Type Here to Get Search Results !

এই ব্লগটি সন্ধান করুন

html body submit korechi WB Semester Ads-1

Class 11 First Semester HISTORY Suggestion 2025 | একাদশ শ্রেণির প্রথম সেমিষ্টার ইতিহাস সাজেসন

 Class 11 1st Semester History Suggestion 2025

■  ভূমিকা : 

      দেখো ভাই তোমাদের Class 11 First Semester History পরীক্ষা মোট 40 নম্বরের হবে। অর্থাৎ 40 টি MCQ Question Paper এর উপর এবং পরীক্ষার সময় উত্তর OMR Sheet এ লিখতে হবে। আমি নীচে Class 11 1st Semester History পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ 120 টি MCQ প্রশ্ন ও উত্তর বলে দিলাম। এই MCQ Question গুলি Class 11 First Semester পরীক্ষায় আসবে পাবে।  

class 11 semester 2 history suggestion

একাদশ শ্রেণির প্রথম সেমিষ্টার ইতিহাস সাজেসন |Class 11 First Semester Itihas Suggestion

১. 'এলাহাবাদ প্রশস্তি' কে রচনা করেছিলেন -

(ক) হরিষেণ

(খ) সমুদ্রগুপ্ত

(গ)  অশোক

(ঘ) রবিকীর্তি

উত্তর : (ক) হরিষেণ ✓


2. কোন গুপ্ত সম্রাট 'শকারি' উপাধি গ্রহন করেছিল -

(ক) স্কন্দগুপ্ত

(খ) প্রথম চন্দ্রগুপ্ত

(গ) দ্বিতীয় চন্দ্রগুপ্ত

(ঘ) সমুদ্রগুপ্ত

উত্তর : (গ) দ্বিতীয় চন্দ্রগুপ্ত ✓


৩. মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন –

(ক) মেগাস্থিনিস

(খ) কৌটিল্য

(গ) চন্দ্রগুপ্ত মৌর্য

(ঘ) অশোক

উত্তর : (গ) চন্দ্রগুপ্ত মৌর্য 


৪. ইন্ডিকা-র রচয়িতা ছিলেন -

(ক) মেগাস্থিনিস

(খ) বিন্দুসার

(গ) অশোক

(ঘ) হরিষেণ

উত্তর : (ক) মেগাস্থিনিস 


৫. নন্দবংশের শেষ রাজা কে ছিলেন -

(ক) পদ্মনন্দ

(খ) মহানন্দ

(গ) উগ্রনন্দ

(ঘ) ধননন্দ

উত্তর : (ঘ) ধননন্দ 


৬. ভারতে আগত প্রথম বিদেশি পর্যটক কে ছিলেন -

(ক) চন্দ্রগুপ্ত

(খ) মেগাস্থিনিস

(গ) ফা সিয়েন

(ঘ) সবগুলি ভুল

উত্তর : (খ) মেগাস্থিনিস 


৭. ফা সিয়েন কার রাজত্বকালে ভারতবর্ষে এসেছিল -

(ক) চন্দ্রগুপ্তের রাজত্বকালে

(খ) দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে

(গ) সমুদ্রগুপ্তের রাজত্বকালে

(ঘ) অশোকের রাজত্বকালে

উত্তর : (ক) চন্দ্রগুপ্তের রাজত্বকালে 


৮. ত্রিপিটক হল - 

(ক) হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থ

(খ) বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ

(গ) মুসলমানদের

(ঘ) জৈনদের

উত্তর : (খ) বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ 


৯. নব্য প্রস্তর যুগের অন্যতম বৈশিষ্ট্য নীচের কোনটি -

(ক) সিসার ব্যবহার

(গ) কৃষি পদ্ধতির ব্যবহার

(খ) চাকার ব্যবহার

(ঘ) লোহার ব্যবহার

উত্তর : (গ) কৃষি পদ্ধতির ব্যবহার 


১০. প্রাগৈতিহাসিক যুগের ইতিহাসের প্রধান উপাদান হল -

(ক) জীবাশ্ম

(খ) লিপি

(গ) মুদ্রা

(ঘ) ঢাকা

উত্তর : (ক) জীবাশ্ম 

Class 11 first semester itihas suggestion 2024

১১. 'আকবরনামা' গ্রন্থটি কে লিখেছেন ?

(ক) আকবর

(খ) বাবর

(গ) আবুল ফজল

(ঘ) অল বিরুনি

উত্তর : (গ) আবুল ফজল 


১২. ভারতে নিম্নবর্গের ইতিহাসচর্চা শুরু করেন __________

(ক) ড. রণজিৎ গুহ

(খ) রবীন্দ্রনাথ ঠাকুর

(গ) যদুনাথ সরকার

(ঘ) রামমোহন রায়

উত্তর : (ক) ড. রণজিৎ গুহ 


১৩. ভারতে পুরাণের সংখ্যা হল -

(ক) ১২টি

(খ) ১৬টি

(গ) ১৮টি

(ঘ) ২০ টি

উত্তর : (গ) ১৮টি 


১৪. কলহনের লেখা 'রাজতরঙ্গিনী 'গ্রন্থ থেকে কোন রাজ্যের ইতিহাস এর কথা উল্লেখ আছে -

(ক) কাশ্মীর

(খ) মগব

(গ) বাংলা

(ঘ) উড়িষ্যা

উত্তর : (ক) কাশ্মীর 


১৫. ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কে ছিলেন ?

(ক) আলেকজান্তার

(খ) আকবর

(গ) অশোক

(ঘ) চন্দ্রগুপ্ত মৌর্য

উত্তর : (ঘ) চন্দ্রগুপ্ত মৌর্য 


১৬. নীচের কোন গুপ্ত সম্রাট 'শকারি' উপাবি গ্রহণ করেন –

(ক) সমুদ্রগুপ্ত

(খ)  দ্বিতীয় চন্দ্রগুপ্ত

(গ) প্রথম চন্দ্রগুপ্ত

(ঘ) শ্রীগুপ্ত

উত্তর : (খ) দ্বিতীয় চন্দ্রগুপ্ত 


১৭. কোন গুপ্ত রাজার আমলে হুন আক্রমন হয়েছিল -

(ক) সমুদ্রগুপ্ত

(খ) দ্বিতীয় চন্দ্রগুপ্ত

(গ) প্রথম চন্দ্রগুপ্ত

(ঘ) স্কন্দগুপ্ত

উত্তর : (ঘ) স্কন্দগুপ্ত 


১৮. পানিপতের প্রথম যুদ্ধ হয়েছিল -

(ক) ১৫২৫ খ্রিস্টাব্দে

(খ) ১৫২৬ খ্রিস্টাব্দে 

(গ) ১৭৬১ খ্রিস্টাব্দে 

(ঘ) ১৭৫৭ খ্রিস্টাব্দে 

উত্তর : (খ) ১৫২৬ খ্রিস্টাব্দে  ✓


১৯, পানিপতের প্রথম যুদ্ধ হযেছিল -

(ক) শেরশাহ ও বাবরের মধ্যে

(খ) বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে 

(গ) শেরশাহ ও ইব্রাহিম লোদির মধ্যে 

(ঘ) শেরশাহ ও হুমায়ুনের মধ্যে

উত্তর : (খ) বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে  


২০. ভারতের রক্ষাকর্তা কাকে বলা হয় -

(ক) স্কন্দগুপ্তকে

(গ) অশোককে

(গ) রামমোহনকে

(স) সমুদ্রগুপ্তকে

উত্তর : (ক) স্কন্দগুপ্তকে 

Class 11 history suggestion 2024

২১. 'অর্থশাস্ত্র' গ্রন্থটি লিখেছেন - 

(ক) বানভট্ট

(খ) কালিদাস

(গ) কৌটিল্য

(ঘ) ব্যাসদেব

উত্তর : (গ) কৌটিল্য 


২২. 'Historia' শব্দের অর্থ হল -

(ক) পরিবর্তন

(খ) আগেকার কাহিনি

(গ) সত্যকে বের করার জন্য অনুসন্ধান করা 

(ঘ) সভ্যতার তথ্য খুঁজে বের করা

উত্তর : (গ) সত্যকে বের করার জন্য অনুসন্ধান করা  


২৩. ইংরেজিতে 'প্রি- হিস্ট্রি' কথাটি প্রথম ব্যবহার করেছিলেন কে ?

(ক)  ড্যানিয়েল উইলসন

(খ)  অ্যারিস্টটল 

(গ) প্লটো

(ঘ)  মিলার

উত্তর : (ক) ড্যানিয়েল উইলসন ✓


২৪. ১৮৩৩ খ্রিস্টাব্দে ফরাসি ভাষায় ' প্রাক ইতিহাস' শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন নিচের কে - 

(ক) পল তুর্নাল 

(খ) অ্যারিস্টটল 

(গ) ব্রেক 

(ঘ) সক্রেটিস

উত্তর : (ক) পল তুর্নাল  


২৫. ভারতে নব্য প্রস্তর যুগের অন্যতম বৈশিষ্ট্য হলো -

(ক) কৃষি পদ্ধতির ব্যবহার 

(খ) সিসার আবিষ্কার 

(গ) সোনা আবিষ্কার 

(ঘ) চাকার ব্যবহার

উত্তর : (ক) কৃষি পদ্ধতির ব্যবহার 


২৬. 'প্রাক-ইতিহাস' শব্দটির অর্থ কি ?

(ক) ইতিহাস সূচনা লগ্ন

(খ) সভ্যতার সূচনা লগ্ন

(গ) ইতিহাসের আগের যুগ

(ঘ) প্রাক-ইতিহাস ও ইতিহাসের মধ্যবর্তী সময়কালে   

উত্তর : (ঘ) প্রাক-ইতিহাস ও ইতিহাসের মধ্যবর্তী সময়কালে 


২৭. মুদ্রার পঠন পাঠন সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় -

(ক) প্যালিওগ্ৰাফি

(খ) নিউমিসমেটিকস্ 

(গ) এপিগ্রাফি 

(ঘ)  সব ভুল

উত্তর : (খ) নিউমিসমেটিকস্ 


২৮. কিউনিফর্ম লিপির অপর নাম হল -

(ক) কোনাক্ষর লিপি 

(খ) খরোষ্ঠী চিত্রলিপি 

(গ) হরফ লিপি 

(ঘ) দেবলিপি

উত্তর : (ক) কোনাক্ষর লিপি 


২৯. লিখন পদ্ধতির আবিষ্কারক হল - 

(ক) চীনের অধিবাসী

(খ) ভারতীয় আদিবাসী 

(গ) বাংলাদেশী অধিবাসী

(ঘ)  সুমেরের অধিবাসী

উত্তর : (ঘ) সুমেরের অধিবাসী 


৩০. প্যালিওগ্রাফি বলা হয় কাকে -

(ক) জীবাশ্ম সংক্রান্ত বিষয়ে অধ্যয়নকে

(খ) লিপির বিষয়বস্তু অধ্যয়নকে  

(গ) মুদ্রা সংক্রান্ত বিষয় অধ্যায়নকে 

(ঘ) ভাষা সংক্রান্ত বিষয়ে অধ্যয়নকে 

উত্তর : (খ) লিপির বিষয়বস্তু অধ্যয়নকে  


Class 11 first semester itihas suggestion 2024 pdf download


৩১. 'রাজতরঙ্গিনী' গ্ৰন্থটি কে লিখেছিলেন -

(ক) হরিষেণ

(খ)  বাণভট্ট 

(গ) কলহন  

(ঘ) অ্যারিস্টটল

উত্তর : (গ) কলহন  


৩২. আমির খসরু কে ছিলেন ? 

(ক) মধ্য যুগের যুগের ঐতিহাসিক

(খ) প্রাচীন  যুগের ঐতিহাসিক

(গ)  আধুনিক যুগের ঐতিহাসিক

(ঘ) সুলতানি যুগের ঐতিহাসিক

উত্তর : (ঘ) সুলতানি যুগের ঐতিহাসিক 


৩৩. আবর্তনশীল সময়ের ধারণা হল -

(ক)  সময় ও ঘটনা আবর্তিত হওয়া 

(খ) স্থান ও ঘটনা আবর্তিত হওয়া

(গ) সময় পরিবর্তন হওয়া 

(ঘ) আবর্তিত হওয়া সময়

উত্তর : (ক) সময় ও ঘটনা আবর্তিত হওয়া 


৩৪. প্রবহমান কাল বলতে কি বোঝানো হয় ?

(ক) ঘাতপ্রতিঘাত ও ক্রিয়াপ্রতিক্রিয়ার মধ্য দিয়ে ইতিহাসের বয়ে যাওয়া কালকে বোঝায় 

(খ) সুখ স্বাচ্ছন্দে বয়ে যাওয়া সময়কে 

(গ) অশান্তিত অশান্তিতে বয়ে যাওয়া কালকে 

(ঘ) ইতিহাসের চক্রাকার ধারণাকালকে বোঝায়

উত্তর : (ক) ঘাতপ্রতিঘাত ও ক্রিয়াপ্রতিক্রিয়ার মধ্য দিয়ে ইতিহাসের বয়ে যাওয়া কালকে বোঝায় 


৩৫. ব্রিটিশ ঐতিহাসিক জেমস মিল ভারতের ইতিহাস কে কি কি ভাগে ভাগ করেছে -

(ক) হিন্দু, মুসলিম, ব্রিটিশ

(খ) চৈতন্য পূর্ব, চৈতন্য সমসাময়িক, চৈতন্য পরবর্ত

(গ)  প্রাচীন, মধ্য, আধুনিক 

(ঘ) সবগুলি ঠিক

উত্তর : (ক) হিন্দু, মুসলিম, ব্রিটিশ 


৩৬. কাকে ইতিহাসের জনক বলা হয় ? 

(ক) হেরোডেোটাসকে

(খ) কলহন  

(গ) সক্রেটিস

(ঘ) আলেকজান্তার

উত্তর : (ক) হেরোডেোটাসকে 


৩৭. কুমোরের চাকা ব্যবহার শুরু হয়েছিল _______ যুগে 

(ক) তাম্র - প্রস্তর যুগে

(খ) প্রাচীন যুগে 

(গ) নব্য প্রস্তর

(ঘ) মধ্যযুগে

উত্তর : (গ) নব্য প্রস্তর 


৩৮. তহকিক-ই-হিন্দ গ্ৰন্থটি কে লিখেছেন -

(ক) হরিষেণ

(খ) অ্যারিস্টটল 

(গ) অল বিরুনি 

(ঘ) মেগাস্থিনিস 

উত্তর : (গ) অল বিরুনি 


৩৯. 'দ্য ম্যাগনিফিসেন্ট' নামে কোন অটোমান সুলতান খুব পরিচিত ছিল -

(ক) সুলতান সুলেমান

(খ) মহম্মদ সুলতান

(গ) সুলতান ঘুরি 

(ঘ) উপরের সবগুলি ভুল

উত্তর : (ক) সুলতান সুলেমান 


৪০. দীন-ই-ইলাহি প্রবর্তিত হয়েছিল কত খ্রিস্টাব্দে -

(ক) ১৫৫৭ খ্রিস্টাব্দে 

(খ) ১৫৮২ খ্রিস্টাব্দে 

(গ) ১৫২০ খ্রিস্টাব্দে 

(ঘ) ১৫৮০ খ্রিস্টাব্দে 

উত্তর : (খ) ১৫৮২ খ্রিস্টাব্দে 

class 11 history suggestion 2024 1st semester

৪১. 'মেঘদূতম্' গ্রন্থটি রচয়িতা হলেন -

(ক) মেগাস্থিনিস 

(খ) প্লেটো 

(গ) অ্যারিস্টটল

(ঘ) কালিদাস

উত্তর : (ঘ) কালিদাস  


৪২. আর্যভট্ট ও বরাহমিহির কোন যুগের ছিলেন -

(ক) গুপ্ত যুগের

(খ) প্রাচীন যুগের

(গ) পাল যুগের

(ঘ) সেন যুগের

উত্তর : (ক) গুপ্ত যুগের 


৪৩. কোন গুপ্ত রাজার মধ্যে নেপোলিয়ন এবং ম্যাকিয়াভেলির গুণাবলী খুঁজে পাওয়া যায় - 

(ক) প্রথম চন্দ্রগুপ্ত 

(খ) দ্বিতীয় চন্দ্রগুপ্ত 

(গ) স্কন্দ গুপ্ত 

(ঘ) সমুদ্রগুপ্ত 

উত্তর : (ঘ) সমুদ্রগুপ্ত  


৪৪. ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ 'ভারতের নেপোলিয়ন' বলে অভিহিত করেছেন কাকে ?  

(ক) বীরবলকে 

(খ) সমুদ্রগুপ্তকে

(গ) দ্বিতীয় চন্দ্রগুপ্তকে

(ঘ) অশোককে

উত্তর : (খ) সমুদ্রগুপ্তকে 


৪৫. গুপ্ত রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন - 

(ক) সমুদ্রগুপ্ত 

(খ) প্রথম চন্দ্রগুপ্ত 

(গ) দ্বিতীয় চন্দ্রগুপ্ত 

(ঘ) শ্রীগুপ্ত 

উত্তর : (ঘ) শ্রীগুপ্ত 


৪৬. প্রথম দাস বিদ্রোহ হয়েছিল কোথায় ?

(ক) ইতালিতে 

(খ) ফ্রান্সে 

(গ) সিসিলিতে 

(ঘ) ভারতে 

উত্তর : (গ) সিসিলিতে 


৪৭. ইটালির বিভিন্ন স্থান থেকে এসে যারা রোমে  বাস করত তাদের বলা হত ?

(ক) প্লেবিয়ান 

(খ) রোমীও 

(গ) ক্রিতদাস 

(ঘ) নাগরিক 

উত্তর : (ক) প্লেবিয়ান 


৪৮. রোমে বসবাসকারী আদি নাগরিকদের বংশধরদের বলা হত -

(ক) প্লেবিয়ান 

(খ) অ্যাট্রিসিয়ান্

(গ) প্যাট্রিসিয়ান

(ঘ) সবগুলি ঠিক

উত্তর : (গ) প্যাট্রিসিয়ান 


৪৯. 'মুদ্রারাক্ষস' নাটকটি রচয়িতা হলেন -

(ক) কালিদাস 

(খ) হরিষেণ 

(গ) বিশাখদত্ত 

(ঘ) কলহন

উত্তর : (গ) বিশাখদত্ত 


৫০. গ্রিক দূত মেগাস্থিনিস মৌর্য যুগে ভারতীয় সমাজে কয়টি জাতির উল্লেখ করেছেন -

(ক) ৩ টি 

(খ) ৭ টি 

(গ) ৬ টি 

(ঘ) ৮ টি 

উত্তর : (খ) ৭ টি  

class 11 history suggestion 2024 semester 1


১. প্রাচীন ভারতে কখন দ্বিতীয় নগরায়ণ শুরু হয়েছিল - 

(ক) খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে  

(খ) খ্রিস্টপূর্ব পঞ্চম শতকে 

(গ) খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে 

(ঘ) খ্রিস্টপূর্ব পঞ্চম শতকে

উত্তর : (ক) খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে 


৫২. পাটলিপুত্র রাজধানী ছিল -

(ক) মৎস্যের 

(খ) বিরাট নগরের 

(গ) মথুরার 

(ঘ) মগধের 

উত্তর : (ঘ) মগধের  

Class 11 First Semester BENGALI Suggestion ||একাদশ শ্রেণির প্রথম সেমিষ্টার বাংলা সাজেসন - Click here

৫৩. মহাজনপদ গুলির উত্থান হয় -

(ক) খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে

(খ) খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে 

(গ) খ্রিস্টপূর্ব পঞ্চম শতকে 

(ঘ) খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে

উত্তর : (ঘ) খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে 


৫৪. মহাজনপদের কথা জানা যায় কোথা থেকে ?

(ক) জৈন পরিশিষ্ট পার্বণ থেকে 

(খ) রামায়ণ থেকে 

(গ) মেঘদূতম থেকে 

(ঘ) এলিয়াস থেকে

উত্তর : (ক)  জৈন পরিশিষ্ট পার্বণ থেকে 


৫৫. জনপদ বলতে কী বোঝায় ?

(ক) জনজাতি বসতি এলাকা 

(খ) সংখ্যালঘু বসতি এলাকা 

(গ) কোনো উপজাতি গোষ্ঠীর নির্দিষ্ট বসতি এলাকা 

(ঘ) উপরের সবগুলি

উত্তর : (গ) কোনো উপজাতি গোষ্ঠীর নির্দিষ্ট বসতি এলাকা  


৫৬. অলিম্পিক খেলা কবে প্রথম শুরু হয়েছিল -

(ক) খ্রিস্টপূর্ব ৫৬৯ অব্দে

(খ) খ্রিস্টপূর্ব  ৭৩০ অব্দে

(গ) খ্রিস্টপূর্ব ৬৫৬ অব্দে

(ঘ) খ্রিস্টপূর্ব ৭৭৬ অব্দে  

উত্তর : (ঘ) খ্রিস্টপূর্ব ৭৭৬ অব্দে  


৫৭. স্পার্টার ক্রীতদাসদের কি বলা হত -

(ক) থিটিস 

(খ) হেলট  

(গ) দাসী 

(ঘ) নাগরিক

উত্তর : (খ) হেলট  


৫৮. খ্রিষ্টপূর্ব ষষ্ঠ শতকে উত্তর ভারতে যে মহাজনপদ গড়ে উঠেছিল তার মধ্যে অন্যতম ছিল কোন মহাজনপদটি - 

(ক) মল্ল 

(খ) অবন্তি

(গ) মগধ 

(ঘ) গান্ধার 

উত্তর : (গ) মগধ 


৫৯. এথেন্সে বিদেশিরা কি নামে পরিচিত ছিল -

(ক) মেটিক 

(খ) হেলট 

(গ) পাটল 

(ঘ) মেটিকা

উত্তর : (ক) মেটিক 



৬০. গ্ৰিক শব্দ পলিস (Polis) কথাটির অর্থ -

(ক) নগররাষ্ট্র 

(খ) জনগণ 

(গ) নাগরিক 

(ঘ) দেশ

উত্তর : (ক) নগররাষ্ট্র  


class 11 history suggestion 2025 | class 11 history suggestion 2024 pdf


৬১. 'রিপাবলিক' গ্ৰন্থের রচয়িতা হলেন -

(ক) প্লেটো

(খ) অ্যারিস্টটল 

(গ) মেগাস্থিনিস 

(ঘ) হোমার 

উত্তর : (ক) প্লেটো 


৬২. প্লেটোর মতে, আদর্শ পলিসের জনসংখ্যা হবে -

(ক) ১০০০০ জন 

(খ) ৫০০০০ জন 

(গ) ৬০০০ জন 

(ঘ) ৫০০০ জন 

উত্তর : (ঘ) ৫০০০ জন 


৬৩. পলিসের মূল কেন্দ্র যে নামে পরিচিত ছিল, তা হল -

(ক) পেন্টাগন 

(খ) অ্যাকোপলিস 

(গ) অ্যান্ডো

(ঘ) মেটিকা 

উত্তর : (খ) অ্যাকোপলিস 


৬৪. এথেন্সের শাসন কাঠামো ছিল -

(ক) প্রজাতান্তিক 

(খ) রাজতান্ত্রিক সমাজতান্ত্রিক

(গ) গণতান্ত্রিক 

(ঘ) সমাজতান্ত্রিক

উত্তর : (গ) গণতান্ত্রিক 


৬৫. আইন বিশেষত সোলন ছিলেন -

(ক) এথেন্সের 

(খ) ভারতের 

(গ) গ্ৰিকের

(ঘ)  মিশরের

উত্তর : (ক) এথেন্সের 

আরো পড়ুন Link
6. সাম্যবাদী কবিতার সেরা 50 টি MCQ প্রশ্ন ও উত্তর          Click Here
3. পুঁইমাচা গল্পের সেরা 40 টি MCQ প্রশ্ন ও উত্তর           Click Here
5. একাদশ শ্রেণির নতুন দর্শন সিলেবাস ও নম্বর বিভাজন           Click Here

■ পরীক্ষার সময় OMR Sheet কিভাবে Fillup করতে হয় জানতে চাও  - Click Here

# আমার এই লেখাটা পড়ে কেমন লেগেছে অবশ্যই Comment করে জানিয়ে দাও।

■ Class 11 1st semester ishwar chandra vidyasagar MCQ question answer - Click Here

■ Class 11 first semester samyabadi kobita mcq question - Click Here

বি. দ্র :- এই রকম আরো অন্যান্য Subjects এর Notes ও Suggestions পেতে আমাদের ওয়েবসাইট WB Semester প্রতিদিন দেখতে হবে।

Thank You !

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

WB Semester Ads-2

WB Semester Ads-3