Type Here to Get Search Results !

এই ব্লগটি সন্ধান করুন

html body submit korechi WB Semester Ads-1

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে সেরা 40 টি MCQ প্রশ্ন ও উত্তর || class 11 1st semester ishwar chandra vidyasagar MCQ question answer

Class 11 1st Semester Ishwar Chandra Vidyasagar MCQ Question Answer

class 11 iswarchandra vidyasagar kobita

■  ভূমিকা :
         Class 11, 1st Semester পরীক্ষায় 40 নম্বরের মধ্যে দুটি কবিতা থেকে মোট 7 নম্বর পরীক্ষায় আসবে। তাই এই কবিতাটি ভালো করে পড়তে হবে। আমি এই কবিতা থেকে সেরা 50 টি MCQ প্রশ্ন ও উত্তর বলে দিবো। যে প্রশ্নগুলি পরীক্ষায় আসতে পারে। তার আগে কবিতা সম্পর্কে প্রাথমিক ধারণা জানতে হবে। কারণ এখান থেকেও পরীক্ষায় প্রশ্ন আসে।  

■ কবি-পরিচিতি : 
  * ১৮২৪ খ্রিস্টাব্দের ২৫ শে জানুয়ারি যশোহর জেলার সাগরদাঁড়ি (বাংলাদেশ) গ্রামে জন্মগ্রহণ করেন।
  * তাঁর লেখা প্রথম কাব্যগ্রন্থগুলি ইংরেজি ভাষায় লেখেন - ' The Captive Ladie' ও 'Visions of the Past' তারপর তিনি বাংলা ভাষায় নাটক লিখেছেন। যেমন - 'শর্মিষ্টা' (১৮৫৯), 'পদ্মাবতী' (১৮৬০), 'কৃষ্ণকুমারী' (১৮৬১), এবং দুটি প্রহসন লিখেছেন - 'একেই কি বলে সভ্যতা' (১৮৬০) , 'বুড়ো শালিকের ঘাড়ে বোঁ' (১৮৬০) |
  * তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থ 'মেঘনাদবধ কাব্য' (১৮৬১) এবং একটি পত্রকাব্য লিখেছেন - 'বীরাঙ্গনা' (১৮৬১)। তার লেখা সনেট বা চতুর্দশপদী কবিতার সংকলন হল-  'চতুর্দ্দশপদী কবিতাবলী' (১৮৬৬ খ্রিষ্টাব্দ)
   * তাঁর লেখা প্রথম কাব্যগ্রন্থগুলি ইংরেজি ভাষায় লেখেন - ' The Captive Ladie' ও 'Visions of the Past' তারপর তিনি বাংলা ভাষায় নাটক লিখেছেন। যেমন - 'শর্মিষ্টা' (১৮৫৯), 'পদ্মাবতী' (১৮৬০), 'কৃষ্ণকুমারী' (১৮৬১), এবং দুটি প্রহসন লিখেছেন - 'একেই কি বলে সভ্যতা' (১৮৬০) , 'বুড়ো শালিকের ঘাড়ে বোঁ' (১৮৬০) |
  * তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থ 'মেঘনাদবধ কাব্য' (১৮৬১) এবং একটি পত্রকাব্য লিখেছেন - 'বীরাঙ্গনা' (১৮৬১)। তার লেখা সনেট বা চতুর্দশপদী কবিতার সংকলন হল-  'চতুর্দ্দশপদী কবিতাবলী' (১৮৬৬ খ্রিষ্টাব্দ)
       * মধুসূদন ১৮৭৩ খ্রিস্টাব্দের ২৯ জুন মাত্র ৪৯ বছর বয়সে মারা যান।


■ 'ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর' কবিতার উৎস :  
মাইকেল মধুসূদন দত্তের লেখা 'চতুৰ্দ্দশপদী কবিতাবলী' কবিতা সংকলনের ৮৬ সংখ্যক কবিতা 'ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর'।

■ 'ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর' কবিতার প্রেক্ষাপট :
     ১৮৬৩ খ্রিস্টাব্দে বিদেশে থাকাকালীন ঋণের দায়ে জেলে যাওয়ার উপক্রম হয় মাইকেল মধুসুদন দত্তের। তখন নিরূপায় কবি দুর্দশার কথা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে জানিয়েছিল চিটি লিখে। ফলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাঁকে টাকা দিয়ে ঋনমুক্ত করেছিল। বিদ্যাসাগরের এই সাহায্যের জন্যই কবির অগাধ শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে 'ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর' কবিতাটি লিখেছেন মাইকেল মধুসুদন দত্ত।
  *তিনি বাংলা সাহিত্যের প্রথম মহাকবি। বাংলা সাহিত্যের অমিত্রাক্ষর ছন্দের রূপকার এবং বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাট্যকার 

■ 'ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর' প্রশ্ন ও উত্তর পর্ব :  

Class 11 1st semester ishwar chandra vidyasagar kobita থেকে  আমি সেরা ৪০ টি MCS প্রশ্ন নীচে বলেছিলাম  -

১. 'ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর' কবিতাটি লিখেছেন কে ?  (পর্ষদ নমুনা প্রশ্ন)
(ক) কাজী নজরুল ইসলাম
(খ)  রবীন্দ্রনাথ ঠাকুর 
(গ)  মাইকেল মধুসূদন দত্ত
(ঘ) জীবনানন্দ দাশ
উত্তর : (গ) মাইকেল মধুসূদন দত্ত  (তিনি বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাট্যকার)

2. 'ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর' কবিতাটির উৎস হল -  (পর্ষদ নমুনা প্রশ্ন)
(ক) মেঘনাদবধ কাব্য 
(খ) চতুৰ্দ্দশপদী কবিতাবলী
(গ) বীরাঙ্গনা কাব্য
(ঘ) ব্রজাঙ্গনা কাব্য
উত্তর : (খ) চতুৰ্দ্দশপদী কবিতাবলী  (১৮৬৬ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল)


৩. 'ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর' কবিতাটি 'চতুৰ্দ্দশপদী কবিতাবলী ' কবিতা সংকলনের কত সংখ্যক কবিতা -  (পর্ষদ নমুনা প্রশ্ন)
(ক) ৫২ সংখ্যক
(খ) ৮৫ সংখ্যক
(গ) ৮৬ সংখ্যক
(ঘ) ৮০ সংখ্যক
উত্তর : (গ) ৮৬ সংখ্যক কবিতা  


৪. বাংলা ভাষায় প্রথম সনেট নিচের কে লিখেছিলেন -

(ক) মাইকেল মধুসূদন দত্ত

(খ) বিহারীলাল চক্রবর্তী

(গ) সেক্সপিয়র

(ঘ)  রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তর : (ক) মাইকেল মধুসূদন দত্ত 


৫. 'ঈশ্বরচন্দ্র বিদ্যাসার' কবিতাটি কোন ছন্দে লেখা -

(ক) অমিত্রাক্ষর ছন্দে 

(খ) মহাপয়ার ছন্দে 

(গ) মুক্তক ছন্দে 

(ঘ) ত্রিপদী ছন্দে 

উত্তর : (ক) অমিত্রাক্ষর ছন্দে। (মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের অমিত্রাক্ষর ছন্দের রূপকার)


৬. মাইকেল মধুসূদন দত্ত কোন ছন্দের বাংলায় প্রবর্তন করেছিলেন -

(ক) অমিত্রাক্ষর ছন্দে

(খ) ত্রিপদী ছন্দে

(গ)  মহাপয়ার ছন্দে

(ঘ)   মুক্তক ছন্দে

উত্তর : (ক) অমিত্রাক্ষর ছন্দে । (বাংলা সাহিত্যের অমিত্রাক্ষর ছন্দের রূপকার)


৭. মাইকেল মধুসূদন দত্তের বিখ্যাত অমর কাব্যগ্রন্থ হল-   (পর্ষদ নমুনা প্রশ্ন)

(ক) তিলোত্তমাসম্ভব কাব্য

(খ)  বীরাঙ্গনা কাব্য

(গ) মেঘনাদবধ কাব্য 

(ঘ) ব্রজাঙ্গনা কাব্য

উত্তর : (গ) 'মেঘনাদবধকাব্য'  (১৮৬১ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল)


৮. 'চতুৰ্দ্দশপদী কবিতাবলী' প্রকাশিত হয়েছিল -  (পর্ষদ নমুনা প্রশ্ন)

(ক) ১৮৬১ খ্রিস্টাব্দে

(খ) ১৮৬২ খ্রিস্টাব্দে

(গ)  ১৮৬৬ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮৭২ খ্রিস্টাব্দে

উত্তর : (গ)  ১৮৬৬ খ্রিস্টাব্দে 


৯. 'বিদ্যার সাগর তুমি' - 'তুমি' বলতে কাকে বোঝানো হয়েছে -   (পর্ষদ নমুনা প্রশ্ন)

(ক) মাইকেল মধুসূদন দত্ত 

(খ) বিহারীলাল চক্রবর্তী

(গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 

(ঘ)  রবীন্দ্রনাথ ঠাকুর

 উত্তর : (গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 


১০. 'বিদ্যার সাগর তুমি' - কে একথা বলেছেন -  

(ক) মাইকেল মধুসূদন দত্ত 

(খ) বিহারীলাল চক্রবর্তী

(গ) সেক্সপিয়র

(ঘ)  রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তর : (ক) মাইকেল মধুসূদন দত্ত 


১১. 'ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর' কবিতায় কাকে 'করুনার সিন্ধু' বলে উল্লেখ করা হয়েছে -  (পর্ষদ নমুনা প্রশ্ন)

(ক)  রাজা রামমোহন রায়কে 

(খ) রবীন্দ্রনাথ ঠাকুরকে 

(গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে 

(ঘ)  রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তর : (গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে 


১২. 'দীনের বন্ধু' কাকে বলা হয় -  (পর্ষদ নমুনা প্রশ্ন)

(ক) ঈশ্বরচন্দ্র  বিদ্যাসাগরকে

(খ) বিবেকানন্দকে

(গ) রবীন্দ্রনাথ ঠাকুরকে

(ঘ) বিহারীলাল চক্রবর্তীকে

উত্তর : (ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে 


১৩. বিদ্যাসাগরকে 'দীনের বন্ধু' মনে করত কারা - 

(ক) যারা দীন তারা 

(খ) ঐতিহাসিকরা

(গ)  বিরোধীরা

(ঘ) সমাজসেবীরা 

উত্তর : (ক) যারা দীন তারা 


১৪. 'হেমাদ্রি' শব্দের অর্থ নিচের কোনটি - 

(ক) হিমালয়

(খ) সুবর্ণকান্তি পর্বত

(গ) ভঙ্গিল পর্বত

(ঘ)আগ্নেয় পর্বত 

উত্তর : (খ) সুবর্ণকান্তি পর্বত 


১৫. 'হেমাদ্রির হেম-কান্তি' অম্লান হয় -  (পর্ষদ নমুনা প্রশ্ন)

(ক)  সূর্যকিরণে

(খ)  শিশিরে 

(গ) জ্যোৎস্নায় 

(ঘ) আকাশে

উত্তর : (ক) সূর্যকিরণে 


১৬. 'ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর' কবিতায় হেমাদ্রির হেমকান্তি'-র সঙ্গে তুলনা করা হয়েছে কাকে (পর্ষদ নমুনা প্রশ্ন)

(ক) রবীন্দ্রনাথকে

(খ) মধুসূদনকে

(গ) বিদ্যাসাগরকে

(ঘ) রামমোহনকে

উত্তর : (গ) বিদ্যাসাগরকে 


১৭. 'কি সেবা তার সে সুখ-সদনে।'  যার কথা বলা হয়েছে - (পর্ষদ নমুনা প্রশ্ন)

(ক) সমুদ্র 

(খ) পর্বত 

(গ) ঈশ্বর 

(ঘ) তবুদল

উত্তর : (খ) পর্বত 


১৮. উজ্জ্বল জগতে যা -

(ক)  মানুষের খ্যাতি

(খ)  হেমাদ্রি 

(গ) বাজার সম্পদ

(ঘ)  হেমাদ্রির হেমকান্তি

উত্তর : (ঘ)  হেমাদ্রির হেমকান্তি 


১৯, 'হেমাদ্রির হেম' - কান্তি অম্লান হয় -  (পর্ষদ নমুনা প্রশ্ন)

(ক) জ্যোৎস্নায় 

(খ) শিশিরে 

(গ) সূর্যকিরণে 

(ঘ) আকাশে

উত্তর : (গ) সূর্যকিরণে 


২০. 'কিঙ্করী' শব্দের অর্থ নীচে কোনটি -

(ক) দাসী

(খ)  প্রজা

(গ) কন্যা

(ঘ)  মেয়ে

উত্তর : (ক) দাসী 


২১. পরিমলে ফুল-ফুল _______ ভরে। 

(ক) দশ দিশ

(খ)  মন 

(গ) আকাশ

(ঘ) বায়ু

উত্তর : (ক) দশ দিশ 


২২. বিদ্যার সাগর তুমি বিখ্যাত ________ ?  (পর্ষদ নমুনা প্রশ্ন)

(ক) রাজত্বে 

(খ) জগতে

(গ) ভারতে

(ঘ)  শহরে 

উত্তর : (গ) ভারতে 


२७, নাট্যকার মধুসূদন দত্তের লেখা একটি পত্রকাব্য হল -

(ক)  বীরাঙ্গনা কাব্য 

(খ) মেঘনাদবধ কাব্য 

(গ) ব্রজাঙ্গনা কাব্য 

(ঘ)  চতুর্দ্দশপদী কবিতাবলী 

উত্তর : (ক)  বীরাঙ্গনা কাব্য 


২৪. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন - (পর্ষদ নমুনা প্রশ্ন)

(i) করুনার সিন্ধু

(ii) বিদ্যার সাগর 

(iii) শক্তের ভক্ত

(iv) দীনের বন্ধু

বিকল্পসমূহ :

(ক) (i), (ii), (ii) সঠিক এবং (৫) ভুল 

(খ) (ⅰ) (ii) সঠিক এবং (ii), (iv) ভুল

(গ) (i), (ii), (iv) সঠিক এবং (iii) ভুল

(ঘ) (iii), (iv) সঠিক এবং (i), (ii) ভুল

উত্তর : (গ) (i), (ii), (iv) সঠিক এবং (iii) ভুল 


২৫. সনেটের জনক কাকে বলা হয় -

(ক)  পেত্রার্ককে

(খ) শেক্সপিয়ারকে 

(গ) কিটসকে 

(ঘ) শেলিকে

উত্তর : (ক) পেত্রার্ককে 

২৬. ________ ফুল - কুল দশ দিশ ভরে । 

(ক)  পরিমলে 

(খ) সৌরভে 

(গ) সুগন্ধে 

(ঘ) বাতাসে

উত্তর : (ক) পরিমলে 


২৭. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতায় 'অমৃত ফল' বলতে বোঝানো হয়েছে -  (পর্ষদ নমুনা প্রশ্ন)

(ক)  বিদ্যাসাগরের অকূপন দান,

(খ) মধুসুদন দত্তের ভালোবাসা

(গ) সুস্বাদু খাদ্য

(ঘ) সব ঠিক

উত্তর : বিদ্যাসাগরের অকূপন দান


২৮. বনেশ্বরী রাত্রিতে কি দান করেন ?

(ক)  ঠান্ডা বাতাস  

(খ) অমৃত ফল 

(গ) সুশান্ত নিদ্রা 

(ঘ) জ্যোৎস্না

উত্তর : (গ) সুশান্ত নিদ্রা 


২৯. ________ হেম - কান্তি অম্লান কিরণে । 

(ক)  হেমাদ্রির 

(খ) হিমালয়ের 

(গ)  সিন্ধুর 

(ঘ) পর্বতের  

উত্তর : (ক)  হেমাদ্রির 

৩০. সেই জানে কত গুন ধরে কত মতে _________ ? (পর্ষদ নমুনা প্রশ্ন)

(ক) হেমাদ্রী

(খ)  নদী

(গ) গিরী

(ঘ) অন্যান্য 

উত্তর : (গ) গিরী 

  • WBCHSE Class 11 1st Semester ishwar chandra vidyasagar kobita MCQ question and answer

৩১. 'বিমলা' শব্দের অর্থ - 

(ক)  পরিষ্কার 

(খ) শুদ্ধ 

(গ) পরিচ্ছন্ন 

(ঘ) অশুদ্ধ

উত্তর : (গ) পরিচ্ছন্ন 


৩২. 'পরিমল' শব্দের অর্থ  -

(ক) সুগন্ধ

(খ) ভালো 

(গ) পবিত্র

(ঘ) অমলিন

উত্তর : (ক) সুগন্ধ 


৩৩. 'কিরন' শব্দের সঠিক অর্থ  - 

(ক) বরফ 

(খ)  আলোকরশ্মি 

(গ) পাহাড়

(ঘ) তাঁরা

উত্তর : (খ) আলোকরশ্মি 


৩৪. সত্য মিথ্যা নির্নয় করো?

(i) বিদ্যার সিন্ধু তুমি বিখ্যাত ভারতে। 

(ii) পরিমলে ফুল-কূল দশ-দিশ করে।

(iii) দানে বারি নদী রূপ বিমলা কিঙ্করী।

(iv) যোগায় অমৃতফল পরম আদরে দীর্ঘ-শিরঃ তত্ত্ব-ফল, দাসরূপ ধরি। (পর্ষদ নমুনা প্রশ্ন)

বিকল্পসমূহ:

(ক) (ⅰ) সত্য, (ii) মিথ্যা, (iiiসত্য,  (iv) মিথ্যা

(খ)  (ⅰ) মিথ্যা, (ii) সত্য,  (iiiমিথ্যা, (iv) মিথ্যা

(গ) (ⅰ) সত্য, (ii) সত্য, (iiiসত্য, (iv) মিথ্যা

(ঘ) (ⅰ) মিথ্যা, (ii) সত্য, (iii) সত্য, (iv) সত্য

উত্তর : (ঘ) (ⅰ) মিথ্যা, (ii) সত্য, (iii) সত্য, (iv) সত্য  


৩৫. 'ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর' কবিতাটি কোন জাতীয় কবিতা - 

(ক) লিরিক

(খ)  ক্যালাড 

(গ) এলিজি 

(ঘ) সনেট

 উত্তর : (ঘ) সনেট 


৩৬. হেমাদ্রির হেম-কান্তি অম্লান হয় -

(ক) আকাশে 

(খ) সূর্যকিরণে

(গ) মেখে

(ঘ) জ্যোৎস্নায়।

 উত্তর : (খ) সূর্যকিরণে 


৩৭. দানে বারি নদী-রূপ বিমলা ______ ? (পর্ষদ নমুনা প্রশ্ন)

(ক) সুন্দরী 

(খ) নারী 

(গ) কন্যা 

(ঘ) কিঙ্করী

উত্তর : (ঘ) কিঙ্করী 


৩৮. 'বারি' শব্দের অর্থ হল - 

(ক) বাতাস

(খ) নদী

(গ) জল

(ঘ)  কল

উত্তর :  জল  


৩৯, 'অম্লান' শব্দের অর্থ হল - 

(ক) মলিন

(খ) অমলিন

(গ) আছ

(ঘ) অস্বচ্ছ

উত্তর : (খ) অমলিন 


৪০. 'ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর' কবিতায় কাকে 'করুনার সিন্ধু' বলে বলা হয়েছে - (পর্ষদ নমুনা প্রশ্ন)

(ক) স্বামী বিবেকানন্দকে

(খ) রবীন্দ্রনাথ ঠাকুরকে

(গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে

(ঘমধুসূদন দত্তকে

উত্তর : (গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে  


■ Class 11 1st Semester পরীক্ষা দেওয়া সময় পরীক্ষার প্রশ্নপত্রের উত্তর OMR Sheet এ লিখতে হবে। কিভাবে সঠিক নিয়মে OMR Sheet Fillup করতে হয়, তা জানতে এখানে ক্লিক করো - Click Here

বি.দ্র. এই রকম আরো অন্যান্য Subjects এর Notes  Suggestions পেতে আমাদের ওয়েবসাইট  WB Semester প্রতিদিন দেখতে হবে।                                

  • Class 11 1st Semester New Bengali Syllabus 2025 - Click Here

                                         Thank You !

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

WB Semester Ads-2

WB Semester Ads-3