Class 11 First Semester Shamyobadi Kobita MCQ Question Answer
■ ভূমিকা : Class 11, 1st Semester Bengali পরীক্ষা মোট 40 নম্বরের হবে। এই 40 নম্বরের মধ্যে 'ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর' ও 'সাম্যবাদী' এই দুটি কবিতা থেকে 7 নম্বর আসবে। আর এই 7 নম্বর পেতে হলে এই দুটি কবিতা ভালো করে পড়তে হবে। আমি নীচে Class 11 First Semester Bengali পরীক্ষার জন্য 'সাম্যবাদী' কবিতা থেকে খুব গুরুত্বপূর্ণ 50 টি MCQ প্রশ্ন ও উত্তর বলে দিবো। এই প্রশ্নগুলি একাদশ শ্রেণির প্রথম সেমিষ্টার বাংলা পরীক্ষায় আসতে পারে।
একাদশ শ্রেণির সাম্যবাদী কবিতা থেকে MCQ প্রশ্ন ও উত্তর। Class 11 First Semester sammobadi Kobita MCQ question answer
১. 'সাম্যবাদী' কবিতাটি নীচের কে লিখেছেন -
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) কাজী নজরুল ইসলাম
(গ) বিহারীলাল চক্রবর্তী
(ঘ) মধুসূদন দত্ত
উত্তর : (খ) কাজী নজরুল ইসলাম ✓
২. 'সাম্যবাদী' কবিতাটি কোন কাব্যগ্রন্থে সংকলিত হয়েছে -
(ক) ভাঙার গান
(খ) ফণি-মনসা
(গ) সর্বহারা
(ঘ) সাম্যবাদী
উত্তর : (গ) সর্বহারা ✓
৩. 'সাম্যবাদী' কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল -
(ক) ১৯২৫ খ্রিস্টব্দে
(খ) ১৯২৮ খ্রিস্টব্দে
(গ) ১৯১০ খ্রিস্টব্দে
(ঘ) ১৯২৪ খ্রিস্টব্দে
উত্তর : (ক) ১৯২৫ খ্রিস্টব্দে ✓
* ৪. 'সাম্যবাদী' কবিতাটি যে পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল তা হল -
(ক) বঙ্গদর্শন পত্রিকায়
(খ) তত্ত্ববোধিনী পত্রিকায়
(গ) লাঙল পত্রিকায়
(ঘ) বিজলী পত্রিকায়
উত্তর : (গ) লাঙল পত্রিকায় ✓
৫. 'সর্বহারা' কাব্যগ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল –
(ক) ১৯২৮ খ্রিস্টাব্দে
(খ) ১৯২৭ খ্রিস্টাব্দে
(গ) ১৯২৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯২৬ খ্রিস্টাব্দে
উত্তর : (ঘ) ১৯২৬ খ্রিস্টাব্দে ✓
আরো পড়ো : একাদশ শ্রেণির নতুন বাংলা প্রশ্নপত্র 2025
৬. কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হল -
(ক) অগ্নিবীনা
(খ) ফণি-মনসা
(গ) সাম্যবাদী
(ঘ) ভাঙার গান
উত্তর : (ক) অগ্নিবীনা ✓
৭. কাজী নজরুল ইসলামের প্রথম মুদ্রিত কবিতা হল -
(ক) বিদ্রোহী
(খ) ভাঙ্গার গান
(গ) মুক্তি
(ঘ) লিচু চোর
উত্তর : মুক্তি ☑
* ৮. সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে দেখ _______
(ক) সাম্যের গান
(খ) নিজ প্রান
(গ) কোরান
(ঘ) মানব হৃদয়
উত্তর : (খ) নিজ প্রান ✓
* ৯. কনফুসিয়াস কে ছিলেন -
(ক) চৈনিক দার্শনিক
(খ) জাপানি দার্শনিক
(গ) ভারতীয় দার্শনিক
(ঘ) কোনোইটি নয়
উত্তর : (ক) চৈনিক দার্শনিক ✓
* ১০. 'গাহি সাম্যের গান' - এখানে সাম্য বলতে কী বোঝানো হয়েছে -
(ক) ঈশ্বরের কথা
(খ) ধর্মের কথা
(গ) মানুষের কথা
(ঘ) সমতার কথা
উত্তর : (ঘ) সমতার কথা ✓
1st Semester class 11 sammobadi kobita MCQ Question Answer
* ১১. 'সাম্যবাদী' কবিতায় চিনের যে ধর্মগুরুর কথা আছে তা হল -
(ক) কনফুসিয়াস
(খ) মহাবীর
(গ) আরব দুলাল
(ঘ) শাক্যমুনি
উত্তর : (ক) কনফুসিয়াস ✓
১২. 'সাম্যবাদী' কবিতায় পরপর যে চারটি ধর্মের কথা উল্লেখ আছে তা হল -
(ক) মুসলিম-হিন্দু- শিখ-বৌদ্ধ
(খ) বৌদ্ধ-মুসলিম- ক্রিশ্চান-হিন্দু
(গ) ক্রিশ্চান-মুসলিম-বৌদ্ধ-হিন্দু
(ঘ) হিন্দু-বৌদ্ধ-মুসলিম-ক্রিশ্চান
উত্তর : (ঘ) হিন্দু-বৌদ্ধ-মুসলিম-ক্রিশ্চান ✓
* ১৩. 'সাম্যবাদী' কবিতায় আরব-দুলাল বলতে কাকে বোঝানো হয়েছে -
(ক) কাজী নজরুল ইসলাম
(খ) হজরত মহম্মদকে
(গ) মহাবীরকে
(ঘ) বুদ্ধদেবকে
উত্তর : (খ) হজরত মহম্মদকে ✓
১৪. 'দোকানে কেন এ দর-কষাকষি ?' - কবি এখানে বলতে চেয়েছেন -
(ক) লাভ-ক্ষতির হিসাব
(খ) স্বার্থরক্ষার কথা
(গ) ধর্মে ধর্মে বিভেদের কথা
(ঘ) উপরের কথা সবকটি
উত্তর : (গ) ধর্মে ধর্মে বিভেদের কথা ✓
* ১৫. ইসলাম ধর্মের ধর্মগ্রন্থ হল -
(ক) রামায়ন
(খ) কোরান
(গ) পুরান
(ঘ) বাইবেল
উত্তর : (খ) কোরান ✓
১৬. বৌদ্ধ ধর্মের ধর্মগ্রন্থ হল -
(ক) বাইবেল
(খ) রামায়ন
(গ) কোরান
(ঘ) ত্রিপিটক
উত্তর : (ঘ) ত্রিপিটক ✓
১৭. বৌদ্ধ ধর্মের প্রবক্তা হলেন -
(ক) গৌতম বুদ্ধ
(খ) মহাবীর
(গ) শাক্যমুনি
(ঘ) ঈসা মুসা
উত্তর : (ক) গৌতম বুদ্ধ ✓
১৮. ইহুদিরা যে দেশের নাগরিক তা হল -
(ক) ভারতের
(খ) পারস্যের
(গ) প্রাচীন জুড়িয়া
(ঘ) ফ্রান্সের
উত্তর : (গ) প্রাচীন জুড়িয়া ✓
* ১৯. নিজের প্রাণের মধ্যেই খুঁজে পাওয়া যাবে -
(ক) স্বপ্ন
(খ) প্রাকৃতিক
(গ) সকল গুরু
(ঘ) সকল শাস্ত্র
উত্তর : (ঘ) সকল শাস্ত্র ✓
* ২০. 'সাম্যবাদী' কবিতা অনুসারে নীচের কোন মুনি রাজ্য ত্যাগ করেন বলে উল্লেখ আছে -
(ক) শাক্যমুনি
(খ) বাল্মীকি মুনি
(গ) বিশ্বামিত্র মুনি
(ঘ) উপরের সব মুনি
উত্তর : (ক) শাক্যমুনি ✓
কাজী নজরুল ইসলামের কবিতা সাম্যবাদী। এই কবিতার MCQ প্রশ্নগুলি Class 11 First Semester পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
* ২১. বিবৃতি : কবি কাজী নজরুল ইসলাম সামোর গান গাইতে
চান।
কারন : (ক) সকল মানুষকে ভালোবাসতে চান।
(খ) ইসলাম ধর্ম প্রচার করতে চান।
(গ) তিনি প্রতিটি মানুষের সমান অধিকারের আদর্শ প্রচার
করতে চান।
(ঘ) তিনি সব ধর্মের মানুষকে আলাদা করতে চান।
উত্তর : (গ) তিনি প্রতিটি মানুষের সমান অধিকারের আদর্শ প্রচার
করতে চান। ✓
২২. 'সাম্যবাদী' কবিতায় কোরানের সাম্যগান গেয়েছেন –
(ক) আরব-দুলাল
(খ) গৌতম বুদ্ধ
(গ) হজরত মহম্মদ
(ঘ) জরথ্রুস্ট
উত্তর : (ক) আরব-দুলাল ✓
२৩. 'সাম্যবাদী' কবিতায় কারা মহা-গীতা গাইছেন –
(ক) রাজারা
(খ) নজরুল ইসলাম
(গ) বাঁশির কিশোর
(ঘ) কোনোইটি নয়
উত্তর : (গ) বাঁশির কিশোর ✓
২৪. 'সাম্যবাদী' কবিতায় মোট পঙক্তির সংখ্যা রয়েছে -
(ক) আঠাশটি
(খ) বত্রিশটি
(গ) ত্রিশটি
(ঘ) পঁয়ত্রিশটি
উত্তর : (খ) বত্রিশটি ✓
* ২৫. সব শাস্ত্রের জ্ঞানের কথার খোঁজ যেখানে পাওয়া যাবে তা হল -
(ক) নিজের প্রাণে
(খ) নিজের ধর্মে
(গ) নিজের মন্দিরে
(ঘ) নিজের মসজিদে
উত্তর : (ক) নিজের প্রাণে ✓
২৬. তাজা ফুল ফুটে কোথায় -
(ক) বাগানে
(খ) পথে
(গ) জলাশয়ে
(ঘ) বনে
উত্তর : (খ) পথে ✓
* ২৭. 'সাম্যবাদী' কবিতায় অনুসারে সত্যের পরিচয় কে পেয়েছেন -
(ক) কাজী নজরুল ইসলাম
(খ) রবীন্দ্রনাথ ঠাকুর
(গ) ঈসা মুসা
(ঘ) মহাবীর
উত্তর : (গ) ঈসা মুসা ✓
২৮. পথে কী ফুটে থাকে -
(ক) গোলাপ ফুল
(খ) তাজা ফুল
(গ) জবা ফুল
(ঘ) কাঁটা গাছ
উত্তর : (খ) তাজা ফুল ✓
২৯. 'সাম্যবাদী' কবিতা অনুসারে পরপর যে ধর্মগ্রন্থের কথা আছে তা হল -
(ক) কোরান-পুরান-বেদ-বেদান্ত-বাইবেল-ত্রিপিটক
(খ) বাইবেল-ত্রিপিটক-কোরান-পুরান- বেদ
(গ) পুরান-বেদ-বেদান্ত-বাইবেল-ত্রিপিটক
(ঘ) বেদান্ত-বাইবেল-ত্রিপিটক-পুরান-বেদ
উত্তর : (ক) কোরান-পুরান- বেদ-বেদান্ত-বাইবেল-ত্রিপিটক ✓
** ৩০. সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে দেখ -
(ক) রামায়ণ
(খ) মহাভারত
(গ) নিজ প্রাণ
(ঘ) কোরাণ
উত্তর : (গ) নিজ প্রাণ ✓
সাম্যবাদী কবিতার MCQ একাদশ শ্রেণি বাংলা 1 Sem Class 11
৩১. "গাহি সাম্যের গান!" - সাম্যের গান গেয়েছেন -
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) মধুসূদন দত্ত
(গ) কাজী নজরুল ইসলাম
(ঘ) জীবনানন্দ দাশ
উত্তর : (গ) কাজী নজরুল ইসলাম ✓
৩২. শিখদের ধর্মগ্রন্থের নাম হল -
(ক) গ্রন্থসাহেব
(খ) রামায়ন
(গ) কোরান
(ঘ) বাইবেল
উত্তর : (ক) গ্রন্থসাহেব ✓
৩৩.'সাম্যবাদী' কবিতাটি যে ছন্দে লেখা হয়েছে তা হল -
(ক) দলবৃত্ত ছন্দ
(খ) মাত্রাবৃত্ত ছন্দ
(গ) অক্ষরবৃত্ত ছন্দ
(ঘ) অমিত্রাক্ষর ছন্দ
উত্তর : (খ) মাত্রাবৃত্ত ছন্দ ✓
* ৩৪. এইখানে এসে লুটাইয়া পড়ে সকল ________
(ক) রাজমুকুট
(খ) দেবতা
(গ) রক্ত
(ঘ) ভক্ত
উত্তর : (ক) রাজমুকুট ✓
* ৩৫. কবি কাজী নজরুল ইসলাম 'সাম্যবাদী' কবিতায় পরপর যেসব তীর্থক্ষেত্রের কথা বলেছেন তা হল -
(ক) মথুরা, বৃন্দাবন, নীলাচল, কাশী
(খ) কাশী, মথুরা, বৃন্দাবন, নীলাচল
(গ) কাশী, মথুরা, বৃন্দাবন, নীলাচল
(ঘ) নীলাচল, কাশী, মথুরা, বৃন্দাবন
উত্তর : (ঘ) নীলাচল, কাশী, মথুরা, বৃন্দাবন ✓
৩৬. 'সাম্যবাদী' কবিতা অনুযায়ী মাঠে বসে খোদার মিতা হল -
(ক) বন্ধুরা
(খ) মদিনাযাত্রীরা
(গ) নবিরা
(ঘ) মেয়েরা
উত্তর : (গ) নবিরা ✓
* ৩৭. (ⅰ) সাম্যবাদী কবিতায় কোরানের সাম্যগান
গেয়েছেন আরব-দুলাল।
(ii) শাক্যমুনি রাজ্য ত্যাগ করেছেন দেবতার
ডাক শুনে ।
(iii) সাম্যবাদী কবিতাটি কলাবৃত্ত ছন্দে রচিত।
(iv) বৌদ্ধ ধর্মের প্রবক্তা হলেন - হজরত মহম্মদ।
বিকল্পসমূহ:
(ক) (ⅰ)- সত্য (ii)- মিথ্যা (iii)- সত্য (iv)- মিথ্যা
(খ) (iii)- সত্য (iv)- মিথ্যা (ⅰ)- সত্য (ii)- সত্য
(গ) (ii)- সত্য (iii)- সত্য (iv)- মিথ্যা (ⅰ)- সত্য
(ঘ) (iv)- মিথ্যা (ⅰ)- মিথ্যা (ii)- মিথ্যা (iii)- মিথ্যা
উত্তর : (ক) (ⅰ)- সত্য (ii)- মিথ্যা (iii)- সত্য (iv)- মিথ্যা ✓
* ৩৮. হাসিছেন তিনি ________ নিভৃত অন্তরালে !
(ক) গোয়াই
(খ) অমৃত-হিয়ার
(গ) মনের মন্দিরে
(ঘ) বৃন্দাবনে
উত্তর : (খ) অমৃত-হিয়ার ✓
* ৩৯. খ্রিস্টানদের ধর্মগ্রন্থের নাম হল -
(ক) বাইবেল
(খ) কোরান
(গ) মহাভারত
(ঘ) পুরান
উত্তর : (ক) বাইবেল ✓
* ৪০. এইখানে বসে _______ পেল সত্যের পরিচয় !
(ক) ঈশ্বর
(খ) আল্লাহ
(গ) ইসা মুসা
(ঘ) হজরত মুহম্মদ
উত্তর : (গ) ইসা মুসা ✓
সাম্যবাদী কবিতার MCQ প্রশ্ন উত্তর | WB HS Class 11 Bengali MCQ For Semester -1
WBCHSE Class 11 First Semester Political Science SUGGESTION 2025 - Click Here
৪১. চার্বাক ছিলেন একজন -
(ক) আস্তিক গ্রিক দার্শনিক
(খ) নাস্তিক চিনা দার্শনিক
(গ) নাস্তিক গ্রিক দার্শনিক
(ঘ) নাস্তিক ভারতীয় দার্শনিক
উত্তর : (ঘ) নাস্তিক ভারতীয় দার্শনিক ✓
৪২. জরথুস্ট্রিয়দের ধর্মগ্রন্থ হল -
(ক) জেন্দাবেস্তা
(খ) কোরান
(গ) বাইবেল
(ঘ) ত্রিপিটক
উত্তর : (ক) জেন্দাবেস্তা ✓
* ৪৩. 'বাঁশীর কিশোর' ছিলেন –
(ক) শ্রীরাধা
(খ) শ্রীকৃষ্ণ
(গ) শ্রীরাম
(ঘ) বলরাম
উত্তর : (খ) শ্রীকৃষ্ণ ✓
* ৪৪. " মিথ্যা শুনিনি ভাই,”- কোনটি মিথ্যা নয় ? –
(ক) নদীয়ার থেকে বড়ো তীর্থ নেই
(খ) হৃদয়ের চেয়ে বড়ো তীর্থ নেই
(গ) বাড়ির থেকে বড়ো তীর্থ নেই
(ঘ) জীবনের চেয়ে বড়ো তীর্থ নেই
উত্তর : (খ) হৃদয়ের চেয়ে বড়ো তীর্থ নেই ✓
৪৫. 'পথে ফুটে তাজা ফুল' - তাজা ফুল হল -
(ক) ভালোবাসার প্রতীক
(খ) শান্তির প্রতীক
(গ) সকল ধর্মের প্রতীক
(ঘ) সৌন্দর্যের প্রতীক
উত্তর : (গ) সকল ধর্মের প্রতীক ✓
* ৪৬. 'সাম্যবাদী' কবিতা অনুসারে সকল শাস্ত্রে খুঁজতে আমাদের যেতে হবে -
(ক) পন্ডিতের কাছে
(খ) দেবতার কাছে
(গ) ঠাকুরের কাছে
(ঘ) হৃদয়ের কাছে
উত্তর : (ঘ) হৃদয়ের কাছে ✓
* ৪৭. রাজমুকুট সকল লুটিয়ে পড়ে কোথায় ?
(ক) শত্রুর কাছে
(খ) শ্মশানে
(গ) হৃদয়ে
(ঘ) উপরের সব ভুল
উত্তর : (গ) হৃদয়ে ✓
৪৮. সকল দেবতার বিশ্ব-দেউল –
(ক) মন্দির
(খ) নদীয়া
(গ) মানব হৃদয়
(ঘ) গঙ্গা
উত্তর : (গ) মানব হৃদয় ✓
* ৪৯." কেন এ পন্ডশ্রম - পন্ডশ্রম হল -
(ক) তীর্থস্থান ঘোরা
(খ) শিক্ষা দেওয়া
(গ) কেতাব বওয়া ও ধর্মগ্রন্থ পাঠ করা
(ঘ) অসহায় মানুষের সাহায্য করা
উত্তর : (গ) কেতাব বওয়া ও ধর্মগ্রন্থ পাঠ করা ✓
সাম্যবাদী কবিতার MCQ প্রশ্ন উত্তর || ক্লাস 11 বাংলা প্রথম সেমিষ্টার
* ৫০. 'সাম্যবাদী' কবিতায় 'দেবতা ঠাকুর' হাসছেন কোথায় বলে মনে করেন -
(ক) গুরুর সামনে
(খ) গির্জায়
(গ) মন্দিরে
(ঘ) অমৃত-হিয়ার নিভৃত অন্তরালে
উত্তর : (ঘ) অমৃত-হিয়ার নিভৃত অন্তরালে ✓
আরো পড়ুন | Link |
---|---|
6. OMR SHEET fillup Class 11 ও Class 12 SEMESTER পরীক্ষায় | Click Here |
3. একাদশ শ্রেণির নতুন শিক্ষাবিজ্ঞান সিলেবাস | Click Here |
5. একাদশ শ্রেণির নতুন দর্শন সিলেবাস ও নম্বর বিভাজন | Click Here |
# আমার এই লেখাটা পড়ে কেমন লেগেছে অবশ্যই Comment করে জানিয়ে দাও।
■ Class 11 1st semester ishwar chandra vidyasagar MCQ question answer - Click Here
■ Class 11 ও Class 12 SEMESTER পরীক্ষায় OMR Sheet Fillup - Click Here
বি. দ্র :- এই রকম আরো অন্যান্য Subjects এর Notes ও Suggestions পেতে আমাদের ওয়েবসাইট WB Semester প্রতিদিন দেখতে হবে।
Thank You !