Type Here to Get Search Results !

এই ব্লগটি সন্ধান করুন

html body submit korechi WB Semester Ads-1

OMR SHEET fillup Class 11 ও Class 12 SEMESTER পরীক্ষায় | WB Class 11 ও Class 12 OMR Sheet Fillup

 Class 11 1st  Semester OMR Sheet Fillup 
Class 12 3rd Semester OMR Sheet Fillup.

■ ভূমিকা :

      তোমরা Class 11 1st Semester ও Class 12 3rd Semester পরীক্ষা দেওয়া সময় MCQ প্রশ্নের উত্তর গুলি OMR Sheet এ লিখতে হবে। আমি আজকের এই লেখাতে কিভাবে সঠিক নিয়মে OMR Sheet Fillup করবে তার সমস্ত নিয়ম গুলি জানাবো এবং সবথেকে নীচে উদাহরণ হিসাবে একজন ছাত্র কিভাবে সঠিক নিয়মে OMR Sheet Fillup করেছে তার প্রমাণ দেখিয়ে দিবো 

Class 11 First Semester ও Class 12 Third Semester পরীক্ষায় OMR Sheet ফিলাপ করার সময় তোমাদের হাতে রাখতে হবে -Registration Certificate, Admit Card এবং পরীক্ষার রুমে দেওয়া Question Paper . তাহলেই তুমি OMR Sheet Fillup করতে পারবে। 

  • OMR Sheet ফিলাপ করার আগে নীচের এই 13 টি নিয়ম অবশ্যই জানতে হবে। কারণ নিয়ম গুলি না জানলে তোমার OMR Sheet ভুল হবে এবং পরীক্ষা বাতিল হবে। অবশেষে ফেল করবে। 


 ■ OMR Sheet Fillup করার নিয়ম -

 ১, পরীক্ষার্থীকে অর্থাৎ তোমাকে OMR Sheet উত্তরপত্র পূরণ করার জন্য কেবলমাত্র নীল ও কালো রঙ এর কলম ব্যবহার করতে হবে। অন্য কোন কালির কলম ব্যবহার করা চলবে না। 

২, OMR Sheet উত্তরপত্রে Admit Card এ দেওয়া রেজিস্ট্রেশন নং, রোল নং এবং পরীক্ষায় যে প্রশ্নপত্র দেওয়া হবে সেখানে থাকা - প্রশ্ন পুস্তিকা ক্রমসংখ্যা, প্রশ্ন পুস্তিকা সেট, বিষয় কোড, বিষয় এবং পূর্ণ স্বাক্ষর সঠিক করে Fillup করতে হবে নতুবা OMR উত্তরপত্রের মূল্যায়ন হবে না এবং এর জন্য সম্পূর্ণ রূপে তোমাকে দায়ী থাকতে হবে তাই OMR Sheet ঠান্ডা মাথায় ফিলাপ করতে হবে। 

৩, OMR Sheet এ থাকা বৃত্তগুলি যত্নসহকারে পূর্ণরূপে গাঢ় ভরাট করতে হবে। কিন্তু মনে রাখতে হবে পেনের কালি বৃত্তের বাইরে যেন না হয় কারণ কোনোরূপ পরিবর্তন, কাটা, ওভাররাইটিং এমনকি মোছার অনুমতি নেই। তাই ভূল করা যাবে না। 

৪, OMR Sheet এ দেওয়া অনুযায়ী একটি প্রশ্নের উত্তরে কেবল একটি মাত্র বৃত্তই পূর্ণরূপে এবং সঠিক ভাবে গাঢ় ভরাট করতে হবে। তুমি কখনোই দুটি বৃত্ত ভরাট করতে পারবে না। দুটি বৃত্ত ভরাট করলে সেই প্রশ্নটি বাতিল হবে। 
   উদাহরণস্বরূপ : যদি কোনো একটি প্রশ্নের উত্তর (B) সঠিক উত্তর হয় তবে শুধুমাত্র (B) বৃত্তটি গাঢ় ভরাট করতে হবে। 

৫, যদি পরীক্ষা রাফ করার প্রয়োজন হলে OMR Sheet এ কখনোই রাফ করবে না। তবে প্রয়োজন হলে প্রশ্নপত্রে রাফ করতে পারো।

৬, প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 1 নম্বর প্রদান করা হবে এবং ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা হবে না। তবে OMR Sheet এ একবার কোনো প্রশ্নের উত্তর গোল দাগ দিলে, দ্বিতীয়বার অন্য কোনো Option এ দাগ দেওয়ার কোনো জায়গা নেই। যদি দাগ দাও সেক্ষেত্রে প্রশ্নটি বাতিল হবে।

৭, কোনো ভাবেই OMR Sheet উত্তরপত্র ভাঁজ বা ক্ষতিগ্রস্ত করা চলবে না। ভাঁজ করলে OMR Sheet মেশিনের চেক করতে অসুবিধা হবে। 

৮, OMR Sheet উত্তরপত্রে কোনো স্থানেই আলাদা ভাবে কোনো দাগ বা কোনো লেখা যাবে না। 

৯, পরীক্ষার্থীকে পরীক্ষার রুম থেকে বের হওয়ার আগে OMR Sheet উত্তরপত্রটি শিক্ষককে অবশ্যই জমা দিতে হবে। পরীক্ষার্থী অর্থাৎ তুমি কেবলমাত্র প্রশ্নপত্রটি বাড়ি নিয়ে যেতে পারবে। 

১০, উপরের নিয়ম গুলি পালন / মান্য না করলে OMR  Sheet উত্তরপত্র বাতিল হিসেবে গণ্য হবে এবং মূল্যায়ন করা হবে না।

১১, OMR  Sheet উত্তরপত্রটি সকল বিষয়ের জন্য সাধারণ। পরীক্ষার্থী অবশ্যই OMR উত্তরপত্রে উত্তর শুরু করবে ১ নং প্রশ্ন থেকে যতগুলি প্রশ্নপত্রে প্রশ্ন আছে তত পর্যন্ত এবং বাকি ক্রমিক নম্বর গুলি ফাঁকা রাখতে হবে। 
   অর্থাৎ বলতে চাইছে OMR Sheet এ মোট 40 টি MCQ প্রশ্নের উত্তর Fillup করার জায়গা দেওয়া হয়। কিন্তু যে Subject এর পরীক্ষা গুলি 35 নম্বরে হয়, কেবলমাত্র সেই ছাত্রছাত্রীরা 1 নং থেকে 35 নং পর্যন্ত OMR Sheet এর গোল দাগ গুলি ফিলাপ করবে। বাকি গুলো ফাকা রাখবে। আর যে Subject গুলি পরীক্ষা 40 নম্বরের হয় তারা পুরো OMR Sheet ফিলাপ করবে।

১২, পরীক্ষার্থী অর্থাৎ তুমি অবশ্যই OMR Sheet উত্তরপত্রে বক্স নং ৪-এ তার নির্বাচিত বিষয়ের পুরো নাম লিখবে।  অর্থাৎ পরীক্ষার্থী তার নির্দিষ্ট বিষয় এর পুরো নাম লিখতে হবে।

১৩, OMR Sheet এ দেওয়া Registration No, Roll No, Question Booklet Sl No, Question Booklet Set, Subject Code, Full Signature of the candidate ও Subject এর ঘর গুলি অবশ্যই ফিলাপ করতে হবে। নইলে OMR Sheet বাতিল হবে।

    এই ছিল 13 টি নিয়ম, যেগুলি তোমাদের WBCHSE Board এ Official Website এ দেওয়া রয়েছে। আমি সেই নিয়মগুলিই উপরে আলোচনা করেছি। 

■ উদাহরণ হিসেবে আমি নীচে Class 12 3rd Semester OMR Sheet সঠিক ভাবে Fillup করে দিয়েছি -

  • Admit Card এ দেওয়া থাকবে -
Name : Rahul Mahato , Registration No - 6211002891 Roll - 210216 No - 0012
  • পরীক্ষার Question Paper এ দেওয়া থাকবে -
Question Booklet SL. No - 2611210,  Question Booklet Set - Y, Subject Code - BENG

এখন Rahul কে এইভাবে OMR Sheet  Fillup করতে হবে -
class 11, class 12 omr sheet fillup

বি. দ্র :- Class 11 1st Semester পরীক্ষা দেওয়া সময় Registration Certificate ও Admit Card তোমাদের থাকবে না। সেক্ষেত্রে OMR Sheet একটু অন্য রকম ভাবে ফিলাপ করতে হবে। যেটি তোমাদের স্কুল শিক্ষক শিখিয়ে দিবে।


# আমার এই লেখাটা তোমার কেমন লেগেছে তা অবশ্যই Comment করে জানাও।

আরো পড়ুন Link
1. একাদশ শ্রেণির নতুন বাংলা প্রশ্নপত্র 2025           Click Here
3. একাদশ শ্রেণির নতুন শিক্ষাবিজ্ঞান সিলেবাস           Click Here
4. একাদশ শ্রেণির নতুন দর্শন প্রজেক্ট খাতা            Click Here
5. একাদশ শ্রেণির নতুন দর্শন সিলেবাস ও নম্বর বিভাজন           Click Here
6. একাদশ শ্রেণির নতুন ইংরেজি সিলেবাস          Click Here

Class 11 1st semester Ishwar Chandra Vidyasagar MCQ question answer - Click Here

Class 11 1st Semester New Bengali Syllabus - Click Here
                            
                            Thank You !

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

WB Semester Ads-2

WB Semester Ads-3