Class 11 First Semester Philosophy SUGGESTION 2025 || একাদশ শ্রেণী প্রথম সেমিষ্টার দর্শন সাজেসন
⬛ ভূমিকা :
দেখো ভাই, Class 11 First Semester দর্শন পরীক্ষা 40 নম্বরের হবে এবং পরীক্ষা দেওয়ার সময় উত্তর OMR Sheet এ লিখতে হবে। আমি Class 11 1st Semester নতুন সিলেবাস অনুয়ায়ী দর্শন সাজেসন তৈরি করেছি। নতুন দর্শন সিলেবাসের প্রতিটি অধ্যায় থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর গুলি আমি নীচে বলে দিলাম। এই সাজেসনে মোট 100 টি খুব গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও উত্তর রয়েছে।
Class 11 Semester 1 Philosophy Suggestion
* 1 . ভারতীয় দর্শনের বিভাগ হল কয়টি -
(ক) দুটি
(খ) পাঁচটি
(গ) ছয়টি
(ঘ) সাতটি
উত্তর : (ক) দুটি ✓
2. ভারতীয় দর্শনের আস্তিক সম্প্রদায়ের সংখ্যা হল -
(ক) ১০ টি
(খ) ৫ টি
(গ) ৭ টি
(ঘ) ৬ টি
উত্তর : (ঘ) ৬ টি ✓
3. ভারতীয় দর্শনে নাস্তিক দর্শনের সংখ্যা হল –
(ক) ১০ টি
(খ) ৩ টি
(গ) ৭ টি
(ঘ) ৫ টি
উত্তর : (খ) ৩ টি ✓
4.ভারতীয় দর্শনের মূল উৎস হল -
(ক) কোরাণ
(খ) বাইবেল
(গ) বেদ
(ঘ) রামায়ণ
উত্তর : (গ) বেদ ✓
5. 'বেদের' অপর নাম হল -
(ক) কল্পনা
(খ) বেদান্ত
(গ) স্মৃতি
(ঘ) শ্রুতি
উত্তর : (ঘ) শ্রুতি ✓
6. 'ব্রহ্মসূত্র' গ্রন্থটির লেখক হলে নিচের কে -
(ক) মহর্ষি বাদরায়ণ
(খ) গৌতম বুদ্ধ
(গ) রামানুজ
(ঘ) মধবাচার্য
উত্তর : (ক) মহর্ষি বাদরায়ণ ✓
7. "ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা"- এই কথা বলেছিলেন -
(ক) বৃহস্পতি
(খ) শঙ্করাচার্য
(গ) কপিল
(ঘ) স্বামী বিবেকানন্দ
উত্তর : (খ) শঙ্করাচার্য ✓
8. অদ্বৈত বেদান্ত মতে, মায়া -
(ক) বিচার
(খ) অসাধু
(গ) সৎ
(ঘ) অনির্বচনীয়
উত্তর : (ঘ) অনির্বচনীয় ✓
9. চার্বাক দর্শন হল -
(ক) মিথ্যাবাদী দর্শন
(খ) ভাববাদী দর্শন
(গ) জড়বাদী দর্শন
(ঘ) দেহাত্মবাদী দর্শন
উত্তর : (গ) জড়বাদী দর্শন ✓
10."প্রত্যক্ষই একমাত্র প্রমান ”- এই কথা ভারতীয় দর্শনে বলেছেন -
(ক) কপিল
(খ) চার্বাক
(গ) গৌতম
(ঘ) পুরোহিত
উত্তর : (খ) চার্বাক ✓
11. বৌদ্ধ দর্শনে আর্যসত্যের সংখ্যা হল -
(ক) ৮টি
(খ) ৭টি
(গ) ৪টি
(ঘ) ২টি
উত্তর : (গ) ৪টি ✓
12. ভারতীয় দর্শনে নরমপন্থী নাস্তিক দর্শন হল -
(ক) ৮ টি
(খ) ৭ টি
(গ) ৪ টি
(ঘ) ২ টি
উত্তর : (ঘ) ২ টি ✓
* 13. ন্যায় দর্শনের প্রতিষ্টাতা ছিলেন কে -
(ক) বিশ্বনাথ
(খ) গৌতম
(গ) কপিল
(ঘ) প্লেটো
উত্তর : (খ) গৌতম ✓
14. ন্যায় মতে প্রমাণ হল -
(ক) চারটি
(খ) সাতটি
(গ) দশটি
(ঘ) দুটি
উত্তর : (ক) চারটি ✓
15. ন্যায় মতে, অনুমিতি হল -
(ক) ভুল
(খ) প্রমা
(গ) প্রমাণ
(ঘ) সহজ
উত্তর : (খ) প্রমা ✓
Class 11 First Semester Suggestion 2024
16. হেতু ও সাধ্যের সাহচর্য নিয়মকে কী বলা হয় ?
(ক) ব্যাপ্তি
(খ) পরিধি
(গ) সংক্ষিপ্ত,
(ঘ) সঙ্গার্থ
উত্তর : (ক) ব্যাপ্তি ✓
17. 'দর্শন হল ভাষার সমালোচনা' – এই কথাটি বলেছেন -
(ক) রাসেল
(খ) গৌতম বুদ্ধ
(গ) এয়ার
(ঘ) সক্রেটিস।
উত্তর : (গ) এয়ার ✓
18. "দর্শন হল জ্ঞান সম্পর্কিত বিজ্ঞান ও তার সমালোচনা"। কথাটি বলেছেন -
(ক) এয়ার
(খ) কান্ট
(গ) অ্যারিস্টটল
(ঘ) সক্সেটিস
উত্তর : (খ) কান্ট ✓
19. গ্রিক শব্দ 'philos'এর অর্থ হল -
(ক) বুদ্ধি
(খ) বিচার
(গ) অনুরাগ
(ঘ) জানা
উত্তর : (গ) অনুরাগ ✓
20. দর্শন হল এক প্রকার -
(ক) সামগ্রিক জ্ঞান
(খ) আংশিক জ্ঞান
(গ) পরিপুরক জ্ঞান
(ঘ) সবগুলি ভুল
উত্তর : (ক) সামগ্রিক জ্ঞান ✓
21. 'বিস্ময়ই দর্শনের জনক'- এই কথাটি বলেছেন -
(ক) কান্ট
(খ) রাসেল
(গ) গৌতম
(ঘ) প্লেটো
উত্তর : (ঘ) প্লেটো ✓
22. আধুনিক দর্শনের জনক বলা হয় কাকে বলে ?
(ক) প্লেটো
(খ) রবীন্দ্রনাথ ঠাকুর
(গ) সক্সেটিস
(ঘ) দেকার্ত
উত্তর : (ঘ) দেকার্ত ✓
23. অধিবিদ্যার আলোচ্য বিষয় হল -
(ক) পরমতত্ত্ব
(খ) নৈতিকতা
(গ) বৈধতা
(ঘ) জ্ঞান
উত্তর : (ক) পরমতত্ত্ব ✓
24. নীচের কে অধিবিদ্যাকে 'প্রথম দর্শন' আখ্যা দিয়েছিলেন -
(ক) লক
(খ) অ্যারিস্টটল
(গ) প্লেটো
(ঘ) কান্ট
উত্তর : (খ) অ্যারিস্টটল ✓
25. আচার্য বিশ্বনাথ হলেন কোন দার্শনিক ?
(ক) তত্ত্ববাদী
(খ) ন্যায়
(গ) বাস্তববাদী
(ঘ) বেদান্ত
উত্তর : (খ) ন্যায় ✓
26. নীচের কোনটি বেদের অংশ নয় -
(ক) সাম
(খ) ব্রাহ্মণ
(গ) উপনিষদ
(ঘ) ঋগ
উত্তর : (ক) সাম ✓
27. সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা কে ছিলেন -
(ক) প্লেটো
(খ) অ্যারিস্টটল
(গ) মহর্ষি গৌতম
(ঘ) মহর্ষি কপিল
উত্তর :(ঘ) মহর্ষি কপিল ✓
28. বেদান্ত দর্শনের মূলভিত্তি হল -
(ক) রামায়ণ
(খ) মহাভারত
(গ) উপনিষদ
(ঘ) গীতা
উত্তর : (গ) উপনিষদ ✓
29. 'অধিবিদ্য অর্থহীন'- এই কথা নীচের কে বলেছেন -
(ক) প্লেটো
(খ) লক
(গ) এয়ার
(ঘ) কান্ট
উত্তর : (গ) এয়ার ✓
30. যে পদার্থকে অনুমান করা হয়, তাকে বলা হয় -
(ক) কারণ
(খ) যুক্তি
(গ) উপমান
(ঘ) সাধ্য
উত্তর : (ঘ) সাধ্য ✓
Class 11 Semester 1 Philosophy Suggestion 2024
31. ন্যায় মতে, ব্যাপ্তি হল এক প্রকারের -
(ক) অসম্বন্ধ
(খ) সম্বন্ধ
(গ) কারন
(ঘ) গুন
উত্তর : (খ) সম্বন্ধ ✓
32. সহজাত ধারনা বলতে কী বোঝায় -
(ক) সহজ করে উপলব্ধি করা
(খ) যা স্বতঃসিদ্ধ, অনস্বীকার্য ও সন্দেহাতীত
(গ) কল্পনা করা
(ঘ) বোঝার ক্ষমতা
উত্তর :(খ) যা স্বতঃসিদ্ধ, অনস্বীকার্য ও সন্দেহাতীত ✓
33. "আমি চিন্তা করি, অতএব আমি আছি।"- এই কথাটি বলেছেন -
(ক) দেকার্ত
(খ) প্লেটো
(গ) কান্ট
(ঘ) লক
উত্তর : (ক) দেকার্ত ✓
34. প্রকৃত অর্থে নরমপন্থী বুদ্ধিবাদী দার্শনিক ছিলেন কে -
(ক) লক
(খ) কান্ট
(গ) হিউম
(ঘ) প্লেটো
উত্তর : (খ) কান্ট ✓
35. আধুনিক অভিজ্ঞতাবাদের জনক কাকে বলা হয়।
(ক) লক
(খ) কান্ট
(গ) হিউম
(ঘ) প্লেটো
উত্তর : (ক) লক ✓
36. বিমূর্ত সামান্য ধারনা স্বীকার করেছেন কে -
(ক) লক
(খ) কান্ট
(গ) হিউম
(ঘ) প্লেটো
উত্তর : (ক) লক ✓
37. বিমূর্ত সামান্য ধারণা খন্ডন করেছেন কে -
(ক) লক
(খ) কান্ট
(গ) বার্কলে
(ঘ) দেকার্ত
উত্তর : (গ) বার্কলে ✓
3৪. জ্ঞান হল ধারনার অনুষজ্ঞ'- এই কথা বলেছিলেন -
(ক) কান্ট
(খ) অ্যারিস্টটল
(গ) হিউম
(ঘ) বার্কলে
উত্তর : (গ) হিউম ✓
39.দর্শনের যে শাখা যুক্তির বৈধতা, অবৈধতা ইত্যাদি নিয়ে আলোচনা করা হয় তার নাম হলো -
(ক) জ্ঞানবিদ্যা
(খ) সমাজদর্শন
(গ) তর্কবিদ্যা
(ঘ) অধিবিদ্যা
উত্তর : (গ) তর্কবিদ্যা ✓
40. যে যুক্তিতে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয় তখন তাকে বলা হয় -
(ক) আরোহ যুক্তি
(খ) অবরোহ যুক্তি
(গ) অবৈধ চুক্তি
(ঘ) উপমা যুক্তি
উত্তর : (খ) অবরোহ যুক্তি ✓
41. "পর্বতো বহ্নিমান ধূমাৎ" এই অনুমানে 'পক্ষ' পদটি হল -
(ক) পর্বত
(খ) ধূম
(গ) বহ্নি
(ঘ) সব ভুল
উত্তর : (ক) পর্বত ✓
42. ন্যায় মতে স্বার্থানুমানের অবয়বহ হচ্ছে কয়টি -
(ক) পাঁচটি
(খ) তিনটি
(গ) একটি
(ঘ) চারটি
উত্তর :(খ) তিনটি ✓
43. চার্বাক মতে, যথার্থ জ্ঞানের উৎস হল -
(ক) পরোক্ষ
(খ) প্রত্যক্ষ
(গ) মান
(ঘ) উপমান
উত্তর :(খ) প্রত্যক্ষ ✓
44. ন্যায়সূত্র রচনা করেন নীচের কে -
(ক) প্লেটো
(খ) অ্যারিস্টটল
(গ) মহর্ষি গৌতম
(ঘ) লক
উত্তর : (গ) মহর্ষি গৌতম ✓
Class 11 1st Semester Philosophy Suggestion 2025
45. ন্যায় মতে প্রমাণ হলো কয়টি?
(ক) আটটি
(খ) তিনটি
(গ) দুটি
(ঘ) চারটি
উত্তর : (ঘ) চারটি ✓
46. রুপ এর প্রত্যক্ষে _______ সন্নিকর্ষ স্বীকৃত হয় |
(ক) সমবায়
(খ) সমবেদ
(গ) সংযোগ
(ঘ) বিচ্ছিন্ন
উত্তর : (গ) সংযোগ ✓
47. 'শব্দ' কে জানা যায় কোন সন্নিকর্ষের দ্বারা ?
(ক) বিচ্ছিন্ন
(খ) সংযোগ
(গ) সমবায়
(ঘ) সবগুলি ভুল
উত্তর : (গ) সমবায় ✓
48. ন্যায় মতে অলৌকিক সন্নিকর্ষ হলো কয়টি ?
(ক) পাঁচটি
(খ) আটটি
(গ) একটি
(ঘ) তিনটি
উত্তর : (ঘ) তিনটি ✓
49. দেকার্তকে নরমপন্থী বুদ্ধিবাদী বলা হয় কারণ -
(ক) জ্ঞানের ক্ষেত্রে বুদ্ধি ও অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়েছেন
(খ) জ্ঞানের ক্ষেত্রে শুধুমাত্র আলোচনা কে গুরুত্ব দিয়েছে।
(গ) জ্ঞানের ক্ষেত্রে শুধুমাত্র অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়েছে।
(ঘ) সবগুলি ভুল
উত্তর : (ক) জ্ঞানের ক্ষেত্রে বুদ্ধি ও অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়েছেন ✓
50.ন্যায় মতে, শাব্দ হল -
(ক) প্রমা
(খ)কারণ
(গ) প্রমাণ
(ঘ) সম্বন্ধ
উত্তর : (ক) প্রমা ✓
দর্শনের বাকি 50 টি MCQ প্রশ্ন ও উত্তর Click Here
আরো পড়ুন | Link |
---|---|
6. সাম্যবাদী কবিতার সেরা 50 টি MCQ প্রশ্ন ও উত্তর | Click Here |
3. পুঁইমাচা গল্পের সেরা 40 টি MCQ প্রশ্ন ও উত্তর | Click Here |
5. একাদশ শ্রেণির নতুন দর্শন সিলেবাস ও নম্বর বিভাজন | Click Here |
■ পরীক্ষার সময় OMR Sheet কিভাবে Fillup করতে হয় জানতে চাও - Click Here
# আমার এই লেখাটা পড়ে কেমন লেগেছে অবশ্যই Comment করে জানিয়ে দাও।
■ Class 11 1st semester ishwar chandra vidyasagar MCQ question answer - Click Here
■ Class 11 first semester samyabadi kobita mcq question - Click Here
বি. দ্র :- এই রকম আরো অন্যান্য Subjects এর Notes ও Suggestions পেতে আমাদের ওয়েবসাইট WB Semester প্রতিদিন দেখতে হবে।
Thank You !