Class 11 1st Semester Puimacha Golpo MCQ Question and Answer
ভূমিকা :
দেখো ভাই তোমরা সবাই জানো তোমাদের নতুন সিলেবাস অনুসারে WBCHSE class 11 First Semester Bengali পরীক্ষা 40 নম্বরের হবে। আর এই 40 নম্বরের মধ্যে শুধুমাত্র 'পুঁইমাচা' গল্প থেকে মোট - 8 (৮) নম্বর পরীক্ষায় আসবেই। তাই শুধুমাত্র 'পুঁইমাচা' গল্প থেকে ৮ নম্বর পেতে হলে গল্পটি ভালো করে পড়তে হবে। আমি নীচে 'পুঁইমাচা' গল্প থেকে খুব গুরুত্বপূর্ণ 40 টি MCQ প্রশ্ন ও উত্তর বলেছিলাম।
Class 11 First Semester Puimacha Golpo
থেকে খুব গুরত্বপূর্ণ 40 টি MCQ প্রশ্ন ও উত্তর
১. 'পুঁইমাচা' গল্পটি কে লিখেছিলেন -
(ক) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
(খ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
(গ) রবীন্দ্রনাথ ঠাকুর
(ঘ) জীবনানন্দ দাশ
উত্তর : (খ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
2. 'পুঁইমাচা' গল্পটি নীচের কোন গল্পগ্রন্থে প্রথম প্রকাশিত হয়েছিল -
(ক) তালনবমী
(খ) উপলখন্ড
(গ) মেঘমল্লার
(ঘ) মৌরীফুল
উত্তর : (গ) মেঘমল্লার
७. 'পুঁইমাচা' গল্পটি 'মেঘমল্লার' গল্পগ্রন্থে প্রকাশিত হয় -
(ক) ১৯৩১ খ্রিস্টাব্দে
(খ) ১৯৩০ খ্রিস্টাব্দে
(গ) ১৯৩৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯২৮ খ্রিস্টাব্দে
উত্তর : (ক) ১৯৩১ খ্রিস্টাব্দে
৪. 'পুঁইমাচা' গল্পটি কোন ঋতুতে শুরু হয়েছে -
(ক) শরৎ
(খ) শীত
(গ) হেমন্ত
(ঘ) বর্ষা
উত্তর : (খ) শীত
৫. 'পুঁইমাচা' গল্পে ঝড়ের প্রতীক্ষায় রহিলেন - ঝড়ের প্রতীক্ষায় কে ছিল -
(ক) রাধী
(খ) ক্ষেন্তি
(গ) অন্নপূর্ণা
(ঘ) সহায়হরি
উত্তর : (ঘ) সহায়হরি
৬. ক্ষেন্তির বয়স হল -
(ক) ১২ বছর
(খ) ১৫ বছর
(গ) ১০ বছর
(ঘ) ১৮ বছর
উত্তর : (খ) ১৫ বছর
4. সুখুজ্জে বাড়ির ছোটো খুকির নাম ছিল -
(ক) রাধী
(খ) টুনু
(গ) অন্নপূর্ণা
(ঘ) দুর্গা
উত্তর : (ঘ) দুর্গা
৮. 'সে-সব দিন কি আর আছে ভায়া' ? - বক্তা কে ছিলেন -
(ক) অন্নপূর্ণা
(খ) কালীময় ঠাকুর
(গ) গয়া বুড়ি
(ঘ) সহায়হরি
উত্তর : (খ) কালীময় ঠাকুর
৯. শ্রীমন্ত মজুমদারের বাড়ি ছিল কোথায় ?
(ক) নিশ্চিন্দিপুরে
(খ) মনিপুরে
(গ) মনিগাঁয়ে
(ঘ) হরিপালডীয়ে
উত্তর : (গ) মনিগাঁয়ে
১০. শ্রীমন্ত মজুমদারের ছেলেকে প্রহার করেছিল কারা -
(ক) গ্রামের লোকেরা
(খ) কুম্ভকার বধূর আত্মীয়রা
(গ) প্রতিবেশিরা
(ঘ) বন্ধুরা
উত্তর : (খ) কুম্ভকার বধূর আত্মীয়রা
১১. শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে ক্ষেন্তির বিয়ে ভেঙে দেয় কে -
(ক) অন্নপূর্ণা
(খ) দুর্গা
(গ) কালীময় ঠাকুর
(ঘ) সহায়হরি
উত্তর : (ঘ) সহায়হরি
১২. 'তিন কাল গিয়েছে এক কাল আছে' - কে একথা বলেছে -
(ক) অন্নপূর্ণা
(খ) কালীময় ঠাকুর
(গ) অন্নপূর্ণা
(ঘ) দুর্গা
উত্তর : (ক) অন্নপূর্ণা
১৩. অন্নপূর্ণা যে যে উপকরণ দিয়ে পিঠে বানাতেন সেগুলি হল -
(ক) চালের গুঁড়ো, ময়দা, গুড়, এক বাটি তেল
(খ) চাল, চিনি, তেল, আটা
(গ) আটা, গুড়, চালের গুঁড়ো, চিনি
(ঘ) তেল, আটা, চিনি, চাল
(ক) চালের গুঁড়ো, ময়দা, গুড়, এক বাটি তেল
(খ) চাল, চিনি, তেল, আটা
(গ) আটা, গুড়, চালের গুঁড়ো, চিনি
(ঘ) তেল, আটা, চিনি, চাল
উত্তর : (ক) চালের গুঁড়ো, ময়দা, গুড়, এক বাটি তেল
১৪. অন্নপূর্ণা পিঠে বানাচ্ছিল কবে -
(ক) পুজোর দিন
(খ) কালী পুজোর দিন
(গ) পৌষ সংক্রান্তির দিন
(ঘ) রাস মেলার দিন
উত্তর : (গ) পৌষ সংক্রান্তির দিন
১৫. শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে ক্ষেন্তির বিয়ে ঠিক করেছিল কে -
(ক) মজুমদারমশাই
(খ) সহায়হরি
(গ) অন্নপূর্ণা
(ঘ) কালীময় ঠাকুর
উত্তর : (ঘ) কালীময় ঠাকুর
১৬. কালীময় ঠাকুর ক্ষেন্তির বিয়ে ঠিক করেছিল কার সঙ্গে -
(ক) নিজের বন্ধুর সঙ্গে
(খ) চৌধুরীমশাইয়ের ছেলের সাথে
(গ) নিজের ছেলের সাথে
(ঘ) শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে
উত্তর : (ঘ) শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে
একাদশ শ্রেনির প্রথম সেমিষ্টার বাংলা 'পুঁইমাচা' গল্প থেকে খুব গুরুত্বপূর্ণ 40 টি MCQ প্রশ্ন ও উত্তর ।
১৭. (i) পুঁইমাচা গল্পটির শুরুতে শীত ঋতুর উল্লেখ
পাওয়া যায়।
(ii) ক্ষেন্তিকে পুঁই শাক দিয়েছিল মজুমদার মশাই।
(ii) ক্ষেন্তির বিয়ে নিয়ে সহায়হরির প্রবল চিন্তা ছিল।
(iv) সহায়হরি বাগদী পাড়া, দুলে পাড়ায় ঘুরে বেড়াত।
(ii) ক্ষেন্তির বিয়ে নিয়ে সহায়হরির প্রবল চিন্তা ছিল।
(iv) সহায়হরি বাগদী পাড়া, দুলে পাড়ায় ঘুরে বেড়াত।
বিকল্পসমূহ
(ক) (i) - সত্য (ii) -মিথ্যা (ⅲ) - মিথ্যা (iv) - সত্য
(ক) (i) - সত্য (ii) -মিথ্যা (ⅲ) - মিথ্যা (iv) - সত্য
(খ) (ⅲ) - মিথ্যা (iv) - সত্য (i) - সত্য (ii) -মিথ্যা
(গ) (ii) -মিথ্যা (ⅲ) - মিথ্যা (iv) - সত্য (i) - সত্য
(ঘ) (ii) -মিথ্যা (ⅲ) - মিথ্যা (iv) - সত্য (i) - সত্য
উত্তর : (ক) (i)- সত্য (ii)-মিথ্যা (ⅲ)- মিথ্যা (iv) - সত্য
(ক) ডাইরিয়া
(খ) ম্যালেরিয়া
(গ) প্রচন্ড জ্বর
(ঘ) বসন্ত
উত্তর : (ঘ) বসন্ত
১৯. ক্ষেন্তি চিংড়ি মাছ কিনেছিল কার কাছ থেকে -
(ক) শহর থেকে
(খ) গয়া বুড়ির কাছ থেকে
(গ) কালীময় ঠাকুরের কাছ থেকে
(ঘ) দূর্গার কাছ থেকে
উত্তর : (খ) গয়া বুড়ির কাছ থেকে
২০. 'তোমার তো ইহকাল ও নেই পরকাল ও নেই ' ? - একথা অন্নপূর্ণা কাকে বলেছিল -
(ক) দুর্গাকে
(খ) ক্ষেন্তিকে
(গ) সহায়হরিকে
(ঘ) শ্রীমন্তকে
উত্তর : (গ) সহায়হরিকে
২১. ক্ষেন্তির বসন্ত হয়েছিল কোন মাসে -
(ক) চৈত্র মাসে
(খ) বৈশাখ মাসে
(গ) আষাঢ় মাসে
(ঘ) ফাল্গুন মাসে
উত্তর : (ঘ) ফাল্গুন মাসে
22. কোন রোগে ক্ষেন্তি মারা গিয়েছিল ?
(ক) সুগার
(খ) কলেরা
(গ) বসন্ত
(ঘ) ডাইরিয়া
উত্তর : (গ) বসন্ত
Class 11 Puimacha Question Answer
২৩. সহায়হরি কোথা থেকে ক্ষেন্তির জন্য শীতের জামা এনেছিল ?
(ক) শহর থেকে
(খ) দূর্গাপূজা মেলা
(গ) হাট থেকে
(ঘ) হরিপুরের বাসের মেলা।
উত্তর : (ঘ) হরিপুরের বাসের মেলা।
২৪. সহায়হরি ক্ষেন্তির শীতের জামা কিনেছিল –
(ক) পাঁচ টাকা দিয়ে
(খ) আড়াই টাকা দিয়ে
(গ) তিন টাকা দিয়ে
(ঘ) সাডেতিন টাকা দিয়ে
উত্তর : (খ) আড়াই টাকা দিয়ে
২৫. 'পুঁইমাচা' গল্পে কার বাড়িতে গাছের রস সংগ্রহ করতে যাওয়ার কথা বলা হয়েছে -
(ক) তারক খুড়োর
(খ) সহায়হরির
(গ) চৌধুরী মশাইয়ের
(ঘ) কালীময় ঠাকুরের
উত্তর : (ক) তারক খুড়োর
২৬, ক্ষেন্তি পুঁই গাছের চারা কখন লাগিয়েছিল -
(ক)বর্ষাকালে
(খ) বসন্তকালে
(গ) শীতকালে
(ঘ) গ্রীষ্মকালে
উত্তর : (গ) শীতকালে
২৭. ' সহায়হরিদের হাতে ছোঁয়া জল আর কেউ খাবে না '। কারণ হল -
(ক) সহায়হরি জাতভেদ করত
(খ) ক্ষেন্তির আশীর্বাদ হয়েও বিয়ে হয়নি
(গ) সহায়হরির কঠিন রোগ ছিল
(ঘ) ক্ষেন্তি সমাজের নিয়ম মানত না
উত্তর : (খ) ক্ষেন্তির আশীর্বাদ হয়েও বিয়ে হয়নি
২৮. 'গাঁয়ে কি গুজব রটেছে জান' ? - কোন গুজবের কথা বলা হয়েছে -
(ক) সহায়হরিদের একঘরে কারা হবে।
(খ) সহায়হরির কঠিন রোগ ছিল
(গ) ক্ষেন্তির আশীর্বাদ হয়েও বিয়ে হয়নি
(ঘ) সহায়হরি জাতভেদ করত
উত্তর : (ক) সহায়হরিদের একঘরে কারা হবে।
২৯. সহায়হরির ধার ছিল গয়া বুড়ির কাছে কত পয়সা ?
(ক) দুই পয়সা
(খ) এক পয়সা
(গ) তিন পয়সা
(ঘ) পাঁচ পয়সা
উত্তর : (ক) দুই পয়সা
৩০.' যা শিগগির, শাবলখানা নিয়ে আয় দিকি ' ! - এখানে বক্তা হলেন -
(ক) কালীময় ঠাকুর
(খ) অন্নপূর্ণা
(গ) সহায়হরি
(ঘ) ক্ষেন্তি
উত্তর : (গ) সহায়হরি
class 11 1st Semester Bengali Suggestion 2025|পুঁই মাচা গল্পের প্রশ্ন উত্তর mcq
৩১, সহায়হরি ও ক্ষেন্তি মেটে আলু তুলতে গিয়েছিল -
(ক) জঙ্গলে
(খ) খেতে
(গ) মাঠে
(ঘ) উঠনে
উত্তর : (ক) জঙ্গলে
৩২. ক্ষেন্তির চেহারা ছিল কেমন -
(i) খুব লম্বা ও গোলাকার
(ii) মাথার চুল কৃষ্ণ ও অগোছালো ছিল
(ii) মুখখানা খুব বড়ো।
(ii) মুখখানা খুব বড়ো।
(iv) চোখগুলি ছোট বড়ো
বিকল্পসমূহ
(ক) (i), (ii), (ⅲ) সঠিক এবং (iv) ভুল
(খ) (ⅲ), (iv) ভুল এবং (i), (ii) সঠিক
(গ) (ii), (ⅲ), (iv) ভুল এবং (i) সঠিক
(ঘ) (ii) সঠিক এবং (ⅲ), (iv), (i) ভুল
উত্তর : (ক) (i), (ii), (ⅲ) সঠিক এবং (iv) ভুল
৩৩. বিবৃতি : আশীর্বাদ হয়ে মেয়ের বিয়ে হলো না।
কারণ: (ক) মেয়েটির অসুখ ছিল
(খ) সহায়হরিদের পরিস্থিতি খারাপ ছিল।
(গ) পাত্রটি নিজের গ্রামে কুম্ভকারবধূর
আত্মীয়র হাতে মার খেয়ে শয্যাগত ছিল।
(ঘ) ক্ষেন্তি দেখতে খুব খারাপ ছিল ।
উত্তর : (গ) পাত্রটি নিজের গ্রামে কুম্ভকারবধূর আত্মীয়র হাতে
মার খেয়ে শয্যাগত ছিল।
৩৪. ' ভাত বরং থাকুক, আমরা কাল সকালে খাব।'- একথা বলেছে -
(ক) দুর্গা,
(খ) অন্নপূর্ণা
(গ) সহায়হার
(ঘ) পুঁটি
উত্তর : (ঘ) পুঁটি
WBCHSE Class 11 First Semester Political Science SUGGESTION 2025 - Click Here
৩৫. ক্ষেন্তির বরের ব্যবসা ছিল -
(ক) কাঠের
(খ) মাটির
(গ) কাপড়ের
(ঘ) সিলেট চুন ও ইটের
উত্তর : (ঘ) সিলেট চুন ও ইটের।
৩৬. বেহারারা সুবিধা করে নেওয়ার জন্য বরের পালকি নামিয়েছিল -
(ক) আমলকীতলায়
(খ) আম গাছের তলায়
(গ) জাম গাছের তলায়
(ঘ) কাঁটাল গাছের তলায়
উত্তর : (ক) আমলকীতলায়
৩৭. অন্নপূর্ণা পৌষ সংক্রান্তির দিন বানিয়েছিল কী ?
(ক) নাস্তা
(খ) পায়েস
(গ) পাটিসাপটা
(ঘ) ক্ষীর
উত্তর : (গ) পাটিসাপটা।
# Class 11 First Semester New Bengali Syllabus ও নম্বর বিভাজন - Click Here
৩৮. 'পুঁইমাচা' গল্প অনুসারে সন্ধ্যাবেলা অন্নপূর্ণা পিঠে বানাচ্ছিল যে উপকরণ দিয়ে তা হল -
(i) গুড় দিয়ে
(ii) ময়দা দিয়ে
(ii) নারকেল দিয়ে
(ii) নারকেল দিয়ে
(iv) চালের গুঁড়ো দিয়ে
বিকল্পসমূহ
(ক) (i), (ii), (ⅲ) সঠিক এবং (iv) ভুল
(খ) (ⅲ), (iv) ভুল এবং (i), (ii) সঠিক
(গ) (ii), (ⅲ), (iv) ভুল এবং (i) সঠিক
(ঘ) উপরের সব সঠিক
উত্তর : (ঘ) উপরের সব সঠিক ।
৩৯. পৌষ-পার্বণের দিনে ক্ষেন্তির মৃত্যুর পর অন্নপূর্ণা কী পিঠে বানাচ্ছিল -
(ক) পাটিসাপটা
(খ) চালের পিঠে
(গ) সরুচাকলি
(ঘ) গুড়ের পিঠে
উত্তর : (গ) সরুচাকলি
৪০. ' দিদি বড় ভালবাসত..' - একথা কে বলেছে -
(ক) দুর্গা
(খ) রাধী
(গ) পুঁটি
(ঘ) সব ভুল
উত্তর : (গ) পুঁটি
Class 11 Bengali Puimacha Question Answer
আরো পড়ুন | Link |
---|---|
6. একাদশ শ্রেণির নতুন ইংরেজি সিলেবাস | Click Here |
3. একাদশ শ্রেণির নতুন শিক্ষাবিজ্ঞান সিলেবাস | Click Here |
5. একাদশ শ্রেণির নতুন দর্শন সিলেবাস ও নম্বর বিভাজন | Click Here |
# আমার এই লেখাটা পড়ে কেমন লেগেছে অবশ্যই Comment করে জানিয়ে দাও।
■ Class 11 1st semester ishwar chandra vidyasagar MCQ question answer - Click Here
■ Class 11 ও Class 12 SEMESTER পরীক্ষায় OMR Sheet Fillup - Click Here
বি. দ্র :- এই রকম আরো অন্যান্য Subjects এর Notes ও Suggestions পেতে আমাদের ওয়েবসাইট WB Semester প্রতিদিন দেখতে হবে।
Thank You !