Type Here to Get Search Results !

এই ব্লগটি সন্ধান করুন

html body submit korechi WB Semester Ads-1

Class 11 First Semester BENGALI Suggestion 2024 || একাদশ শ্রেণির প্রথম সেমিষ্টার বাংলা সাজেসন

Class 11 1st Semester Bangla Suggestion 2024

■ ভূমিকা : 
দেখো ভাই, তোমাদের পরীক্ষা জন্য Class 11 First Semester Bengali Suggestion তৈরি করেছি। একাদশ শ্রেণির প্রথম সেমিষ্টার বাংলা মোট 40 নম্বরের পরীক্ষা হবে। তোমাদের সুবিধার্থে Class 11 Bengali Syllabus অনুসারে অধ্যায় ভিত্তিক সাজেসন তৈরি করেছি। আশা করছি এখান থেকে অনেক প্রশ্ন First Semester পরীক্ষায় কমন পাবে। 

class 11 semester 1 bengali suggestion

Class 11 Semester 1 Bnegali Suggestion

গল্প : একাদশ শ্রেণির প্রথম সেমিষ্টার বাংলা পরীক্ষার জন্য একটি মাত্র গল্প পড়তে হবে সেটি হল 'পুঁইমাচা'। আর এই Puimacha Golpo থেকে 40 নম্বরের মধ্যে 8(৮) নম্বর পরীক্ষায় আসবে। আমি 'পুঁইমাচা' গল্প থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নীচে দিলাম -


*1. অন্নপূর্ণা পিঠে বানাচ্ছিল কবে ? 
(ক) কালীপুজোর দিনে
(গ) পৌষ সংক্রান্তির দিন
(খ) ক্ষেন্তির বিয়ের দিন
(ঘ) উপরের সব ভুল
উত্তর : (গ) পৌষ সংক্রান্তির দিন


2. ক্ষেন্তি কোন রোগে মারা গিয়েছিল -
(ক) সুগার
(খ) ডাইরিসা
(গ) ম্যালেরিয়া
(খ) বসন্ত
উত্তর : (খ) বসন্ত


3. কালীময় ঠাকুর ক্ষেন্তির বিয়ে ঠিক করেছিল -
(ক) মজুমদার মশাইয়ের সঙ্গে
(খ) নিজের ছেলের সঙ্গে
(গ) মজুমদার মশাইয়ের ছেলের সঙ্গে
(ঘ) কারো সঙ্গে না
উত্তর : (গ) মজুমদার মশাইয়ের ছেলের সঙ্গে


4. পৌষ সংক্রান্তির দিনে অন্নপূর্ণা বানিয়েছিল - 
(ক) পনির
(খ) পোলাও
(গ) পাটিসাপটা
(স) চালের পিঠে
উত্তর : (গ) পাটিসাপটা


5. সহায়হরি ক্ষেন্তির শীতের জামা কিনেছিল – 
(ক) পাঁচ টাকা দিয়ে
(খ)  আড়াই টাকা দিয়ে
(গ) তিন টাকা দিয়ে
(ঘ) সাডেতিন টাকা দিয়ে
উত্তর : (খ) আড়াই টাকা দিয়ে


6. 'পুঁইমাচা' গল্পটি নীচের কোন গল্পগ্রন্থে প্রথম প্রকাশিত হয়েছিল 
(ক) তালনবমী 
(খ) উপলখন্ড 
(গ) মেঘমল্লার 
(ঘ) মৌরীফুল
উত্তর : (গ) মেঘমল্লার 


7. ক্ষেন্তির বয়স হল -
(ক) ১২ বছর 
(খ) ১৫ বছর
(গ) ১০ বছর 
(ঘ)  ১৮ বছর 
উত্তর : (খ) ১৫ বছর


8. শ্রীমন্ত মজুমদারের বাড়ি ছিল কোথায় ?
(ক) নিশ্চিন্দিপুরে
(খ) মনিপুরে
(গ) মনিগাঁয়ে
(ঘ) হরিপালডীয়ে
উত্তর : (গ) মনিগাঁয়ে


9. অন্নপূর্ণা যে যে উপকরণ দিয়ে পিঠে বানাতেন সেগুলি হল -
(ক) চালের গুঁড়ো, ময়দা, গুড়, এক বাটি তেল
(খ) চাল, চিনি, তেল, আটা
(গ) আটা, গুড়, চালের গুঁড়ো, চিনি
(ঘ) তেল, আটা, চিনি, চাল
উত্তর : (ক) চালের গুঁড়ো, ময়দা, গুড়, এক বাটি তেল 


10. 'তোমার তো ইহকাল ও নেই পরকাল  নেই ' ? - একথা অন্নপূর্ণা কাকে বলেছিল - 
(ক) দুর্গাকে
(খ) ক্ষেন্তিকে 
(গ) সহায়হরিকে 
(ঘ) শ্রীমন্তকে
উত্তর : (গ) সহায়হরিকে 

Class 11 1st Semester Bengali Suggestion 2024 || Class 11 First Semester Bangla Suggestion 2024


প্রবন্ধ : একাদশ শ্রেণির প্রথম সেমিষ্টার বাংলা পরীক্ষার জন্য একটি মাত্র প্রবন্ধ পড়তে হবে সেটি হল 'বিড়াল'। আর এই বিড়াল প্রবন্ধ থেকে 40 নম্বরের মধ্যে 5 নম্বর আসবে। আমি 'বিড়াল' প্রবন্ধ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নীচে দিলাম -


11. 'বিড়াল' প্রবন্ধে নেপোলিয়ন বলতে কাকে বোঝানো হয়েছে  ?
(ক) নেপোলিয়ন বোনাপার্ট (1)
(খ) নেপোলিয়ন বোনাপার্ট (II)
(গ) চার্লস লুই নেপোলিয়ন (Ⅲ)
(ঘ) কমলাকান্ত।
উত্তর (ক) নেপোলিয়ন বোনাপার্ট (1)


12. ওয়াটার্লর যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল ? 
(ক) ১৭১৫ খ্রিস্টাব্দে
(গ) ১৮১৬ খ্রিস্টাব্দে
(খ) ১৭১৬ খ্রিস্টাব্দে
 (ঘ) ১৮১৫ খ্রিস্টাব্দে।
উত্তর : (ঘ) ১৮১৫ খ্রিস্টাব্দে।


13. কমলাকান্ত নিমীলিতলোচনে ভাবছিল যে -
(ক) আমি যদি ওয়েলিংটন হইতাম
(খ) আমি যদি নেপোলিয়ন হইতাম 
(গ) আমি যদি মার্জার হইতাম
(ঘ) আমি যদি মঙ্গলা হইতাম।
উত্তর (খ) আমি যদি নেপোলিয়ন হইতাম 


14.কমলাকান্ত কীরূণভাবে ভাবনায় মগ্ন ছিল ?
ক) নিমীলিতলোচনে
(খ) উন্মীলিত লোচনে
(গ) শায়িতাবস্থায়
(ঘ) স্বপ্নমধ্যে
উত্তর ক) নিমীলিতলোচনে


15.কমলাকান্ত কী হাতে নিয়ে ঝিমোচ্ছিল ?
ক) আফিং
(খ) ধুকা
(গ) যষ্টি
(ঘ) কলম।
উত্তর (খ) ধুকা


16. বিড়াল প্রবন্ধটি মূল গ্রন্থের কত নম্বর প্রবন্ধ ?
(ক) কমলাকান্ত
(খ) কমলাকান্তের জোবানবন্দী
(গ) কমলাকান্তের দপ্তর
(ঘ) কমলাকান্তের পত্র।
উত্তর (গ) কমলাকান্তের দপ্তর

Class 11 first semester bengali suggestion pdf download 

কবিতা : একাদশ শ্রেণির প্রথম সেমিষ্টার বাংলা পরীক্ষার জন্য দুটি কবিতা পড়তে হবে সেটি হল 'ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর' ও 'সাম্যবাদীকবিতা। আর এই Ishwar Chandra vidyasagar এবং Samyabadi কবিতা দুটি থেকে 40 নম্বরের মধ্যে 7 নম্বর আসবে। আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নীচে দিলাম -

17. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর' কবিতাটির উৎস হল -
(ক) তিলোত্তমাসম্ভব কাব্য
(খ) বীরাঙ্গনা কাব্য
(গ) মেঘনাদবধ কাব্য
(ঘ) চতুর্দশপদী কবিতাবলী
উত্তর : (ঘ) চতুর্দশপদী কবিতাবলী


18. পরিমলে ফুল-কুল ___________ ভরে।
(ক) মন
(খ) বাতাস
(গ) দশ দিশ
(ঘ) বাগান
উত্তর : (গ) দশ দিশ


19. 'ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর' কবিতায় কাকে 'করুনার সিন্ধু' বলে উল্লেখ করা হয়েছে - (পর্ষদ নমুনা প্রশ্ন)
(ক)  রাজা রামমোহন রায়কে 
(খ) রবীন্দ্রনাথ ঠাকুরকে 
(গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে 
(ঘ)  রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর : (গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে 


20. 'হেমাদ্রির হেম-কান্তি' অম্লান হয় -  (পর্ষদ নমুনা প্রশ্ন)
(ক)  সূর্যকিরণে
(খ)  শিশিরে 
(গ) জ্যোৎস্নায় 
(ঘ) আকাশে
উত্তর : (ক) সূর্যকিরণে 


21.  কনফুসিয়াস্ ছিলেন -
(ক) চিন দেশের ধর্মগুরু
(খ) ভারতীয় ধর্মগুরু
(গ) রাজনৈতিক
(ঘ) সমাজসেবী
উত্তর : (ক) চিন দেশের ধর্মগুরু


22. সাম্যবাদী কবিতায় কোন মুনি রাজ্য ত্যাগ করেন –
(ক) বাল্মীকি
(খ) শাক্যমুনি
(গ) বিশ্বামিত্র মুনি
(স) দ্রোনাচার্য
উত্তর : (খ) শাক্যমুনি


23. সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে দেখ _______
(ক) কোরান
(খ) রামায়ন
(গ) নিজ প্রাণ
(ঘ) বই
উত্তর : (গ) নিজ প্রাণ


24. ' সাম্যবাদী' কবিতায় আরব-দুলাল হল - 
(ক) হজরত মহম্মদ
(খ) নজরুল ইসলাম
(গ) কনফুসিয়াস
উত্তর : (ক) হজরত মহম্মদ


25. ________ হেম - কান্তি অম্লান কিরণে । 
(ক)  হেমাদ্রির 
(খ) হিমালয়ের 
(গ)  সিন্ধুর 
(ঘ) পর্বতের  
উত্তর : (ক) হেমাদ্রির 


26. 'সাম্যবাদী' কবিতাটি কোন কাব্যগ্রন্থে সংকলিত হয়েছে -
(ক) ভাঙার গান 
(খ) ফণি-মনসা 
(গ) সর্বহারা 
(ঘ) সাম্যবাদী
উত্তর : (গ) সর্বহারা  


27. 'গাহি সাম্যের গান' - এখানে সাম্য বলতে কী বোঝানো হয়েছে -
(ক)  ঈশ্বরের কথা 
(খ) ধর্মের কথা 
(গ) মানুষের কথা
(ঘ) সমতার কথা
উত্তর : (ঘ) সমতার কথা 


* 28'সাম্যবাদী' কবিতায় অনুসারে সত্যের পরিচয় কে পেয়েছেন - 
(ক) কাজী নজরুল ইসলাম
(খ) রবীন্দ্রনাথ ঠাকুর 
(গ) ঈসা মুসা 
(ঘ) মহাবীর
উত্তর : (গ) ঈসা মুসা 


আন্তর্জাতিক কবিতা ও ভারতীয় গল্প : একাদশ শ্রেণির প্রথম সেমিষ্টার বাংলা পরীক্ষার জন্য আন্তর্জাতিক কবিতা ও ভারতীয় গল্প পড়তে হবে । আর এখান থেকে 40 নম্বরের মধ্যে 5 নম্বর আসবে। আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নীচে দিলাম -

29. বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো, গল্পটি অনুবাদক করেছেন -
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর 
(খ) শঙ্খ ঘোষ
(গ) মানবেন্দ্র বন্দোপাধ্যায়
(ঘ) মাইকেল মধুসূদন দত্ত।
উত্তর : 
(গ) মানবেন্দ্র বন্দোপাধ্যায় 


30. পেলাইওর নবজাত শিশুটি কষ্ট পেয়েছে প্রবল -
(ক) রোগে  
(খ) মাথা ব্যথায়
(গ) পেট ব্যথায়  জ্বরে 
(ঘ) জ্বরে 
উত্তর : (ঘ) জ্বরে 

Class 11 first semester bengali suggestion pdf download mcq

31. দেবদূতকে প্রথম কে কখন দেখেছিল -
(ক) প্রতিবেশীরা সকালবেলায় দেখেছিল 
(খ) এলিসেন্দা রাত্রি বেলায় দেখেছিল 
(গ) পেলাইও দুপুরবেলা দেখেছিল 
(ঘ) পাদরি সকালবেলায় দেখেছিল
উত্তর : (গ) পেলাইও দুপুরবেলা দেখেছিল 


32. 'এ যে এক দেবদূত'- বক্তা কে বা কথাটি কে বলেছিলেন- 
(ক) এলিজাবেথ
(খ) নুসরৎ 
(গ) পেলাইও  
(ঘ) এলিসেন্দা
উত্তর : (ঘ) এলিসেন্দা


33. বুড়োকে কি খেতে দেওয়া হয়েছিল - 
(ক) ফলের খোসা ও ছোটো হাজারির উচ্ছিষ্ট
(খ) পায়েস ও পাপড় 
(গ) নাস্তা ও জল 
(ঘ) ফল ও  ফুল
উত্তর : (ক) ফলের খোসা ও ছোটো হাজারির উচ্ছিষ্ট


34. ডানাওয়ালা বুড়ো লোকটা খায় কি ? 
(ক)  আলু পোড়া 
(খ) বেগুন ভর্তা 
(গ) ভাত 
(ঘ) মদ
উত্তর : (খ) বেগুন ভর্তা 


35. 'আঁতকে জেগে উঠেছিল সে তখন' - আঁতকে জেগে ওঠার কারণ ছিল -
(ক) স্বপ্নে ভুত দেখেছিল তাই
(খ) চুরি করতে গিয়ে মানুষ দেখেছিল
(গ) লোকেরা তার পাশটা পুড়িয়ে দিয়েছিল তত্ত্ব লোহায়
(ঘ) উপরের সব ভুল
উত্তর : (গ) লোকেরা তার পাশটা পুড়িয়ে দিয়েছিল তত্ত্ব লোহায়


36. ভ্রাম্যমান প্রদর্শনীয় মেয়েটি মাকড়সা হলো কিভাবে ?
(ক) বাবা-মার কথার অবাধ্য হয়ে 
(খ) ছদ্মবেশী খেলতে গিয়ে
(গ) বন্ধুদের কথাই
(ঘ) দেবতার অভিশাপে
উত্তর : (ক) বাবা-মার কথার অবাধ্য হয়ে 


37. 'দেবদূত এখন এখানে - সেখানে ঘুরে বেড়ায়...' এখানে-সেখানে ঘুরে বেড়ার কারণ কি ছিল -
(ক) ওরা দেবদূতকে তার খাঁচা থেকে মুক্তি দিয়েছিল। 
(খ) দেবদূত নিজেই খাঁচা খুলে বেরিয়ে আসত
(গ) উপরের সবগুলি ঠিক 
(ঘ) রোদে - বৃষ্টিতে মুরগির খাঁচা পুরো ভেঙে পড়েছিল। 
উত্তর : (ঘ) রোদে - বৃষ্টিতে মুরগির খাঁচা পুরো ভেঙে পড়েছিল। 


38. মরা কাঁকড়া গুলোকে পেলাইও সমুদ্রে ছুঁড়ে ফেলে দিয়েছিল -
(ক) নবজাতক শিশুর মাথা ব্যাথা করছিল। 
(খ) নবজাতক শিশু খেলছিল। 
(গ) ওর ধারণা কাঁকড়ার পচা গন্ধে ওর নবজাতক শিশুর জ্বর হয়েছিল।
(ঘ) ক ও খ ঠিক
উত্তর : (গ) ওর ধারণা কাঁকড়ার পচা গন্ধে ওর নবজাতক শিশুর জ্বর হয়েছিল।


39. 'চারণকবি' কবিতাটি লিখেছেন কে? 
(ক)  ভারভারা রাও 
(খ) শঙ্খ ঘোষ 
(গ) শক্তি চট্টোপাধ্যায় 
(ঘ) এন গুপি 
উত্তর : (ক) ভারভারা রাও 


40. ভারভারা রাও এর পুরো নাম কি ছিল -
(ক)  সহজানন্দ ভারভারা রাও
(খ) ভারভারা ভেনুগোপাল রাও
(গ) পেন্ডিয়ালা ভারভারা রাও
(ঘ) সবগুলি ভুল
উত্তর : (গ) পেন্ডিয়ালা ভারভারা রাও

একাদশ শ্রেণি বাংলা সাজেসন প্রথম সেমিষ্টার | Bengali suggestion class 11 first semester


41. 'চরণকবি' কবিতাটির অনুবাদক কে ছিলেন - 
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর 
(খ) মানবেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
(গ) শঙ্খ ঘোষ
(ঘ) অজিত দত্ত
উত্তর : (গ) শঙ্খ ঘোষ


42. 'চারণকবি' কবিতাটি নিজের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে -
(খ) সেতুবন্ধন 
(গ) আরাজলু
(ঘ) বীরভূম
উত্তর : (ক)  ভবিষ্যথু চিত্রপটম


43. 'যখন কাঁপন লাগে জিভে' -  তখন কি হয় ? 
(ক)  মনে 
(খ) মাথায় 
(গ) দেহে 
(ঘ) জিভে
উত্তর : (ঘ) জিভে


44. যুদ্ধের শস্ত্র হয়ে ওঠে - কী ওঠে ?
(ক) কলম 
(খ) লেখা 
(গ) কবিতা 
(ঘ) গান
উত্তর : (ঘ) গান


45. বিবৃতি : বাতাসকে মুক্ত করে দেয় সুর। 
      কারণ : (ক) আবহাওয়ার খবর পাওয়া যায়
                 (খ) কাঁপন লাগে জিভে
                 (গ) শরীর কাঁপতে লাগে 
                 (ঘ) সব ভুল
উত্তর : (খ) কাঁপন লাগে জিভে


ভাষা : একাদশ শ্রেণির প্রথম সেমিষ্টার বাংলা পরীক্ষার জন্য একটি অধ্যায় 'ভাষা' পড়তে হয়। আর এই Class 11 First Semester Bangla পরীক্ষায় Bhasa থেকে সবথেকে বেশি নম্বর আসবে। জানো 40 নম্বরের মধ্যে 10 নম্বর আসবে। তাই এই ভাষা অধ্যায়টা ভালো করে পড়তে হবে। আমি ভাষা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নীচে দিলাম -


46. ইরানীয় শাখার প্রাচীনতম নিদর্শন হল -
(ক) বাইবেল
(খ) কোরান 
(গ) জেন্দ আবেস্তা
(ঘ) কোনোটিই নয়
উত্তর : (গ) জেন্দ আবেস্তা


47. 'ইলিয়াড' ও 'ওডিসি' লেখা হয়েছে কোন ভাষায় ?
(ক) গ্রিক
(খ) হিন্দি
(গ) জার্মানিক
(স) উর্দু
উত্তর : (ক) গ্রিক


48. বাংলা ভাষা উদ্ভব হয়েছে -
(ক) সংস্কৃত থেকে
(খ) মাগধী অপভ্রংশ থেকে
(গ) পৈশাচী অপভ্রংশ
(ঘ) মহারাষ্ট্রী অপভ্রংশ থেকে
উত্তর : (খ) মাগধী অপভ্রংশ থেকে


49. প্রাচীন ভারতীয় আর্যভাষার নমুনা -
(ক) চর্যাপদ
(খ) শ্রীকৃষ্ণকীর্তন 
(গ) ঋগবেদ
(ঘ) উপনিষদ
উত্তর : (গ) ঋগবেদ


50. সাঁওতালি ভাষার লিপির নাম -
(ক) অলচিকি
(খ) রাঙা
(গ) কুটিল
(ঘ) খরোষ্ঠী
উত্তর : (ক) অলচিকি

Class 11 first semester bengali mcq with answers |একাদশ শ্রেণি প্রথম সেমিষ্টার বাংলা সাজেসন 


51. বাংলা ভাষায় উপভাষা আছে -
(ক) ৫টি
(খ) ৩টি
(গ) ২টি
(ঘ) ৬টি
উত্তর : (ক) ৫টি


52. পৃথিবীর বিভিন্ন ভাষা বংশগুলির মধ্যে বৃহত্তম হল -
(ক) সেমীয় - হামীয় ভাষাবংশ
(খ) ইন্দো-ইরানীয় ভাষাবংশ
(গ) দ্রাবিড় ভাষাবংশ
(ঘ) সবগুলো ভাষাবংশ বৃহত্তম
উত্তর : (ক) সেমীয় - হামীয় ভাষাবংশ


53. 'অষ্টাধ্যায়ী' ব্যাকরণ গ্রন্থটি নীচের কে লিখেছেন -
(ক) পাণিনি
(খ)  ভাস্কর্য
(গ) পতঞ্জলি
(ঘ) সায়নাচার্য 
উত্তর : (ক) পাণিনি


54. মধ্য ভারতীয় আর্য ভাষার আনুমানিক সময়সীমা হল -
(ক) ৬০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ৯৫০ খ্রিস্টাব্দ  
(খ) ৫০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে  ৯০০ খ্রিস্টাব্দ  
(গ)  ৮০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে  ১২০০ খ্রিস্টাব্দ  
(ঘ) ৬০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে  ১২০০ খ্রিস্টাব্দ  
উত্তর : (ক) ৬০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ৯৫০ খ্রিস্টাব্দ  


55. নেপালি ভাষার উদ্ভব ঘটেছে কোথা থেকে -
(ক) মহারাষ্ট্রীয় অপভ্রংশ থেকে
(খ) শৌরসেনী প্রাকৃত- অপভ্রংশ থেকে 
(গ) অর্ধ-মাগধী প্রাকৃত- অপভ্রংশ থেকে
(ঘ) মাগধী অপভ্রংশ থেকে
উত্তর : (খ) শৌরসেনী প্রাকৃত- অপভ্রংশ থেকে 


56. নব্য ভারতীয় আর্য ভাষার সময় সীমা হল -
(ক) ৭০০ খ্রিস্টাব্দ থেকে আজ পর্যন্ত 
(খ) ৯০০ খ্রিস্টাব্দ থেকে আজ পর্যন্ত 
(গ) ১২০০ খ্রিস্টাব্দ থেকে আজ পর্যন্ত 
(ঘ) ৫০০ খ্রিস্টাব্দ থেকে আজ পর্যন্ত 
উত্তর : (খ) ৯০০ খ্রিস্টাব্দ থেকে আজ পর্যন্ত 


57. আদি - মধ্য বাংলার সময়সীমা হল -
(ক) ১২০০ খ্রিস্টাব্দ থেকে ১৮০০ খ্রিস্টাব্দ পর্যন্ত
(খ) ১২০০ খ্রিস্টাব্দ থেকে ১৮০০ খ্রিস্টাব্দ পর্যন্ত
(গ) ১৩৫০ খ্রিস্টাব্দ থেকে ১৫০০ খ্রিস্টাব্দ পর্যন্ত
(ঘ) উপরের সব ভুল। 
উত্তর : ১৩৫০ খ্রিস্টাব্দ থেকে ১৫০০ খ্রিস্টাব্দ পর্যন্ত


58. ভারতে প্রচলিত দ্রাবিড় ভাষা বংশের একটি ভাষা হল -
(ক) হিন্দী বাংলা 
(খ) তেলুগু/ তামিল 
(গ) বাংলা 
(ঘ) গুজরাটী
উত্তর : (খ) তেলুগু / তামিল


59. অভিশ্রুতি কোন উপভাষার বৈশিষ্ট্য -
(ক) কামরূপী 
(খ) রাঢ়ী 
(গ) বরেন্দ্রী 
(ঘ) ঝাড়খণ্ডী
উত্তর : (খ) রাঢ়ী 


60. ভাষার আঞ্চলিক রূপকে কী বলা হয় -
(ক) সমাজভাষা
(খ) উপভাষা
(গ) বিভাষা
(ঘ) গৃহ ভাষা
উত্তর : (খ) উপভাষা

 Class 11 first semester bengali mcq with answers pdf download


61. অপিনিহিতির যে আঞ্চলিক উপভাষার বেশি প্রচলিত -
(ক) বরেন্দ্রী 
(খ) কামরূপী 
(গ) ঝাড়খণ্ডী
(ঘ) বঙ্গালি
উত্তর : (ঘ) বঙ্গালি

62. রাঢ়ী উপভাষা যে অঞ্চলে প্রচলিত -
    (i) দিনাজপুর, কাছাড়
    (ii) মালদহ, রাজশাহী 
    (ⅲ) বীরভূম, বর্ধমান, পূর্ব বাঁকুড়া
    (iv)  কলকাতা, ২৪ পরগনা, নদীয়া
বিকল্পসমূহ :
(ক)  (ⅲ), (iv) সঠিক এবং (i), (ii) ভুল 
(খ)  (ⅲ), (ii) সঠিক এবং (iv), (i)  ভুল 
(গ)  (ii), (iv) সঠিক এবং (i), (ⅲ)  ভুল 
(ঘ)  (iv),  (i) সঠিক এবং(ⅲ), (ii) ভুল 
উত্তর : (ⅲ), (iv) সঠিক এবং (i), (ii) ভুল 


63. বঙ্গালী উপভাষা যে অঞ্চলে প্রচলিত -
    (i) ঢাকা, মৈমনসিংহ
    (ii)  রাজশাহী, পাবনা
    (ⅲ) ধলভূম
    (iv)  শ্রীহট্ট 
বিকল্পসমূহ :
(ক)  (ⅲ), (iv) সঠিক এবং (i), (ii) ভুল 
(খ)  (ⅲ), (ii) সঠিক এবং (iv), (i)  ভুল 
(গ)  (ii), (iv) সঠিক এবং (i), (ⅲ)  ভুল 
(ঘ)  (i) সঠিক এবং (ⅲ), (iv), (ii) ভুল 
উত্তর : (ঘ) (i) সঠিক এবং (ⅲ), (iv), (ii) ভুল 



64. বরেন্দ্রী উপভাষা যে অঞ্চলে প্রচলিত -
      (i) মালদহ 
     (ii)  ঢাকা 
     (ⅲ) বীরভূম
     (iv) দিনাজপুর 
বিকল্পসমূহ :
(ক)  (ⅲ), (iv) সঠিক এবং (i), (ii) ভুল 
(খ)  (ⅲ), (ii) সঠিক এবং (iv), (i)  ভুল 
(গ)  (i), (iv) সঠিক এবং (ii), (ⅲ)  ভুল 
(ঘ)  (i) সঠিক এবং (ⅲ), (iv), (ii) ভুল 
উত্তর : (গ) (i), (iv) সঠিক এবং (ii), (ⅲ) ভুল 

First semester bengali suggestion class 11 pdf download

65. ঝাড়খন্ডী উপভাষা যে অঞ্চলে প্রচলিত -
    (i) উত্তর দক্ষিণ বাঁকুড়া
    (ii) দক্ষিণ পশ্চিম বাঁকুড়া
    (ⅲ) দক্ষিণ-পশ্চিম মেদিনীপুর
    (iv) উত্তর পশ্চিম মেদিনীপুর
বিকল্পসমূহ :
(ক)  (ⅲ), (iv) সঠিক এবং (i), (ii) ভুল 
(খ)  (ⅲ), (ii) সঠিক এবং (iv), (i)  ভুল 
(গ)  (i), (iv) সঠিক এবং (ii), (ⅲ)  ভুল 
(ঘ)  (i) সঠিক এবং (ⅲ), (iv), (ii) ভুল 
উত্তর : (খ)  (ⅲ), (ii) সঠিক এবং (iv), (i) ভুল 


66. উইলিয়াম জোন্স কলকাতার রয়েল সোসাইটির অধিবেশনে ভাষা বিষয়ে বক্তব্য রেখেছিলেন কত খ্রিস্টাব্দে ?
(গ) ১৭৮৬ খ্রিস্টাব্দে
(ঘ) ১৭৯০  খ্রিস্টাব্দে
(ক) ১৭৭৬ খ্রিস্টাব্দে
(খ) ১৭৭০ খ্রিস্টাব্দে
উত্তর : (গ) ১৭৮৬ খ্রিস্টাব্দে


 67. প্রাচীন ভারতীয় আর্যভাষার আনুমানিক সময়কাল হল -
(খ) ১৫০০ থেকে ৬০০ খ্রিস্টপূর্বাব্দ
(গ) ১৫০০ থেকে ৯০০ খ্রিস্টপূর্বাব্দ
(ঘ) ১০০০ থেকে ৬০০ খ্রিস্টপূর্বাব্দ
(খ) ১৫০০ থেকে ৬০০ খ্রিস্টপূর্বাব্দ
উত্তর : (খ) ১৫০০ থেকে ৬০০ খ্রিস্টপূর্বাব্দ


68. ________ রাঢ়ী উপভাষার অন্যতম বৈশিষ্ট্য। 
(ক) অপিনিহিতি
(গ) স্বরাগম 
(ঘ) নাসিক্যধ্বনি
(খ) অভিশ্রুতি 
উত্তর : (খ) অভিশ্রুতি

আরো পড়ুন Link
6. সাম্যবাদী কবিতার সেরা 50 টি MCQ প্রশ্ন ও উত্তর          Click Here
3. পুঁইমাচা গল্পের সেরা 40 টি MCQ প্রশ্ন ও উত্তর           Click Here
5. একাদশ শ্রেণির নতুন দর্শন সিলেবাস ও নম্বর বিভাজন           Click Here

■ উপসংহার : দেখো এখানে মাত্র 68 টি MCQ প্রশ্ন দিয়েছি। আরো অনেক প্রশ্ন আছে। মোট 120 টা MCQ প্রশ্ন  আছে । আর সেই বাকি MCQ প্রশ্নগুলি পাবে নীচের লিঙ্কে ---
Class 11 First Semester bengali Suggestion দ্বিতীয় পর্ব - Click Here

# আমার এই লেখাটা পড়ে কেমন লেগেছে অবশ্যই Comment করে জানিয়ে দাও।

■ Class 11 1st semester ishwar chandra vidyasagar MCQ question answer - Click Here

■ Class 11 ও Class 12 SEMESTER পরীক্ষায় OMR Sheet Fillup - Click Here

বি. দ্র :- এই রকম আরো অন্যান্য Subjects এর Notes ও Suggestions পেতে আমাদের ওয়েবসাইট WB Semester প্রতিদিন দেখতে হবে।

Thank You !

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

WB Semester Ads-2

WB Semester Ads-3