Class 11 1st Semester Political Science Final Suggestion 2024 Part-1
■ ভূমিকা : আমরা তোমাদের জন্য তৈরি করেছি Class 11 First Semester Political Science Suggestion অর্থাৎ একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান সাজেসন। Class 11 First Semester Rastra Vigyan 40 নম্বরের পরীক্ষা হবে এবং পরীক্ষা উত্তর OMR Sheet এ লিখতে হবে। রাষ্ট্রবিজ্ঞান সিলেবাসের পুরো অধ্যায়ভিত্তিক সাজেসন আমি নীচে দিলাম -
প্রথম অধ্যায় ; রাষ্ট্রবিজ্ঞান : প্রকৃতি ও পরিধি : Class 11 First Semester Political Science পরীক্ষায় এই অধ্যায় থেকে 40 নম্বরের মধ্যে 4 নম্বর আসবে। এই অধ্যায়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হল -
(1) আধুনিক রাষ্ট্রচিন্তার জনক কাকে বলা হয় –
(ক) রুশোকে
(খ) ম্যাকিয়াভেলিকে
(গ) জন লককে
(ঘ) মন্তেষ্কুকে
উত্তর : (খ) ম্যাকিয়াভেলিকে
(2) রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় –
(ক) প্লেটোকে
(খ) ম্যাকিয়াভেলিকে
(গ) অ্যারিস্টট্ট্লকে
(ঘ) রুশোকে
উত্তর : (গ) অ্যারিস্টট্ট্লকে
(3) রাষ্ট্রবিজ্ঞান হল একটি -
(ক) স্থিতিশীল শাস্ত্র
(খ) গতিশীল শাস্ত্র
(গ) নিষ্ক্রিয় শাস্ত্র
(ঘ) উপরের সব ভুল
উত্তর : (খ) গতিশীল শাস্ত্র
(4) 'A Grammar of Politics' গ্রন্থটি লিখেছেন -
(ক) ল্যাঙ্কি
(খ) প্লেটো
(গ) কান্ট
(ঘ) অ্যারিস্টটল
উত্তর : (ক) ল্যাঙ্কি
(5) 'রাষ্ট্রবিজ্ঞান হল একটি প্রগতিশীল বিজ্ঞান' একথা বলেছিলেন -
(ক) ম্যাকিয়াভেলি
(খ) জন লক্
(গ) ব্রাইস
(ঘ) পেটেল
উত্তর : (গ) ব্রাইস
(6) 'অর্থশাস্ত্র' এর রচয়িতা কে ছিলেন -
(ক) রুশো
(খ) গেটেল
(গ) হবস্
(ঘ) কৌটিল্য
উত্তর : (ঘ) কৌটিল্য
(7) রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয় -
(ক) প্লেটোকে
(খ) অ্যারিস্টটলকে
(গ) গেটেলকে
(ঘ) মার্কসকে
উত্তর : (খ) অ্যারিস্টটলকে
(8) 'এ গ্রামার অফ পলিটিক্স'- গ্রন্থটি নীচের কে লিখেছেন -
(ক) বার্কার
(খ) ল্যাস্কি
(গ) গার্নার
(ঘ) প্লেটো
উত্তর (খ) ল্যাস্কি
(9) সিসেরোর বিখ্যাত গ্রন্থ নিচের কোনটি -
(ক) De Republica
(খ) The Spirit of Law
(গ) Human Nature in Politics
(ঘ) The Politics
উত্তর : (ক) De Republica
(10) কাকে নবজাগরণের শিশু বলা হয় -
(ক) প্লেটোকে
(খ) অ্যারিস্টটলকে
(গ) ম্যাকিয়াভেলিকে
(ঘ) লাইবনিজকে
উত্তর (গ) ম্যাকিয়াভেলিকে
(11) রাষ্ট্রবিজ্ঞানের নিউটন কাকে বলা হয় -
(ক) প্লেটোকে
(খ) কাল মার্কসকে
(গ) ম্যাকিয়াভেলিকে
(ঘ) গেটেলকে
উত্তর (গ) ম্যাকিয়াভেলিকে
(12) গ্রিক 'পলিস' এর মূল অর্থ কি -
(ক) গ্ৰাম
(খ) শহর
(গ) নগর
(ঘ) নগররাষ্ট্র
উত্তর (ঘ) নগররাষ্ট্র
(13) প্রাচীন গ্রিসে কোন ধরনের রাষ্ট্র ছিল -
(ক) জনকল্যান রাষ্ট্র
(খ) দাস রাষ্ট্র
(গ) নগর রাষ্ট্র
(ঘ) সব ভুল
উত্তর : (গ) নগর রাষ্ট্র
(14) মন্তেস্কুর বিখ্যাত গ্রন্থটির নাম নিচের কোনটি -
(ক) The Prince
(খ) The Spirit of Law
(গ) Public Opinion
(ঘ) Human Nature in Politics
উত্তর (খ) The Spirit of Law
(15) 'রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়ে' - যে বলেছেন তিনি হলেন -
(ক) অ্যারিস্টটল
(খ) প্লেটো
(গ) সক্রেটিস
(ঘ) গার্নার
উত্তর : (ঘ) গার্নার
(16) 'The Second Sex' গ্রন্থটির রচয়িতা কে ছিলেন -
(ক) জেমস মিল
(খ) অ্যারিস্টটল
(গ) সিমোন দ্য বোভেয়ার
(ঘ) জন লক
উত্তর : (গ) সিমোন দ্য বোভেয়ার
(17) আচরণবাদ হল -
(ক) আচরণকেন্দ্রিক আলোচনা
(খ) নৈতিক আলোচনা
(গ) অনৈতিক আলোচনা
(ঘ) দার্শনিক আলোচনা
উত্তর : (ক) আচরণকেন্দ্রিক আলোচনা
(18) প্যারিসে কত খ্রিস্টাব্দে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল -
(ক) ১৯৪৬ খ্রিস্টাব্দে
(খ) ১৯৫০ খ্রিস্টাব্দে
(গ) ১৯৪৮ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৫৭ খ্রিস্টাব্দে
উত্তর : (গ) ১৯৪৮
(19) অ্যারিস্টটল একজন ________ দার্শনিক ছিলেন ?
(ক) ভারতীয়
(খ) জাপানী
(গ) গ্ৰিক
(ঘ) জার্মানি
উত্তর : (গ) গ্ৰিক
- First Semester Class 11 Suggestion গুলি খুব গুরুত্বপূর্ণ।
(20) উদারনীতিবাদের জনক বলা হয় -
(ক) প্লেটোকে
(খ) জন লককে
(গ) জেমস মিলকে
(ঘ) অ্যারিস্টটলকে
উত্তর : (খ) জন লককে
(21) রাষ্ট্রবিজ্ঞান _________ বিজ্ঞানের শাখা |
(ক) সামাজিক
(খ) অর্থনীতি
(গ) নৈতিক
(ঘ) সব ভুল
উত্তর : (ক) সামাজিক
(22) 'মানুষ সামাজিক জীব' কথাটি বলেছেন কে -
(ক) গেটেল
(খ) মার্ক কাল
(গ) লক্
(ঘ) অ্যারিস্টটল
উত্তর : (ঘ) অ্যারিস্টটল
(23) রাজনৈতিক সার্বভৌমিকতার জনক কাকে বলা হয় -
(ক) জন লক্
(খ) ম্যাকিয়াভেলি
(গ) ল্যাঙ্কি
(ঘ) গান্ধিজি
উত্তর : (ক) জন লক্
(24) 'দ্য প্রিন্স' গ্রন্থটির লেখক কে -
(ক) জন স্টুয়ার্ট
(খ) ল্যাঙ্কি
(গ) ম্যাকিয়াভেলি
(ঘ) গান্ধিজি
উত্তর : (গ) ম্যাকিয়াভেলি
(25) জন স্টুয়ার্ট মিল এর একটি বিখ্যাত গ্রন্থ হল -
(ক) On Liberty
(খ) The Prince
(গ) Public Opinion
(ঘ) The Second Sex
উত্তর : (ক) On Liberty
■ দ্বিতীয় অধ্যায় ; রাষ্ট্র : সংজ্ঞা ও বৈশিষ্ট্য : Class 11 Political Science Suggestion 2024 1st Semester পরীক্ষায় এই অধ্যায় থেকে 40 নম্বরের মধ্যে 5 নম্বর আসবে । এই অধ্যায়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হল -
(26) আধুনিক অর্থে 'রাষ্ট্র' শব্দটি সর্বপ্রথম কোন চিন্তাবিদ ব্যবহার করেন -
(ক) ল্যাঙ্কি
(খ) ম্যাকিয়াভেলি
(গ) অ্যারিস্টটল
(ঘ) প্লেটো
উত্তর : (খ) ম্যাকিয়াভেলি
(27) গান্ধিজির রাষ্ট্রহীন সমাজের নাম ছিল -
(ক) রামরাজ্য
(খ) অযোধ্যা
(গ) নৈরাজ্য
(ঘ) সবগুলি ভুল
উত্তর : (ক) রামরাজ্য
(28) "রাষ্ট্র হল শ্রেনি শোষনের হাতিয়ার"- কথাটি বলেছেন -
(ক) গান্ধিজি
(খ) লনিন
(গ) কার্ল মার্কস
(ঘ) প্লেটো
উত্তর : (গ) কার্ল মার্কস
(29) জনগনের সার্বভৌমিকতার প্রধান তাত্ত্বিক হলেন -
(ক) অ্যারিস্টটল
(খ) রুশো
(গ) ল্যাঙ্কি
(ঘ) লক
উত্তর : (খ) রুশো
(30) 'রাষ্ট্র' শব্দটি কোন গ্রন্থে ম্যাকিয়াভেলি ব্যবহার করেছেন -
ক) the pricence
(খ)
(গ)
(ঘ)
উত্তর
(31) 'রাষ্ট্র' শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে হয়েছে -
ক) পলিস
(খ) পল্
(গ) লক্
(ঘ) গিল্ড
উত্তর : (ক) পলিস
(32) 'পলিস' শব্দটি কোন ভাষা থেকে এসেছে -
ক) ইংরেজি
(খ) ফরাসি
(গ) বাংলা
(ঘ) গ্ৰিক
উত্তর : (ঘ) গ্ৰিক
(33) 'পলিস' বলতে কী বোঝায় -
ক) নগর
(খ) শহর
(গ) নগররাষ্ট্র
(ঘ) সমাজ
উত্তর : (গ) নগররাষ্ট্র
(34) 'সিভিটাস' বলতে কী বোঝায় -
ক) বৃহৎ নগর
(খ) ক্ষুদ্র নগররাষ্ট্র
(গ) ক্ষুদ্র শহর
(ঘ) বৃহৎ শহর
উত্তর : (খ) ক্ষুদ্র নগররাষ্ট্র
(35) 'রাষ্ট্র হল পূর্ণাঙ্গ ও স্বয়ংসম্পূর্ণ জীবন যাপনের উদ্দেশ্যে সংগঠিত কয়েকটি পরিবার ও গ্রামের সমষ্টি'- একথা কে করেছেন -
ক) প্লেটো
(খ) গেটেল
(গ) কাল মার্কস
(ঘ) অ্যারিস্টটল
উত্তর : (ঘ) অ্যারিস্টটল
(36) রাষ্ট্র সম্পর্কে সর্বাপেক্ষা গ্রহণযোগ্য সংজ্ঞা কোন রাষ্ট্রবিজ্ঞানী দিয়েছিলেন -
ক) প্লেটো
(খ) গার্নার
(গ) কাল মার্কস
(ঘ) অ্যারিস্টটল
উত্তর : (খ) গার্নার
(37) 'পশুশক্তি নয়, জনগণের সম্মতিই হল রাষ্ট্রের ভিত্তি' একথা বলেছেন -
(ক) গ্রিন
(খ) গার্নার
(গ) প্লেটো
(ঘ) অ্যারিস্টটল
উত্তর : (ক) গ্রিন বলেছেন
(38) গার্নার রাষ্ট্রের মোট কটি উপাদানের কথা উল্লেখ করেছেন -
ক) ৫ টি
(খ) ১ টি
(গ) 2 টি
(ঘ) 8 টি
উত্তর : (ঘ) 8 টি
(39) রাষ্ট্রের সর্বাধিক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নিচের কোনটি -
ক) সার্বভৌমিকতা
(খ) সমাজ
(গ) নাগরিক আচরণ
(ঘ) আইনি ব্যবস্থা
উত্তর : ক) সার্বভৌমিকতা
(40) রাষ্ট্রের কোন উপাদানকে রাষ্ট্রের প্রাণ হিসেবে চিহ্নিত করা হয় -
ক) জনগণ
(খ) সরকার
(গ) সার্বভৌমিকতা
(ঘ) সংবিধান
উত্তর : (গ) সার্বভৌমিকতা
(41) জনগণের সার্বভৌমিকতার প্রধান তাত্ত্বিক হলেন কে -
ক) লেনিন
(খ) প্লেটো
(গ) অ্যারিস্টটল
(ঘ) রুশো
উত্তর : (ঘ) রুশো
(42) রাষ্ট্রের কোন উপাদানকে রাষ্ট্রের মস্তিষ্ক বলা হয় -
ক) জনগণকে
(খ) সরকারকে
(গ) সার্বভৌমিকতাকে
(ঘ) ভূখণ্ডকে
উত্তর : (খ) সরকারকে
(43) বর্তমানে পৃথিবীতে সর্বাধিক জনসংখ্যার দেশ কোনটি -
ক) ভারত
(খ) চিন
(গ) রাশিয়া
(ঘ) আমেরিকা
উত্তর : ক) ভারত
(43) কোন গ্রন্থে লক্ তার রাষ্ট্র উৎপত্তি বিষয়ে অবতারণা করেছিলেন -
ক) Two Treatises of Government
(খ) Understanding
(গ) Natural Religion
(ঘ) On Liberty
উত্তর : (ক) Two Treatises of Government
(44) একজন ব্যক্তি একই সঙ্গে একাধিক _____ সদস্য হতে পারে না।
ক) সংঘের
(খ) প্রতিষ্ঠানের
(গ) সরকারের
(ঘ) রাষ্ট্রের
উত্তর : (ঘ) রাষ্ট্রের
■ তৃতীয় অধ্যায় ; নাগরিক : Class 11 1st Semester Rashtra Vigyan Suggestion পরীক্ষায় এই অধ্যায় থেকে 40 নম্বরের মধ্যে 7 নম্বর আসবে । এই অধ্যায়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হল -
(45) ভারতে বসবাসকারী একজন ইংরেজ হলেন -
(ক) জনগণ
(খ) দেশহীন
(গ) বিদেশি
(ঘ) পর্যটন
উত্তর : (গ) বিদেশি
(46) ভোট দেওয়ার অধিকার রয়েছে -
(ক) পুরুষদের
(খ) মহিলাদের
(গ) রাজাদের
(ঘ) নাগরিকদের
উত্তর : (ঘ) নাগরিকদের
(47) একই সময়ে একজন ব্যক্তি নাগরিক হতে পারে কয়টি দেশের -
(ক) একাধিক দেশের
(খ) দুটি দেশের
(গ) একটি দেশের
(ঘ) তিনটি দেশের
উত্তর : (গ) একটি দেশের
(48) কোন শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য ছিল দ্বিনাগরিকত্ব -
(ক) দ্বিকেন্দিক শাসিত
(খ) এককেন্দ্রিক শাসিত
(গ) যুক্তরাষ্ট্রীয় শাসিত
(ঘ) রাজ্যপাল শাসিত
উত্তর : (গ) যুক্তরাষ্ট্রীয় শাসিত
(49) দ্বৈত-নাগরিকতা কোন দেশে প্রচলিত আছে -
(ক) ভারতে
(খ) রাশিয়াতে
(গ) চিনে
(ঘ) মাকিন যুক্তরাষ্ট্রে
উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্রে
- 1st semester class 11 suggestion গুলি খুব গুরুত্বপূর্ণ।
(50) নাগরিকতা অর্জন করা যায় কিভাবে -
(ক) জন্মসূত্রে
(খ) ব্যবসা সূত্রে
(গ) চাকরিসূত্রে
(ঘ) সব ভুল
উত্তর : (ক) জন্মসূত্রে
(51) মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক রাষ্ট্রপতি হতে পারেন কেবলমাত্র -
ক) চাকরিজীবী সূত্রে
(খ) জন্মসূত্রে
(গ) অনুমোদন সূত্রে
(ঘ) সব ভুল
উত্তর : (খ) জন্মসূত্রে
(52) ভারতীয় সংবিধানের কোন অংশে ভারতীয় নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে -
(ক) প্রথম অংশে
(খ) দ্বিতীয় অংশে
(গ) তৃতীয় অংশে
(ঘ) চতুর্থ অংশে
উত্তর : দ্বিতীয় অংশে
(53) ভারতের অর্জিত নাগরিক ছিলেন -
(ক) রুপম সিংহ
(খ) তসলিমা তেওড়ি
(গ) মাদার টেরেসা
(ঘ) কাদম্বিনী
উত্তর : (গ) মাদার টেরেসা
(54) নাগরিকদের পক্ষে ভোটদান বাধ্যতামূলক কোন দেশে ?
(ক) সুইজারল্যান্ডে
(খ) ভারতের
(গ) মার্কিন যুক্তরাষ্ট্রে
(ঘ) ফ্রান্সে
উত্তর : (ক) সুইজারল্যান্ডে
(55) ভারতের নাগরিকতা আইন পাস করে কে -
(ক) মুখ্যমন্ত্রী
(খ) প্রধানমন্ত্রী
(গ) সংসদ
(ঘ) সুপ্রিম কোর্ট
উত্তর : (গ) সংসদ
Class 11 Semester 1 Suggestion
(56) 'Citizen' শব্দ একটি কি জাতীয় শব্দ -
(ক) বাংলা
(খ) ইংরেজি
(গ) লাতিন
(ঘ) ইতালি
উত্তর : (গ) লাতিন
(57) জন্মসূত্রে অর্জন করাই হলো নাগরিকত্ব অর্জনের ______ পদ্ধতি।
(ক) স্বাভাবিক
(খ) অস্বাভাবিক
(গ) নৈতিক
(ঘ) অনৈতিক
উত্তর : (ক) স্বাভাবিক
(58) ভারতে বিদ্যমান রয়েছে ______ ।
(ক) দ্বিনাগরিকত্ব
(খ) একনাগরিত্ব
(গ) একাধিক না
(ঘ) আংশিক না
উত্তর : (খ) একনাগরিত্ব
(59) ভারতের পুর্ণ নাগরিকত্ব অর্জন করা যায় কত বছর বয়সে -
(ক) ১৬ বছর
(খ) ১৮ বছর
(গ) ২০ বছর
(ঘ) 2১ বছর
উত্তর : ১৮ বছর
(60) জন্মসূত্রে নাগরিকতা অর্জনের ক-টি নীতি আছে -
(ক) ১ টি
(খ) ২ টি
(গ) ৩ টি
(ঘ) ৪ টি
উত্তর : ২ টি
(61) বিদেশিরা কোন অধিকারটি উপভোগ করে না ?
(ক) অর্থনৈতিক
(খ) রাজনৈতিক
(গ) সামাজিক
(ঘ) উপরের সব ভুল
উত্তর : (খ) রাজনৈতিক
(62) ভারতের প্রথম নাগরিক রূপে চিহ্নিত করা হয় কাকে ?
(ক) প্রধানমন্ত্রী
(খ) রাষ্ট্রপতি
(গ) মুখ্যমন্ত্রী
(ঘ) রাজ্যপাল
উত্তর : (খ) রাষ্ট্রপতি
(63) ভারতে সর্বশেষ নাগরিকত্ব সংশোধনী আইন পাস হয়েছিল -
(ক) ২০১৬ খ্রিস্টাব্দে
(খ) ২০১৭ খ্রিস্টাব্দে
(গ) ২০১৮ খ্রিস্টাব্দে
(ঘ) ২০১৯ খ্রিস্টাব্দে
উত্তর : (ঘ) ২০১৯ খ্রিস্টাব্দে
(64) সাইমন কমিশন ভারতে এসেছিল -
(ক) ১৯২৬ খ্রিস্টাব্দে
(খ) ১৯২৭ খ্রিস্টাব্দে
(গ) ১৯২৮ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৩০ খ্রিস্টাব্দে
উত্তর : ১৯২৭ খ্রিস্টাব্দে
(65) গণপরিষদ গঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে -
(ক) ১৯৪৫ খ্রিস্টাব্দে
(খ) ১৯৫৫ খ্রিস্টাব্দে
(গ) ১৯৫০ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৪৬ খ্রিস্টাব্দে
উত্তর : ১৯৪৬ খ্রিস্টাব্দে
উপরে রাষ্ট্রবিজ্ঞানের শুধুমাত্র তিনটি অধ্যায়ের Suggestion দিয়েছি। বাকি আছে নীচে তিনটি অধ্যায় -
- চতুর্থ অধ্যায় ; সংবিধান : সংজ্ঞা ও শ্রেণিবিভাগ
- পঞ্চম অধ্যায় ; সংবিধান প্রণয়ন ও সংবিধানের দর্শন
- ষষ্ঠ অধ্যায় ; ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্য সমূহ
বাকি এই তিনটি অধ্যায়গুলির class 11 1st semester rashtra vigyan suggestion পেতে হলে এখানে - Click Here
আরো পড়ুন | Link |
---|---|
6. একাদশ শ্রেণির নতুন ইংরেজি সিলেবাস | Click Here |
3. একাদশ শ্রেণির নতুন শিক্ষাবিজ্ঞান সিলেবাস | Click Here |
5. একাদশ শ্রেণির নতুন দর্শন সিলেবাস ও নম্বর বিভাজন | Click Here |
■ Class 11 1st semester ishwar chandra vidyasagar MCQ question answer - Click Here
■ Class 11 ও Class 12 SEMESTER পরীক্ষায় OMR Sheet Fillup - Click Here
বি. দ্র :- এই রকম আরো অন্যান্য Subjects এর Notes ও Suggestions পেতে আমাদের ওয়েবসাইট WB Semester প্রতিদিন দেখতে হবে।
Thank You !