হয়। কোন Subject গুলিতে Practicum করতে হয় তা প্রথমেই বলে দিয়েছি। Practicum এ 30 নম্বরের মধ্যে 30% অর্থাৎ 9 নম্বর পেলেই পাস করবে। Practicum খাতা Second Semester পড়াশোনা চলাকালীন করতে হয়।
First Semester পরীক্ষায় ফেল করলে Second Semester এ পড়াশোনা করতে পারবো ?
উত্তর : First Semester পরীক্ষায় ফেল করলেও Class 11 Second Semester এ পড়াশোনা করতে পারবে কিন্তু class 11 Second Semester পরীক্ষা দেওয়ার ১ মাস আগে ফেল করা ছাত্রছাত্রীদের first Semester পরীক্ষা নেওয়া হবে এবং First Semester পরীক্ষায় পাস করার পর তোমাকে Class 11 Second Semester পরীক্ষায় বসতে দেওয়া হবে।
আশা করি পরিষ্কার বুঝতে পেরেছো। লেখাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও।
Thank You.