Class 11 1st Semester Bangla Suggestion 2024
Class 11 Semester 1 Bnegali Suggestion
*1. অন্নপূর্ণা পিঠে বানাচ্ছিল কবে ?
(ক) কালীপুজোর দিনে
(গ) পৌষ সংক্রান্তির দিন
(খ) ক্ষেন্তির বিয়ের দিন
(ঘ) উপরের সব ভুল
উত্তর : (গ) পৌষ সংক্রান্তির দিন
2. ক্ষেন্তি কোন রোগে মারা গিয়েছিল -
(ক) সুগার
(খ) ডাইরিসা
(গ) ম্যালেরিয়া
(খ) বসন্ত
উত্তর : (খ) বসন্ত
3. কালীময় ঠাকুর ক্ষেন্তির বিয়ে ঠিক করেছিল -
(ক) মজুমদার মশাইয়ের সঙ্গে
(খ) নিজের ছেলের সঙ্গে
(গ) মজুমদার মশাইয়ের ছেলের সঙ্গে
(ঘ) কারো সঙ্গে না
উত্তর : (গ) মজুমদার মশাইয়ের ছেলের সঙ্গে
4. পৌষ সংক্রান্তির দিনে অন্নপূর্ণা বানিয়েছিল -
(ক) পনির
(খ) পোলাও
(গ) পাটিসাপটা
(স) চালের পিঠে
উত্তর : (গ) পাটিসাপটা
5. সহায়হরি ক্ষেন্তির শীতের জামা কিনেছিল –
(ক) পাঁচ টাকা দিয়ে
(খ) আড়াই টাকা দিয়ে
(গ) তিন টাকা দিয়ে
(ঘ) সাডেতিন টাকা দিয়ে
উত্তর : (খ) আড়াই টাকা দিয়ে
6. 'পুঁইমাচা' গল্পটি নীচের কোন গল্পগ্রন্থে প্রথম প্রকাশিত হয়েছিল -
(ক) তালনবমী
(খ) উপলখন্ড
(গ) মেঘমল্লার
(ঘ) মৌরীফুল
উত্তর : (গ) মেঘমল্লার
7. ক্ষেন্তির বয়স হল -
(ক) ১২ বছর
(খ) ১৫ বছর
(গ) ১০ বছর
(ঘ) ১৮ বছর
উত্তর : (খ) ১৫ বছর
8. শ্রীমন্ত মজুমদারের বাড়ি ছিল কোথায় ?
(ক) নিশ্চিন্দিপুরে
(খ) মনিপুরে
(গ) মনিগাঁয়ে
(ঘ) হরিপালডীয়ে
উত্তর : (গ) মনিগাঁয়ে
9. অন্নপূর্ণা যে যে উপকরণ দিয়ে পিঠে বানাতেন সেগুলি হল -
(ক) চালের গুঁড়ো, ময়দা, গুড়, এক বাটি তেল
(খ) চাল, চিনি, তেল, আটা
(গ) আটা, গুড়, চালের গুঁড়ো, চিনি
(ঘ) তেল, আটা, চিনি, চাল
উত্তর : (ক) চালের গুঁড়ো, ময়দা, গুড়, এক বাটি তেল
10. 'তোমার তো ইহকাল ও নেই পরকাল ও নেই ' ? - একথা অন্নপূর্ণা কাকে বলেছিল -
(ক) দুর্গাকে
(খ) ক্ষেন্তিকে
(গ) সহায়হরিকে
(ঘ) শ্রীমন্তকে
উত্তর : (গ) সহায়হরিকে
Class 11 1st Semester Bengali Suggestion 2024 || Class 11 First Semester Bangla Suggestion 2024
11. 'বিড়াল' প্রবন্ধে নেপোলিয়ন বলতে কাকে বোঝানো হয়েছে ?
(ক) নেপোলিয়ন বোনাপার্ট (1)
(খ) নেপোলিয়ন বোনাপার্ট (II)
(গ) চার্লস লুই নেপোলিয়ন (Ⅲ)
(ঘ) কমলাকান্ত।
উত্তর : (ক) নেপোলিয়ন বোনাপার্ট (1)
12. ওয়াটার্লর যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল ?
(ক) ১৭১৫ খ্রিস্টাব্দে
(গ) ১৮১৬ খ্রিস্টাব্দে
(খ) ১৭১৬ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮১৫ খ্রিস্টাব্দে।
উত্তর : (ঘ) ১৮১৫ খ্রিস্টাব্দে।
13. কমলাকান্ত নিমীলিতলোচনে ভাবছিল যে -
(ক) আমি যদি ওয়েলিংটন হইতাম
(খ) আমি যদি নেপোলিয়ন হইতাম
(গ) আমি যদি মার্জার হইতাম
(ঘ) আমি যদি মঙ্গলা হইতাম।
উত্তর : (খ) আমি যদি নেপোলিয়ন হইতাম
14.কমলাকান্ত কীরূণভাবে ভাবনায় মগ্ন ছিল ?
ক) নিমীলিতলোচনে
(খ) উন্মীলিত লোচনে
(গ) শায়িতাবস্থায়
(ঘ) স্বপ্নমধ্যে
উত্তর : ক) নিমীলিতলোচনে
15.কমলাকান্ত কী হাতে নিয়ে ঝিমোচ্ছিল ?
ক) আফিং
(খ) ধুকা
(গ) যষ্টি
(ঘ) কলম।
উত্তর : (খ) ধুকা
16. বিড়াল প্রবন্ধটি মূল গ্রন্থের কত নম্বর প্রবন্ধ ?
(ক) কমলাকান্ত
(খ) কমলাকান্তের জোবানবন্দী
(গ) কমলাকান্তের দপ্তর
(ঘ) কমলাকান্তের পত্র।
উত্তর : (গ) কমলাকান্তের দপ্তর
Class 11 first semester bengali suggestion pdf download
কবিতা : একাদশ শ্রেণির প্রথম সেমিষ্টার বাংলা পরীক্ষার জন্য দুটি কবিতা পড়তে হবে সেটি হল 'ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর' ও 'সাম্যবাদী' কবিতা। আর এই Ishwar Chandra vidyasagar এবং Samyabadi কবিতা দুটি থেকে 40 নম্বরের মধ্যে 7 নম্বর আসবে। আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নীচে দিলাম -
17. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর' কবিতাটির উৎস হল -
(ক) তিলোত্তমাসম্ভব কাব্য
(খ) বীরাঙ্গনা কাব্য
(গ) মেঘনাদবধ কাব্য
(ঘ) চতুর্দশপদী কবিতাবলী
উত্তর : (ঘ) চতুর্দশপদী কবিতাবলী
18. পরিমলে ফুল-কুল ___________ ভরে।
(ক) মন
(খ) বাতাস
(গ) দশ দিশ
(ঘ) বাগান
উত্তর : (গ) দশ দিশ
19. 'ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর' কবিতায় কাকে 'করুনার সিন্ধু' বলে উল্লেখ করা হয়েছে - (পর্ষদ নমুনা প্রশ্ন)
(ক) রাজা রামমোহন রায়কে
(খ) রবীন্দ্রনাথ ঠাকুরকে
(গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে
(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর : (গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে ।
20. 'হেমাদ্রির হেম-কান্তি' অম্লান হয় - (পর্ষদ নমুনা প্রশ্ন)
(ক) সূর্যকিরণে
(খ) শিশিরে
(গ) জ্যোৎস্নায়
(ঘ) আকাশে
উত্তর : (ক) সূর্যকিরণে ।
21. কনফুসিয়াস্ ছিলেন -
(ক) চিন দেশের ধর্মগুরু
(খ) ভারতীয় ধর্মগুরু
(গ) রাজনৈতিক
(ঘ) সমাজসেবী
উত্তর : (ক) চিন দেশের ধর্মগুরু
22. সাম্যবাদী কবিতায় কোন মুনি রাজ্য ত্যাগ করেন –
(ক) বাল্মীকি
(খ) শাক্যমুনি
(গ) বিশ্বামিত্র মুনি
(স) দ্রোনাচার্য
উত্তর : (খ) শাক্যমুনি
23. সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে দেখ _______
(ক) কোরান
(খ) রামায়ন
(গ) নিজ প্রাণ
(ঘ) বই
উত্তর : (গ) নিজ প্রাণ
24. ' সাম্যবাদী' কবিতায় আরব-দুলাল হল -
(ক) হজরত মহম্মদ
(খ) নজরুল ইসলাম
(গ) কনফুসিয়াস
উত্তর : (ক) হজরত মহম্মদ
25. ________ হেম - কান্তি অম্লান কিরণে ।
(ক) হেমাদ্রির
(খ) হিমালয়ের
(গ) সিন্ধুর
(ঘ) পর্বতের
উত্তর : (ক) হেমাদ্রির ।
26. 'সাম্যবাদী' কবিতাটি কোন কাব্যগ্রন্থে সংকলিত হয়েছে -
(ক) ভাঙার গান
(খ) ফণি-মনসা
(গ) সর্বহারা
(ঘ) সাম্যবাদী
উত্তর : (গ) সর্বহারা ✓
* 27. 'গাহি সাম্যের গান' - এখানে সাম্য বলতে কী বোঝানো হয়েছে -
(ক) ঈশ্বরের কথা
(খ) ধর্মের কথা
(গ) মানুষের কথা
(ঘ) সমতার কথা
উত্তর : (ঘ) সমতার কথা ✓
* 28. 'সাম্যবাদী' কবিতায় অনুসারে সত্যের পরিচয় কে পেয়েছেন -
(ক) কাজী নজরুল ইসলাম
(খ) রবীন্দ্রনাথ ঠাকুর
(গ) ঈসা মুসা
(ঘ) মহাবীর
উত্তর : (গ) ঈসা মুসা ✓
আন্তর্জাতিক কবিতা ও ভারতীয় গল্প : একাদশ শ্রেণির প্রথম সেমিষ্টার বাংলা পরীক্ষার জন্য আন্তর্জাতিক কবিতা ও ভারতীয় গল্প পড়তে হবে । আর এখান থেকে 40 নম্বরের মধ্যে 5 নম্বর আসবে। আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নীচে দিলাম -
29. বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো, গল্পটি অনুবাদক করেছেন -
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) শঙ্খ ঘোষ
(গ) মানবেন্দ্র বন্দোপাধ্যায়
(ঘ) মাইকেল মধুসূদন দত্ত।
উত্তর : (গ) মানবেন্দ্র বন্দোপাধ্যায় ✓
30. পেলাইওর নবজাত শিশুটি কষ্ট পেয়েছে প্রবল -
(ক) রোগে
(খ) মাথা ব্যথায়
(গ) পেট ব্যথায় জ্বরে
(ঘ) জ্বরে
উত্তর : (ঘ) জ্বরে
Class 11 first semester bengali suggestion pdf download mcq
31. দেবদূতকে প্রথম কে কখন দেখেছিল -
(ক) প্রতিবেশীরা সকালবেলায় দেখেছিল
(খ) এলিসেন্দা রাত্রি বেলায় দেখেছিল
(গ) পেলাইও দুপুরবেলা দেখেছিল
(ঘ) পাদরি সকালবেলায় দেখেছিল
উত্তর : (গ) পেলাইও দুপুরবেলা দেখেছিল
32. 'এ যে এক দেবদূত'- বক্তা কে বা কথাটি কে বলেছিলেন-
(ক) এলিজাবেথ
(খ) নুসরৎ
(গ) পেলাইও
(ঘ) এলিসেন্দা
উত্তর : (ঘ) এলিসেন্দা
33. বুড়োকে কি খেতে দেওয়া হয়েছিল -
(ক) ফলের খোসা ও ছোটো হাজারির উচ্ছিষ্ট
(খ) পায়েস ও পাপড়
(গ) নাস্তা ও জল
(ঘ) ফল ও ফুল
উত্তর : (ক) ফলের খোসা ও ছোটো হাজারির উচ্ছিষ্ট
34. ডানাওয়ালা বুড়ো লোকটা খায় কি ?
(ক) আলু পোড়া
(খ) বেগুন ভর্তা
(গ) ভাত
(ঘ) মদ
উত্তর : (খ) বেগুন ভর্তা
35. 'আঁতকে জেগে উঠেছিল সে তখন' - আঁতকে জেগে ওঠার কারণ ছিল -
(ক) স্বপ্নে ভুত দেখেছিল তাই
(খ) চুরি করতে গিয়ে মানুষ দেখেছিল
(গ) লোকেরা তার পাশটা পুড়িয়ে দিয়েছিল তত্ত্ব লোহায়
(ঘ) উপরের সব ভুল
উত্তর : (গ) লোকেরা তার পাশটা পুড়িয়ে দিয়েছিল তত্ত্ব লোহায়
36. ভ্রাম্যমান প্রদর্শনীয় মেয়েটি মাকড়সা হলো কিভাবে ?
(ক) বাবা-মার কথার অবাধ্য হয়ে
(খ) ছদ্মবেশী খেলতে গিয়ে
(গ) বন্ধুদের কথাই
(ঘ) দেবতার অভিশাপে
উত্তর : (ক) বাবা-মার কথার অবাধ্য হয়ে
37. 'দেবদূত এখন এখানে - সেখানে ঘুরে বেড়ায়...' এখানে-সেখানে ঘুরে বেড়ার কারণ কি ছিল -
(ক) ওরা দেবদূতকে তার খাঁচা থেকে মুক্তি দিয়েছিল।
(খ) দেবদূত নিজেই খাঁচা খুলে বেরিয়ে আসত
(গ) উপরের সবগুলি ঠিক
(ঘ) রোদে - বৃষ্টিতে মুরগির খাঁচা পুরো ভেঙে পড়েছিল।
উত্তর : (ঘ) রোদে - বৃষ্টিতে মুরগির খাঁচা পুরো ভেঙে পড়েছিল।
38. মরা কাঁকড়া গুলোকে পেলাইও সমুদ্রে ছুঁড়ে ফেলে দিয়েছিল -
(ক) নবজাতক শিশুর মাথা ব্যাথা করছিল।
(খ) নবজাতক শিশু খেলছিল।
(গ) ওর ধারণা কাঁকড়ার পচা গন্ধে ওর নবজাতক শিশুর জ্বর হয়েছিল।
(ঘ) ক ও খ ঠিক
উত্তর : (গ) ওর ধারণা কাঁকড়ার পচা গন্ধে ওর নবজাতক শিশুর জ্বর হয়েছিল।
39. 'চারণকবি' কবিতাটি লিখেছেন কে?
(ক) ভারভারা রাও
(খ) শঙ্খ ঘোষ
(গ) শক্তি চট্টোপাধ্যায়
(ঘ) এন গুপি
উত্তর : (ক) ভারভারা রাও
40. ভারভারা রাও এর পুরো নাম কি ছিল -
(ক) সহজানন্দ ভারভারা রাও
(খ) ভারভারা ভেনুগোপাল রাও
(গ) পেন্ডিয়ালা ভারভারা রাও
(ঘ) সবগুলি ভুল
উত্তর : (গ) পেন্ডিয়ালা ভারভারা রাও
একাদশ শ্রেণি বাংলা সাজেসন প্রথম সেমিষ্টার | Bengali suggestion class 11 first semester
41. 'চরণকবি' কবিতাটির অনুবাদক কে ছিলেন -
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) মানবেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
(গ) শঙ্খ ঘোষ
(ঘ) অজিত দত্ত
উত্তর : (গ) শঙ্খ ঘোষ
42. 'চারণকবি' কবিতাটি নিজের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে -
(খ) সেতুবন্ধন
(গ) আরাজলু
(ঘ) বীরভূম
উত্তর : (ক) ভবিষ্যথু চিত্রপটম
43. 'যখন কাঁপন লাগে জিভে' - তখন কি হয় ?
(ক) মনে
(খ) মাথায়
(গ) দেহে
(ঘ) জিভে
উত্তর : (ঘ) জিভে
44. যুদ্ধের শস্ত্র হয়ে ওঠে - কী ওঠে ?
(ক) কলম
(খ) লেখা
(গ) কবিতা
(ঘ) গান
উত্তর : (ঘ) গান
45. বিবৃতি : বাতাসকে মুক্ত করে দেয় সুর।
কারণ : (ক) আবহাওয়ার খবর পাওয়া যায়
(খ) কাঁপন লাগে জিভে
(গ) শরীর কাঁপতে লাগে
(ঘ) সব ভুল
উত্তর : (খ) কাঁপন লাগে জিভে
46. ইরানীয় শাখার প্রাচীনতম নিদর্শন হল -
(ক) বাইবেল
(খ) কোরান
(গ) জেন্দ আবেস্তা
(ঘ) কোনোটিই নয়
উত্তর : (গ) জেন্দ আবেস্তা
47. 'ইলিয়াড' ও 'ওডিসি' লেখা হয়েছে কোন ভাষায় ?
(ক) গ্রিক
(খ) হিন্দি
(গ) জার্মানিক
(স) উর্দু
উত্তর : (ক) গ্রিক
48. বাংলা ভাষা উদ্ভব হয়েছে -
(ক) সংস্কৃত থেকে
(খ) মাগধী অপভ্রংশ থেকে
(গ) পৈশাচী অপভ্রংশ
(ঘ) মহারাষ্ট্রী অপভ্রংশ থেকে
উত্তর : (খ) মাগধী অপভ্রংশ থেকে
49. প্রাচীন ভারতীয় আর্যভাষার নমুনা -
(ক) চর্যাপদ
(খ) শ্রীকৃষ্ণকীর্তন
(গ) ঋগবেদ
(ঘ) উপনিষদ
উত্তর : (গ) ঋগবেদ
50. সাঁওতালি ভাষার লিপির নাম -
(ক) অলচিকি
(খ) রাঙা
(গ) কুটিল
(ঘ) খরোষ্ঠী
উত্তর : (ক) অলচিকি
Class 11 first semester bengali mcq with answers |একাদশ শ্রেণি প্রথম সেমিষ্টার বাংলা সাজেসন
51. বাংলা ভাষায় উপভাষা আছে -
(ক) ৫টি
(খ) ৩টি
(গ) ২টি
(ঘ) ৬টি
উত্তর : (ক) ৫টি
52. পৃথিবীর বিভিন্ন ভাষা বংশগুলির মধ্যে বৃহত্তম হল -
(ক) সেমীয় - হামীয় ভাষাবংশ
(খ) ইন্দো-ইরানীয় ভাষাবংশ
(গ) দ্রাবিড় ভাষাবংশ
(ঘ) সবগুলো ভাষাবংশ বৃহত্তম
উত্তর : (ক) সেমীয় - হামীয় ভাষাবংশ
53. 'অষ্টাধ্যায়ী' ব্যাকরণ গ্রন্থটি নীচের কে লিখেছেন -
(ক) পাণিনি
(খ) ভাস্কর্য
(গ) পতঞ্জলি
(ঘ) সায়নাচার্য
উত্তর : (ক) পাণিনি
54. মধ্য ভারতীয় আর্য ভাষার আনুমানিক সময়সীমা হল -
(ক) ৬০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ৯৫০ খ্রিস্টাব্দ
(খ) ৫০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ৯০০ খ্রিস্টাব্দ
(গ) ৮০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ১২০০ খ্রিস্টাব্দ
(ঘ) ৬০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ১২০০ খ্রিস্টাব্দ
উত্তর : (ক) ৬০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ৯৫০ খ্রিস্টাব্দ
55. নেপালি ভাষার উদ্ভব ঘটেছে কোথা থেকে -
(ক) মহারাষ্ট্রীয় অপভ্রংশ থেকে
(খ) শৌরসেনী প্রাকৃত- অপভ্রংশ থেকে
(গ) অর্ধ-মাগধী প্রাকৃত- অপভ্রংশ থেকে
(ঘ) মাগধী অপভ্রংশ থেকে
উত্তর : (খ) শৌরসেনী প্রাকৃত- অপভ্রংশ থেকে
56. নব্য ভারতীয় আর্য ভাষার সময় সীমা হল -
(ক) ৭০০ খ্রিস্টাব্দ থেকে আজ পর্যন্ত
(খ) ৯০০ খ্রিস্টাব্দ থেকে আজ পর্যন্ত
(গ) ১২০০ খ্রিস্টাব্দ থেকে আজ পর্যন্ত
(ঘ) ৫০০ খ্রিস্টাব্দ থেকে আজ পর্যন্ত
উত্তর : (খ) ৯০০ খ্রিস্টাব্দ থেকে আজ পর্যন্ত
57. আদি - মধ্য বাংলার সময়সীমা হল -
(ক) ১২০০ খ্রিস্টাব্দ থেকে ১৮০০ খ্রিস্টাব্দ পর্যন্ত
(খ) ১২০০ খ্রিস্টাব্দ থেকে ১৮০০ খ্রিস্টাব্দ পর্যন্ত
(গ) ১৩৫০ খ্রিস্টাব্দ থেকে ১৫০০ খ্রিস্টাব্দ পর্যন্ত
(ঘ) উপরের সব ভুল।
উত্তর : ১৩৫০ খ্রিস্টাব্দ থেকে ১৫০০ খ্রিস্টাব্দ পর্যন্ত
58. ভারতে প্রচলিত দ্রাবিড় ভাষা বংশের একটি ভাষা হল -
(ক) হিন্দী বাংলা
(খ) তেলুগু/ তামিল
(গ) বাংলা
(ঘ) গুজরাটী
উত্তর : (খ) তেলুগু / তামিল
59. অভিশ্রুতি কোন উপভাষার বৈশিষ্ট্য -
(ক) কামরূপী
(খ) রাঢ়ী
(গ) বরেন্দ্রী
(ঘ) ঝাড়খণ্ডী
উত্তর : (খ) রাঢ়ী
60. ভাষার আঞ্চলিক রূপকে কী বলা হয় -
(ক) সমাজভাষা
(খ) উপভাষা
(গ) বিভাষা
(ঘ) গৃহ ভাষা
উত্তর : (খ) উপভাষা
Class 11 first semester bengali mcq with answers pdf download
61. অপিনিহিতির যে আঞ্চলিক উপভাষার বেশি প্রচলিত -
(ক) বরেন্দ্রী
(খ) কামরূপী
(গ) ঝাড়খণ্ডী
(ঘ) বঙ্গালি
উত্তর : (ঘ) বঙ্গালি
62. রাঢ়ী উপভাষা যে অঞ্চলে প্রচলিত -
(i) দিনাজপুর, কাছাড়
(ii) মালদহ, রাজশাহী
(ⅲ) বীরভূম, বর্ধমান, পূর্ব বাঁকুড়া
(iv) কলকাতা, ২৪ পরগনা, নদীয়া
বিকল্পসমূহ :
(ক) (ⅲ), (iv) সঠিক এবং (i), (ii) ভুল
(খ) (ⅲ), (ii) সঠিক এবং (iv), (i) ভুল
(গ) (ii), (iv) সঠিক এবং (i), (ⅲ) ভুল
(ঘ) (iv), (i) সঠিক এবং(ⅲ), (ii) ভুল
উত্তর : (ⅲ), (iv) সঠিক এবং (i), (ii) ভুল
63. বঙ্গালী উপভাষা যে অঞ্চলে প্রচলিত -
(i) ঢাকা, মৈমনসিংহ
(ii) রাজশাহী, পাবনা
(ⅲ) ধলভূম
(iv) শ্রীহট্ট
বিকল্পসমূহ :
(ক) (ⅲ), (iv) সঠিক এবং (i), (ii) ভুল
(খ) (ⅲ), (ii) সঠিক এবং (iv), (i) ভুল
(গ) (ii), (iv) সঠিক এবং (i), (ⅲ) ভুল
(ঘ) (i) সঠিক এবং (ⅲ), (iv), (ii) ভুল
উত্তর : (ঘ) (i) সঠিক এবং (ⅲ), (iv), (ii) ভুল
64. বরেন্দ্রী উপভাষা যে অঞ্চলে প্রচলিত -
(i) মালদহ
(ii) ঢাকা
(ⅲ) বীরভূম
(iv) দিনাজপুর
বিকল্পসমূহ :
(ক) (ⅲ), (iv) সঠিক এবং (i), (ii) ভুল
(খ) (ⅲ), (ii) সঠিক এবং (iv), (i) ভুল
(গ) (i), (iv) সঠিক এবং (ii), (ⅲ) ভুল
(ঘ) (i) সঠিক এবং (ⅲ), (iv), (ii) ভুল
উত্তর : (গ) (i), (iv) সঠিক এবং (ii), (ⅲ) ভুল
First semester bengali suggestion class 11 pdf download
65. ঝাড়খন্ডী উপভাষা যে অঞ্চলে প্রচলিত -(i) উত্তর দক্ষিণ বাঁকুড়া
(ii) দক্ষিণ পশ্চিম বাঁকুড়া
(ⅲ) দক্ষিণ-পশ্চিম মেদিনীপুর
(iv) উত্তর পশ্চিম মেদিনীপুর
বিকল্পসমূহ :
(ক) (ⅲ), (iv) সঠিক এবং (i), (ii) ভুল
(খ) (ⅲ), (ii) সঠিক এবং (iv), (i) ভুল
(গ) (i), (iv) সঠিক এবং (ii), (ⅲ) ভুল
(ঘ) (i) সঠিক এবং (ⅲ), (iv), (ii) ভুল
উত্তর : (খ) (ⅲ), (ii) সঠিক এবং (iv), (i) ভুল
66. উইলিয়াম জোন্স কলকাতার রয়েল সোসাইটির অধিবেশনে ভাষা বিষয়ে বক্তব্য রেখেছিলেন কত খ্রিস্টাব্দে ?
(গ) ১৭৮৬ খ্রিস্টাব্দে
(ঘ) ১৭৯০ খ্রিস্টাব্দে
(ক) ১৭৭৬ খ্রিস্টাব্দে
(খ) ১৭৭০ খ্রিস্টাব্দে
উত্তর : (গ) ১৭৮৬ খ্রিস্টাব্দে
67. প্রাচীন ভারতীয় আর্যভাষার আনুমানিক সময়কাল হল -
(খ) ১৫০০ থেকে ৬০০ খ্রিস্টপূর্বাব্দ
(গ) ১৫০০ থেকে ৯০০ খ্রিস্টপূর্বাব্দ
(ঘ) ১০০০ থেকে ৬০০ খ্রিস্টপূর্বাব্দ
(খ) ১৫০০ থেকে ৬০০ খ্রিস্টপূর্বাব্দ
উত্তর : (খ) ১৫০০ থেকে ৬০০ খ্রিস্টপূর্বাব্দ
68. ________ রাঢ়ী উপভাষার অন্যতম বৈশিষ্ট্য।
(ক) অপিনিহিতি
(গ) স্বরাগম
(ঘ) নাসিক্যধ্বনি
(খ) অভিশ্রুতি
উত্তর : (খ) অভিশ্রুতি
আরো পড়ুন | Link |
---|---|
6. সাম্যবাদী কবিতার সেরা 50 টি MCQ প্রশ্ন ও উত্তর | Click Here |
3. পুঁইমাচা গল্পের সেরা 40 টি MCQ প্রশ্ন ও উত্তর | Click Here |
5. একাদশ শ্রেণির নতুন দর্শন সিলেবাস ও নম্বর বিভাজন | Click Here |
■ উপসংহার : দেখো এখানে মাত্র 68 টি MCQ প্রশ্ন দিয়েছি। আরো অনেক প্রশ্ন আছে। মোট 120 টা MCQ প্রশ্ন আছে । আর সেই বাকি MCQ প্রশ্নগুলি পাবে নীচের লিঙ্কে ---
Class 11 First Semester bengali Suggestion দ্বিতীয় পর্ব - Click Here
# আমার এই লেখাটা পড়ে কেমন লেগেছে অবশ্যই Comment করে জানিয়ে দাও।
■ Class 11 1st semester ishwar chandra vidyasagar MCQ question answer - Click Here
■ Class 11 ও Class 12 SEMESTER পরীক্ষায় OMR Sheet Fillup - Click Here
বি. দ্র :- এই রকম আরো অন্যান্য Subjects এর Notes ও Suggestions পেতে আমাদের ওয়েবসাইট WB Semester প্রতিদিন দেখতে হবে।
Thank You !