একাদশ শ্রেণির নতুন বাংলা সিলেবাস প্রথম সেমিষ্টার ও দ্বিতীয় সেমিষ্টার
• ভূমিকা :
তোমরা সবাই জানো WBCHSE Board 2024 সাল থেকে উচ্চমাধ্যমিক তথা Class 11 ও Class 12 এর Syllabus সহ পরীক্ষার পরিকাঠামো সম্পূর্ণ পরিবর্তন করেছে অর্থাৎ দেখো ভাই, তুমি যদি এই লেখাটা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ো তাহলে জানতে পারবে -
- Class 11 First Semester নতুন বাংলা সিলেবাস / সেই সিলেবাসের নম্বর বিভাজন / First Semester পাস মার্ক
- Class 11 Second Semester নতুন বাংলা সিলেবাস / সেই সিলেবাসের নম্বর বিভাজন / 2nd Semester পাস মার্ক / Project এ কি করতে হবে / Project এ পাস মার্ক কত ।
অর্থাৎ Class 11 1st Semester ও Class 11 2nd Semester এর সমস্ত কিছু তথ্য জানতে পারবে। চল শুরু করি ।
Class 11 First Semester New Bengali Syllabus
• গল্প :
পুঁইমাচা - বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
• প্রবন্ধ :
বিড়াল - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
• কবিতা :
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর - মাইকেল মধুসূদন দত্ত
সাম্যবাদী - কাজী নজরুল ইসলাম
• আন্তর্জাতিক গল্প :
বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গাবরিয়েল গার্সিয়া মার্কেজ (অনুবাদ - মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়)
• ভারতীয় কবিতা :
চারণকবি - ভারভারা রাও (অনুবাদ শঙ্খ ঘোষ)
• ভাষা :
বিশ্বের ভাষা ও ভাষা পরিবার
বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ
ভারতে প্রচলিত ভাষা পরিবার
বাংলা ভাষার বৈচিত্র্য
• বাংলা শিল্প-সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস :
পর্ব - ১ প্রাচীন বাংলা : সমাজ ও সাহিত্য
পর্ব - ২ মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্যের প্রধান ধারা :
শ্রীকৃষ্ণকীর্তন, বৈষুব পদাবলি, অনুবাদ, চৈতন্য ও চৈতন্যজীবনী, মঙ্গলকাব্য, ইসলামীয় ধারা, শাক্ত পদাবলি
পুঁইমাচা - বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
• প্রবন্ধ :
বিড়াল - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
• কবিতা :
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর - মাইকেল মধুসূদন দত্ত
সাম্যবাদী - কাজী নজরুল ইসলাম
• আন্তর্জাতিক গল্প :
বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গাবরিয়েল গার্সিয়া মার্কেজ (অনুবাদ - মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়)
• ভারতীয় কবিতা :
চারণকবি - ভারভারা রাও (অনুবাদ শঙ্খ ঘোষ)
• ভাষা :
বিশ্বের ভাষা ও ভাষা পরিবার
বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ
ভারতে প্রচলিত ভাষা পরিবার
বাংলা ভাষার বৈচিত্র্য
• বাংলা শিল্প-সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস :
পর্ব - ১ প্রাচীন বাংলা : সমাজ ও সাহিত্য
পর্ব - ২ মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্যের প্রধান ধারা :
শ্রীকৃষ্ণকীর্তন, বৈষুব পদাবলি, অনুবাদ, চৈতন্য ও চৈতন্যজীবনী, মঙ্গলকাব্য, ইসলামীয় ধারা, শাক্ত পদাবলি
Class 11 1st Semester বাংলা সিলেবাসের নম্বর বিভাজন ও প্রশ্নকাঠামো
Full Mark : 40 Time : 1:00 Hours
( MCQ Type Questions )
বিষয়ের নাম | নম্বর |
---|---|
১. গল্প | 08 |
২. প্রবন্ধ | 05 |
৩. কবিতা | 07 |
৪. আন্তর্জাতিক কবিতা ও ভারতীয় গল্প | 05 |
৫. ভাষা | 10 |
৬. বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস | 05 |
মোটা : 40 টি MCQ | 40 নম্বর |
• Class 11 First Semester Pass Mark :
দেখো, Class 11 1st Semester Bengali পরীক্ষা 40 নম্বরের হবে। এই 40 নম্বরের মধ্যে মাত্র 12 নম্বর পেলেই বাংলা বিষয়ে পাস হয়ে যাবে। তবে সমস্ত বিষয়ে পাস নম্বর কত জানতে হলে এখানে ক্লিক করো - Click Here
একাদশ শ্রেণির প্রথম সেমিষ্টার পরীক্ষা দেওয়ার সময় OMR Sheet এ উত্তর লিখতে হয়। কিভাবে OMR Sheet Fillup করতে হয় জানতে হলে ক্লিক করো - Click Here
Class 11 Second Semester New Bengali Syllabus
• গল্প :
ছুটি - রবীন্দ্রনাথ ঠাকুর
তেলেনাপোতা আবিষ্কার - প্রেমেন্দ্র মিত্র
• কবিতা :
ভাব সম্মিলন - বিদ্যাপতি
লালন শাহ ফকিরের গান - লালন শাহ
নুন - জয় গোস্বামী
• নাটক :
আগুন - বিজন ভট্টাচার্য
• পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ :
পঞ্চতন্ত্র - সৈয়দ মুজতবা আলি
বই কেনা
আজব শহর কলকেতা
পঁচিশে বৈশাখ
আড্ডা
• বাংলা শিল্প-সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস :
পর্ব ৩ -
* আধুনিক বাংলা সাহিত্য : যুগের আধুনিকতা ও উপনিবেশিক বাংলার সামাজিক ও ধর্মীয় আন্দোলন শিক্ষা সংস্কার গদ্যের উদ্ভব, কবিতা, উপন্যাস ও ছোটগল্প, নাটক, যাত্রা ও নাট্যমঞ্চ, প্রবন্ধ (সত্তর দশক পর্যন্ত)।
* লৌকিক সাহিত্য : ছড়া, ধাঁধা, প্রবাদ, কথা
* কবিতায় মহাকাব্য, আখ্যানকাব্য, গীতিকবিতার ধারা :
কবিতা : মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ ও পরবর্তী ধারা কথাসাহিত্য : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ও পরবর্তী ধারা। নাটক :- মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, গিরিশচন্দ্র ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, বিজন ভট্টাচার্য ও পরবর্তী ধারা।
* প্রবন্ধ রচনা :
রচনা লেখার বিষয়টি এক লাইনে না দিয়ে একটি মানস মানচিত্র এবং তথ্যসম্ভার দেওয়া হবে। পরীক্ষার্থীরা সেই মানচিত্র এবং প্রয়োজনীয় তথ্য ব্যবহার করে প্রবন্ধ রচনা করবে এবং শিরোনাম দেবে।একটি বক্তব্যের স্বপক্ষে বা বক্তব্যের বিপক্ষে একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে। পরীক্ষার্থীরা প্রদত্ত অনুচ্ছেদের স্বপক্ষে/বিপক্ষে তাদের বক্তব্য লিখবে ।
Class 11 2nd Semester বাংলা সিলেবাসের নম্বর বিভাজন ও প্রশ্নকাঠামো
Full Mark : 40 Time : 2:00 Hours
( SAQ & LAQ Type Questions )
বিষয়ের নাম | নম্বর |
---|---|
১. গল্প | 05 |
২. কবিতা | 05 |
৩. নাটক | 05 |
৪. পূর্ণাঙ্গ সহায়ক গ্ৰন্থ | 10 |
৫. বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস | 05 |
৬. প্রবন্ধ রচনা | 10 |
মোট | 40 নম্বর |
Class 11 Second Semester Pass Mark :
দেখো Class 11 2nd Semester Bengali পরীক্ষা 40 নম্বরের হবে। এই 40 নম্বরের মধ্যে মাত্র 12 নম্বর পেলেই বাংলা বিষয়ে পাস হয়ে যাবে। তবে সমস্ত বিষয়ে পাস নম্বর কত জানতে হলে এখানে ক্লিক করো - Click Here
Class 11 2nd Semester Projet
একাদশ শ্রেণির প্রথম সেমিষ্টারে কোনো Project খাতা তৈরি করতে হয় না। তবে Class 11 দ্বিতীয় সেমিষ্টারে পড়াশোনা চলাকালীন একটি Project খাতা তৈরি করতে হয়। Project খাতা কিভাবে তৈরি করতে হয় আমাদের YouTube Channel পেয়ে যাবে।
Project Pass Mark :
একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিষ্টারে 20 নম্বরের একটি Project খাতা তৈরি করতে হয়। এই 20 নম্বরের মধ্যে মাত্র 6 নম্বর পেলেই বাংলা Project এ পাস।
আরো পড়ুন | Link |
---|---|
1. ভাবসম্মিলন কবিতার বিষয়বস্তু | Click Here |
2. ভাবসম্মিলন - কবিতার বড়ো প্রশ্ন ও উত্তর | Click Here |
4. ছুটি - গল্পের বড়ো প্রশ্ন ও উত্তর | Click Here |
5. একাদশ শ্রেণির নতুন বাংলা প্রশ্নপত্র | Click Here |
* Social Media Link -
Social Media | follow |
---|---|
Whatsapp Group | Click Here |
Telegram | Click Here |
• উপসংহার :
আশা করছি আমার এই পরিশ্রম আপনাদের কাছে লাগবে। আজকের এই প্রতিবেদন কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। এইরকম আরো প্রতিবেদন পেতে আমাদের WB Semester Website প্রতিনিয়ত ভিজিট করবে।
Thank You !